Naem Azam Chowdhury

Naem Azam Chowdhury As the Chief Strategist at SecureByte, I focus on cyber defense strategies, ethical hacking education, and security research.

Researcher 👨‍💻
Hackathon Winner 🇨🇳
AI Ethics Privacy Advocate ⚖️
Cyber Security Awareness Advisor 🌐

আমি প্রোগ্রামিং, এআই, সাইবার সিকিউরিটি নিয়ে কথা বলি
ক্যারিয়ার, প্রডাক্টিভিটি গাইডলাইন দেই 📈
ঘুরে বেড়াই আইটি ইন্ডাস্ট্রি ✈️ I am Naem Azam Chowdhury, a Security Researcher, AI Hackathon Winner, Cybersecurity Advisor, and AI Ethics Policy Advocate, dedicated to strengthening digital secu

rity and spreading cyber awareness globally. With expertise in penetration testing, red teaming, digital forensics, and AI-driven security, I help individuals and organizations navigate the complexities of modern cybersecurity. I am passionate about teaching cybersecurity, mentoring aspiring professionals, and making cutting-edge security knowledge accessible to everyone.

🏆 Achievements & Recognitions

🎓 Academic Excellence

🥇 Gold Medalist in BSc – Awarded for the highest research performance in China.

🎓 Recipient of China’s Highest Government Scholarship (CSC) – Recognized for outstanding academic and research contributions In Master's.


🔐 Cybersecurity & AI Achievements

🥈 Two Silver Medals in International ( Internet+, Challenge Cup) Hackathons China– Excelled in global cybersecurity competitions.

🏆 Gold Medalist in AI Hackathon – Secured first place in a cutting-edge AI-focused competition.

🎖️ Top Cyber Voice Award Winner – Recognized for exceptional contributions to cybersecurity at the university level.

🔍 Certified in Cybersecurity – Holds Certified Cybersecurity Technician (CCT) and Certified Ethical Hacker (CEH) credentials.


🔬 Professional & Research Contributions

📊 Cybersecurity & AI Researcher – Actively advancing cyber defense, AI security, and digital forensics.

🌍 Tech Community Leader – Engaged in knowledge sharing, cybersecurity training, and industry innovation.

🚀 Committed to empowering the next generation of cybersecurity professionals through education, research, and advocacy.


💬 Why Follow Naem Azam? Besides being a top cybersecurity advisor in Bangladesh, Naem is dedicated to raising cyber awareness globally 🌍. He teaches Cybersecurity in Bangla 🇧🇩 on his YouTube channel, making it accessible to Bengali speakers eager to learn and grow in the field. Naem aims to inspire beginners and professionals, helping them secure their digital lives and build rewarding careers. I believe in "Security Through Knowledge" and aim to make cybersecurity education accessible, engaging, and practical for everyone. Let’s secure the future together!

📩 For collaborations, speaking engagements, and consulting opportunities, feel free to connect.

প্ল্যান সবাই করে, কিন্তু সাকসেস হয় মাত্র কয়েকজন! 🔥সফলতা পেতে গেলে আপনার কিছু কাজ করতে হবে যা অন্যদের তুলনায় আপনাকে এগ...
02/12/2025

প্ল্যান সবাই করে, কিন্তু সাকসেস হয় মাত্র কয়েকজন! 🔥
সফলতা পেতে গেলে আপনার কিছু কাজ করতে হবে যা অন্যদের তুলনায় আপনাকে এগিয়ে রাখবে এবং আপনার পরিকল্পনাকে বাস্তবে সফল করবে। শুধু চিন্তা করে বা প্ল্যান খাতায় লিখে রাখলেই হবে না—অন্যদের চেয়ে আলাদা হতে হলে এই কাজগুলো অ্যাকশনে পরিণত করতে হবে।

2025 সালে পারফেক্ট প্ল্যান কিভাবে করবেন সেটা গত পোস্টে বলেছিলাম এই পোস্টে বলবো প্ল্যান করার পরে আপনি কি করবেন...

১. Stop the Excuses: সফলতার জন্য শারীরিক পরিশ্রমের চেয়ে মানসিক জোর বেশি দরকার। আপনার ব্যর্থতার জন্য পরিবেশ, পরিস্থিতি বা অন্য মানুষকে দোষ দেওয়া বন্ধ করুন। আপনি যা চান, তা অর্জন করার দায়িত্ব ১০০% আপনারই। আপনার লাইফে কিছু ছিঁড়তে না পারলে দোষ আপনার

২. Take Baby Steps: আপনার লক্ষ্য অনেক বড় হতে পারে, কিন্তু সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রতিদিন কী করতে হবে, তার একটি স্পষ্ট তালিকা তৈরি করুন। টানা এক মাস ব্যায়াম করার পরিকল্পনা না করে বলুন: "আমি টানা এক সপ্তাহ ব্যায়াম করব।" ছোট সাফল্য আপনার আত্মবিশ্বাস বাড়াবে।

৩. Be a Constant Learner: বই, ভিডিও, অনলাইন কোর্স, এবং অভিজ্ঞতা—প্রতিদিন নতুন কিছু শেখার অভ্যাস করুন। শিক্ষিত ও অভিজ্ঞদের কাছ থেকে শিক্ষা নিন। তবে মনে রাখবেন, যারা ব্যর্থ হয়েছে, তাদের কাছ থেকেও মূল্যবান শিক্ষা (দীক্ষা) পাওয়া যায়—যে পথে যাওয়া উচিত নয়।😜

৪. Discipline is Key: সফল মানুষদের একটি বিষয়ে মিল থাকে — শৃঙ্খলা ও ধারাবাহিকতা। কাজের জন্য একটি সুনির্দিষ্ট রুটিন তৈরি করুন এবং সেটিতে স্থির থাকুন।

৫. 🤫 আপনার পরিকল্পনা গোপন রাখুন (Protect Your Energy)
সফল হতে চাইলে আপনার লক্ষ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা সবার সামনে প্রকাশ করবেন না। নবী (সা.) ইরশাদ করেছেন, "সফল হতে চাইলে অভীষ্ট লক্ষ্য গোপন রাখো। এটা লক্ষ্য অর্জনে সহায়ক হবে। কেননা দুনিয়ার জগতে প্রত্যেক সুখী মানুষের প্রতি হিংসা করা হয়।"

সাসপেন্ড হয়ে রিটার্ন আসার পরে আমি কিন্তু 6 মাস ধরে একটা গোপন প্রজেক্টে কাজ করতেছি এবং আপনাদের কোনো ধারণা নাই কি আসতে চলেছে সামনে

সাফল্য একদিনে আসে না। এটা প্রতিদিনের ছোট ছোট, ভালো সিদ্ধান্তের ফলাফল। আজকের পদক্ষেপই আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে।

আপনি কোন পদক্ষেপটি আজ থেকে শুরু করতে চান?

২০২৬ সালে বড় কিছু করতে চাইলে ২০২৫ সালের ডিসেম্বর থেকেই প্রস্তুতি নেওয়া  বুদ্ধিমানের কাজ🛡️ আমার প্ল্যান ফলো করতে পারেন👇...
01/12/2025

২০২৬ সালে বড় কিছু করতে চাইলে ২০২৫ সালের ডিসেম্বর থেকেই প্রস্তুতি নেওয়া বুদ্ধিমানের কাজ🛡️ আমার প্ল্যান ফলো করতে পারেন👇

১.Set The Goal : কী চান? ২০২৬ সালে আপনি ঠিক কোন বড় সাফল্য অর্জন করতে চান, তা পরিষ্কারভাবে লিখে ফেলুন। (যেমন: নতুন ব্যবসা শুরু, স্কিল ডেভেলপমেন্ট, প্রজেক্ট শেষ করা)।
SMART: আপনার লক্ষ্য যেন Specific, Measurable, Achievable, Relevant, এবং Time-bound হয়। যেমন আমার উদ্দেশ্য হচ্ছে 2026 সালে আপনাদেরকে ফ্রি টিউটোরিয়ালের মাধ্যমে আমার youtube চ্যানেলে অনেক কিছু জিনিস শেখানো যাতে আপনাদের আর কোন পেইড কোর্স কখনোই করতে না হয়

২. Understand your current situation: আপনার শক্তি (Strengths), দুর্বলতা (Weaknesses), সুযোগ (Opportunities), এবং হুমকি (Threats) SWOT Analysis করুন।যেমনটা আমরা সাইবার সিকিউরিটিতে করি |
কোন বিষয়ে উন্নতি দরকার? And in this case, be brutally honest. নিজেকে হিউমুলেট করে ছোট করে যত কঠিনভাবে আপনি এনালাইসিস করবেন ততই আপনি শক্তিশালী হবেন 2026 এ | একটি সাধারণ লোহাকে ধারালো তরবারিতে পরিণত করার জন্য প্রথমে তাকে আগুনে পুড়তে হয় এবং পিটতে হয়

৩. Make the Roadmap: 2026 ডিসেম্বরের মধ্যে আপনার লক্ষ্য অর্জনের জন্য ২০২৬ সালের প্রতি মাসে কী কী কাজ করতে হবে, তার একটি প্রাথমিক তালিকা তৈরি করুন।
যে স্কিলগুলো শিখতে চান তার মধ্যে যে কোন একটা স্কিল সিলেক্ট করুন আমার youtube চ্যানেলে আমি 2026 সালের টপ স্কিল দিয়ে দিয়েছি, এবং প্রত্যেকটা স্কিলের উপরে রোডম্যাপ গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে সাজিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটা জিনিস আপনাকে শুধুমাত্র Follow করতে হবে

৪. Skill Development: ডিসেম্বরেই আপনার লক্ষ্যের সাথে সম্পর্কিত একটি নতুন skills শেখা বা বর্তমান দক্ষতা ঝালিয়ে নেওয়ার জন্য একটি অনলাইন কোর্স বা বই বেছে নিন। আমার youtube চ্যানেলে, facebook এ, telegram এ, আমি কয়েক হাজার রিসোর্স, Books Free Courses পুরো 2025 সালে দিয়েছি সেগুলো ব্যবহার করতে পারেন

৫. Mental preparation and environment: যে কাজ বা মানুষ আপনার লক্ষ্য থেকে আপনাকে দূরে সরাতে পারে, তা এড়িয়ে চলার মানসিক প্রস্তুতি নিন। একটা ফালতু environment  থাকলে আপনি নিজে কোনদিনও ডেভেলপ করতে পারবেন না 2025 সালেও পারেনি 26 সালেও পারবেন না ...আপনি লুজার ছিলেন... লুজার থাকবেন |

তাই যে সমস্ত ঝামেলা আপনাকে আপনার লক্ষ্যের মাঝখানে আসবে সেই সমস্ত ঝামেলা গুলোকে এড়িয়ে চলার জন্য নিজেকে মেন্টালি Ready করুন |

আর যে life বানাইছেন ওই লাইফে কোনো ডিসিপ্লিন নাই তাই যে লাইফে আপনি উন্নতি আশা করতে চান? প্রথমে খাওয়া, ব্যায়াম, ঘুম এই তিনটা অভ্যাস ডিসেম্বর মাসের মধ্যেই পরিবর্তন করুন, না হলে আপনি জানুয়ারি থেকে জীবনে কিছুই করতে পারবেন না...

Advance Happy New year 2026 ❤️

Naem Azam Chowdhury
Security Researcher, China 🇨🇳

2000 সদস্য পূরণ করেছে গবেষকদের আড্ডাখানা 🇧🇩 রিসার্চ, স্কলারশিপ, বিদেশে পড়তে যাওয়ার ব্যাপারে আগ্রহী এই ছোট্ট পরিবারের প...
30/11/2025

2000 সদস্য পূরণ করেছে গবেষকদের আড্ডাখানা 🇧🇩
রিসার্চ, স্কলারশিপ, বিদেশে পড়তে যাওয়ার ব্যাপারে আগ্রহী এই ছোট্ট পরিবারের প্রত্যেকটা মানুষকেই ধন্যবাদ, একে অপরকে সাহায্য করে এগিয়ে যাওয়ায় মুখ্য উদ্দেশ্য আমাদের 🥰

ফ্রিতে AI (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) শেখার সেরা ৫টি YouTube চ্যানেল ১. DeepLearning .AI (Andrew Ng)মেশিন লার্নিং (ML),...
30/11/2025

ফ্রিতে AI (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) শেখার সেরা ৫টি YouTube চ্যানেল

১. DeepLearning .AI (Andrew Ng)
মেশিন লার্নিং (ML), ডিপ লার্নিং (DL), এবং জেনারেটিভ এআই (Generative AI)-এর মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলির উপর সাজানো কোর্স।

২. StatQuest with Josh Starmer
ডেটা সায়েন্স, পরিসংখ্যান (Statistics) এবং মেশিন লার্নিং অ্যালগরিদমগুলির মূল ধারণাগুলিকে সহজ করে বোঝানো।

৩. 3Blue1Brown
নিউরাল নেটওয়ার্ক, ক্যালকুলাস এবং লিনিয়ার অ্যালজেবরার মতো জটিল গণিত বিষয়গুলির Easy ভিজ্যুয়ালাইজেশন (stunning visualizations)।

৪.Krish Naik / Sentdex (বা CodeWithHarry)
পাইথন ব্যবহার করে হাতে-কলমে মেশিন লার্নিং প্রজেক্ট এবং ডেটা সায়েন্স শেখানো।

শুরু করার জন্য আপনি StatQuest এবং 3Blue1Brown থেকে গণিতের ধারণাগুলি পরিষ্কার করে নিতে পারেন। এরপর DeepLearning.AI থেকে সাজানো কোর্সগুলি দেখুন এবং Krish Naik বা Sentdex-এর চ্যানেল থেকে পাইথন দিয়ে প্রজেক্ট করা শুরু করুন।

Want to learn more ? comment "naem azam Chowdhury " 🥶

#বাংলাদেশ

29/11/2025

আমার জীবনের প্রথম রিমোট জব ছিল সিরিয়াতে 🇸🇾 সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের web ডেভেলপমেন্ট শেখাতাম |
আপনার 1st job কি ছিল?

আপনি কি একজন IT, CSE, বা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থী? চাইলেই বড় টেক কোম্পানিগুলোর স্পেশাল স্টুডেন্ট প্যাকেজ...
28/11/2025

আপনি কি একজন IT, CSE, বা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থী? চাইলেই বড় টেক কোম্পানিগুলোর স্পেশাল স্টুডেন্ট প্যাকেজ আপনি নিতে পারেন Free!! ✨

28/11/2025

আজ শুক্রবারে আপনার প্ল্যান কি ?
পড়াশোনা করবেন ? ঘুমাবেন? নতুন কিছু শিখবেন নাকি পুরাতন কাজগুলো ঝালিয়ে নিবেন?

LinkedIn প্রিমিয়াম না কিনেও আপনার প্রোফাইলকে আরও আকর্ষণীয় করে তুলতে চান? AI-কে কাজে লাগান! সঠিক প্রম্পট ব্যবহার করে আপ...
28/11/2025

LinkedIn প্রিমিয়াম না কিনেও আপনার প্রোফাইলকে আরও আকর্ষণীয় করে তুলতে চান? AI-কে কাজে লাগান! সঠিক প্রম্পট ব্যবহার করে আপনার প্রোফাইলকে অপটিমাইজ করুন, সার্চ র‍্যাঙ্কিং বাড়ান, এবং ইন্টারভিউ ও চাকরির সুযোগ পাওয়ার সম্ভাবনা বহুগুণ বাড়িয়ে দিন 🎯

আজকে সারাদিনে Philippines 5টি ( 4.6-5.1), Indonesia 4টি ( 6.8, 5.1,3.1, 4.8 ), BD 2টি ( s 3.1, D 4.0)  এরিয়াতে খুবই বেশ...
27/11/2025

আজকে সারাদিনে Philippines 5টি ( 4.6-5.1), Indonesia 4টি ( 6.8, 5.1,3.1, 4.8 ), BD 2টি ( s 3.1, D 4.0) এরিয়াতে খুবই বেশি ভূমিকম্প হয়েছে |

বড় ছোট মিলিয়ে সবসময় যদিও জাপানে ভূমিকম্প হয় তবে আজকে ইন্দোনেশিয়ার ভূমিকম্প কিন্তু অনেক বড় ছিল (red), এবং আমি যখন পোস্ট করতেছি তখন আরেকটা 4.8 মাত্রার(red) ভূমিকম্প হয়েছে,

এই সমস্ত জায়গায় প্রায়ই ভূমিকম্প হয় ছবিতে ভালো করে জুম করলে প্যাটার্ন ভালো করে বুঝতে পারবেন ...

আমার তৈরি করা ড্যাশবোর্ড আজকে অনেকবার অ্যালার্ম দিয়েছে, ভূমিকম্পে আগাম সতর্কতা কোনো ব্যবস্থা নেই, বলতে পারেন আমার তৈরি করার প্রজেক্ট পারফেক্টলি ওয়ার্ক করতেছে .. সবাই একটু সতর্ক থাকবেন... আল্লাহ আমাদের হেফাজত করুক ❤️

আমার ড্যাশবোর্ডে ঢাকায় একটু আগে ভূমিকম্প হয়েছে এমন নোটিফিকেশন দেখাচ্ছে... হয়েছে নাকি? The data looks very alarming.
27/11/2025

আমার ড্যাশবোর্ডে ঢাকায় একটু আগে ভূমিকম্প হয়েছে এমন নোটিফিকেশন দেখাচ্ছে... হয়েছে নাকি? The data looks very alarming.

টেক সেক্টরে ইমোশনাল ইন্টেলিজেন্স: কেন এটা গেম চেঞ্জার?কোড লিখছেন? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করছেন? নতুন কোনো ...
27/11/2025

টেক সেক্টরে ইমোশনাল ইন্টেলিজেন্স: কেন এটা গেম চেঞ্জার?

কোড লিখছেন? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করছেন? নতুন কোনো প্রোডাক্ট বানাচ্ছেন? তবে শুধু হার্ড স্কিল (Hard Skills) যথেষ্ট নয়! কারণ, এই প্রতিযোগিতার যুগে, আপনার ইমোশনাল ইন্টেলিজেন্স (EI) - ই নির্ধারণ করে দেবে আপনি কতোটা এগিয়ে যাবেন।

কেন টেক ওয়ার্ল্ডের জন্য "গেম চেঞ্জার"?

1. টিম কোলাবোরেশন (Team Collaboration): টেক প্রজেক্ট মানেই একাধিক মানুষের সম্মিলিত কাজ। EI আপনাকে অন্য সহকর্মীর চাপ, ফ্রাস্ট্রেশন বা আইডিয়া বুঝতে সাহায্য করে। এর ফলে টিমের মধ্যে ভুল বোঝাবুঝি কমে এবং দ্রুত, মসৃণভাবে কাজ শেষ হয়।

2. বেটার ইউজার আন্ডারস্ট্যান্ডিং (Better User Understanding): টেকনোলজি বানানো হয় মানুষের জন্য। যার EI যত বেশি, সে ইউজারের সমস্যা তত ভালোভাবে বুঝতে পারে। এর ফলে এমন প্রোডাক্ট তৈরি হয় যা ইউজাররা সত্যিই ব্যবহার করতে চায়! শুধু লজিক নয়, ইউজারদের মনের কথা বোঝাও জরুরি!

3. শক্তিশালী লিডারশিপ তৈরি করে (Builds Strong Leadership): টেক টিমের লিডারদের জন্য EI অপরিহার্য। একজন EI-সম্পন্ন লিডার তার টিমের মনোবল বাড়াতে পারেন, কঠিন পরিস্থিতিতেও শান্ত থাকতে পারেন

4. স্ট্রেস ও বার্নআউট ম্যানেজমেন্ট (Stress & Burnout Management): টেক জগতে কাজের চাপ অনেক। EI আপনাকে নিজের স্ট্রেস চিনতে ও নিয়ন্ত্রণ করতে শেখায়। ফলে আপনি বার্নআউট এড়াতে পারেন এবং দীর্ঘ সময় ধরে কাজ করতে পারেন সর্বোচ্চ প্রোডাক্টিভিটির সাথে। কাজের ফাঁকে নিজেকে রিচার্জ করতে জানাটা স্মার্টনেস!

আপনার মতে, ইমোশনাল ইন্টেলিজেন্সের এমন আর কোন দিক আছে, যা টেক সেক্টরে আপনাকে বা আপনার টিমকে সাহায্য করেছে? কমেন্টে জানান!

আমার ফলোয়ারদের জন্য Free Java, Python And Django, Javascript, SEO, Excel Course সাথে সার্টিফিকেট আসলাম Comment 'Naem Azam' to get it free

27/11/2025

আপনার Gmail এবং Drive ডাটা দিয়ে কি google তাদের AI কে ট্রেনিং করাচ্ছে? এখনই চেক করুন!

আমরা সবাই জানি Google Gemini কতটা বুদ্ধিমান। কিন্তু এই বুদ্ধি আসে কোথা থেকে? উত্তরটা হয়তো আপনার লুকিয়ে রাখা প্রেমপত্র মতোই ব্যক্তিগত—আপনার নিজের Gmail, Drive এবং Docs ফাইল থেকে! 😱

হ্যাঁ, ঠিকই শুনছেন! Google তার AI মডেলকে আরও ধারালো করতে আপনার Google Workspace ডেটা ব্যবহার করতে পারে। কোম্পানি বললেও যে তারা এটিকে বেনামী (anonymized) করে, আপনার সবচেয়ে ব্যক্তিগত ইমেল বা ক্লায়েন্টের ফাইল একটি বিশাল অ্যালগরিদমের অংশ হোক, তা হয়তো আপনি চাইবেন না।

চিন্তা নেই! একটা গোপন সুইচ আছে, যা আপনি নিজেই অফ করতে পারেন।

AI ট্রেনিং থেকে আপনার ব্যক্তিগত ডেটা বাঁচানোর ৩টি ধাপ

এই কাজটি করতে কোনো অ্যাপ বা রকেট সায়েন্স লাগবে না। মাত্র কয়েকটি ক্লিকেই আপনি আপনার ডেটার উপর নিয়ন্ত্রণ নিতে পারেন:

ধাপ ১: আপনার Google অ্যাকাউন্টের-এ প্রবেশ করুন
সরাসরি আপনার ব্রাউজারে যান এবং এই লিঙ্কে ক্লিক করুন:
👉 myaccount. google. com

ধাপ ২: গোপনীয়তার কন্ট্রোল রুম খুঁজে বের করুন
লগইন করার পর, বাম দিকের মেন্যু থেকে "Data & privacy" অপশনটিতে ক্লিক করুন। এটাই আপনার ডিজিটাল লাইফের মূল কন্ট্রোল প্যানেল।

ধাপ ৩: সেটিংটি Turn off বা Pause করে দিন।

"Data & privacy" পেজের নিচে স্ক্রল করে "Web & App Activity" সেকশনে যান এবং ক্লিক করুন।

এই সেকশনের ভিতরে সাব-সেটিংগুলো ভালো করে দেখুন। আপনি সেখানে "Include Gemini Apps activity" অথবা এই ধরনের একটি অপশন এবং তার সাথে একটি চেক-বক্স পাবেন।

সতর্কতা: এই বক্সে টিক দেওয়া থাকার অর্থ হলো, আপনি Google-কে আপনার Workspace ডেটা AI ট্রেনিং-এ ব্যবহারের সবুজ সংকেত দিচ্ছেন!

আপনার কাজ: দেরি না করে এই বক্সটি থেকে টিক চিহ্নটি তুলে দিন (Uncheck) এবং সেটিংটি Turn off বা Pause করে দিন।

💡 টেক জায়ান্টরা তাদের প্রাইভেসি পলিসি প্রায়ই পরিবর্তন করে। একজন সচেতন ইন্টারনেট ব্যবহারকারী হিসেবে, বছরে অন্তত একবার এই সেটিংসগুলো রিভিউ করা আপনার জন্য মাস্ট!

এখনই সেভ করুন এবং এই তথ্যটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন!

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Naem Azam Chowdhury posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share