01/11/2025
হাটি হাটি পা পা, ১, ২, ৩ করে বাইকবিডি আজ ১৩ বছর পার করে দিয়েছে। তাদের এই ১৩ বছরের যাত্রায় অনেক গল্প তৈরি হয়েছে। বাইকারদের সাথে এত গুলো বছর কাটিয়ে দেয়ার অনেক সুমধুর স্মৃতি রয়েছে।
বাইকবিডির এই যাত্রায় বাইকাররা সব সময় বাইকবিডির পাশে থেকে উৎসাহ এবং সাহস জুগিয়েছেন। তাদের কারনেই আজ বাইকবিডি এই অবস্থানে এসেছে।
আপনাদের ভালবাসা সব সময় আমাদেরকে কাজের প্রেরণা জুগিয়েছে। আমরা সব সময় আপনাদের পাশেই থাকতে চেয়েছি। বিপদে আপদে ভাল খারাপ সব সময় বাইকারদের পাশে আমরা দাড়াতে চেয়েছি। কতটুকু পেরেছি তা আপনারাই ভাল জানেন।
আমাদের টিম একদিনে তৈরি হয়নি। ধীরে ধীরে আজকের বাইকবিডি তৈরি হয়েছে। স্বপ্নটা দাদার ( Suvro Sen ) ছিল, আপনাদের সহযোগীতায় সেটা পূরন হয়েছে।
আমরা বাইকারদের কথা বলি। বাইকারদের সমস্যা এবং সমাধানের চেষ্টায় বাইকবিডি সব সময় নিরলস ভাবে কাজ করে গিয়েছে। আপনাদের কাছে সেটা যত কঠিন কিছুই হোক সম্পূর্ন নির্ভূল তথ্য এবং খবর পৌছে দেয়ার চেষ্টা করেছে।
আজকের বাইকবিডি স্বপ্নটা আরও বড় হয়েছে। বাইকারদের নিয়ে আরও ভাল কিছু করার, ভাল কিছু দেবার ইচ্ছে আমাদের সব সময়। আপনাদের ভালবাসা এবং আপনাদের পাশে থেকে আমরা কাজ করে যেতে চাই।
আপনাদের সকলের প্রতি টিম বাইকবিডির পক্ষ থেকে রইল শ্রদ্ধা এবং ভালবাসা।
ভালবাসার ১৩ বছর পরিপূর্ন হল।
ভাল থাকবেন সব সময়।
ধন্যবাদ।
০১১১২০২৫