02/09/2025
গলায় ইনফেকশন হয়েছে, আমার।
গত ৬ বা ৭ দিন আগে আমার ঢোক গিলতে অসুবিধা এবং গলায় একটু ব্যাথা ও অসুস্থি লেগেছিল ।
আমার মনে হয়েছিলো যে,,, সর্দির,,, কারণে গলায় ব্যাধা হতে পারে বা ভিটামিন সি এর অভাবের কারণে গলায় অসুস্থি
লাগে অতোটা কেয়ার করিনি,,,,,
কিন্তু তিন চার দিন হচ্ছে ভাত খাইলে গলা ঝালায়, জ্বালাপোড়া করে....গতকাল পল্লী চিকিৎসকে দেখাইলাম,
তিনি বললো..... [ গলায় ইনফেকশন হয়েছে ]
আমি পরাই ঘাবরাইছি,কেমনে "ইনফেকশন হইলো,
ডাক্তার বললো যে.... তোমার গলায় যখন ব্যাথা শুরু হয়েছিল তখন তোমার.... গলার টনসিল ফুলে/ বেড়ে গেছিলো ... ডাঃবলেন... তুমি কিছু মনে করিনি যা মন চাইছে সেই খাবারই খাইছো.... যার ফলে.. ফুলে বা বেড়ে যাওয়া টনসিলের ' ঘষা' লেগে আঘাতপ্রাপ্ত অথাৎ ইনফেকশন হয়েছে ...
পরিশেষে ঃ
(সবাইকে বলতেছি যে কোন জিনিসকে অথাৎ ছোট জিনিস বলে অবহেলা করা যাবে,,, এটা আমারও একটা শিক্ষা ,,,
বিশেষ করে শরীরের সমস্যার ক্ষেত্রে .. ,,,, আজকে মেডিসিন খেয়ে একটু কমছে... তাও সবার কাছে, সৃষ্টিকর্তার কাছে 🙏 যেন সম্পূর্ণ রুপে গলার সমস্যা দূর হয় ✨