21/08/2025
😄 সবাই কেমন আছেন 😄
সকাল বেলা চা খেয়ে দিলাম হাঁসি,
মনে হলো জিজ্ঞেস করি একটু ভালবাসি।
সবাই কেমন আছেন বলেন তো ভাই,
হাসতে হাসতে পেট ব্যথা হলে দোষ দেবেন নাই।
কেউ বলে ঘুমাইনি, চোখে লাল রেখা,
কেউ বলে ভাত নাই, খাইছি শুধু শসা।
আবার কেউ বলে – “আমি তো রাজা,
সেলফি তুলে বসে আছি ফেসবুক সাজা।”
তাই আবারও বলি হাসি মুখখানি,
সবাই কেমন আছেন? বলেন তো জানি!
হাসি দিয়ে কাটুক দিন, কষ্ট না আসুক,
জীবন হোক মজার, টেনশন সব ভাসুক। 🎉