04/09/2024
4000 লিটারের একটি Tank কে 30 মিনিটে পানি ভর্তি করতে কতো Capacity Motor লাগবে যদি Tank এর উচ্চতা পাঁচ তলা হয় ?
অনেকেই সঠিক উত্তর দিয়েছে তাই তাদেরকে ধন্যবাদ।
ধন্যবাদ দিতে চাই রাশেদুল কে।
নিম্নে তার হিসাব দেওয়া হল,,,,,,
এখানে উল্লেখ্য যে,
ট্যাংকের আয়তন 4000 লিঃ
পানির ঘনত্ব 1000kg/m3
আবার 4000 লিঃ = 4m3
সুতরাং ভর M = 1000*4 = 4000kg
H = (5*3.84) = 19.202 M
সময় t = 30 minutes
= 1800 seconds
অভিকর্ষজ ত্বরণের মান বা g এর মান = 9.8
এখানে দেওয়া আছে,
1 floor = 3.84M
We know,
P = Mgh/t
= 4000*9.8*19.202/1800
= 418.17 Watt
আমরা সব সময় জানি মোটরের performance হয় সর্বোচ্চ কত efficiency দিতে পারে ।
কিন্তু পানি তোলার ক্ষেত্রে ইফিসিয়েন্সি আলাদাভাবে পাম্প এবং মোটরের ধরা হয়।
সুতরাং Motor efficiency 85 %
= 418.17/.85
= 491.96 Watt
= 492 Watt
Again pump efficiency 75%
= 492/.75
= 656 Watt.
এই মানের motor বাজারে না পাওয়া না গেলে
1 HP motor লাগাতে হবে।
Approximately = 746 Watt
= 1 HP Motor is better.
মটর ও পাম্পের ইফিসিয়েন্সি অনুযায়ী কমবেশি হতে পারে ।