Muhammad Rakibul Hasan - মুহাম্মদ রাকিবুল হাসান

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • Muhammad Rakibul Hasan - মুহাম্মদ রাকিবুল হাসান

Muhammad Rakibul Hasan - মুহাম্মদ রাকিবুল হাসান আসসালামু আলাইকুম
স্বাগত প্রিয়

পেজটি ভালো লাগলে ফলো দিয়ে সাথে থাকবেন❤️
(159)

21/03/2024

🇧🇩 Bangladesh 51/2 the end of 12 overs

🏏 Nigar Sultana Joty ©️ 16(25)
🏏 Shobana Mostary 8(21)★

⚾ (S) A Gardner 1/21 (3)

পরবর্তী আপডেট পেতে পেইজটি ফলো দিয়ে রাখুন

21/03/2024

Bangladesh 🆚 Australia Woman
♦️1st ODI
🇧🇩 BANGLADESH :21/1

⭕over:7

Terget: 214

পরবর্তী আপডেট পেতে পেইজটি ফলো দিয়ে রাখুন 👍🏏🇧🇩

21/03/2024

৩ ওভার শেষে বাংলাদেশ ১০/১

🏏 Murshida Khatun ৬(১৩)*
🏏 Shobana Mostary ১(৩)

রিশাদ ট্রেন্ডীং! রিশাদকে ভালো লাগে, ভালো না লাগার কোনও কারণ নেই। এই প্রাসঙ্গিক সময়ে আরও একজন লেগস্পিনারের কথা আমি মনে কর...
20/03/2024

রিশাদ ট্রেন্ডীং! রিশাদকে ভালো লাগে, ভালো না লাগার কোনও কারণ নেই।

এই প্রাসঙ্গিক সময়ে আরও একজন লেগস্পিনারের কথা আমি মনে করিয়ে দিতে চাই!

যার আন্তর্জাতিক টি২০ ক্যারিয়ার ১০ ম্যাচে ১২ উইকেটে থমকে গেছে!

এই দশ ম্যাচের ৮ ম্যাচই খেলেছেন তিনি ভারত ও পাকিস্তানের বিপক্ষে!

ভারতের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টি২০ জয়ের ম্যাচে নিয়েছিলেন কেএল রাহুল ও শ্রেয়াস আইয়ারের উইকেট, ২২ রানে ২ উইকেট!
পরের ম্যাচে ভারতের স্কোরকার্ড ১৫৬/২, দুটী উইকেট- রোহিত শর্মা ও শেখর ধাওয়ান- দুজনকেই আউট করেছিলেন আমিনুল ইসলাম বিপ্লব, ১০ করে সবাই যখন রান দিচ্ছিলেন তখন আমিনুলের ফিগার ২৯/২।

এরপরে আমিনুল ইসলাম বিপ্লবের ক্যারিয়ার মাত্র ৬ ম্যাচ দীর্ঘায়িত হয়েছিল, এরই মধ্যে তিনি বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের উইকেট নিয়েছেন!

১৯ গড়, সাড়ে সাত ইকোনমি রেট কি একজন তরুণ লেগস্পিনারের জন্য খারাপ?

তাইলে তিনি কী কারণে টি২০ দলে নেই? বাংলাদেশ দলে একজন বোলারের খেলার মানদণ্ড কী এতোটাই উঁচু হয়ে গিয়েছিল?

বিপ্লব থাকতে পারতেন! রিশাদ তার সাথে যোগ হতে পারতেন! একে অন্যের বিকল্প হিসেবে স্কোয়াডে বা ক্রিকেট পুলেই খেলতে পারতেন!

মজার কথা আমরা এসব ভুলে যাই। আমাদের কাছে ক্রিকেটার মানেই ওরা পাঁচজন! ওখানেই আমাদের ক্রিকেট শুরু, ওখানেই শেষ!

#সংগৃহীত

মোস্তাফিজুর রহমান ⚾ সহ চেন্নাই সুপার কিংস ২০২৪ এর আইপিএল দল গঠন 🇧🇩
20/03/2024

মোস্তাফিজুর রহমান ⚾ সহ চেন্নাই সুপার কিংস ২০২৪ এর আইপিএল দল গঠন 🇧🇩

20/03/2024

শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশ স্কোয়াডে মুশফিকুর রহিমের বদলে ডাক পেয়েছেন তাওহীদ হৃদয়

20/03/2024

রোজার শেষ দিকে বাংলাদেশের কওমী মাদ্রাসাগুলোতে এক করুন দৃশ্য দেখা যায়। সাধারণত ২৫ রোজা থেকে মাদ্রাসা গুলো ছুটি হতে থাকে। বেশিরভাগ ছাত্র ছাত্রীর অভিভাবক এসে বাচ্চাদেরকে বাসায় নিয়ে যায়। কিন্তু একদল বাচ্চাকে নিতে কেউ আসে না। এদের কারো বাবা-মা নেই, কারো বাবা নেই মায়ের অন্যত্র বিয়ে হয়ে গেছে। অনেকের মা নেই, বাবা বাচ্চার খোজ রাখে না। খুব বেশি ভাগ্যবান হলে কারো কারো মামা খালা চাচা এসে কাউকে কাউকে নিয়ে যায়। বাকীরা সারাদিন কান্না করে। তারা জানে তাদেরকে কেউ নিতে আসবে না। তারা সারা বছর কাঁদে না। কিন্তু যখন সহপাঠীদেরকে সবাই বাসায় নিয়ে যায় অথচ তাদেরকে কেউ নিতে আসে না তখন তাদের দুঃখ শুরু হয়ে যায়। মৃত মা বাবার উপর তাদের অভিমান সৃষ্টি হয়- কেন তারা তাদেরকে দুনিয়ায় রেখে এই বয়সে মারা গেল? তারা কি আর কিছুটা দিন বেঁচে থাকতে পারত না? মা বাবা বেঁচে নাই তো কী হইছে? মামা চাচারা কেউ তাদেরকে নিতে আসল না কেন? মা বেচে থাকতে মামারা কত আদর করত! বাবা বেঁচে থাকতে চাচারা কত আদর করত! এই বয়সেই তারা দুনিয়ার একটা নিষ্ঠুর চেহারা দেখেছে।

একটা অনুরোধ - এই ঈদে আপনার কাছাকাছি এতিমখানায় যান। কয়জন বাচ্চা ঈদে বাড়ি যায় নি খোজ নিন। তাদের জন্য আপনার সামর্থ্য অনুযায়ী যা পারেন তা নিয়ে যান। এই গরমে তাদের আইসক্রিম খাওয়াতে পারেন। নিদেন পক্ষে একটা চকলেট খাওয়ান। মনে রাখবেন, আজ আপনি বেঁচে না থাকলে আপনার ছোট সন্তান এতিম হয়ে যাবে!
আমি ইনশাআল্লাহ চেষ্টা করব যদি আল্লাহ্ সহায়ক হয়

কালেক্টেড

20/03/2024

পুরুষ ভেঙে পড়ে অর্থ সংকটে,আর নারী তীব্র অবহেলায়।

#সংগৃহীত

17/03/2024

তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের

খেলার লাইভ স্কোর আপডেট কি পেতে চান?

17/03/2024

ব্যাংকে পিন নাম্বারে টাকা তুলতে গিয়েছিলাম!
ডেস্কের সুন্দরী ম্যাডাম বললেন,
আমার কাছে ফোন দেন আমি লিখে দিচ্ছি।
আমি হাসি মুখে ফোনখানা এগিয়ে দিলাম,
পিন নাম্বার তুলার জন্য সেটাই আমার জন্য কাল হয়ে দাঁড়াইছে।
মাত্র দুইটা সংখ্যা তুলছে তখনি মেসেঞ্জারে মেসেজ আসছে একদম ফোনের স্ক্রিনের সামনে,
বাবু তুমি খেয়ে নিও। তুমি না খেলে আমার পেটে ভাত হজম হয় না।

সুন্দরী ম্যাডামটা মেসেজ দেখে মুচকি হেসে বললেন, প্রেমিকা খুব ভালোবাসে দেখা যাচ্ছে।
একটু পরে আরেকটা আইডি থেকে মেসেজ,
জান তুমি তাড়াতাড়ি অনলাইনে আসো আমি তোমাকে মিস করতেছি।
এবার ম্যাডাম চোখ ত্যাড়া করে বললেন,
বাহ দুইজন প্রেমিকা।

৬টা সংখ্যা লিখা শেষ হতেই আরেকটা মেসেজ,
বাবু আমার দম বন্ধ লাগছে তাড়াতাড়ি এসে চুমু দিয়ে অক্সিজেন দাও।
এই মেসেজ দেখে মন চাইছিল ধরে পিডাই,
এত ভালোবাসা দিতে কে বলছে?
ক্যান যে ডাটা অফ করলাম না।
ম্যাডাম এবার রাগি রাগি চেহারা বানিয়ে বললেন, প্রেমিকাদের গোডাউন খুলে বসেছেন।

পিন নাম্বার লিখে ফর্ম ফিলাপ করে হাতে ধরিয়ে বললো, নাম্বারটা দিয়ে যান।
দেখতে হবে কিভাবে এতো মেয়ে পটাইছেন!
ম্যাডামকে নাম্বার দিয়ে চলে আসছি,
রাতে ফোনও দিছেন। প্রায় ঘন্টা তিনেক গল্প করার পর,
ম্যাডামও বলতে শুরু করলেন তোমাকে বড্ড ভালোবেসে ফেলেছি।
তোমারে ছাড়া নিঃশ্বাস বন্ধ বন্ধ লাগছে..!

সব মুসিবত কেনো যে আমার উপর এসে পরে,
এর কারণ খুঁজে পাই না..!!😷😑🙃🤦‍♂️

@সংগৃহিত

৬৪ টি জেলা থেকে রিয়াদ ভাইয়ের ভক্ত দেখতে চাই...!
17/03/2024

৬৪ টি জেলা থেকে রিয়াদ ভাইয়ের ভক্ত দেখতে চাই...!

Address

Dhaka

Telephone

+8801952850651

Website

Alerts

Be the first to know and let us send you an email when Muhammad Rakibul Hasan - মুহাম্মদ রাকিবুল হাসান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Muhammad Rakibul Hasan - মুহাম্মদ রাকিবুল হাসান:

Share