Arif etc

Arif etc ভালো থাকার জন্য ভালো কিছু করতে হবে।
(41)

একটা দিয়ে আরেকটা (ai দিয়ে) বানানোর পরে এই একটা অবস্থা।কারও দরকার হলে বইলেন বানিয়ে দিবো সমস্যা নাই।
04/08/2025

একটা দিয়ে আরেকটা (ai দিয়ে) বানানোর পরে এই একটা অবস্থা।
কারও দরকার হলে বইলেন বানিয়ে দিবো সমস্যা নাই।

03/08/2025

Hello guys 🤠🤠🤠
Good morning 🌄🌄🌄

ইচ্ছে করলেই তো এখানে একটা ঝুড়ি/ ডাস্টবিন রাখা যেতো?চাইলেই তো নিজের প্রতিষ্ঠানের চারপাশটা পরিচ্ছন্ন করে পরিপাটি করে রাখা...
02/08/2025

ইচ্ছে করলেই তো এখানে একটা ঝুড়ি/ ডাস্টবিন রাখা যেতো?
চাইলেই তো নিজের প্রতিষ্ঠানের চারপাশটা পরিচ্ছন্ন করে পরিপাটি করে রাখা যেতো।
একটা ঔষধের দোকানের সামনেই যদি এইভাবে নোংরা করে রাখেন তাহলে অন্যদের কথা আর কি বলবো।
আসুন ভাই সচেতন হই। মাইনষের জায়গায় না করেন নিজের জায়গাটা অন্তত নিজে পরিচ্ছন্ন রাখুন।
সচেতন হলে সবার আগে নিজের ভালো তারপর অন্যর ভালো এটা মনে রাখতে হবে।
সচেতনতায়: বিডি ক্লিন সোনারগাঁও

01/08/2025

আজকে এক্টিভ আছি সারারাত
কার কার পেজ এ আমন্ত্রণ জানাবেন জলদি জানান।
ইনশাআল্লাহ বেড়াতে যাবো।

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Hasibul Hasan Sami
01/08/2025

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Hasibul Hasan Sami

31/07/2025

হে আল্লাহ তুমি রহমানুর রাহিম।
তুমি সবাইকে হেফাজত করো।
হে আল্লাহ তুমি তাদেরকে জান্নাত দান করো যাদেরকে তুমি তোমার কাছে নিয়েছো। আহত হয়ে যারা হাসপাতালে ছটফট করছে তাদেরকে সুস্থ করে দাও।
সবার পরিবারের সকলকে শোক সইতে পারার তাওফিক দান করো।
আমিন

এই দুইটা ড্রেসের মধ্যে কোনটা বেশী সুন্দর বলেন?বউ বলেছে আমার যেইটা পছন্দ সেইটা🙃আমি তো পুরাই কনফিউজড কি করা যায় বলেন?
30/07/2025

এই দুইটা ড্রেসের মধ্যে কোনটা বেশী সুন্দর বলেন?
বউ বলেছে আমার যেইটা পছন্দ সেইটা🙃
আমি তো পুরাই কনফিউজড
কি করা যায় বলেন?

29/07/2025

আসসালামুয়ালাইকুম কেমন আছেন সবাই?
সবার দিনটা অনেক অনেক ভালো কাটুক এই কামনা করি।
💐শুভ সকাল 💐

দুই ভাই ঘুরতে চলে আসলাম নদীর ধারে। কেউ আবার কক্সবাজার বলে কমেন্ট কইরেন না বাসায় কিন্তু বলে আসি নাই।
28/07/2025

দুই ভাই ঘুরতে চলে আসলাম নদীর ধারে। কেউ আবার কক্সবাজার বলে কমেন্ট কইরেন না
বাসায় কিন্তু বলে আসি নাই।

28/07/2025

💐💐শুভ সকাল 💐💐
কেউ খিচুরির দাওয়াত দিলে চলে আসতাম।
অথবা চলে আসেন আমার বাসায় একসাথে রান্না করে খাওয়া যাবে।

শুভ সকাল🪻🪻🪻🌷💐হে আল্লাহ তুমি সবার উপর রহমত বর্ষন করো।
27/07/2025

শুভ সকাল🪻🪻🪻🌷💐
হে আল্লাহ তুমি সবার উপর রহমত বর্ষন করো।

আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ।মাইলস্টোনে নিহত ও আহত শিক্ষার্থীদের স্মরণে -বিডি ক্লিন সোনারগাঁও মাইলস্টোন ট্র্যাজেডিতে...
26/07/2025

আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ।

মাইলস্টোনে নিহত ও আহত শিক্ষার্থীদের স্মরণে -বিডি ক্লিন সোনারগাঁও মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের আত্মার মাগফেরাত কামনা ও আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনায় ছয়হিস্যা মারকাজুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসায় দোয়া পরিচালনা করেন।

এই ছোট্ট উদ্যোগের মাধ্যমে আমরা শোকাহত পরিবারের পাশে থাকার বার্তা পৌঁছে বিডি ক্লিন সদস্যরা কালো ব্যাজ ধারণ করে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় দোয়া পরিচালনা করেন মাদ্রাসার মুহতামিম মাওলানা শাখাওয়াত হোসেন আব্দুল্লাহ।

#বিডিক্লিন #দোয়া #নিউজ #উত্তরা #ট্রাজেডি #মাইলস্টোন #মাগফেরাত #আপডেট

Address

Kamargaon
Sonargaon
1441

Alerts

Be the first to know and let us send you an email when Arif etc posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Arif etc:

Share