it’s me moshiur

it’s me moshiur Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from it’s me moshiur, Dhaka.

14/11/2025

“তোমরা নারীদের সাথে উত্তম আচরণ করো…”
— সহীহ বুখারী, হাদীস ৫১৮৬; সহীহ মুসলিম, হাদীস ১৪৬৮

এই নির্দেশনা সাধারণভাবে রুক্ষতা, তর্ক-ঝগড়া ও কষ্টদায়ক আচরণ থেকে বিরত থাকার শিক্ষা দেয়।

14/11/2025

“যে কাজে কোমলতা থাকে, সেটি সৌন্দর্যমণ্ডিত হয়; আর যেখান থেকে কোমলতা উঠিয়ে নেওয়া হয়, তা বিকৃত হয়ে যায়।”
— সহীহ মুসলিম, হাদীস ২৫৯৪

অর্থাৎ তর্ক-বিতর্ক, কঠোর ভাষা ব্যবহার, রূঢ় আচরণ—এসব ইসলামের নির্দেশিত চরিত্র নয়।

09/11/2025

“যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহও তার প্রতি দয়া করেন না।”
(সহিহ মুসলিম, হাদিস: ২৩১৯)

09/11/2025

“তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম, যার চরিত্র সর্বোত্তম।”
(সহিহ বুখারি, হাদিস: ৬০২৯)
📖 অর্থ: উত্তম চরিত্রই একজন মুসলমানের শ্রেষ্ঠত্বের পরিচায়ক।

09/11/2025

“কাজের নিয়ত অনুযায়ী ফল হয়।”
(সহিহ বুখারি, হাদিস: ১)
📖 অর্থ: মানুষ যে কাজ করে, তার প্রতিফল তার নিয়তের ওপর নির্ভর করে।

09/11/2025

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
"তোমাদের মধ্যে সে ব্যক্তি উত্তম, যে কুরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়।"
— সহীহ বুখারী, হাদীস নং ৫০২৭

03/11/2025

Good night 🥰🫵🏻

24/10/2025

জুমার নামাজের গুরুত্ব:
নবী ﷺ বলেছেন—

> “যে ব্যক্তি অবহেলা করে তিনটি জুমা পরপর নামাজ বাদ দেয়, আল্লাহ তার হৃদয় সিল করে দেন।”
(আবু দাউদ, হাদীস: ১০৫২)

20/10/2025

good night 🥰

18/10/2025

Who is ready to give their lives for Islam? 🥰🫵🏻

17/10/2025

শুভ রাত্রী 🥰🥰

17/10/2025

"সপ্তাহের শ্রেষ্ঠ দিন হলো শুক্রবার। এই দিনেই আদম (আঃ) সৃষ্টি হয়েছেন, এই দিনেই জান্নাতে প্রবেশ করেছেন এবং এই দিনেই পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন।"

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when it’s me moshiur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share