Md. Mamun Choudhury

Md. Mamun Choudhury Actor.. Stage, TV and Cinema

https://youtu.be/58CZHqlxSx8?si=EwJHSKveA2U20Zic
13/11/2024

https://youtu.be/58CZHqlxSx8?si=EwJHSKveA2U20Zic

ইভটিজারের কবলে তটিনী| Blame Game Drama Natok video clips|Film & Drama Channel/Entertainment Channel.প্রথমেই ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি চ্যানেলেটির সঙ্গে থাক...

24/06/2024

পানি পড়ার গুণ। Pani Porar Goon।

নাটকনায়িকার ঘাড়ে জ্বীনআসছে ঈদ এর তৃতীয় দিন দুপুর ৩ টায়Poushal Entertainment ইউটিউব চ্যানেলে।।নাটকের লিঙ্ক কমেন্ট বক্সে.....
16/06/2024

নাটক
নায়িকার ঘাড়ে জ্বীন
আসছে ঈদ এর তৃতীয় দিন দুপুর ৩ টায়
Poushal Entertainment ইউটিউব চ্যানেলে।।
নাটকের লিঙ্ক কমেন্ট বক্সে...

নায়িকার ঘাড়ে জীন। Naikar Ghare Jin। Promotional। Bangla New Natok 2024। This is Promotional Video of a DRAMA ...

15/06/2024

মেয়েটা কিভাবে ছেলেটার সব শেষ করে দিলো! How the girl finished the boy!

13/06/2024

কাজের মেয়েটা মালিককে একি শোনালো ! The maid shouted to the owner!

10/06/2024

মাঝ রাতে জীনের হামলা।। Majh ratey jiner hamla।।

09/06/2024

মেয়েটাকে নিয়ে মহা বিপদে মা....

30/03/2024

আগারগাঁও বা মিরপুরে কোন সরকারি পশু হাসপাতাল আছে কিনা কেউ একটু জানাতে পারেন🙏

30/03/2024

খেটে ওঠা এবং চেটে ওঠার মধ্যে তফাৎ আছে।কথাটা দারুন...

28/03/2024

বিত্তহীন হওয়া এক অপরাধ:
মানবিক মানুষ, ধার্মিক মানুষ, সাংস্কৃতিক মানুষ, বিত্তবান মানুষ, এরকম প্রায় ৫০ জনের কাছে আমি আমার এক বন্ধুর চিকিৎসার জন্য সহযোগিতা চাইলাম। এমন এক বন্ধুর জন্য চেয়েছিলাম যে কোনদিন তিনবেলা না খেয়ে থাকলেও হাসিমুখে কথা বলে সবার সঙ্গে। সে যখন ভালো চাকরি করতো কত জনই না তাকে তোষামোদ করত, তার অধীনস্থরা স্যার স্যার বলে ঘুরতো। কিন্তু আজ ৩/৪ জন ছাড়া কেউই কোন রেসপন্স করেনি। হয়তো এটা তাদের কারোরই দোষ না, দোষ আমার নিজের। আমি বিত্তহীন বলে। হয়তো অনেকেই ভেবেছেন আমি বা আমার বন্ধুরা টাকা তুলে ইফতারি করবো বা ঈদের আনন্দ করবো। অনেকেই হয়তো এমন করেনও। কিন্তু না ভাই , আমাদের এখনো বন্ধুদের ওই অবস্থা দাঁড়ায়নি যে চাঁদা তুলে আনন্দ করতে হবে। তবে এটুকু বিশ্বাস করি যে, আপনারা যখন অনেকেই মদের আসরে হাজার হাজার টাকা ওড়াবেন তখন হয়তো এরকম কিছু মানুষের কথা আপনাদের মনে পড়বে।হয়তো তখন খানিকটা আফসোসও হবে। হয়তো নাও হতে পারে কারণ আমরা কারোর মৃত্যুর পর আফসোস করা জাতি। কেউ ভুল বুঝবেন না ফেসবুকে এগুলো লেখার জন্য। বিত্তহীন মানুষের আসলে কোন মানুষই নেই কিছু বলার জন্যে। এখন ফেসবুকই আসলে প্রকৃত বন্ধু । তবে স্বস্তি এটুকুই যে, আমাদের কোন কোন বন্ধু অসম্ভব আন্তরিকতার সহিত ওই বন্ধুটির জন্য হাত বাড়িয়ে দিচ্ছেন। সবাই ভালো থাকবেন। সবার সুস্থতা কামনা করি। সৃষ্টিকর্তা আপনাদের যেন আরো আরো বিত্তবান বানান। 🙏🙏🙏🙏

15/03/2024

"বাবা সব সময় পিছিয়ে থাকে, জানি না কেন"

১। মা ৯ মাস বহন করেন, বাবা ২৫ বছর ধরে বহন করেন, উভয়ই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না।

২। মা বিনা বেতনে সংসার চালায়, বাবা তার সমস্ত বেতন সংসারের জন্য ব্যয় করেন, উভয়ের প্রচেষ্টাই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না।

৩। মা আপনার যা ইচ্ছা তাই রান্না করেন, বাবা আপনি যা চান তা কিনে দেন, তাদের উভয়ের ভালবাসা সমান, তবে মায়ের ভালবাসা উচ্চতর হিসাবে দেখানো হয়েছে। জানিনা কেন বাবা পিছিয়ে।

৪। ফোনে কথা বললে প্রথমে মায়ের সাথে কথা বলতে চান, কষ্ট পেলে ‘মা’ বলে কাঁদেন। আপনার প্রয়োজন হলেই আপনি বাবাকে মনে রাখবেন, কিন্তু বাবার কি কখনও খারাপ লাগেনি যে আপনি তাকে অন্য সময় মনে করেন না? ছেলেমেয়েদের কাছ থেকে ভালবাসা পাওয়ার ক্ষেত্রে, প্রজন্মের জন্য, বাবা কেন পিছিয়ে আছে জানি না।

৫। আলমারি ভরে যাবে রঙিন শাড়ি আর বাচ্চাদের অনেক জামা-কাপড় দিয়ে কিন্তু বাবার জামা খুব কম, নিজের প্রয়োজনের তোয়াক্কা করেন না, তারপরও জানেন না কেন বাবা পিছিয়ে আছেন।

৬। মায়ের অনেক সোনার অলঙ্কার আছে, কিন্তু বাবার একটাই আংটি আছে যেটা তার বিয়ের সময় দেওয়া হয়েছিল। তবুও মা কম গহনা নিয়ে অভিযোগ করতে পারেন আর বাবা করেন না। তারপরও জানি না কেন বাবা পিছিয়ে।

৭। বাবা সারাজীবন কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন নেওয়ার জন্য, কিন্তু যখন স্বীকৃতি পাওয়ার কথা আসে, কেন জানি না তিনি সবসময় পিছিয়ে থাকেন।

৮। মা বলে, আমাদের এই মাসে কলেজের টিউশন দিতে হবে, দয়া করে আমার জন্য উৎসবের জন্য একটি শাড়ি কিনবে অথচ বাবা নতুন জামাকাপড়ের কথাও ভাবেননি। দুজনেরই ভালোবাসা সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছে জানি না।

৯। বাবা-মা যখন বুড়ো হয়ে যায়, তখন বাচ্চারা বলে, মা ঘরের কাজ দেখাশোনা করার জন্য অন্তত উপকারী, কিন্তু তারা বলে, বাবা অকেজো।

বাবা পিছনে কারণ তিনি পরিবারের মেরুদণ্ড।আর আমাদের মেরুদণ্ড তো আমাদের শরীরের পিছনে। অথচ তার কারণেই আমরা নিজেদের মতো করে দাঁড়াতে পারছি। সম্ভবত, এই কারণেই তিনি পিছিয়ে আছেন...

*সমস্ত বাবাদেরকে উৎসর্গ করছি*
সালাম জানাই পৃথিবীর সকল বাবা দেরকে!

লেখা সংগৃহীত।

নীলাদ্রি লেকে আরেকটি অসাধারণ গান...
09/03/2024

নীলাদ্রি লেকে আরেকটি অসাধারণ গান...

আমারে বানাইবানি তুমার। কামাল বয়াতি। বাউল গান। বাংলা নিউ গান ২০২৪। #বাউল_গান #বাউল #বাংলা_গান ​⁠...

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md. Mamun Choudhury posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md. Mamun Choudhury:

Share