Barta Bichitra

Barta Bichitra Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Barta Bichitra, Media/News Company, 40 khaza monjil, Narsingdi.
(1)

24/10/2025

ফাঁদসূত্র | শিশুখাদ্যে ভেজাল: অনুসন্ধানে প্রতারক চক্রের ভয়াবহ কৌশল ফাঁস। Barta Bichitra

বার্তা বিচিত্রার লিগ্যাল নোটিশের পর সেই দুর্নীতিবাজ হাবিবুরের বদলি!!!!
30/09/2025

বার্তা বিচিত্রার লিগ্যাল নোটিশের পর সেই দুর্নীতিবাজ হাবিবুরের বদলি!!!!

30/09/2025

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদেশ ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল ইসলাম মজনু ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের দিক নির্দেশনায় এবং ঢাকা ৪ ও ৫ এর বিএনপির সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সালাউদ্দিন আহমেদ ভাইয়ের শুভেচ্ছা বার্তা পৌছে দিতে
ডেমরা থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান ডেমরা থানা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী সারুলিয়ার কৃতি সন্তান মো: হানিফ মিয়া সকল নেতা কর্মীদের নিয়ে সন্ধ্যা হতে শুরু করে গভীর রাত পর্যন্ত পুজা মন্ডপ পরিদর্শন করে নিরাপত্তা ও সার্বিক খোঁজ খবর নেন।

আওয়ামীলীগের অস্ত্র ক্যাডার হত্যা মামলার আসামি খোকনের দৌরাত্ব পরিচালনা করছে জুয়ার আসর ও মাদক ব্যাবসা নিজস্ব প্রতিবেদক : র...
28/09/2025

আওয়ামীলীগের অস্ত্র ক্যাডার হত্যা মামলার আসামি খোকনের দৌরাত্ব পরিচালনা করছে জুয়ার আসর ও মাদক ব্যাবসা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন ঢাদসিক ৬৫ নং ওয়ার্ড এর কুমিল্লা পট্টি নামক এলাকার বাসিন্দা মৃত আব্দুল খালেকের ছেলে হুমায়ুন কবির খোকন ( জুয়া খোকন) রিক্সার গ্যারেজের নামে চালাচ্ছে জুয়া ও মাদক ব্যাবসা এ ব্যাপারে যাত্রাবাড়ী থানায় জানানো হলে নেওয়া হচ্ছে না কার্যকরী পদক্ষেপ। আওয়ামীলীগের শাসনআমলে খোকন একজন সক্রিয় অস্ত্রধারী যুবলীগের ক্যাডার ছিলো এবং খোকনের নামে যাত্রাবাড়ী থানায় রয়েছে একাধীক হত্যা মামলা বিগত আওয়ামী আমলে যুবলীগের কুক্ষ্যাত সন্ত্রাসী ও ৬৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সোহেল খান ওরফে নেতা সোহেলর ঘনিষ্ঠ সহোযোগি হিসাবে এলাকায় গড়ে তুলেছিল মাদকের সম্রাজ্য করেছে দখলবাজী ও চাঁদাবাজী
এলাকাবাসী গনমাধ্যমকে জানান গত ৫ আগস্টে আওয়ামীলীগের পতন হলে সন্ত্রাসী নেতা সোহেল পালিয়ে যায় এবং খোকন কিছুদিন গাঢাকা দিলেও এখন আবার বিএনপির কিছু নামধারী অর্থলোভি আওয়ামী দালালদের ছত্রছায়ায় চালাচ্ছে রমরমা জুয়ার আসর ও মাদক ব্যাবসা এবং নির্বিকারে ঘুড়ে বেড়াচ্ছে এতে এলাকাবাসীর ভিতরে ক্ষোভের সৃস্টি হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায় কোনাপাড়া থেকে ফার্মের মোড় পর্যন্ত যেতে রোকেয়া আহসান কলেজের একটু আগে মুন্সীপ্লাজার পাশের প্লটে অবৈধ অটেো রিক্সার গ্যারেজের নামে ভিতরে একটি টিনের ঘর বানিয়ে সেই ঘরের ভীতরে প্রতিদিন রাত ১০ টার পর হতে ভোর পর্যন্ত খোকন জুয়া পরিচালনা ও মাদক বিক্রী করে।
বিভিন্ন এলাকা হতে আগত জুয়াড়ীদের এনে এ জুয়ার আসর বসানো হয় এবং মাদক বিক্রয় করে, যা বর্তমানে সামাজিক অবক্ষয়ের প্রধান দুটি কারন। অনুসন্ধানে জানা যায় এ জুয়া খেলতে গিয়ে অনেকে নিস্ব হয়েছে অনেকের পারিবারিক বন্ধন ভেঙ্গে গেছে কেউ কেউ আবার ছিনতাই ও চুরি-ডাকতির মতো অপরাধে জড়িয়ে পড়েছে।
তাই প্রশাসনের কাছে এলাকাবাসীর জোড় দাবী অতি দ্রুত এই আওয়ামী লীগের অস্ত্র ক্যাডার জুয়া ও মাদক করবারী এবং হত্যা মামলার আসামী খোকনের বিরুদ্ধে যেন আইনগত ব্যাবস্হা নিয়ে এলাকাবাসীকে আতংক মুক্ত করা হয়।

27/09/2025

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ কামাল হোসেনের
"উন্নয়নে ভাবনা" বিষয়ক আলোচনা সভা

আওয়ামীলীগের দিশি বাহিনির সন্ত্রাসী ও সোর্স গিয়াসউদ্দিন কন্ট্রাক্টর এখন নিষিদ্ধ ছাত্রলীগের অর্থযোগানদাতানিজেস্ব প্রতিবেদক...
25/09/2025

আওয়ামীলীগের দিশি বাহিনির সন্ত্রাসী ও সোর্স গিয়াসউদ্দিন কন্ট্রাক্টর এখন নিষিদ্ধ ছাত্রলীগের অর্থযোগানদাতা

নিজেস্ব প্রতিবেদক : রাজধানীর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৫ নং ওয়ার্ডের আওয়ামীলীগের চিন্হিত সোর্স গিয়াসউদ্দিন কন্ট্রাক্টর যে কিনা বিএনপির অসংখ্য নেতা কর্মীকে পুলিশের হাতে গ্রেফতার করিয়ে টাকা কামিয়েছে, শুধু গ্রেফতার করিয়ে ক্ষ্যান্ত হয়নি বিএনপির মিছিল মিটিং এ নেহেরিন মোস্তফা দিশি'র আওয়ামী সন্ত্রাসী বাহিনী দিয়ে হামলা চালিয়েছে। ৬৫ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত মুসলিমনগর, রহমতপুর,শান্তিবাগ, আদর্শবাগ,মোমেনবাগ সহ বিভিন্ন এলাকায় পুলিশকে তথ্য দিয়ে বিএনপির নেতা কর্মীদের গ্রেফতারী হয়রানি করেছে। গিয়াসউদ্দিন কন্ট্রাক্টর সে নিজেও একজন সক্রিয় আওয়ামী লীগের কর্মী, বর্তমানে সে আওয়ামীলীগের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অর্থযোগানদাতা। এরকম একজন আওয়ামী সোর্স, সন্ত্রাসী ও অর্থযোগানদাতাকে পুলিশ কেন গ্রেফতার করছে না এতে ৬৫ নং ওয়ার্ড বিএনপির নেতা কর্মীদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর দাবী আওয়ামীলীগের চিন্হিত সোর্স দিশি বাহিনির সন্ত্রাসী গিয়াসউদ্দিন কন্ট্রাক্টরের বিরুদ্ধে আইনগত ব্যাবস্হা গ্রহণ করে তাকে গ্রেপ্তারের দাবী জানান

20/09/2025

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা-৫ আসনের মত বিনিময় সভা অনুষ্ঠিত হলো।
আজ ২০শে সেপ্টেম্বর রোজ শনিবার বাদ জহুর রাজধানীর শনিআখড়া বঁধুয়া কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় যাত্রাবাড়ী ডেমরা ও কদমতলী থানার আংশিক এলাকা নিয়ে গঠিত ঢাকা - ৫ আসনের বিভিন্ন এলাকার জামে মসজিদের খতিব ঈমাম মুয়াজ্জিন গন ও বিভিন্ন মাদ্রাসার মুহতামিম মফতি ও মাওলানা সহ বিভিন্ন পর্যায়ের ওলামায়ে কেরামগনরা উপস্থিত হয়ে তাদের মতামত প্রকাশ করেন। ওলামায়ে কেরামগন তাদের মতামত প্রদানে একটি বিষয় একত্বতা পোষন করেন যে বিগতদিনে আমরা সকল ইসলামিক সমমাননা দল গুলো নিজেরা নিজেদের মধ্যে দুরত্ব সৃষ্টি করে রেখেছিলাম যা আমাদের ভুল ছিলো, আজ হতে আমাদের এই ভুল আর করা যাবে না আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে আমরা সকল ইসলামিক দল ও ওলামায়ে কেরামগনরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে বাংলার মটিতে ইসলামিক আইন প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ। কারন বাংলাদেশের জনগন বিগত দিনের শাসন ব্যাবস্হা আর দেখতে চাই না উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন : ডঃ খলিলুর রহমান মাদানী,কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য,বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন : মাও: আবু তাহের জিহদী,আমির ইসলামিক কানুন বাস্তবায়ন পরিষদ।
উপস্থিত ছিলেন আব্দুস সবুর ফকির, নায়েবে আমির ঢাকা মহানগর দক্ষিণ, বাংলাদেশ জামায়াতে ইসলামী।
ড: আবুল কালাম আজাদ বাসার,খতিব নিউ টাউন কেন্দ্রীয় জামে মসজিদ মাতুয়াইল।
মোহাম্মদ কামাল হোসেন, সংসদ সদস্য পদপ্রার্থী ঢাকা - ৫,বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সভাপতিত্ব করেন : মুফতি মাওলানা মিজানুর রহমান, প্রিন্সিপাল তামিরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসা।
মো: শাহজাহান খান, আমির, যাত্রাবাড়ী পূর্ব থানা বাংলাদেশ জামায়াতে ইসলামী।
অনুস্ঠান সঞ্চলনা করেন মো: আব্দুস সালাম, মহানগরী কর্মপরিষদ সদস, বাংলাদেশ জামায়াতে ইসলামী
অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত পাঠ করেন হাফেজ মো: মুজাহিদুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী যাত্রাবাড়ী পূর্ব থানা কমিটির নায়েবে আমির।

সিদ্ধিরগঞ্জ ভূমি অফিস ঘুষের আখড়ায় পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে।তহসিলদার হাবিবুর রহমানের টেবিলে টাকা ছাড়া কোনো ফাইল নড়ে ন...
18/09/2025

সিদ্ধিরগঞ্জ ভূমি অফিস ঘুষের আখড়ায় পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে।
তহসিলদার হাবিবুর রহমানের টেবিলে টাকা ছাড়া কোনো ফাইল নড়ে না।
তার নামে-বেনামে কোটি টাকার সম্পদ, বিলাসবহুল ফ্ল্যাট ও প্লট রয়েছে।
ভুক্তভোগীদের মতে, প্রতিটি সেবার জন্য নির্ধারিত ঘুষ দিতে হয়।
স্থানীয়রা দুর্নীতি দমন কমিশনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।

17/09/2025

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মো : কামাল হোসেন দাঁড়িপাল্লা প্রতিক নিয়ে নির্বাচনী প্রচারনা করছেন

ডাকসু নির্বাচন ২০২৫ জাতীয় ছাত্র সমাজের প্যানেল আশাবাদী স্টাফ রিপোর্টার: ডাকসু নির্বাচন ২০২৫ জাতীয় ছাত্র সমাজের প্যানেল ন...
05/09/2025

ডাকসু নির্বাচন ২০২৫ জাতীয় ছাত্র সমাজের প্যানেল আশাবাদী
স্টাফ রিপোর্টার: ডাকসু নির্বাচন ২০২৫ জাতীয় ছাত্র সমাজের প্যানেল নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন সহ সাধারণ সম্পাদক ( এজিএস) পদে লড়ছেন হাজী মুহাম্মদ মহসীন হলের পপুলেশন সায়েন্সেস বিভাগের শিক্ষার্থী মুস্তাকিম বিল্লাহ রাকিব ব্যালট নং ২২
সমাজসেবা সম্পাদক পদে লড়ছেন কবি জসিমুদ্দিন হলের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী নাজমুুল আলিফ ব্যালট নং ১৩ ও সদস্য পদে নির্বাচন করছেন মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান রাহাত ব্যালট নং ৭৩ পুরো প্যানেল আাগামী ৯ সেপ্টেম্বরে ডাকসুর নির্বাচনে জয়ী হওয়ার আশাবাদী।

বাংলাদেশ জাতীয় পার্টি ( বিজেপি) এর ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজের ঢাকা বিশ্ববিদ্যায়ের আহবয়ক মো: আসিফুজ্জামান অর্পন গনমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে বলেন একটি ছাত্র সংগঠন কিংবা একটি শিক্ষার্থী প্যানেল এককভাবে কখনও ঢাকা বিশ্ববিদ্যালয়কে শতভাগ শিক্ষার্থীবান্ধব করতে পারবে না। এর জন্য প্রয়োজন সংগঠনিক ঐক্য বা প্যানেল সাদা কে সাদা আর কালো কে কালো বলতে পারার অকুতোভয় মানসিকতা আর ঢাবি শিক্ষার্থীদের স্বার্থকে সবকিছুর উপরে প্রাধান্য দেয়ার সদিচ্ছা এবং ঢাবির সকল সাধারণ শিক্ষার্থীর স্বতঃস্ফুর্ত সহযোগিতা।
আমাদের সেই অকুতোভয় মানসিকতা ও সদিচ্ছা আছে। ঢাবির সকল শিক্ষার্থীর স্বতঃস্ফুর্ত সহযোগিতাটাই শুধু আমরা চাই। আমরা একসাথে ঢাকা বিশ্ববিদ্যালয় গড়তে চাই। তাই আমরা জাতীয় ছাত্র সমাজের প্যানেল ডাকসুর ২০২৫ এর নির্বাচনে জয়যুক্ত হবো বলে আশারাখি।

02/09/2025

আলম'স রেস্তোরাঁ চাইনিজ এন্ড পার্টি সেন্টার এর শুভ উদ্ভোদন

31/08/2025

স্টার লাইন বাস কোম্পানি মালিক হাজী আলাউদ্দীন

Address

40 Khaza Monjil
Narsingdi
1000

Alerts

Be the first to know and let us send you an email when Barta Bichitra posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Barta Bichitra:

Share