ঝিকুটপত্র

ঝিকুটপত্র ঝিকুট ফাউন্ডেশনের মুখপত্র

https://www.jhikutpatra.com/2025/09/02/jhikut-foundation-central-committee-25/
02/09/2025

https://www.jhikutpatra.com/2025/09/02/jhikut-foundation-central-committee-25/

নিজস্ব প্রতিবেদক: ব্যতিক্রমী সংগঠন ঝিকুট ফাউন্ডেশন এর নতুন কেন্দ্রীয় পরিষদ গঠন করা হয়েছে। ২০২৫-২৭ সেশনের জন্য সভ...

https://tongibari.com/news/1884
29/08/2025

https://tongibari.com/news/1884

টংগিবাড়ী সম্পর্কিত সর্বশেষ এবং বিস্তারিত তথ্যের জন্য আমাদের "টংগিবাড়ী পোস্ট" পেজে স্বাগতম। এখানে আপনি পাবেন টংগ....

https://www.munshiganjerbarta.com/jhikutpatra/
29/08/2025

https://www.munshiganjerbarta.com/jhikutpatra/

আমরা বিশ্বাস করি, বাংলা ভাষা ও সাহিত্যের সমৃদ্ধিতে ঝিকুটপত্রের সাহসী পথ চলায় আপনাদের আন্তরিক ভালোবাসা ও সহযোগীত....

 #ঝিকুটপত্র .com
29/08/2025

#ঝিকুটপত্র
.com

আমরা বিশ্বাস করি, বাংলা ভাষা ও সাহিত্যের সমৃদ্ধিতে ঝিকুটপত্রের সাহসী পথ চলায় আপনাদের আন্তরিক ভালোবাসা ও সহযোগীত....

 #ঝিকুটপত্র
29/08/2025

#ঝিকুটপত্র

আমরা বিশ্বাস করি, বাংলা ভাষা ও সাহিত্যের সমৃদ্ধিতে ঝিকুটপত্রের সাহসী পথ চলায় আপনাদের আন্তরিক ভালোবাসা ও সহযোগীত....

মহোদয়, অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি, নিয়মিত 'ঝিকুটপত্র' শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সমাজকল্যাণ সংগঠন ঝিকুট ফাউন্ডেশনের ...
28/08/2025

মহোদয়,
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি, নিয়মিত 'ঝিকুটপত্র' শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সমাজকল্যাণ সংগঠন ঝিকুট ফাউন্ডেশনের মুখপত্র বের হচ্ছে। এতে বিশিষ্ট ব্যক্তিদের লেখা, ছড়া, কবিতা, গল্প, মতামত, ইতিহাস, ঐতিহ্য, প্রবন্ধ, নিবন্ধ, ভ্রমণ বিষয়ক ও কৃতি ব্যক্তিদের তথ্য থাকছে।

অতএব, আর দেরি কেনো। আজই আপনার লেখা পাঠিয়ে দিন।

সম্পাদক
আশরাফ ইকবাল
[email protected]
মোবাইল : 01859803667 (আতিক নয়ন)

https://dailynayadiganta.com/bangladesh/country-news/V5LouCEfRgS5
25/07/2025

https://dailynayadiganta.com/bangladesh/country-news/V5LouCEfRgS5

সংবর্ধনা প্রাপ্তদের মধ্যে ১৮ জন বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থী এবং ২০ জন এসএসসি জিপিএ-৫ প্রাপ্.....

25/07/2025

ঝিকুট ফাউন্ডেশনের সংবর্ধনা পেল ৩৮ মেধাবী শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক:

বিশ্ববিদ্যালয়ের নবীন ও এসএসসি জিপিএ-৫ প্রাপ্ত মোট ৩৮ জন শিক্ষার্থী ঝিকুট ফাউন্ডেশনের সংবর্ধনা পেয়েছে।

২৫ জুলাই শুক্রবার সকাল ১০ টায় সিরাজদিখান উপজেলা পরিষদ মিলনায়তনে জমকালো এ সংবর্ধনার আয়োজন করে শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সমাজকল্যাণ সংগঠন ঝিকুট ফাউন্ডেশন। সংবর্ধনা প্রাপ্তদের মধ্যে ১৮ জন বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থী এবং ২০ জন এসএসসি জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী।

ঝিকুট ফাউন্ডেশন সাধারণ পরিষদের সভাপতি জাতিসংঘের আইসিটি কর্মকর্তা (অব.) নজরুল ইসলাম সভাপতিত্ব করেন।

ঝিকুট ফাইন্ডেশন কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক আশরাফ ইকবালের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নটরডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অধ্যাপক রবীন্দ্র গবেষক ড. মুহাম্মদ জমির হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইঞ্জিনিয়ার গোলাম মাওলা পিএসএম, বাংলাদেশ সেনাবাহিনীর মেজর সিফাতুল আলম, এইচ নূর ফাউন্ডেশনের সভাপতি হুমায়ুন কবির সাগর, পৃষ্ঠপোষক মাসিক বিক্রমপুরের সম্পাদক সৈয়দ মাহমুদ হাসান মুকুট, উপদেষ্টা গণপরিষদ সদস্য পরিবারের সাধারণ সম্পাদক সাব সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফ্লাইট লে. জামাল উদ্দিন চৌধুরীর মেয়ে আজমা চৌধুরী, ঝিকুট ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাডেমিক কো-অর্ডিনেটর বাহাউদ্দিন বাহার, ঝিকুট ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক জাপান প্রবাসী মো. নূরুল ইসলাম খান এম. কম, প্রথম আলোর প্রধান ফটো সাংবাদিক-ফিচার কবির হোসেন, উপদেষ্টা নারী উদ্যোক্তা সানজীদা হায়াত দিপা, উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীক বিক্রমপুর পরিবারের সাবেক উপদেষ্টা মরতুজা আল আশরাফী প্রমুখ।

ঝিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক শাহিদুল হাসান শাওন এবং সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় বিক্রমপুর পরিবারের সাবেক সভাপতি আতিকুর রহমান নয়নের উপস্থাপনায় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রাজদিয়া অভয় পাইলট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক বিশ্বজিৎ ঘোষ, ইছাপুরা মডেল সরকারি কলেজের প্রধান শিক্ষক মো. জামাল হোসেন মিয়া, বাসাইল উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মীর উজ্জ্বল প্রমুখ।

ঝিকুট ফাউন্ডেশন একটি ব্যতিক্রমী প্লাটফর্মসময়তো দাঁড়িয়ে থাকে না, গড়িয়ে চলে, মাড়িয়ে যায় এবং কালের আবর্তে হারিয়ে যায়। এ হার...
23/07/2025

ঝিকুট ফাউন্ডেশন একটি ব্যতিক্রমী প্লাটফর্ম

সময়তো দাঁড়িয়ে থাকে না, গড়িয়ে চলে, মাড়িয়ে যায় এবং কালের আবর্তে হারিয়ে যায়। এ হারানো ইতিহাস লেখার জন্য কেউ কাউকে নির্দেশ দেয়নি। আপনা থেকেই লিখতে থাকে চলার কথা, বলার কথা, সুখ-দুঃখ আর কান্না-হাসির কথা। ক্ষুদ্র এ প্রয়াসে সকলের সহযোগিতা একান্তভাবে কামনা করছি।

ফুলের যেমন সুরভি, পত্র পল্লবের যেমন শ্যামলিমা, সাগরের যেমন উদারতা, তেমন হৃদয়ের সবটুকু ভালোবাসা ঝিকুট ফাউন্ডেশনের সুধী, সদস্য, উপদেষ্টামন্ডলী ও পৃষ্ঠপোষকমন্ডলীর জন্য। এছাড়া যারা সময়, শ্রম, মেধা, অর্থ ও তথ্য দিয়ে আমাদের এ উদ্যোগকে সফল করার লক্ষ্যে চেষ্টা করছেন তাদের প্রতি রইলো অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, শ্রদ্ধা, ভালোবাসা, কৃতজ্ঞতা ও দোয়া।

শত চেষ্টা সত্ত্বেও আমাদের কাজ নির্ভুল হবে তা বলার সাহস রাখি না। অনিচ্ছাকৃত ভুলের জন্য অগ্রীম ক্ষমাপ্রার্থী। একতা, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সমাজকল্যাণ মূলমন্ত্র এবং পরিবর্তমান পদযাত্রা স্লোগান নিয়ে আশরাফ ইকবাল ২০২০ সালের ২০ সেপ্টেম্বর ব্যতিক্রমী সংগঠন ঝিকুট ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন।

একতা যে কোনো এলাকার উন্নতি লাভের সিঁড়ি। সমাজের উন্নতির শুরুতে একতা আবশ্যিক। একতা ছাড়া সুন্দর, সুশৃঙ্খল সমাজের কথা শুধু কল্পনায় থেকে যায়। যেমন পিপিলিকার প্রশংসনীয় গুণগুলো এদেরকে নতুন, সুন্দর ও সাবলীল সমাজ উপহার দিয়েছে। ঝিকুট ফাউন্ডেশন এদের থেকে শিক্ষাপ্রাপ্ত।

ঝিকুট (মেধা) মানুষের পরম সম্পদ- কোনো সন্দেহ নেই। জীবন কেবল বুদ্ধি দ্বারাই চলে না। যুগপৎ বুদ্ধির অনুশীলন ও আত্মার পরিচর্যাই মানুষকে প্রকৃত মনুষ্যত্বে পরিণত করে। মানুষ ছাড়া অন্য সকল জীবকেই আল্লাহ সবল করে পাঠিয়েছেন। অথচ দুর্বল মানব শিশু আবহমানকাল থেকে বৈজ্ঞানিক সুযোগ-সুবিধার বদৌলতে যান্ত্রিক সুযোগ-সুবিধার মাধ্যমে জীবনকে বিকশিত করে গড়ে তুলতে পেরেছে। অর্থাৎ দুর্বল অবস্থা থেকে মুক্তির জন্য ঝিকুট বিকাশের প্রয়োজনীয়তা দেখা দেয়।

তরুণরা বুদ্ধির চর্চা করুক, মাথা (ঝিকুট) খাটাক ডিক্টেটরেরা মোটেও চায় না। মুক্ত চিন্তাকে মনে করে তাদের স্বার্থের পরিপন্থী ও সবচেয়ে বড় শত্রু। আর ক্ষমতার ধর্ম হচ্ছে সব সময় মাথার চেয়ে হাতের উপর, হাতের চেয়ে ডান্ডার উপর। জালাল উদ্দীন রুমির ভাষায়- এরা মানুষের কাঁধে বাহিত শবের মতো, আত্মার বিনিময়ে এরা ক্ষমতা লাভ করে গর্ববোধ করে। তথাকথিত শিতল যুদ্ধ এই চিন্তাহীনতার ফল। প্রখ্যাত চিন্তাবীদ আলবার্ট সুইৎজার বলেন, With the spirit of the age I am in complete disagreement, because it is filled with disdain for thinking. মানুষের মত ও বিশ্বাস নির্দিষ্ট কোনো বিষয়ের প্রতি স্থির নেই। দিন দিন, ঘন্টায় ঘন্টায় বদল হচ্ছে। বর্তমান সভ্যতা কোনো গভীর ভাব ও চিন্তার উপর প্রতিষ্ঠিত নয়। সারাবিশ্বের এই মহা সংকট থেকে বাঁচতে হলে মানব সভ্যতাকে একটি নীতি ও সত্যের উপর দাঁড় করাতে হবে। করতে হবে মুক্ত চিন্তা ও যুক্তির চর্চা।

একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমপিউটার যে তথ্য জমা রাখে, মানুষের মস্তিষ্ক বা ঝিকুট তার চাইতে ১ লক্ষ গুণ বেশি তথ্য ধারণ করতে সক্ষম। মানব মস্তিষ্ক প্রতি সেকেন্ডে ১ কোটি গানিতিক ক্যালকুলেশন সম্পন্ন করতে সক্ষম। মানুষের ডিএনএ-তে বয়ে বেরাচ্ছে ৫ বিলিয়নের চাইতে বেশি সংখ্যক তথ্য। আর একটি ডিএনএর তথ্য লিখতে ১ বিলিয়ন পৃষ্ঠা লাগবে। যা হয়তো বিশ্বের সবচে বড় Encyclopedia-র (পৃষ্ঠা - ২৫০০০) চাইতে ৪০ গুণ বড়। আসুন এবার আমরা অনেক কিছু করে দেখিয়ে দিতে চাই।

খন্ডিত দৃষ্টিকোণ না দিয়ে উদার হয়ে আমাদের বুদ্ধিবৃত্তিক ঝিকুট ফাউন্ডেশনের লক্ষ্য-উদ্দেশ্য, কর্মসূচি দেখে যুক্ত হোন।...

উল্লেখ্য শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সমাজকল্যাণ সংগঠন ঝিকুট ফাউন্ডেশনের যেসব কর্মসূচি পালিত হয়েছে ও চলমান রয়েছে –
১. ফসলি জমি রক্ষায় ভূমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন।
২. সাহিত্য সমাজে সমকালীন বাস্তবতা শীর্ষক আলোচনা সভা।
৩. সাব সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপিএ ফ্লাইট লে. জামাল উদ্দিন চৌধুরীর স্মরণ সভা।
৪. ঝিকুটপত্র ম্যাগাজিন।
৫. ঝিকুটপত্র অনলাইন পোর্টাল।
৬. ঝিকুট ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি।
৮. সংগঠক, লেখক, চিকিৎসক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গুণীজনদের সাথে সৌজন্য সাক্ষাৎ।
৯. ঝিকুট ফাউন্ডেশন শিক্ষা সেমিনার।
১০. এইচএসসি জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা।
১১. পাবলিক বিশ্ব বিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা।
১২. বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা।

https://www.jhikutpatra.com/2025/07/21/reception/
21/07/2025

https://www.jhikutpatra.com/2025/07/21/reception/

নিজস্ব প্রতিবেদক : সিরাজদিখানে বিশ্ববিদ্যালয়ের নবীন ১৮ ও এসএসসি জিপিএ ৫ প্রাপ্ত ২০ জন শিক্ষার্থীকে আগামী ২৫ জুলা...

https://www.jhikutpatra.com/2025/03/16/ramjan-2/
16/03/2025

https://www.jhikutpatra.com/2025/03/16/ramjan-2/

মুন্সীগঞ্জের তরুণ লেখক রমজান মাহমুদের বই মুন্সীগঞ্জ-বিক্রমপুর প্রাচীন বাংলার এক সমৃদ্ধ জনপদ বের হয়েছে। লেখক ও শ....

Address

Munshiganj
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when ঝিকুটপত্র posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ঝিকুটপত্র:

Share

Category