Dream Journey VFX Studio Bangladesh

Dream Journey VFX Studio Bangladesh Advertising and Media agency
YouTube- https://www.youtube.com/
VFX Academy : https://www.afavfxedu.com


☘️ Dream Journey VFX is a dynamic & innovative Animation Studio. specializing in Animation and visual effects (VFX) for film.

✅ The studio has also contributed to the production of CGI animation films and Video Post Production, Color Grading, Character Animation & Rigging, Motion Graphics and Digital Content Creation

, video documentaries, TV Commercial projects.

✅ Including Animation & Visual effects educational Tutorials with Business Motivational tips. Which is the arrangement of animation training through Digital platform YouTube and other social industries.

✅ Adventure Film Academy of Visual Arts is our own Academic organization.
👉 Website- https://adventurefilmacademyvfx.com
👉 page- https://www.facebook.com/adventurevfxbd

☘️ 3D Character Animation Course সম্পর্কে জানতে -
https://youtu.be/qXVt8I3skjU?si=Nv_QQzuZ6_BHIw-I
☎️ WhatsApp: 01707613971 ( Animation Admission for More information )

☘️ Visual Effects (VFX) Course সম্পর্কে জানতে ভিডিওটি দেখুন | VFX Course in Bangladesh
https://youtu.be/Wbh4NS6u_pg?si=9_NS1OdTCv7_6BCU
☎️ WhatsApp: 01707613971 ( Visual effects (VFX) Admission for More information)

Founded on the principles of creativity, technical excellence, and a passion for storytelling, Dream Journey VFX Studio prides itself on delivering stunning visual experiences that captivate audiences and enhance the overall production value of any project.

✅ For Sponsorship & Business Enquiries-
💌 Email: [email protected]
☎️ WhatsApp: 01707613971

👉 So please come in my You tube channel and check it out !!

👉 The provided link is usually verified for trusted and secure property.

✅ Our Animation & vfx studio -
www.dreamjourneyvfx.com

✅ Our Art station VFX School Profile -
https://www.artstation.com/zakirjoy

✅ Our Computer Training Academic google page -
https://sites.google.com/view/adventurefilmacademyofvfx/home

✅ Our VFX School Channel-
https://www.youtube.com/

✅ Our Kids Meta School Channel-
https://www.youtube.com/

👉Our Special services -



Thanks and ❤️ to everyone 😊

23/06/2025

🟪 বর্তমানে সবস্তরের মানুষের জন্য মোশন গ্রাফিক্স জানা কেন প্রয়োজন?
🔎এই লিংক থেকেই আপনি ফুল কোর্স পেয়ে যাবেন- https://www.afavfxedu.com/courses/motion-graphics-course/
🎯 কোর্স ফি : ১৪৯০ টাকা।
এর কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হলো—
------------------------------------
🔹 ১. ডিজিটাল মার্কেটিং ও ব্র্যান্ডিং-এর চাহিদা
আজকের দিনে প্রতিটি ব্যবসা বা প্রতিষ্ঠান অনলাইনে নিজেদের তুলে ধরতে চায়। মোশন গ্রাফিক্স ব্যবহার করে খুব সহজেই আকর্ষণীয় ভিডিও কনটেন্ট বানিয়ে ব্র্যান্ডকে প্রচার করা যায়।
🔹 ২. সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রভাব বিস্তার
Facebook, YouTube, Instagram, TikTok—সব প্ল্যাটফর্মেই ভিডিও কনটেন্ট সবচেয়ে বেশি নজর কাড়ে। মোশন গ্রাফিক্স জানা থাকলে নিজের কনটেন্ট নিজেই তৈরি করা যায়, যা আপনাকে আরো এগিয়ে রাখে।
🔹 ৩. চাকরির সুযোগ ও ফ্রিল্যান্সিং
মোশন গ্রাফিক্স একটি চাহিদাসম্পন্ন স্কিল। দেশে ও বিদেশে অসংখ্য প্রতিষ্ঠান মোশন ডিজাইনার খুঁজছে। ফ্রিল্যান্সিং সাইটগুলোতেও এ কাজের চাহিদা অনেক বেশি।
🔹 ৪. শিক্ষা ও প্রশিক্ষণের উপস্থাপনা উন্নত করা
শিক্ষকদের জন্য বা ট্রেইনারদের জন্য তথ্য উপস্থাপন সহজ ও আকর্ষণীয় করতে মোশন গ্রাফিক্স খুব কার্যকর। পাঠ্যবিষয় বা নির্দেশনা আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
🔹 ৫. ক্রিয়েটিভ অভিব্যক্তির মাধ্যম
যেকোনো আইডিয়া বা গল্পকে নান্দনিকভাবে উপস্থাপন করতে মোশন গ্রাফিক্স একটি শক্তিশালী টুল। এটি একজন সৃষ্টিশীল মানুষের কল্পনাকে বাস্তবে রূপ দিতে সাহায্য করে।
📗কোর্সটি পেতে কোন প্রবলেম হলে- আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে- 01707-613971 টেক্সট করুন।
✅ সংক্ষেপে বলবো- মোশন গ্রাফিক্স এখন শুধুমাত্র ডিজাইনারদের কাজ নয়—যেকোনো পেশার মানুষ চাইলে এটি শিখে নিজেদের ক্যারিয়ার,
#ক্যারিয়ারগাইড

মোশন গ্রাফিক্স হচ্ছে ডিজাইন এবং অ্যানিমেশনের একটি গুরুত্বপূর্ণ সেক্টর।যা বিজ্ঞাপন, ব্র্যান্ডিং, সোশ্যাল মিডিয়া, চলচ্চিত...
15/06/2025

মোশন গ্রাফিক্স হচ্ছে ডিজাইন এবং অ্যানিমেশনের একটি গুরুত্বপূর্ণ সেক্টর।
যা বিজ্ঞাপন, ব্র্যান্ডিং, সোশ্যাল মিডিয়া, চলচ্চিত্র, UI/UX এবং কর্পোরেট প্রেজেন্টেশনে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

ডিজিটাল কনটেন্টের প্রসারের সাথে, ব্যবসা ও বিনোদন শিল্প মোশন গ্রাফিক্সের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।

মোশন গ্রাফিক্স ডিজাইনারদের ভবিষ্যৎ চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে ফিল্ম প্রোডাকশন, গেমিং, ডিজিটাল মার্কেটিং, AR/VR এবং AI-চালিত মিডিয়া খাতে। প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে দক্ষ মোশন ডিজাইনারদের বিশ্বব্যাপী ব্যাপক চাহিদা থাকবে, যা তাদের জন্য ক্যারিয়ার গঠনে বড় একটি পেশা তৈরি করবে।

এই কোর্সটি করে আপনি আপনার সফল ক্যারিয়ার গড়তে পারেন।

https://youtu.be/o8jIIZL1tUc?si=U_vF6yfoqWnDeL8A

#স্কিলডেভেলপমেন্ট

মোশন গ্রাফিক্স হচ্ছে ডিজাইন এবং অ্যানিমেশনের একটি গুরুত্বপূর্ণ সেক্টর।যা বিজ্...

ক্যারিয়ার তৈরিতে আগামী দিন গুলোতে কোনটি আগে দরকার  #জব  #বিজনেস  #স্কিলডেভেলপমেন্ট
11/06/2025

ক্যারিয়ার তৈরিতে আগামী দিন গুলোতে কোনটি আগে দরকার #জব #বিজনেস #স্কিলডেভেলপমেন্ট

----------------------------------------------------------------------আগামীর দিন গুলোতে কোনটি আগে দরকার- জব,...

11/06/2025
16/05/2025

VFX course is designed to take students from the fundamentals of VFX to advanced techniques used in feature films. It ensures a holistic understanding of visual effects production, from modeling and texturing to compositing, audio design, and fin...

16/05/2025

In this course, you will learn everything necessary to become a complete 3D animator. Our goal is to equip you with industry-level skills so that you can confidently work in animation studios, game development, or film production.Learning Phases of the Course:

অ্যাডভেঞ্চার ফিল্ম একাডেমি অব ভিজ্যুয়াল এফএক্স বাংলাদেশ। এটি একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান, যা কম্পিউটার বিজ্ঞান ও ভিজ্...
13/05/2025

অ্যাডভেঞ্চার ফিল্ম একাডেমি অব ভিজ্যুয়াল এফএক্স বাংলাদেশ। এটি একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান, যা কম্পিউটার বিজ্ঞান ও ভিজ্যুয়াল আর্টস টেকনোলজির ক্ষেত্রে উচ্চমানের শিক্ষাদান নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের প্রোগ্রামসমূহ কম্পিউটার শিক্ষা ও অ্যানিমেশন ফিল্মমেকিংয়ে বিশেষভাবে গুরুত্ব দিয়ে ডিজাইন করা হয়েছে, যা শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে এবং তাদের দক্ষতা ও জ্ঞান সফল ভাবে সমৃদ্ধ করে তুলতে সক্ষম।

আমাদের সপ্ন বাংলাদেশে প্রযুক্তিগত শিক্ষা ব্যবস্থা তৈরি করা যেখানে শিক্ষার্থীরা তাদের পছন্দের স্কিল কে বাছাই করতে পারবে, সেটাতে এক্সপার্ট হয়ে উঠতে পারবে, এবং নিজের ক্যরিয়ারে তার স্কিল কে কাজে লাগিয়ে তার ক্যারিয়ার কে আরো সুন্দর করে তুলতে পারবে। আমরা চাই এদেশের প্রতিটা শিক্ষার্থীকে আধুনিক প্রযুক্তিতে রুপান্তর করতে এবং এদেশের বেকারত্যের হারকে কমিয়ে আনতে।
প্রতিষ্ঠাতা- জাকির হোসাইন জয়
Adventure Film Academy of Visual Fx Bangladesh
www.afavfxedu.com



#ক্যারিয়ারগাইড

Students project 3D Cartoon animation.
05/05/2025

Students project 3D Cartoon animation.

----------------------------------------------------------------------The Rabbit Story | 3D Cartoon Rab...

👉Motion graphcis professional course ✅Adventure Film Academy of Visual Fx (AFAVFX) ✅https://www.afavfxedu.com  🟣কম্পিউটা...
24/04/2025

👉Motion graphcis professional course
✅Adventure Film Academy of Visual Fx (AFAVFX)
https://www.afavfxedu.com

🟣কম্পিউটার সাইন্স রিলেটেড সকল টেকনোলজি ক্যারিয়ারের জন্য স্মার্ট হয়ে থাকে। তার মধ্যে আরো স্পেশাল হচ্ছে ভিজুয়াল এন্ড গ্রাফিক্স টেকনোলজি। তাই মোশন গ্রাফিক্স হচ্ছে স্মার্ট ক্যারিয়ার গড়ার অন্যতম একটি ডিপার্টমেন্ট।
মোশন গ্রাফিক্সে সফলতা এবং জব নিশ্চয়তা অনেক বেশি । যে কোন ব্যবসায় প্রতিষ্ঠান ব্যাংক, অথবা কর্পোরেট কোম্পানি ব্যবসায়ী প্রচার-প্রসারণার জন্য, মোশন গ্রাফিক্সের ব্যবহার এবং মোশন গ্রাফিক্স ডিজাইনার হাই স্যালারিতে নিয়োগ দিয়ে থাকেন। এবং ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে গেলেও তাকে মোশন গ্রাফিক্স জানতেই হবে, যদি তিনি তার কনটেন্ট গুলোকে স্মার্টলি প্রেজেন্ট করতে চান।
সামনের দিনগুলোতে মোশন গ্রাফিক্সের চাহিদা প্রচুর বাড়বে। আপনি যদি এখন থেকে নিজের ক্যারিয়ারকে ডেভলপ করতে না পারেন। তাহলে আপনি আপনার ক্যারিয়ারকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারেন। এটি আপনি যে কোনো সময়, যে কোন বয়সে শিখতে পারেন। টিভি চ্যানেল কোম্পানিগুলো মোশন গ্রাফিক্স ছাড়া প্রেজেন্টেশন করা যেন প্রাণহীন। কোন ব্যবসায় প্রতিষ্ঠানের পণ্যের ডিজিটাল মার্কেটিং ও টেলিভিশন বিজ্ঞাপন প্রচারণা করতে মোশন গ্রাফিক্সের প্রয়োজনীয়তা শতভাগ।

এইসব বিবেচনা করে আমরা একজন দক্ষ মোশন গ্রাফিক্স আর্টিস্ট দ্বারা আমাদের এই কোর্সটি পরিচালনা করা হচ্ছে । তাই আপনি নিশ্চিন্তে আমাদের এই কোর্সটি করতে পারেন।

মোশন গ্রাফিক্স হচ্ছে ডিজাইন এবং অ্যানিমেশনের একটি গুরুত্বপূর্ণ সেক্টর।যা বিজ্ঞাপন, ব্র্যান্ডিং, সোশ্...

19/04/2025

👉 স্মার্ট স্কিল ডেভেলপমেন্ট এর জন্য অ্যানিমেশন এবং ভিএফএক্স ক্যারিয়ার-

✅ অ্যানিমেশন ও ভিএফএক্স শুধু একটি স্কিল নয়, এটি কল্পনা ও চিন্তার জগৎকে বাস্তবে রূপ দেওয়ার একটি ভিজুয়াল মাধ্যম।

✅ তোমার চিন্তা, গল্প আর স্বপ্ন—সবকিছুকে জীবন্ত করে তুলতে পারে এই দক্ষতা।

✅ প্রতিদিন নতুন কিছু শিখো, কারণ প্রযুক্তি প্রতিনিয়ত বদলাচ্ছে।

✅ ধৈর্য, মনোযোগ আর অনুশীলন—এই তিনটি তোমার সাফল্যের চাবিকাঠি।

✅ ভিজ্যুয়াল স্টোরিটেলিং-এর মাধ্যমে তুমি বিশ্বকে না বলা গল্প বলতে পারো।

✅ এই শিল্পে সৃজনশীলতার কোনো সীমা নেই, শুধু আগ্রহ আর চেষ্টা থাকতে হবে।

✅ শুরুটা কঠিন মনে হলেও, ধীরে ধীরে তুমি নিজেই বুঝবে নিজের পরিবর্তন।

✅ তোমার কল্পনার জগত তৈরি করো, অন্যদের তাক লাগিয়ে দাও।

✅বাংলাদেশের মতো দেশ থেকেও তুমি হতে পারো আন্তর্জাতিক মানের ক্রিয়েটিভ আর্টিস্ট / নির্মাতা।

✅ আজকের শেখা, আগামীর ক্যারিয়ার—তাই দেরি না করে শুরু করো আজই!
---------------------------------------------
আরো পড়ুন- https://www.afavfxedu.com/hello-world/
Adventure Film Academy of Visual Fx Bangladesh.

Address

394 West Rampura
Dhaka
1219

Telephone

+8801707613971

Website

https://maps.app.goo.gl/kNk29kNqGPUStbP8A, https://www.artstation.com/afavfxeducation,

Alerts

Be the first to know and let us send you an email when Dream Journey VFX Studio Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dream Journey VFX Studio Bangladesh:

Share