Ashikur Rahman

Ashikur Rahman আমার অফিসিয়াল পেইজে আপনাকে স্বাগতম।
❤️ আশিকুর রহমান ❤️

21/07/2025

পাপের সবচেয়ে বড় শাস্তি হলো—হৃদয় থেকে শান্তি চলে যাওয়া, মনটা বিক্ষিপ্ত হয়ে পড়া এবং ইবাদাতের স্বাদ অনুভব করতে না পারা।

25/06/2025

আল মদিনা আল মুনাওয়ারা ইসলামিক ইউনিভার্সিটি সৌদি আরব

23/06/2025

হেরা পর্বত থেকে পবিত্র মক্কা শহর

22/06/2025

সৌদি আরবের আরামকো কোম্পানি।

21/06/2025

প্রবাস-ব্যথার দ্রোহ:
ছন্দিত মোর দেশ-মাটি আজ, বহু দূরে ফেলে আসা;
ভিন্দেশে মোর বুকে বাজে হায়, পরদেশী ভিন্ভাষা!
মায়ের বুলি, ধুলোমাটি সবি স্মৃতির গভীরে ডোবা,
কামলার বেশে খেটে চলি হেথা, চোখে জল মাখে শোভা!
আঁধার রাতে জাগে শুধু মন, স্বদেশের ধূলি খোঁজে,
হৃদয় কাঁদে, প্রাণ পোড়ে হায়, কারে বোঝাই এ-বোঝে!
পরের তরে খাটায়ে শরীর, নিজেরে করি যে ক্ষয়,
টাকার পাহাড় গড়িয়াও তবু, শান্তি নাহি হয় জয়।
ফোনেতে যখন বাজে শিশু-কণ্ঠ, বুক ফেটে হয় খানখান,
বাপের ব্যাথা, মায়ের বিরহ - কে শোনে এ আর্ত গান!
যৌবন আজ বন্দি খাঁচায়, স্বপ্ন ছিঁড়েছে জাল,
রোজগারে মরি, দেশ পানে চাহি, কে জানে ফুরাবে কাল!
ঈদ আসে, পূজা আসে, আসে কত হাসির মেলা,
আমার চোখে শুধু ফোটায় জল, প্রবাসের অবহেলা!
এ জীবন শুধু পথিকের গতি, আঁধার পিছে ফেরে,
তবু আশা জ্বলে, ফিরবো সেদিন, মাটির টানে ঘরে।

20/06/2025

বিশ্বনবী হযরত মুহাম্মদ সাঃ এর রওজা শরীফ

19/06/2025

Masjide quba Madina

18/06/2025

Saudi Arabia Sabic Saudi Oil Gas company

17/06/2025

Saudi Arabia Madina panda market

16/06/2025

Saudi Arabia

13/06/2025

মদিনায় জুমার বক্তব্য অসাধারণ সুমধুর

18/10/2024

আলহামদুলিল্লাহ।
জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের খতিব নিযুক্ত হয়েছেন দেশের বিশিষ্ট আলেম মাওলানা আবদুল মালেক হাফিযাহুল্লাহ। অভিনন্দন তাঁকে। তিনি হাদিস-শাস্ত্রের পণ্ডিত এবং অত্যন্ত বিনয়ী একজন মানুষ। ইসলামী জ্ঞানের বিভিন্ন শাখায় তাঁর ব্যাপক গবেষণাকর্ম ও অবদান আছে।

মহান আল্লাহ তাঁকে ইসলাম ও মুসলিম উম্মাহর কল্যাণে বলিষ্ঠ ভূমিকা রাখার এবং দল-মত-গোষ্ঠী নির্বিশেষে সকল মুসলিমের জাতীয় অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করার তাওফিক দান করুন।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Ashikur Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ashikur Rahman:

Share