A.H Digital Ads

A.H Digital Ads --ক্ষমাই আমার ক্ষমতা--

22/06/2025

গরিবের অলিম্পিক😺😺

06/06/2025

চোখজোড়া আজও ভিজে আছে নিঃশব্দ বেদনায়,
আকাশের আর্দ্রতা যে রয়ে গেছে অশ্রুর ছায়ায়।
বৃষ্টিকে ছুঁয়েছিলাম ভালোবেসে এক বিকেলবেলায়,
সে ছোঁয়াটুকু এখন চোখে ঝরে নিরবধি ধারায়।

বলেছি তো, এতটা ভেবো না হে চোখ—
সংসারের কাজের ফাঁকে বারবার তোমায় মুছতে
হয়ে ওঠে না সবসময়, কষ্ট হয় অকারণেই।
দেখো, ঝাপসা হলে দৃশ্যগুলোও হয়ে পড়ে কেমন একা।

বৃষ্টিরও তো সঙ্গী থাকে—ছাতার নিচে, হাতে হাতে।
আমার পাশে তো কেউ নেই, এক বুক একাকিত্ব শুধু।
তোমার এই অশ্রুবিন্দু মুছবে কোন নিঃশব্দ হাত?
তাই চেয়ে বলি—থেমে যাও একটু, দিও না নিজেকে ভাসাতে।

ছয়, ছয়, পঁচিশ

সন্ধ্যা আর বৃষ্টি যখন এক সাথেনরম আলোয় আকাশ ডুবে যায় মেঘের আঁচলে,পথঘাট নিস্তব্ধ, কেবল টুপটাপ শব্দ—বৃষ্টির ফোঁটার মতোই স্ম...
20/05/2025

সন্ধ্যা আর বৃষ্টি যখন এক সাথে
নরম আলোয় আকাশ ডুবে যায় মেঘের আঁচলে,
পথঘাট নিস্তব্ধ, কেবল টুপটাপ শব্দ—
বৃষ্টির ফোঁটার মতোই স্মৃতিগুলো পড়ে মনে।
এক কাপ চা, ভেজা হাওয়া, আর না বলা কথারাও
সন্ধ্যার সাথে মিশে যায়, নিঃশব্দ ভালোবাসায়।

ওমর ফারুক সিদ্দীক

06/11/2024

শ্বাশুড়ি কে মা'য়ের মতো হতে হবেই কেন!
শ্বাশুড়ি মা হলে যে বৌ বোন হয়ে যাবে সে খেয়াল আছে..??

আমার সাদা মনে কুনু কাঁদা নাই।

আলহামদুলিল্লাহ ছুম্মা আলহামদুলিল্লাহ। মাদরাসাতুল মানার লি তাহফিজিল কুরআন -এর তাহফিজ বিভাগের নতুন ভবনের কাজ সম্পুর্ন। আজ ...
01/11/2024

আলহামদুলিল্লাহ ছুম্মা আলহামদুলিল্লাহ।
মাদরাসাতুল মানার লি তাহফিজিল কুরআন -এর তাহফিজ বিভাগের নতুন ভবনের কাজ সম্পুর্ন। আজ থেকে নতুন ভবনে নতুন উদ্দ্যমে ইনশা'আল্লাহ

মাদরাসাতুল মানার লি তাহফিজিল কুরআন  - সাফল্য  অব্যাহত  আলহামদুলিল্লাহ শতাধিক প্রতিযোগিকে পিছনে ফেলে সেরা দশে ইয়েসকার্ড ...
21/10/2024

মাদরাসাতুল মানার লি তাহফিজিল কুরআন - সাফল্য অব্যাহত আলহামদুলিল্লাহ
শতাধিক প্রতিযোগিকে পিছনে ফেলে সেরা দশে ইয়েসকার্ড পেয়ে ফাইনালের জন্য নির্বাচিত হয়েছে।
-লাকাল হামদ ওলাকাসশুকর।

জামিলুল কুরআন  ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত , (জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায়)অংশগ্রহণকারী-  মাদরাসাতুল মানার লি...
21/10/2024

জামিলুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত ,
(জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায়)
অংশগ্রহণকারী- মাদরাসাতুল মানার লি তাহফিজিল কুরআন তাহফিজ বিভাগের ছাত্র ভাইয়েরা।
🤲দোয়ার মোহতাজ🤲

05/10/2024

বৃক্ষের চিৎকার কখনও
কাঠুরিয়া পরোয়া করে না!

মাদরাসাতুল মানার লি তাহফিজিল কুরআন   #হিফজ_শাখায়- অনলাইনে তাজবিদ ও তেলাওয়াতের মাশ্বক চলছে, #মাশ্বক_করাচ্ছেন কাতার ধর্ম ম...
30/09/2024

মাদরাসাতুল মানার লি তাহফিজিল কুরআন
#হিফজ_শাখায়- অনলাইনে তাজবিদ ও তেলাওয়াতের মাশ্বক চলছে,
#মাশ্বক_করাচ্ছেন কাতার ধর্ম মন্ত্রণালয় মসজিদের ইমাম ও খতিব
আন্তর্জাতিক হাফেজ ক্বারি মাসুম আস সা'দি

ছাত্র ভাইদের ও মাদরাসার জন্য কবুলিয়াতের দোয়া চাই।

23/09/2024

কথার আঘাতে রোজ কত মানুষ ম-রে যায় সে খবর কেউ রাখেনা!

কথার আঘাত বড় ভয়ানক! কথার আঘাতে মানুষ পু-ড়ে যায়, ছেড়ে যায়, বেঁচে থেকেও রোজ ম-রে যায়।

তেইশ- নয়- চব্বিশ
ওমর সিদ্দীক

14/09/2024

“হে বোকা নফস!

কবর যতো পুরাতন হবে, জিয়ারত ততো কমিয়ে দেবে প্রিয়জনরা।

আর তুমি রবকে আপন না করে, মানুষ আর দুনিয়াকে আপন করলে?

হে আমার বোকা নফস!”

26/08/2024

এইসব আধভেজা দিনগুলো
মখমলি কাদায় মাখামাখি হয়ে আছে।
অথচ এই ডাঙ্গরদেহী দেবদারু রা জানে
এইখানে একদিন বসন্ত ছিলো।
ফুলের মতো ফুটে থাকতো কবিতা।
হাত বাড়ালেই যেমন ছোয়া যায় শূন্যতা।

Address

Dhaka

Telephone

+8801650203380

Website

Alerts

Be the first to know and let us send you an email when A.H Digital Ads posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to A.H Digital Ads:

Share