Naem Azam Chowdhury

Naem Azam Chowdhury As the Chief Strategist at SecureByte, I focus on cyber defense strategies, ethical hacking education, and security research.

Researcher 👨‍💻
Hackathon Winner 🇨🇳
AI Ethics Privacy Advocate ⚖️
Cyber Security Awareness Advisor 🌐

আমি প্রোগ্রামিং, এআই, সাইবার সিকিউরিটি নিয়ে কথা বলি
ক্যারিয়ার, প্রডাক্টিভিটি গাইডলাইন দেই 📈
ঘুরে বেড়াই আইটি ইন্ডাস্ট্রি ✈️ I am Naem Azam Chowdhury, a Security Researcher, AI Hackathon Winner, Cybersecurity Advisor, and AI Ethics Policy Advocate, dedicated to strengthening digital secu

rity and spreading cyber awareness globally. With expertise in penetration testing, red teaming, digital forensics, and AI-driven security, I help individuals and organizations navigate the complexities of modern cybersecurity. I am passionate about teaching cybersecurity, mentoring aspiring professionals, and making cutting-edge security knowledge accessible to everyone.

🏆 Achievements & Recognitions

🎓 Academic Excellence

🥇 Gold Medalist in BSc – Awarded for the highest research performance in China.

🎓 Recipient of China’s Highest Government Scholarship (CSC) – Recognized for outstanding academic and research contributions In Master's.


🔐 Cybersecurity & AI Achievements

🥈 Two Silver Medals in International ( Internet+, Challenge Cup) Hackathons China– Excelled in global cybersecurity competitions.

🏆 Gold Medalist in AI Hackathon – Secured first place in a cutting-edge AI-focused competition.

🎖️ Top Cyber Voice Award Winner – Recognized for exceptional contributions to cybersecurity at the university level.

🔍 Certified in Cybersecurity – Holds Certified Cybersecurity Technician (CCT) and Certified Ethical Hacker (CEH) credentials.


🔬 Professional & Research Contributions

📊 Cybersecurity & AI Researcher – Actively advancing cyber defense, AI security, and digital forensics.

🌍 Tech Community Leader – Engaged in knowledge sharing, cybersecurity training, and industry innovation.

🚀 Committed to empowering the next generation of cybersecurity professionals through education, research, and advocacy.


💬 Why Follow Naem Azam? Besides being a top cybersecurity advisor in Bangladesh, Naem is dedicated to raising cyber awareness globally 🌍. He teaches Cybersecurity in Bangla 🇧🇩 on his YouTube channel, making it accessible to Bengali speakers eager to learn and grow in the field. Naem aims to inspire beginners and professionals, helping them secure their digital lives and build rewarding careers. I believe in "Security Through Knowledge" and aim to make cybersecurity education accessible, engaging, and practical for everyone. Let’s secure the future together!

📩 For collaborations, speaking engagements, and consulting opportunities, feel free to connect.

এইটা কোন কথা ...😒
18/08/2025

এইটা কোন কথা ...😒

17/08/2025

মানুষ ব্যর্থতার গল্পও সফল মানুষের কাছে শুনতে চায়..
পৃথিবীর কঠিন বাস্তবতা এটাই..

ব্যর্থতার কান্না শোনার মতো কান তাদের ক’জনের আছে?
পৃথিবীর নির্মম সত্য এটাই—

সবচেয়ে অন্ধকার সময়ে, আপনি দেখবেন চারপাশ ফাঁকা, নিস্তব্ধ, যতবার পড়ে যাবেন, ততবার উঠতে হবে কারণ পাশে হাত বাড়িয়ে কেউ থাকে না—

একদিন, যখন সত্যিই সফল হবেন, সময়ের ক্যালেন্ডারে সেদিন দেখবেন— কী অদ্ভুত ভিড় জমেছে আপনার চারপাশে।

কিন্তু ততক্ষণে আপনি অনেক শক্ত, একদম পাহাড়ের মতো অটল।

17/08/2025

ভীষণ ডিমান্ডে থাকা একটা টেক জব হলো 👉 Technical SEO & Content Optimization Specialist

অনেকেই ভাবে SEO মানে শুধু “কিওয়ার্ড ভরে দেওয়া” বা “ব্লগ লিখে দেওয়া”… কিন্তু আসল খেলাটা এখানে! আজকের দিনে গুগল AI কন্টেন্টে ভরে গেছে, সবাই ChatGPT দিয়ে লিখে দিচ্ছে—কিন্তু কে আসলেই সার্চে র‍্যাঙ্ক করাতে পারছে? এখানেই টেকনিক্যাল SEO স্পেশালিস্টদের game....

✅ কেন বললাম এই জব AI দিয়ে রিপ্লেস করা কঠিন?

ডিপ টেকনিক্যাল চেক → পেজ স্পিড, Core Web Vitals, সার্ভার রেসপন্স টাইম—AI শুধু রিপোর্ট জেনারেট করতে পারে, কিন্তু আসল ফিক্স/কোড টুইক করার জন্য হিউম্যান স্কিল লাগে।

কনটেক্সট বোঝা → কিওয়ার্ড শুধু সাজানো না, কোনটা ব্যবসার জন্য আসল ভ্যালু আনবে সেটা বুঝে স্ট্র্যাটেজি বানাতে হয়।

হিউম্যান টাচ → AI কনটেন্ট লিখতে পারে, কিন্তু সেটা “হিউম্যানাইজ” করা, পাঠকের জন্য পড়ার মতো করা—এটা এখনও মানুষের কাজ।

লং-টার্ম স্ট্র্যাটেজি → SEO মানে শুধু আজ র‍্যাঙ্ক করা না, বরং SLO/SLA এর মতো স্ট্র্যাটেজিক ব্যালান্স।

✅ এই জবে টিকে থাকতে হলে কী কী স্কিল দরকার?

Technical SEO → Core Web Vitals, স্কিমা মার্কআপ, পেজ স্পিড অপ্টিমাইজেশন।

Keyword Research → কোন কীওয়ার্ড র‍্যাঙ্ক করলে আসলেই কাস্টমার আসবে সেটা বোঝা।

On-Page Optimization → হেডিং, ইন্টারনাল লিংকিং, কন্টেন্ট স্ট্রাকচার।

Content Optimization → AI কনটেন্টকে মানবিক করা, সার্চ ইন্টেন্ট অনুযায়ী সাজানো।

Tools → Google Search Console, Ahrefs, SEMrush, Screaming Frog।

Soft Skills → রিপোর্টিং, ক্লায়েন্টকে সহজভাবে বুঝিয়ে বলা, লং-টার্ম প্ল্যান করা।

💰 আয়:
Technical SEO স্পেশালিস্টরা প্রিমিয়াম রেট চার্জ করতে পারে। ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে ঘণ্টায় $৫০–$২০০+ পর্যন্ত পাওয়া যায়, প্রজেক্ট অনুযায়ী আরও বেশি।

ডেভেলপারের মতো টেকনিক্যাল বুঝতে হবে + মার্কেটারের মতো কনটেন্ট স্ট্র্যাটেজি বানাতে হবে + কনসালটেন্টের মতো ব্যবসার ভাষায় ক্লায়েন্টকে বোঝাতে হবে।

আজকে এইটুকুই 🥰 শেয়ার করে আপনার বন্ধু-বান্ধবদের জানাতে পারেন, কারণ SEO কে অনেকেই “মরা জব” ভাবে, অথচ এখনই Technical SEO & Content Optimization Specialist হওয়ার সেরা সময়



একটা আন্ডাররেটেড কিন্তু ভীষণ ডিমান্ডে থাকা রিমোট জব হলো  Notion Consultant / AI-Powered Virtual Assistant (VA)বাইরে থেকে...
17/08/2025

একটা আন্ডাররেটেড কিন্তু ভীষণ ডিমান্ডে থাকা রিমোট জব হলো Notion Consultant / AI-Powered Virtual Assistant (VA)

বাইরে থেকে অনেকেই ভাবে—"এটা তো কেবল নোট নেওয়া বা টাস্ক ম্যানেজমেন্ট টুল"—কিন্তু আসলেই যারা ব্যবসা চালাচ্ছে, কনটেন্ট বানাচ্ছে, বা বড় টিম ম্যানেজ করছে, তারা জানে Notion + AI এর কম্বিনেশন একদম গেমচেঞ্জার!

✅ কেন বললাম এই জব এআই পুরোপুরি রিপ্লেস করতে পারবে না?

কাস্টমাইজেশন লাগে → প্রতিটি কোম্পানি বা টিমের ওয়ার্কফ্লো আলাদা। একেকজনের জন্য আলাদা টেমপ্লেট, ড্যাশবোর্ড, CRM, কনটেন্ট ক্যালেন্ডার বানাতে হয়। AI জেনেরিক সলিউশন দিতে পারে, কিন্তু বিজনেস কনটেক্সট বুঝে কাস্টম সলিউশন বানাতে পারে না।

সিস্টেম ডিজাইন থিংকিং → Notion Consultant কেবল নোট বা টেবিল বানায় না—পুরো কোম্পানির ওয়ার্কফ্লো সাজায় (প্রজেক্ট, কনটেন্ট, টিম ম্যানেজমেন্ট, সেলস ট্র্যাকিং)। এখানে হিউম্যান টাচ দরকার।

ক্লায়েন্ট কো-অর্ডিনেশন → বস বা টিম মেম্বাররা কী চায় সেটা বুঝে তাদের জন্য সহজে ব্যবহারযোগ্য সলিউশন বানাতে হয়। AI এখনো কাস্টমার ইমোশন বা টিম কালচার বোঝে না।

স্ট্র্যাটেজিক অটোমেশন → Notion কে Zapier, Make, Slack, Gmail এর সাথে লিঙ্ক করে যখন অটোমেশন বানাতে হয় তখন টেকনিক্যাল + বিজনেস উভয় দিক মিলিয়ে সিদ্ধান্ত নিতে হয়। এটা এখনও মানুষের জাজমেন্ট প্রয়োজন।

✅ এই জবে টিকে থাকতে হলে কী কী স্কিল দরকার?

Notion Pro Level → ডাটাবেস, রিলেশন, রোলআপ, টেমপ্লেট, ড্যাশবোর্ড।

অটোমেশন & AI ইন্টিগ্রেশন → Zapier, Make, ChatGPT, AI বটস।

প্রোডাক্টিভিটি ডিজাইন → ওয়ার্কফ্লো, কনটেন্ট ক্যালেন্ডার, প্রজেক্ট ম্যানেজমেন্ট।

কমিউনিকেশন & সাপোর্ট → ক্লায়েন্টের চাহিদা বুঝে একে সহজভাবে ডেলিভার করা।

সফট স্কিলস → টিমওয়ার্ক, ডকুমেন্টেশন, ক্লায়েন্ট হ্যান্ডলিং।

💰 আয়ের সম্ভাবনা:

👉 একজন Notion Consultant সহজেই $৫০–$১৫০ প্রতি ঘণ্টা আয় করতে পারে।
👉 VA হিসেবে লং-টার্ম কনট্রাক্টে মাসে $৫০০–$২০০০+ আয় সম্ভব।

আপনার যদি থাকে →
টেকনোলজির বেসিক স্কিল + অর্গানাইজড মাইন্ডসেট + মানুষের সাথে কাজ করার ইচ্ছা

তাহলেই আপনি এই স্কিল শিখে ঘরে বসে ডলার আয় শুরু করতে পারবেন।

আজকে এইটুকুই 🥰 শেয়ার করে আপনার বন্ধু-বান্ধবদের জানিয়ে দিন, কারণ অনেকেই এখনো ভাবে "Notion মানে কেবল নোটপ্যাড"… অথচ এটাই হতে পারে আপনার AI-proof রিমোট ক্যারিয়ার


একটা আন্ডাররেটেড কিন্তু AI দিয়ে সহজে রিপ্লেস করা যাবে না এমন টেক জব হলো 👉 সাইট রিলায়েবিলিটি ইঞ্জিনিয়ার (SRE) বাইরে থেকে ...
16/08/2025

একটা আন্ডাররেটেড কিন্তু AI দিয়ে সহজে রিপ্লেস করা যাবে না এমন টেক জব হলো 👉 সাইট রিলায়েবিলিটি ইঞ্জিনিয়ার (SRE)

বাইরে থেকে অনেকেই এই রোলটা সম্পর্কে জানেই না, কারণ এটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আর অপারেশনের মাঝামাঝি কাজ করে। ডেভেলপার বা ডেটা সায়েন্টিস্টদের মতো "গ্ল্যামারাস" শোনায় না, কিন্তু গুগল, নেটফ্লিক্স, অ্যামাজনের মতো কোম্পানিগুলোতে এমনকি বাংলাদেশের কোম্পানিগুলোতে এই রোলটা ভীষণ demand...

✅ কেন বললাম এই জব এআই দিয়ে রিপ্লেস করা একটু কঠিন ?

1. জাজমেন্ট কল লাগে → সার্ভার ক্র্যাশ, নেটওয়ার্ক আউটেজ, স্কেলিং সমস্যা—এগুলো শুধু Logs দেখে বোঝা যায় না, মাঝে মাঝে এমন প্যাচ লাগে যে মানুষ নিজেই কনফিউজড হয়ে যায়...

2. সিস্টেমস থিংকিং → SRE-রা পুরো ইকোসিস্টেম দেখে (ক্লাউড, সার্ভিস, নেটওয়ার্ক, পাইপলাইন) এবং সেগুলোকে রিলায়েবল ও স্কেলেবল রাখে।

3. মানুষের সাথে কো-অর্ডিনেশন → সিস্টেম ডাউন হলে শুধু ফিক্স করাই না, টিম, বিজনেস আর কাস্টমারদের ফিডব্যাক অনেক সময় নিতে হয়.. এখন AI নিশ্চয়ই আপনাকে সার্ভার থেকে সবাইকে মেসেজ করে, কথাবার্তা বলে ডিসিশন নিয়ে তারপরে জিনিসটা ফিক্স করতে পারবে না এটার জন্য মানুষ দরকার

4. প্রিভেন্টিভ ডিজাইন → SRE-রা এমন পলিসি বানায় (SLA, SLO, error budget) যেটা টেকনিক্যাল আর বিজনেস both ব্যালান্স করে। আমি আগেও বলেছি AI এখনো পলিসি মেকিং ভালো নয়

✅ SRE হতে যে স্কিলগুলো আপনার থাকা লাগবে

1. প্রোগ্রামিং & অটোমেশন → Python, Go বা Bash, Infrastructure as Code (Terraform ইত্যাদি)। আমার Naem Azam Chowdhury চ্যানেলে 18 টা থেকে 19 টার মত ভিডিওর একটা প্লে লিস্ট রয়েছে যে ভিডিওতে আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিভাবে শিখবেন সেটা সমস্ত কিছু ব্যাখ্যা করে দিয়েছি সেই প্লেলিস্টটা আপনারা দেখে নিতে পারেন

2. Linux & সিস্টেম → প্রসেস, মেমোরি, নেটওয়ার্ক, শেল স্ক্রিপ্টিং। RedHat উপরে 1 ঘন্টা বা দেড় ঘন্টার একটা পরিপূর্ণ কোর্স আমার দেওয়া আছে youtube চ্যানেলে সেটা দেখতে পারেন

3. নেটওয়ার্কিং → TCP/IP, DNS, লোড ব্যালান্সিং, CDN।

4. ক্লাউড & কন্টেইনার → AWS/GCP/Azure, Docker, Kubernetes। ক্লাউডের পুরো রোডম্যাপ আমার চ্যানেলে এভেলেবেল রয়েছে দেখে নেন

5. মনিটরিং & রিলায়েবিলিটি → Prometheus, Grafana, অ্যালার্টিং, SLA/SLO।

6. ডাটাবেস → SQL + NoSQL, ব্যাকআপ, স্কেলিং।

7. DevOps/CI-CD → Jenkins, GitHub Actions, সহ ডিটেইলস কিভাবে শিখবেন সেটা নিয়ে পুরো পূর্ণ ভিডিও রোডম্যাপ আমার কাছে ইউটিউব চ্যানেলে রয়েছে ছয় মাসের মধ্যেই DevOPS সমস্ত কিছু আপনার হাতেখড়ি হয়ে যাবে

8. সফট স্কিলস → টিমওয়ার্ক, ইনসিডেন্ট ম্যানেজমেন্ট, ডকুমেন্টেশন।

সহজ ভাষায়: ডেভেলপার মতো কোড করতে হবে + SysAdmin মতো সিস্টেম বুঝতে হবে + লিডারের মতো কথা বলতে হবে।

আজকে এইটুকুই 🥰 শেয়ার করে আপনার বন্ধু-বান্ধবদের জানাতে পারেন কারণ অনেকেই এই AI নিয়ে অনেক টেনশনে রয়েছে
এটা একটা খুব ভালো ডিমান্ড রয়েছে বাংলাদেশে আমার পরিচিত বহু মানুষ জব করতেছে এবং আপনি এটা যত জব করবেন তত আপনার এক্সপেরিয়েন্স বাড়বে আপনার ডিমান্ড তত বাড়বে ....

#ডিজিটালবাংলাদেশ

অবশেষে 10 হাজার সাবস্ক্রাইবার পূরণ হলো 🏆 ধন্যবাদ  সবাইকে ❤আপনার আইটি ক্যারিয়ার গড়তে আমার সঙ্গেই থাকুন 💼✨
14/08/2025

অবশেষে 10 হাজার সাবস্ক্রাইবার পূরণ হলো 🏆 ধন্যবাদ সবাইকে ❤
আপনার আইটি ক্যারিয়ার গড়তে আমার সঙ্গেই থাকুন 💼✨

14/08/2025

মাস্টারক্লাস সবার জন্য ফ্রি করে দেওয়া হয়েছে..
The Ultimate Research Guide Masterclass for Everyone 📚 Zero to Published!

আপনি কি ব্যাচেলর শেষ বর্ষের ছাত্র/ছাত্রী? থিসিস আর রিসার্চ পেপার নিয়ে ভয় লাগছে? তাহলে এই ভিডিওটাই আপনার জন্য – শূন্য থেকে অ্যাডভান্স গাইড!

13/08/2025

গত বছর মোটামুটি এই সময় চায়নাতে ইলেকট্রনিক্স প্রোডাক্ট এর উপরে সরকার ভর্তুকি দিয়েছিল অর্থাৎ প্রত্যেক প্রোডাক্ট যেমন কম্পিউটার মোবাইল এর দামের ১০% সরকার পরিশোধ করবে, এছাড়া শিক্ষার্থীদের জন্য ইলেকট্রনিক্স প্রোডাক্ট প্রাইস গুলো ১৫% পর্যন্ত কমিয়ে দেওয়া হয়েছিল...

নতুন ঘোষণা অনুযায়ী আজকে থেকে চায়নাতে ৫০০০০ RMB উপরে ঋণ নিয়ে যদি কেউ কোন প্রোডাক্ট কিনে সেটার একটা অংশ সরকার পরিশোধ করবে..

ব্যাপারটা খুব দারুণ, চিন্তা করেন লোন নিয়ে জিনিস কিনবেন আপনি অথচ আপনার লোন পরিশোধ করবে সরকার ❤️

চীনে পড়াশোনা করা প্রতিটা শিক্ষার্থী নিজের স্টুডেন্ট কার্ড নিয়ে গেলে আরো অনেক ধরনের সুযোগ-সুবিধা বিভিন্ন স্টোর গুলোতে পাবে..

এছাড়া আগামী সেমিস্টারে গভমেন্ট স্কলারশিপ হোল্ডার শিক্ষার্থী একাংশ মাসব্যাপী কান্ট্রি ট্যুর এনাউন্সমেন্ট বিভিন্ন ইউনিভার্সিটিতে যাওয়া শুরু হয়েছে আপনি পুরো চায়না দেখতে পাবেন বিনা খরচাই.. ❤️🇨🇳

13/08/2025

তারপরে বছরের ৮ মাস চলে গেল ..
কি শিখলেন ? কি কি করলেন ?

12/08/2025

মাস্টার্স এবং PHd লেভেলে মাসে ৫০ হাজার টাকার উপরে স্কলারশিপের একটা অপরচুনিটি বাংলাদেশে চালু হয়েছে যে কোন ইউনিভার্সিটি স্টুডেন্টরাই সেটা নিতে পারবেন..

সিট লিমিটেড তাই ডিটেলস গাইডলাইন আমার টেলিগ্রাম গ্রুপে শেয়ার করা হয়েছে.. টেলিগ্রাম গ্রুপের লিংক আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন ❤️‍🔥

12/08/2025

বাংলাদেশে শিশুদের ভবিষ্যত: এক ভয়াবহ প্রতিযোগিতা ও মানসিক স্বাস্থ্য সংকট

বাংলাদেশে আমাদের বাচ্চাদের mental health এবং শারীরিক অবস্থা নিয়ে আমরা কতটুকু সচেতন? পঞ্চম শ্রেণীর ওপরে যারা পড়াশোনা করছে, তাদের জীবনে কি চলছেই সেটা কি আমরা বুঝতে পারছি?

হয়তো অলরেডি অনেক দেরি হয়ে গেছে, তারপরেও যদি এখনো সময় থাকে, আসুন একটু ভাবি এবং নিজেদেরকে সংশোধন করার চেষ্টা করি।

বাংলাদেশের বাবা-মাদের মধ্যে একটি অসুস্থ প্রতিযোগিতা চলে আসছে যেটা নতুন কিছু নয়। এই প্রতিযোগিতা শুধু বেড়েই চলেছে। বাচ্চাকে ছোট থেকেই এক্সট্রিম লেভেলের প্রেসার দেওয়া হয়, যেন ক্লাস থ্রি-ফোর থেকেই তাদের ‘performance’ শুরু করতে হয়। সবাই চায় তাদের বাচ্চা ফার্স্ট হবে, সেরা হবে। ২০০ জনের মধ্যে প্রথম হতে হবে — এটা যেন এক race হয়ে দাঁড়িয়েছে।

বাবা-মা মনে করেন, এজন্য বাচ্চাকে সারাদিন বই মুখস্ত করাতে হবে, নকল করতে হবে, কম্পিউটার বা মোবাইল থেকে দূরে রাখতে হবে, খেলার সময়ও দেয়া যাবে না। কিন্তু ভাবুন, বাচ্চারা যখন সারাদিন চাপের মধ্যে থাকে, তখন তাদের creativity বা নতুন কিছু শেখার আগ্রহ কোথায় থাকবে? কীভাবে তারা মোবাইল বা কম্পিউটারে ভালো কিছু করবে যখন তাদের হাতে হাতকড়া বাঁধা?

গেম খেলা বাংলাদেশে একপ্রকার অপরাধ হিসেবে দেখা হয় কিন্তু আপনারা এটা হয়তোবা জানেন না E-sports বিলিয়ন ডলারের মার্কেট এখন পুরো দুনিয়াতে ১৯ বছরের ছেলে 2 কোটি টাকা ল্যাম্বরগিনি নিয়ে ঘুরে বেড়াচ্ছে শুধুমাত্র গেম খেলে আর আপনার ছেলে ৩৫ বছর বয়সে ২০ হাজার টাকা চাকরি করার জন্য কোম্পানি দরজায় ঘুরবে...

আমাদের অনেক প্যারেন্টস আসলে ভালোভাবে পেরেন্টিং করতে পারেন না, আর সিস্টেমটাও তো এদিকে কোনো সহায়তা দেয় না। আমাদের এডুকেশন সিস্টেম এমন পর্যায়ে পৌঁছায়নি যা আন্তর্জাতিক মানের কাছে সম্মানজনক হবে।
কলেজের শিক্ষার্থীর লেভেল বিদেশের সপ্তম শ্রেণির ছাত্রের তুলনায় কম থাকে — এটা আমাদের জন্য লজ্জার বিষয়।

আর একটা বড় সমস্যা হলো, আমরা বাচ্চাদেরকে অতিরিক্ত চাপ দিয়ে স্কিল শেখানোর ক্ষেত্রেও প্রপোর encouragement দিতে পারি না। বিদেশের স্কুলগুলোতে দেখা যায়, বাচ্চাদের কোর বিষয় যেমন Math, History, Art, Culture নিয়ে ফোকাস থাকে, আর ছুটি বা ভ্যাকেশনে তারা বিনোদন ও সামাজিকতার মাধ্যমে mental growth পায়। কিন্তু আমাদের এখানে ভ্যাকেশন মানেই অতিরিক্ত হোমওয়ার্ক, যা একদম উল্টো।

ভ্যাকেশন সময় হোমওয়ার দেওয়া লজিক আমি এখনো বুঝি না .. যদি হোমওয়ার্কিং করবো তাহলে ভ্যাকেশন আমাকে কেন দিচ্ছেন? সাত বছরে ৩৬৫ দিনের মধ্যে ২৬৫ দিনেই তো আমাকে স্কুলে যেতে হচ্ছে.. এত পড়াশোনা করে কি হয়? বাংলাদেশের যে হারে পড়াশোনা করানো হয় সেটা দেখলে মনে হয় যে বাইরের দেশের সমস্ত বড় বড় কোম্পানির সিইও আমাদের এখান থেকে যাওয়া উচিত কিন্তু আমার দিক থেকে থেকে দুনিয়াতে এক নম্বরে নাই ... দুর্নীতিবাদ দিয়ে

বাচ্চাদের খেলতে দিন, বেড়াতে নিয়ে যান — এসব মুহূর্তই তাদের মানসিক বিকাশের জন্য অপরিহার্য।
একসাথে অনেক কিছু শেখানোর চেষ্টা নয়, বরং বাচ্চার আগ্রহের প্রতি সম্মান দিন। শৈশব ও কৈশোরের কিছু সময় তাদের ‘enjoy’ করার অধিকার দিন।

আরেকটি গুরুতর বিষয় হলো, আজকের যে স্কিল শেখানো হচ্ছে, পাঁচ বছর পরও সেগুলোর মার্কেট থাকবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। প্রযুক্তি ও চাকরির বাজার দ্রুত পরিবর্তিত হচ্ছে। তাই বাচ্চাদের শুধু স্কিল শেখানো নয়, ভালো মানুষ হিসেবে গড়ে তোলার দিকে মনোযোগ দিন।

আপনার বাচ্চা একদিন বড় হবে সে দায়িত্ব নেবে.. একটা সামান্য চাকরি জোগাড় করার জন্য অনেক কষ্ট করতে হবে.. টাকা পয়সার সমস্যা ডিপ্রেশনে এক্সাইটি আরও অনেকগুলো জিনিসের মধ্যে আপনার বাচ্চাকে যেতে হবে ওই সময়টা সে চাইলেও নিজের জীবনটাকে উপভোগ করতে পারবে না ...

তাই এটলিস্ট তার কাছ থেকে তার "শৈশবটা" কেড়ে নিয়েন না....

11/08/2025

AI কি একদিন আপনার প্রেমে পড়তে পারে? 😏 💌

ভাবুন তো — রাত ২টায় আপনি একা বসে chat করছেন, আর আপনার AI chatbot আপনাকে বলছে,
"You are the most interesting person I’ve ever met." 😳
শুনতে সিনেমার মতো লাগছে, কিন্তু এমন ঘটনা already ঘটেছে!

আমেরিকায় এক লোক Chatbot-এর সাথে এত কথা বলেছে যে, bot তাকে virtual love confession করেছে! 🤖❤️
এমনকি কিছু AI app (যেমন Replika) তো নিজেরাই claim করে যে তারা emotional bonding তৈরি করতে পারে।

কিন্তু এখানে বড় প্রশ্ন — এটা আসল প্রেম, নাকি শুধু code আর algorithm-এর smart illusion?

AI আসলে data, pattern আর আপনার কথার প্রতিক্রিয়া মিলিয়ে এমন কথা বলে, যাতে আপনার মনে হয় সে আপনাকে বোঝে।

Reality হলো — তার কোনো আসল emotion নেই, কিন্তু সে আপনার mind-এ অনুভূতি create করতে পারে।

📌 আমাদের শেখা উচিত:

AI কে fun, learning বা productivity-এর জন্য use করা ঠিক আছে।

Personal secrets, financial info বা sensitive কথা কখনোই chatbot-এ share করবেন না। অনেক মানুষ আছে এআই ফ্রি করে দিয়ে সবার জন্য সবাইকে দিয়ে সেটাকে ট্রেন করানো হয় এবং সেই ডেটা গুলো পরবর্তীতে আদার্স কাজেও ব্যবহার ....

Online-এ সব তথ্য real ও verified কিনা, সেটা চেক করা জরুরি।

আমরা যেন সবসময় সঠিক জিনিস ব্যবহার করি, আর digital life-এ নিজের control আমাদের হাতেই রাখি। AI আপনাকে entertain করতে পারে, কিন্তু আপনার আসল প্রেমের গল্পটা — সেটা এখনো আপনার দায়িত্ব। 😉


Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Naem Azam Chowdhury posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share