Kobitar vander

Kobitar vander Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kobitar vander, Digital creator, Ramna, Dhaka.

hi guys Kobitar vander page ti Apner Sobi follow korun plz,,,,,, এই পেইজ এর রোমান্টিক ভালোবাসার ছন্দ ও কবিতা আপলোড দেওয়া...
28/05/2023

hi guys Kobitar vander page ti Apner Sobi follow korun plz,,,,,,

এই পেইজ এর রোমান্টিক ভালোবাসার ছন্দ ও কবিতা আপলোড দেওয়া হয় প্লিজ আপনারা
সবাই এই নতুন পেইজ টিকে ফলো করুন।

প্রিয়তমা

হাসির ঝঙ্কার তোর মুগ্ধতা ছড়াই
শতগুনে তোর করা সাজে বড়াই
কঙ্কন তোর যখন তোলে ঝঙ্কার-
হৃদয় আমার যেন তৃষ্ণিত কঙ্কার।

আমি তোর রূপে মজে থাকি
কল্পনাতে শুধু তোর ছবি আঁকি,,,,,,,
কন্ঠ যেন তোর তোলে কলতান
গিটারেতে তুলি সুর, বাধি কিছু গান।

দৃষ্টি যেন তোর বিধে হৃদয়ে
নিজেকে খুঁজে ফিরি যেন হারিয়ে.......
তোর পদধ্বনি বারায় হৃদকম্পন
অনুভূতি লুকাতে মোর কত না যতন।

কলমে ✍️,,,,,,,,, নীলয় রায়।

একটা পৃথিবী চাই আমার দিবে সেখানে শুধু থাকবে,,,,,, তুমি মানবীভাসবে না তোমার মনে আমার ছাড়াআর কারো প্রতিচ্ছবি ।একটা আকাশ চ...
27/05/2023

একটা পৃথিবী চাই আমার দিবে
সেখানে শুধু থাকবে,,,,,, তুমি মানবী
ভাসবে না তোমার মনে আমার ছাড়া
আর কারো প্রতিচ্ছবি ।
একটা আকাশ চাই পারবে দিতে তুমি.......
সেখানে উড়বে শুধু তোমাকে ঘিরে আমার স্বপ্ন ঘুড়ি।
সেই বাতাস চাই দাও আমায়
যে শুধু বয়ে বেড়াবে একটি ধ্বনি “ভালোবাসি তোমাকে আমি”
না থাকবে তার কোন প্রতিধ্বনি
সব কিছুই হবে....... যদি একবার বল আমার ভালোবাসায় জীবন সাজাবে তুমি
অন্তরের অন্তরাল থেকে বলবে কি তুমি
আমার ভালোবাসায় জড়াতে রাজি তুমি !

👩‍❤️‍👨🥀🥰

লেখল নীলয় রায়,,,,

ভালোবাসা মানে দুজনের পাগলামি,,,,,,,,পরস্পরকে হৃদয়ের কাছে টানাভালোবাসা মানে জীবনের ঝুঁকি নেয়া।বিরহ-বালুতে খালিপায়ে হাঁটাহ...
27/05/2023

ভালোবাসা মানে দুজনের পাগলামি,,,,,,,,
পরস্পরকে হৃদয়ের কাছে টানা
ভালোবাসা মানে জীবনের ঝুঁকি নেয়া।
বিরহ-বালুতে খালিপায়ে হাঁটাহাঁটি
ভালোবাসা মানে একে অপরের প্রতি খুব করে ঝুঁকে থাকা...........
ভালোবাসা মানে ব্যাপক
বৃষ্টির একটানা ভিতরে-বাহিরে দুজনের হেঁটে যাওয়া।
ভালোবাসা মানে ঠাণ্ডা কফির পেয়ালা সামনে অবিরল কথা বলা,,,,,,,,,,,
ভালোবাসা মানে শেষ হয়ে-যাওয়া কথার পরেও মুখোমুখি বসে থাকা 👩‍❤️‍👨❤️🌹

লেখক _ নীলয় রায়

প্রিয়তমাহাসির ঝঙ্কার তোর মুগ্ধতা ছড়াইশতগুনে তোর করা সাজে বড়াইকঙ্কন তোর যখন তোলে ঝঙ্কার-হৃদয় আমার যেন তৃষ্ণিত কঙ্কার।আমি ...
27/05/2023

প্রিয়তমা

হাসির ঝঙ্কার তোর মুগ্ধতা ছড়াই
শতগুনে তোর করা সাজে বড়াই
কঙ্কন তোর যখন তোলে ঝঙ্কার-
হৃদয় আমার যেন তৃষ্ণিত কঙ্কার।

আমি তোর রূপে মজে থাকি
কল্পনাতে শুধু তোর ছবি আঁকি,,,,,,,
কন্ঠ যেন তোর তোলে কলতান
গিটারেতে তুলি সুর, বাধি কিছু গান।

দৃষ্টি যেন তোর বিধে হৃদয়ে
নিজেকে খুঁজে ফিরি যেন হারিয়ে.......
তোর পদধ্বনি বারায় হৃদকম্পন
অনুভূতি লুকাতে মোর কত না যতন।

কলমে ✍️,,,,,,,,, নীলয় রায়।

আমাদের ভূবনে থাকবে না কোন বেদনা,,,,,,থাকবে না কোন বিরহ আর দেনা-পাওনা তোমাকে ছেড়ে আমি কখনও দূরে যাবোনা...তোমার ব্যাপারে আ...
27/05/2023

আমাদের ভূবনে থাকবে না কোন বেদনা,,,,,,
থাকবে না কোন বিরহ আর দেনা-পাওনা
তোমাকে ছেড়ে আমি কখনও দূরে যাবোনা...
তোমার ব্যাপারে আমি পিছপাও হবোনা।
ঢেকে রাখবো তোমায় দিয়ে সব ভালবাসা
প্রমাণ করতে পারি, তুমিই আমার আশা,,,,,,,,
আমার জীবনে তুমি এনে দিলে পরিবর্তন
তোমার জন্য আমার সব! এটা রেখ স্মরণ !
তোমার হৃদয়ের মাঝে আমায় দিও আসন....
তুমিই আমার ভালবাসা,,, তুমিই আমার ভুবন

কলমে ✍️.....Niloy Roy

প্রেমের মায়াজাললেখক: নীলয় রায়বাতাসে ভেসে বেড়ায় প্রেম প্রেম গন্ধ,ভাবনাতে শিহরিত – আছে যত রন্ধ্র।নয়নে আঁকা তোর প্রেমময় ছবি...
27/05/2023

প্রেমের মায়াজাল
লেখক: নীলয় রায়

বাতাসে ভেসে বেড়ায় প্রেম প্রেম গন্ধ,
ভাবনাতে শিহরিত – আছে যত রন্ধ্র।
নয়নে আঁকা তোর প্রেমময় ছবিটা,
শব্দের মালা গেঁথে লিখি আমি কবিতা।

ছন্দে ছন্দে আমি তোকে বলে যাই,
জুড়ি আমাদের যেন- কৃষ্ণ আর রাই।
সাতজন্ম তোর রাখবো খেয়াল,
তোর প্রেম আমার কাছে যেন মায়াজাল।

অভিমানে ভারি যদি হয় তোর মুখটা,
হাসি ঠিকই আনবো; পেড়িয়ে ঝড়-ঝাপটা।
অভিযোগ খুজতে হাঁপাবে তোর জান,
সুযোগতো দেবোনা থাকতে এ প্রান।

পাকা চুলেও হয় যে খোপা; বেনির গাথুনি-পাঞ্জাবিতেও লুকনো যায় গাজরা, ফুলের রানী।ঘামের বিন্দু মুছে আজও বিবর্ণ আচল,শখ করে আনাও...
27/05/2023

পাকা চুলেও হয় যে খোপা; বেনির গাথুনি-
পাঞ্জাবিতেও লুকনো যায় গাজরা, ফুলের রানী।
ঘামের বিন্দু মুছে আজও বিবর্ণ আচল,
শখ করে আনাও যায় আলতা আর কাজল।

বৃদ্ধ বুকে শ্রান্তি খুজে, বৃদ্ধার আলিঙ্গন,
দুজনেই নীড় খুজে পাই, ছাপিয়ে সকল মহারন।
যুবককালে কদমে কদম যেমন রাখা যায়,
বাড়লে বয়স কদমরা সব ঠিকানা খুজে পায়।

( লেখক: নীলয় রায় )

27/05/2023

একদিন দেখেছিলাম সুন্দর এক স্বপ্ন,
নদীর তীরে আমরা বসেছিলাম মগ্ন !
যখন তুমি ধরেছিলে আমার হাত-
পুষ্পসম প্রস্ফুটিত হয়েছিল প্রভাত !
কানে কানে বলেছিলে চুপি চুপি-
মৃদু বাতাস করেনি কোন কারচুপি !
আমার হৃদয়ে লেগেছিল এক সাড়া-
তুমিই আমার অন্তরে দিয়েছিলে নাড়া !
তোমার জন্য ফুল তুলতে চাইলাম একটি,
তখন শুরু হয়ে গেল মুশল ধারে বৃষ্টি !
আমি তোমাকে বলেছিলাম, ‘এস প্রিয়তম !’
লজ্জা পেয়ে তুমি হয়েছিলে অবনত !
আমার জীবনে তুমি দিয়ে দিয়েছো দোলা
আমার জীবনে যদিও ছিল কত ঝামেলা !
তোমাকে কত ভালবাসি, এটা রেখ স্মরণ,
তোমার তরে হাসিমুখে মৃত্যু করবো বরণ।

লেখক✍️.....Niloy _roy

অনন্ত প্রেম (ononto prem)তোমারেই যেন ভালোবাসিয়াছি        শত রূপে শত বারজনমে জনমে, যুগে যুগে অনিবার।    চিরকাল ধরে মুগ্ধ ...
27/05/2023

অনন্ত প্রেম (ononto prem)

তোমারেই যেন ভালোবাসিয়াছি

শত রূপে শত বার

জনমে জনমে, যুগে যুগে অনিবার।

চিরকাল ধরে মুগ্ধ হৃদয়

গাঁথিয়াছে গীতহার,

কত রূপ ধরে পরেছ গলায়,

নিয়েছ সে উপহার

জনমে জনমে যুগে যুগে অনিবার।

যত শুনি সেই অতীত কাহিনী,

প্রাচীন প্রেমের ব্যথা,

অতি পুরাতন বিরহমিলনকথা,

অসীম অতীতে চাহিতে চাহিতে

দেখা দেয় অবশেষে

কালের তিমিররজনী ভেদিয়া

তোমারি মুরতি এসে,

চিরস্মৃতিময়ী ধ্রুবতারকার বেশে।

আমরা দুজনে ভাসিয়া এসেছি

যুগল প্রেমের স্রোতে

অনাদিকালের হৃদয়-উৎস হতে।

আমরা দুজনে করিয়াছি খেলা

কোটি প্রেমিকের মাঝে

বিরহবিধুর নয়নসলিলে,

মিলনমধুর লাজে--

পুরাতন প্রেম নিত্যনূতন সাজে।

আজি সেই চিরদিবসের প্রেম

অবসান লভিয়াছে

রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে।

নিখিলের সুখ, নিখিলের দুখ,

নিখিল প্রাণের প্রীতি,

একটি প্রেমের মাঝারে মিশেছে

সকল প্রেমের স্মৃতি--

সকল কালের সকল কবির গীতি।

Address

Ramna
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kobitar vander posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share