Satya News Bangladesh

Satya News Bangladesh আস্সালামুয়ালাইকুম।

এই পিকচার টা এক ভদ্রলোক পেজে বলেছিলো ছবিটা এডিট করে দিতে,এডিট করলাম ঠিক বাট লোকটাকে খুজে পাচ্ছিনা।
18/08/2025

এই পিকচার টা এক ভদ্রলোক পেজে বলেছিলো ছবিটা এডিট করে দিতে,এডিট করলাম ঠিক বাট লোকটাকে খুজে পাচ্ছিনা।

11/08/2025

আস্সালামুয়ালাইকুম,,,,,
বন্ধুরা আমি যদি দুনিয়াতে না থাকি তাহলে আপনারা কি আমাকে ভুলে যাবেন?আমার মৃত্যুর পর না হয় একটু দোয়া করবেন প্লিজ।ভালো থাকবেন সবাই,সুখে থাকবেন সবাই।আল্লাহ হাফেজ।

টনি এবং সালমা,,,,দুজনের মধ্য কার অভিনয়টা বেশি ভালো লাগে।একটা ভোট হয়ে যাক।টনির অভিনয় ভালো লাগলে ১ টা লাইক করবেন।সালমার অভ...
30/07/2025

টনি এবং সালমা,,,,দুজনের মধ্য কার অভিনয়টা বেশি ভালো লাগে।একটা ভোট হয়ে যাক।

টনির অভিনয় ভালো লাগলে ১ টা লাইক করবেন।

সালমার অভিনয় ভালো লাগলে একটা কমেন্ট করবেন।

টনি-সালমার দুজনের অভিনয় ভালো লাগলে একটা শেয়ার করবেন।

23/07/2025

বাচ্চার শরীর ঝলসে গেছে, গায়ে কাপড় নাই, একটু সাহায্যের আশায় এদিক সেদিক সে ধাক্কা খাচ্ছে।
চোখের সামনে এ দৃশ্য দেখেও পকেট থেকে মোবাইল বের করে তার পেছনে দৌড়ে দৌড়ে ভিডিও বানানোর চিন্তা আপনার মাথায় আসছে মানেই আপনি আর মানুষের ক্যাটাগরীতে নাই। আপনার বাপ একটা শুয়োর, আর আপনি একটা শুয়োরের বাচ্চা। এটা মেনে নেন.. 🙂

©ইমন খাঁন

যেই বাচ্চা টা পু😭ড়ে একাই বের হয়ে হেঁটে যাচ্ছিলো ওই বাচ্চা টা সুস্থ আছে কি? ভীষণ জানতে ইচ্ছে করছে 😢
23/07/2025

যেই বাচ্চা টা পু😭ড়ে একাই বের হয়ে হেঁটে যাচ্ছিলো ওই বাচ্চা টা সুস্থ আছে কি? ভীষণ জানতে ইচ্ছে করছে 😢

আহারে মৃতু
22/07/2025

আহারে মৃতু

19/07/2025
15/07/2025

banglanews, ajker bangla news, ajker khobor, ajker news, আজকের খবর, বাংলা নিউজ, সংবাদ, খবর, News Reaction, news, bdnews, news24, banglanewstoday,bangla news, latest bangla news, latest news, news today, breaking news, world news, bd news, top news, daily news, bangladeshi news, bd newspaper, latest news today, ekattor tv, bangla news today, সর্বশেষ সংবাদ, সব খবর, trending news, international news today, news bangladesh,

500 টাকায় কাপড় খুললে মেয়ে হয় বেশ্যাআর 5০০০০ টাকায় কাপড় খুললে হয় নায়িকাআবেগে কাপড় খুললে হয় বান্ধবিআর অভাবে কাপড...
14/07/2025

500 টাকায় কাপড় খুললে মেয়ে হয় বেশ্যা
আর 5০০০০ টাকায় কাপড় খুললে হয় নায়িকা
আবেগে কাপড় খুললে হয় বান্ধবি
আর অভাবে কাপড় খুললে হয় মাগী
রিনা ,মিনা খুললে বলে খানকি
আর এঞ্জেল, জেরিনরা ফিগার দেখাইলেই হয় স্মার্ট
বিয়ার আগে খুললে নটি
আর বিয়ার পড় খুললে মেইন্টেনিং সোসাইটি

ধর্ষিতা কখনও নিজ ইচ্ছায় ধর্ষন হয় না,
কিন্তু তা জেনেও সবাই তাকে দূরে সরিয়ে দেয়।
আবার বিবাহিতাকে নিয়ে পালিয়ে সম্পর্ক করতে ইতস্তত বোধ করে না।

কাপড়টা সবাই খোলে,
আর কাপড় খোলাটা ও ফ্যাক্ট না
ফ্যাক্টটা হচ্ছে, এই সমাজ কিভাবে দেখছে
কাপড় খুলে কেউ বেশ্যা হয় না
এই সমাজই বেশ্যা তৈরি করে
কিন্তু ওই বেশ্যাদের কাছে কারা যায়?
অন্যের দিকে আঙুল তোলার আগে, নিজের দিকে ও তাকান

নারীর প্রতিটা কুকর্মে পুরুষও জড়িত কারণ এক হাতে তালি বাঁজে না, অথচ বেশিরভাগ পুরুষই অপরাধ করে লোকচক্ষুর আড়ালে চলে যায় কিন্তু জনসম্মুখে পরতে হয় নারীকে।

এইরকম ভাষা ব্যবহার করার জন্য দুঃখিত । বাস্তবতা এইরকমই
এইভাবে না লিখলে অনেকে বলবে ভাষাগত সমস্যার কারণে বুঝি নাই
(প্রত্যেক নারীর ভিতর একটি মা এর সত্ত্বা বাস করে, তাকে সম্মান করতে শিখুন)যে পুরুষ বেশ্যাকে ঘৃণা করে
- সে পুরুষ রাতের আধারে বেশ্যাকে বুকে জড়িয়ে নেয়
- যে ছেলে প্রেমে ছ্যাকা খেয়ে মেয়েদের গালাগালি দেয়
- কয়দিন পর সেই ছেলে আবার প্রেমে পড়ে
- চলচ্চিত্রের সব থেকে ভালো মেয়েটির ও দুই দিন পর ভিডিও ফাঁস
- রাস্তায় থাকা পাগলিটার পেটে বাচ্চা আসে-
- মায়ের বোকা ছেলেটাও প্রেমে পড়ে
- মা-বাবার চোখের গরমে কেঁদে দেওয়া মেয়েটি রাতে লুকিয়ে বাঁশ বাগানে যায়
- 16 বছরের ছেলেটাও বলে তোকে ছাড়া বাঁচবো না
- 10 বছরের মেয়েটা স্ট্যাটাস দেয় অতীত ভুলে যেতে চাই
- প্রতিদিন কেউ ধর্ষিত হয়ে কেঁদে বুক ভাসায়
- আবার কেউ লাজ-লজ্জা ভুলে দেহের ক্ষুধা মেটায়
- কাকে দোষ দেবো বলেন??
- দিনশেষে এদের নিয়েই আমাদের সংসার
- নারী ছলনাময়ী, নারী বেইমান
- পুরুষ স্বার্থপর, পুরুষ বিশ্বাসঘাতক
- পরের বোনটা মাল। নিজের বোন টা কলিজা
- রোগা না, মেন্টাল না
- মানুষ জাতটাই মাতাল

দৃষ্টি ভঙ্গি বদলান জীবন বদলে যাবে....!!

এরা পাথর মে রে ব্যাবসায়ী হ ত্যাকারি। ফা শি চাইলে লাইক দিন।
12/07/2025

এরা পাথর মে রে ব্যাবসায়ী হ ত্যাকারি।
ফা শি চাইলে লাইক দিন।

এমন বাংলাদেশ'ই তো আমরা চেয়েছিলাম তাই না? মাঝে মাঝে বিবেকটা দাঁড়িয়ে যায়, কিছু মাথামোটা  অসভ্য লোকের বাজে কমেন্ট এর কা...
12/07/2025

এমন বাংলাদেশ'ই তো আমরা চেয়েছিলাম তাই না?
মাঝে মাঝে বিবেকটা দাঁড়িয়ে যায়, কিছু মাথামোটা অসভ্য লোকের বাজে কমেন্ট এর কারণে নিজতেজ করে রাখি। এগুলো দেখে আপনার বিবেক দাঁড়ায় না? আমার দাঁড়ায়। আমাদের মত এরকম অসভ্য জাতির জন্য উনি কিংবা ওনারা যথেষ্ট নয়। এমন কেউ আসুক যে আমাদের সকাল-বিকাল পেদাবে।মনে রাখবেন সামনে এমন দিন আসবে আপনার কিংবা আমার যেদিন হয়তো আমার বোনকে মসজিদে ধর্ষন করে মেরে ফেলবে,শুধ ঘুসখোর নিয়ে ঈমাম সাহেব কথা বলায় তাকে মসজিদে কুপানো হবে,একদিন আসবে আমার ভাই সোহাগকে রাস্তায় পাথর দিয়ে মেরে ফেলবে।ঘরের কোনায় বসে থাকুন আর এসব দেখতে থাকুন।নেক্সট আপনি কিংবা আমি।

বেশি কিছু না! আপুটি তার ছোট বেলার ছবি দেখাচ্ছে। কিন্তু লিজেন্ডরা অন্য কিছু দেখবে।
09/07/2025

বেশি কিছু না! আপুটি তার ছোট বেলার ছবি দেখাচ্ছে। কিন্তু লিজেন্ডরা অন্য কিছু দেখবে।

Address

Mugdapara
Dhaka
1214

Telephone

+8801777214656

Website

Alerts

Be the first to know and let us send you an email when Satya News Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Satya News Bangladesh:

Share