18/04/2025
সাভার নামাবজার কাঠপট্টি থেকে বের হওয়ার সময়ের ঘটনা। এই এলাকায় থাকি আজকে ২০ বছর। আওয়ামীলিগের ১৫ বছর গেল, কোনদিন চাঁদা দেওয়া লাগে নাই। বিএনপি ক্ষমতায় আসার আগেই ওপেনে নির্ভয়ে চান্দাবাজি শুরু করে দিছে। ভিডিও করার সময় বলতেছে, ভিডিও করেন কোন সমস্যা নাই! ক্ষমতায় না থাকা অবস্থায়ই এ হালত! না জানি ক্ষমতায় আসলে কী পরিমাণ চান্দাবাজি করবে! ১০০ টাকার বিনিময়ে আমি আমার নিজস্ব ইন্ফ্লুয়েন্সে বিএনপির ১০০টা ভোট নষ্ট করবো। ইনশাআল্লাহ।
Copy Collect Video