02/08/2025
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল শাহবাগ থানা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ২রা আগস্ট পুরানা পল্টন সিদ্দিক ম্যানশনের পঞ্চম তলায় মুক্তিযোদ্ধা দলের কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইসতিয়াক আজিজ উলফাত। দ্বিবার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল শাহবাগ থানা কমিটির সভাপতি হাজী নান্নু মিয়া। সঞ্চালনা করেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আব্দুল বাসেদ মাষ্টার । এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর এর বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল হালিম মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহবাগ থানা শ্রমিক দল সভাপতি মোঃ জসিম উদ্দিন, উদ্ভোদনী বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের শাহবাগ থানা কমিটির ভাইস প্রেসিডেন্ট দিদার হোসেন মোল্লা।
দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইসতিয়াক আজিজ উলফাত বলেন, গত ফ্যাসিস্ট সরকারের আমলে এক লক্ষ ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি করে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, যে কারণে প্রকৃত মুক্তিযোদ্ধারা নানা ক্ষেত্রে বঞ্চিত হয়েছে, আগামী দিনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে এসব ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা হবে।
সম্মেলনের শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল শাহবাগ থানার ৬২ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে হাজী নান্নু মিয়াকে সভাপতি এবং সুলতান উদ্দিন আহমেদকে সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করা হয়। এই কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন সহ-সভাপতি মাইজুদ্দিন, সোহরাব হোসেন, দিদার হোসেন, আলমগীর, বাবলু, মনসুর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন,সহসাধারণ সম্পাদক দুলাল, নুরুল আমিন, এমরান খান, আবুল কালাম আজাদ, রুস্তম আলী, সাংগঠনিক সম্পাদক রহমাতুল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক জাফর আলী,কোষাধ্যক্ষ শাহাদাত, প্রচার সম্পাদক জুলমত জুয়েল, মহিলা বিষয়ক সম্পাদক রাশিদা বেগম মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মহিউদ্দিন। নবগঠিত কমিটির সভাপতি হাজী নান্নু মিয়া গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে বলেন আমি নিশ্চিত করেছি এ কমিটির সকল সদস্য চাঁদাবাজী থেকে মুক্ত থাকবে এবং বেগম জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য সর্বদাই কাজ করে যাবে।