16/08/2025
একটা আন্ডাররেটেড কিন্তু AI দিয়ে সহজে রিপ্লেস করা যাবে না এমন টেক জব হলো 👉 সাইট রিলায়েবিলিটি ইঞ্জিনিয়ার (SRE)
বাইরে থেকে অনেকেই এই রোলটা সম্পর্কে জানেই না, কারণ এটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আর অপারেশনের মাঝামাঝি কাজ করে। ডেভেলপার বা ডেটা সায়েন্টিস্টদের মতো "গ্ল্যামারাস" শোনায় না, কিন্তু গুগল, নেটফ্লিক্স, অ্যামাজনের মতো কোম্পানিগুলোতে এমনকি বাংলাদেশের কোম্পানিগুলোতে এই রোলটা ভীষণ demand...
✅ কেন বললাম এই জব এআই দিয়ে রিপ্লেস করা একটু কঠিন ?
1. জাজমেন্ট কল লাগে → সার্ভার ক্র্যাশ, নেটওয়ার্ক আউটেজ, স্কেলিং সমস্যা—এগুলো শুধু Logs দেখে বোঝা যায় না, মাঝে মাঝে এমন প্যাচ লাগে যে মানুষ নিজেই কনফিউজড হয়ে যায়...
2. সিস্টেমস থিংকিং → SRE-রা পুরো ইকোসিস্টেম দেখে (ক্লাউড, সার্ভিস, নেটওয়ার্ক, পাইপলাইন) এবং সেগুলোকে রিলায়েবল ও স্কেলেবল রাখে।
3. মানুষের সাথে কো-অর্ডিনেশন → সিস্টেম ডাউন হলে শুধু ফিক্স করাই না, টিম, বিজনেস আর কাস্টমারদের ফিডব্যাক অনেক সময় নিতে হয়.. এখন AI নিশ্চয়ই আপনাকে সার্ভার থেকে সবাইকে মেসেজ করে, কথাবার্তা বলে ডিসিশন নিয়ে তারপরে জিনিসটা ফিক্স করতে পারবে না এটার জন্য মানুষ দরকার
4. প্রিভেন্টিভ ডিজাইন → SRE-রা এমন পলিসি বানায় (SLA, SLO, error budget) যেটা টেকনিক্যাল আর বিজনেস both ব্যালান্স করে। আমি আগেও বলেছি AI এখনো পলিসি মেকিং ভালো নয়
✅ SRE হতে যে স্কিলগুলো আপনার থাকা লাগবে
1. প্রোগ্রামিং & অটোমেশন → Python, Go বা Bash, Infrastructure as Code (Terraform ইত্যাদি)। আমার Naem Azam Chowdhury চ্যানেলে 18 টা থেকে 19 টার মত ভিডিওর একটা প্লে লিস্ট রয়েছে যে ভিডিওতে আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিভাবে শিখবেন সেটা সমস্ত কিছু ব্যাখ্যা করে দিয়েছি সেই প্লেলিস্টটা আপনারা দেখে নিতে পারেন
2. Linux & সিস্টেম → প্রসেস, মেমোরি, নেটওয়ার্ক, শেল স্ক্রিপ্টিং। RedHat উপরে 1 ঘন্টা বা দেড় ঘন্টার একটা পরিপূর্ণ কোর্স আমার দেওয়া আছে youtube চ্যানেলে সেটা দেখতে পারেন
3. নেটওয়ার্কিং → TCP/IP, DNS, লোড ব্যালান্সিং, CDN।
4. ক্লাউড & কন্টেইনার → AWS/GCP/Azure, Docker, Kubernetes। ক্লাউডের পুরো রোডম্যাপ আমার চ্যানেলে এভেলেবেল রয়েছে দেখে নেন
5. মনিটরিং & রিলায়েবিলিটি → Prometheus, Grafana, অ্যালার্টিং, SLA/SLO।
6. ডাটাবেস → SQL + NoSQL, ব্যাকআপ, স্কেলিং।
7. DevOps/CI-CD → Jenkins, GitHub Actions, সহ ডিটেইলস কিভাবে শিখবেন সেটা নিয়ে পুরো পূর্ণ ভিডিও রোডম্যাপ আমার কাছে ইউটিউব চ্যানেলে রয়েছে ছয় মাসের মধ্যেই DevOPS সমস্ত কিছু আপনার হাতেখড়ি হয়ে যাবে
8. সফট স্কিলস → টিমওয়ার্ক, ইনসিডেন্ট ম্যানেজমেন্ট, ডকুমেন্টেশন।
সহজ ভাষায়: ডেভেলপার মতো কোড করতে হবে + SysAdmin মতো সিস্টেম বুঝতে হবে + লিডারের মতো কথা বলতে হবে।
আজকে এইটুকুই 🥰 শেয়ার করে আপনার বন্ধু-বান্ধবদের জানাতে পারেন কারণ অনেকেই এই AI নিয়ে অনেক টেনশনে রয়েছে
এটা একটা খুব ভালো ডিমান্ড রয়েছে বাংলাদেশে আমার পরিচিত বহু মানুষ জব করতেছে এবং আপনি এটা যত জব করবেন তত আপনার এক্সপেরিয়েন্স বাড়বে আপনার ডিমান্ড তত বাড়বে ....
#ডিজিটালবাংলাদেশ