Janapad news

Janapad news Janapad news is the most read online newspaper in Bangladesh. The online portal of 'janapad news'

11/10/2025

গত ১০ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৬ হাজার, মৃত্যু ২৬ জনের

09/10/2025

জুলাই সনদ স্বাক্ষরিত হবে ১৫ অক্টোবর

শেখ হাসিনার বিরুদ্ধে আজ সাক্ষ্য দেবেন উপদেষ্টা আসিফ মাহমুদ
09/10/2025

শেখ হাসিনার বিরুদ্ধে আজ সাক্ষ্য দেবেন উপদেষ্টা আসিফ মাহমুদ

09/10/2025

শটগান, ওয়াকিটকি ছিনতাইয়ের ঘটনায় ৬ পুলিশ সদস্য বরখাস্ত

কিছু উপদেষ্টার মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নাইঃ সারজিসজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের প্রধান সংগঠক সারজিস আলম...
08/10/2025

কিছু উপদেষ্টার মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নাইঃ সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের প্রধান সংগঠক সারজিস আলম অভিযোগ করেছেন, কিছু উপদেষ্টা দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করছেন এবং কেবল নির্বাচনের মাধ্যমে ‘এক্সিট’ নেওয়ার মনোভাব নিয়ে এগোচ্ছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “এত শহীদের রক্তের বিনিময়ে গড়া দায়িত্ব পালনে যদি কেউ ভয় পান, তাদের এই দায়িত্বে থাকার কোনো প্রয়োজন নেই। যারা এই মানসিকতা পোষণ করেন, তাদের জন্য মৃত্যু ছাড়া কোনো নিরাপদ পথ নেই। পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন, বাংলাদেশের মানুষ তাদের খুঁজে বের করবে।”

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁয় জেলা শাখার সমন্বয় সভার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সারজিস আলম এসব কথা বলেন।

তিনি নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে বলেন, শাপলা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণে এনসিপির কোনো আইনি বাধা নেই। তবে, নির্বাচন কমিশন যদি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে কাজ না করে, তাহলে এটি স্বেচ্ছাচারিতা বা কোনো গোষ্ঠীর প্রভাবের ইঙ্গিত দেয়। “এ ধরনের প্রভাব আমরা কখনোই মেনে নেব না,” যোগ করেন তিনি।

জোট গঠনের সম্ভাবনা প্রসঙ্গে তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি কারও সঙ্গে জোটে অংশ নেবে কি না, তা এখনও দলের কেন্দ্রীয় নেতাদের মধ্যে আলোচনা চলছে। তবে, তার আগেই সাংগঠনিক ভিত্তি মজবুত করতে আগামী নভেম্বরের মধ্যে দেশের সব জেলা, উপজেলা ও ইউনিট পর্যায়ে কমিটি গঠন করার পরিকল্পনা রয়েছে।

রাজনৈতিক বাস্তবতা নিয়ে তিনি বলেন, “বাংলাদেশের সৎ ও ভালো মানুষ চাইলে কার্যকর একটি রাজনৈতিক দল গঠন করতে পারে। তবে আওয়ামী লীগের যেকোনো সংস্করণ, অভ্যুত্থান-পরবর্তী বাস্তবতায় বাংলাদেশে আর প্রাসঙ্গিক নয়। এনসিপি এই অবস্থান দৃঢ়ভাবে বজায় রাখবে।”

সমন্বয় সভায় সভাপতিত্ব করেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও নওগাঁ জেলা শাখার প্রধান সমন্বয়ক মনিরা শারমিন। উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

08/10/2025

টানা ১২ দিনের ছুটি শেষে খুলেছে নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান

চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী২০২৫ সালের জন্য ফিজিওলজি বা মেডিসিনে যৌথভাবে তিনজনকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। তারা হলে...
06/10/2025

চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

২০২৫ সালের জন্য ফিজিওলজি বা মেডিসিনে যৌথভাবে তিনজনকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। তারা হলেন– মেরি ই ব্রুনকো, ফ্রেড র‍্যামসডেল এবং শিমন সাকাগুচিকে।

নোবেল জুরি জানিয়েছে, রোগ প্রতিরোধ ক্ষমতা কীভাবে নিয়ন্ত্রণে রাখা যায় তা নিয়ে গবেষণার জন্য চিকিৎসাবিদ্যায় নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেলে সুইডেনের স্টকহোমে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের নাম ঘোষণা করা হয়।

এদের মধ্যে মেরি ই ব্রুনকো ও ফ্রেড র‍্যামসডেল যুক্তরাষ্ট্রের এবং শিমন সাকাগুচি জাপানের নাগরিক।

আরও বলা হয়েছে, ‘তাদের আবিষ্কার ক্যান্সার এবং অটোইমিউনের মতো রোগের গবেষণার ক্ষেত্রে একটি নতুন ক্ষেত্রের ভিত্তি স্থাপন করেছে এবং নতুন চিকিৎসার বিকাশকে উৎসাহিত করেছে।’

প্রসঙ্গত, সোমবার স্টকহোমের কারোলিনস্কা ইনস্টিটিউটে চিকিৎসাশাস্ত্রে পুরস্কার দিয়ে এবারের নোবেল ঘোষণা শুরু হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) ঘোষণা হবে পদার্থবিদ্যা, বুধবার (৮ অক্টোবর) রসায়ন, বৃহস্পতিবার (৯ অক্টোবর) সাহিত্য এবং শুক্রবার (১০ অক্টোবর) ঘোষণা করা হবে শান্তিতে নোবেল বিজয়ীর নাম। আর অর্থনীতিতে বিজয়ীর নাম ঘোষণা করা হবে ১৩ অক্টোবর।

নোবেলের পুরস্কার প্রদান অনুষ্ঠান হবে ১০ ডিসেম্বর। এদিন আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকী। বিজয়ীরা পাবেন ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনার (প্রায় ১ কোটি ২০ লাখ ডলার সমমূল্য), সঙ্গে থাকবে ১৮ ক্যারেটের সোনার পদক ও একটি সম্মাননাপত্র।

সেই অপূর্ব পালকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার
05/10/2025

সেই অপূর্ব পালকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার

অলৌকিক সেই ইমরান খান এখন কয়েদি নম্বর ৮০৪
05/10/2025

অলৌকিক সেই ইমরান খান এখন কয়েদি নম্বর ৮০৪

রমনা পার্কের লেক থেকে একজনের লাশ উদ্ধাররাজধানীর রমনা পার্কের লেক থেকে আজ শুক্রবার বিকেলে মো. ওয়াসিমুল হক (৫৫) নামের এক ...
04/10/2025

রমনা পার্কের লেক থেকে একজনের লাশ উদ্ধার

রাজধানীর রমনা পার্কের লেক থেকে আজ শুক্রবার বিকেলে মো. ওয়াসিমুল হক (৫৫) নামের এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বিকেল সোয়া ৫টার দিকে পুলিশ রমনা পার্কের লেক থেকে তাঁর লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক জানান, ওয়াসিমুলকে মৃত অবস্থায় আনা হয়েছে।

ওয়াসিমুলের মৃত্যুর কথা নিশ্চিত করে রমনা থানার উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, দুপুরে পথচারীদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ সদস্যরা গিয়ে রমনা পার্কের লেকে ওই ব্যক্তির লাশ ভেসে থাকতে দেখেন। এ সময় সেখানে কর্তব্যরত আনসার সদস্য ও পথচারীদের সহযোগিতায় ওয়াসিমুলকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়‌।

পারিবারিক সূত্র জানায়, ওয়াসিমুল হক মগবাজারের ১৯ ইস্কাটন গার্ডেনের স্থায়ী বাসিন্দা। তাঁর বাবা প্রয়াত মো. নাজমুল হক রেলপথ মন্ত্রণালয়ের সচিব ছিলেন।

ওয়াসিমুলের মামাতো ভাই হেলাল খান প্রথম আলোকে বলেন, পুলিশ ওয়াসিমুলের লাশ উদ্ধার করে তাঁর পকেটে পাওয়া নম্বরে ফোন করে ঘটনাটি জানায়। তিনি বলেন, ওয়াসিমুল ১৫ বছর ধরেই মানসিক সমস্যায় আক্রান্ত। কখনো তাঁর অবস্থা ভালো হয়, কখনো মন্দ হয়ে যায়, আবার কখনো নিজের ভারসাম্য হারিয়ে ফেলেন। আজ সকালে নাশতা করে বাসা থেকে বের হন। কিছু সময় পার্কে বসে ছিলেন বলে কয়েকজন জানিয়েছেন।

হেলাল খান আরও বলেন, ১৫-২০ বছর আগে ওয়াসিমুলের আপন ভাই রবিন বন্ধুদের সঙ্গে রমনা পার্কে সাঁতার কাটতে নেমে ডুবে মারা যান। ২০২০ সালে করোনাকালে ওয়াসিমুল বিয়ে করেছিলেন। বিয়ের কিছু দিনের মাথায় তাঁর স্ত্রী কোনো এক রোগে আক্রান্ত হয়ে মারা যান।

04/10/2025

গাজায় সামরিক কার্যক্রম 'সীমিত' করার নির্দেশ ইসরায়েলি সেনাদের

02/10/2025

পাবনায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৩

Address

Uttara
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Janapad news posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Janapad news:

Share