26/06/2023
বিনয় খুবই শক্তিশালী একটা অস্ত্র।
অনেকেই ভাবে বিনয় দেখালে মানুষ এটাকে দুর্বলতা ভাবে। যারা দুর্বলতা ভাবে তারাই বরং দুর্বল, তাঁরা তাঁদেরটা ভাবুক, আপনি আপনার বিনয় থেকে কখনো সরে আসবেন না। এই কারনেই আপনি ব্যতিক্রম ও অসাধারণ।
যারা বিনয়কে দুর্বলতা ভাবে তাঁরা সাধারণ মানুষ, তাঁরা মানুষকে ভালোবাসার আনন্দ কখনো পায়নি, দেখেনি ভালোবাসার শক্তি!
যে যত বড় হবে, সফল হবে তাঁকে তত বেশী বিনয়ী হতে হবে – এটাই পাওয়ার।
কিন্তু অনেকেই ক্ষমতাবান বা সফল হবার পর বিনয় ভুলে যান, ফলে সামনে বা পিছনে কেউ আর তাঁকে পছন্দ করে না। এই ক্ষমতা ও সফলতা অর্থহীন।
যে কাউকে হারিয়ে দেবার ক্ষমতা রাখে ভালোবাসা ও বিনয় দিয়ে! যে হেরে যাওয়াতেও থাকে খুশি এবং আনন্দ!
মানুষকে দেখানোর যদি কিছু থাকে, তাহলো বিনয়।