Sports News

Sports News Trust source for the latest updates of sports. Follow us for highlights, scores & expert analysis.

বাংলাদেশের বাঁচা-মরার লড়াই আজটিকতে হলে জিততেই হবেশ্রীলংকার কাছে হেরে এশিয়া কাপের শুরুতেই দেওয়ালে পিঠ ঠেকে গেছে বাংলাদেশে...
03/09/2023

বাংলাদেশের বাঁচা-মরার লড়াই আজ

টিকতে হলে জিততেই হবে
শ্রীলংকার কাছে হেরে এশিয়া কাপের শুরুতেই দেওয়ালে পিঠ ঠেকে গেছে বাংলাদেশের। আফগানিস্তানের বিপক্ষে গ্রুপপর্বের দ্বিতীয় ও শেষ ম্যাচ পরিণত হয়েছে নকআউটে।

শ্রীলংকা থেকে পাকিস্তানে যাওয়া সাকিব আল হাসানদের হৃদস্পন্দন আরও বাড়িয়ে দিয়েছেন আফগান কোচ জোনাথন ট্রট। বাংলাদেশ দল শুক্রবার লাহোরে পৌঁছার আগে নিজেদের ফেভারিট দাবি করেছেন তিনি। লড়াইয়ে টিকে থাকতে আজ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে জিততেই হবে বাংলাদেশকে।

ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টির সম্ভাবনা কতটুকুভারত–পাকিস্তান ম্যাচ মানে বরাবরই ভিন্ন এক উত্তাপ। এ ম্যাচের ওপর দেশ দুটির ত...
02/09/2023

ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টির সম্ভাবনা কতটুকু

ভারত–পাকিস্তান ম্যাচ মানে বরাবরই ভিন্ন এক উত্তাপ। এ ম্যাচের ওপর দেশ দুটির তো বটেই, চোখ থাকে বাকি ক্রিকেট বিশ্বেরও। ম্যাচের আগে থেকে শুরু হয় ক্রিকেটীয় বিশ্লেষণ এবং কথার লড়াই।

এবারও ভারত ও পাকিস্তানের এশিয়া কাপের ম্যাচ ঘিরে তৈরি হয়েছে রোমাঞ্চ। মাঠে যেমন খেলোয়াড়েরা প্রস্তুত হচ্ছেন, তেমনি মাঠের বাইরে দুই দেশের কিংবদন্তিরা খুলে বসেছেন নিজেদের অভিজ্ঞতার ঝুলি। কীভাবে খেললে ফল নিজেদের পক্ষে আসতে পারে, শিখিয়ে দিচ্ছেন সেই মন্ত্রও। তবে এত সব আয়োজন শেষ পর্যন্ত ভেস্তে যেতে পারে বেরসিক বৃষ্টিতে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আজ শ্রীলঙ্কার ক্যান্ডিতে ম্যাচের সময় বৃষ্টি হওয়ার জোর সম্ভাবনা আছে।
গুগলের আবহাওয়া প্রতিবেদন বলছে, আজ ম্যাচ চলাকালে ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়াম ও এর আশেপাশের এলাকায় ৫৬ থেকে ৭৮ শতাংশ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এ ছাড়া সারা দিন মেঘের আবরণে ঢাকা থাকতে পারে আকাশ। আজ ক্যান্ডির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে।

আর ম্যাচের শুরুতে বাতাসে আর্দ্রতা থাকতে পারে ৯২ শতাংশ। এমনকি ম্যাচের এক ঘণ্টা আগে বৃষ্টি হওয়ার জোর সম্ভাবনা আছে। পূর্বাভাস অনুযায়ী, বেলা ৩টা ৩০ মিনিটে বৃষ্টির সম্ভাবনা প্রায় ৮০ শতাংশ। বৃষ্টি হলে আউটফিল্ডে পানি জমবে। শেষ পর্যন্ত খেলা হলেও বৃষ্টি দুই দলের পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে।

এটি ওয়ানডে ইতিহাসে ভারত–পাকিস্তানের ১৩৩তম ম্যাচ। এর আগের ১৩২ ম্যাচে পাকিস্তানের ৭৩ জয়ের বিপরীতে ভারতের জয় ৫৫টি। আর এশিয়া কাপের ওয়ানডে সংস্করণে দুই দল মুখোমুখি হয়েছে ১৩ বার। এখানে অবশ্য ভারতই এগিয়ে। ভারত জিতেছে ৭ ম্যাচে, পাকিস্তানের জয় ৫ ম্যাচে। যে একটি ম্যাচে ফল হয়নি, সেটা হয়েছিল শ্রীলঙ্কাতেই। না হওয়া ফলের তালিকায় আজকের ম্যাচটিও জায়গা করে নেয় কি না, সেটাই দেখার অপেক্ষা। যদি ভারত-পাকিস্তান উত্তাপে বৃষ্টি জল ঢেলে দেয়, তাহলে ক্রিকেটপ্রেমীদের মন খারাপ হওয়ারই কথা।

কোহলির প্রতি বাবরের শ্রদ্ধা, রোহিতের অস্ত্র অভিজ্ঞতা‘দেখুন, নেটে আমরা তো আর বোলিং করার জন্য শাহিন, নাসিম, রউফকে পাই না। ...
02/09/2023

কোহলির প্রতি বাবরের শ্রদ্ধা, রোহিতের অস্ত্র অভিজ্ঞতা
‘দেখুন, নেটে আমরা তো আর বোলিং করার জন্য শাহিন, নাসিম, রউফকে পাই না। পাকিস্তান সবসময় মানসম্পন্ন বোলার পায়। ওদের আমরা খেলে আসছি কয়েক বছর ধরে। জানি, কিভাবে ওরা বোলিং করে। অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা ওদের বিপক্ষে খেলব।’ বক্তা ভারত অধিনায়ক রোহিত শর্মা।

পরিশ্রম করেই পাকিস্তান এক নম্বর দল হয়েছে: রোহিতএশিয়া কাপে ভারত-পাকিস্তানের লড়াইয়ের আগে পাকিস্তানের ক্রিকেটের উচ্ছ্বসিত ...
02/09/2023

পরিশ্রম করেই পাকিস্তান এক নম্বর দল হয়েছে: রোহিত

এশিয়া কাপে ভারত-পাকিস্তানের লড়াইয়ের আগে পাকিস্তানের ক্রিকেটের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।

ওয়ানডেতে ভারত-পাকিস্তানদলীয় সর্বোচ্চভারত ৩৫৬/৯, বিশাখাপত্তম, ২০০৫পাকিস্তান ৩৪৪/৮, করাচি, ২০০৪দলীয় সর্বনিম্নভারত ৭৯, শিয়...
02/09/2023

ওয়ানডেতে ভারত-পাকিস্তান

দলীয় সর্বোচ্চ
ভারত ৩৫৬/৯, বিশাখাপত্তম, ২০০৫
পাকিস্তান ৩৪৪/৮, করাচি, ২০০৪

দলীয় সর্বনিম্ন
ভারত ৭৯, শিয়ালকোট, ১৯৭৮
পাকিস্তান ৮৭, শারজা, ১৯৮৫

সবচেয়ে বেশি রান
ভারত ২৫২৬, শচীন টেন্ডুলকার
পাকিস্তান ২৪০৩, ইনজামাম-উল-হক

ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস
ভারত ১৮৩, বিরাট কোহলি, ঢাকা, ২০১২
পাকিস্তান ১৯৪, সাঈদ আনোয়ার, চেন্নাই, ১৯৯৭

সবচেয়ে বেশি ছক্কা
ভারত ২৯, শচীন টেন্ডুলকার
পাকিস্তান ৫১, শহীদ আফ্রিদি

সর্বোচ্চ জুটি
ভারত ২৩১, শচীন ও নবজ্যোৎ সিং সিধু, শারজা, ১৯৯৬
পাকিস্তান ২৩০, সাঈদ আনোয়ার ও ইজাজ আহমেদ, ঢাকা, ১৯৯৮

সবচেয়ে বেশি উইকেট
ভারত ৫৪, অনিল কুম্বলে ও জাভাগাল শ্রীনাথ
পাকিস্তান ৬০, ওয়াসিম আকরাম

সেরা বোলিং
ভারত ৫/১৬, সৌরভ গাঙ্গুলী, টরন্টো, ১৯৯৭
পাকিস্তান ৭/৩৭, আকিব জাভেদ, শারজা ১৯৯১

সর্বোচ্চ ডিসমিসাল
ভারত ৪৪, এমএস ধোনি
পাকিস্তান ৭১, মঈন খান

সর্বোচ্চ ক্যাচ
ভারত ৪৪, মোহাম্মদ আজহারউদ্দিন
পাকিস্তান ৩০, শহীদ আফ্রিদি

ভারতের বিপক্ষে পাকিস্তানের একাদশ
02/09/2023

ভারতের বিপক্ষে পাকিস্তানের একাদশ

শ্রীলঙ্কার সাথে হারার পর বাংলাদেশের জন্য সুপার ফোরে যাওয়া অনেকটা সহজ আবার অনেকটা কঠিনও। আফগানিস্তানের সাথে হারলে বাংলাদে...
02/09/2023

শ্রীলঙ্কার সাথে হারার পর বাংলাদেশের জন্য সুপার ফোরে যাওয়া অনেকটা সহজ আবার অনেকটা কঠিনও।

আফগানিস্তানের সাথে হারলে বাংলাদেশ সরাসরি বাদ। আর যদি জিতে তাহলে তাকিয়ে থাকতে হবে আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের দিকে। বাংলাদেশ যদি আফগানিস্তানকে হারাই এবং শ্রীলঙ্কাও যদি আফগানিস্তানকে হারাই তাহলেই সুপার ফোরে যাবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা।

কিন্তু আবার বাংলাদেশের জন্য সুপার ফোরে যাওয়া একরকম সহজ। বাংলাদেশ চাইলে আফগানিস্তানের সাথের ম্যাচেই সুপার ফোর নিশ্চিত করে ফেলতে পারে। কিভাবে?

উত্তরটা হলো, বাংলাদেশের নেট রান রেট এখন -০.৯৫। বাংলাদেশ যদি আফগানিস্তানকে ওই রান রেটের ব্যাবধানে বা তার সামান্য বেশী ব্যাবধানে হারাতে পারে তাহলেই নিশ্চিত বাংলাদেশের সুপার ফোর।

কারণ ধরে নিলাম আফগানিস্তান ০.৯৬ রান রেটে হারলো। তাদের রান রেট হবে -০.৯৬। আর বাংলাদেশের ০.৯৬ রান রেটে জয়ের ফলে বাংলাদেশের রান রেট হবে (আগের -০.৯৫+ পরের ম্যাচের ০.৯৬) = ০.০১।

এখন শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচে শ্রীলঙ্কা জিতলেই আফগানিস্তান এমনিতেই বাদ। অন্যদিকে আফগানিস্তান শুধু জিতলেই হবেনা, আফগানিস্তানকে কোয়ালিফাই করতে হলে শ্রীলঙ্কাকে মিনিমাম ০.৯৬ রান রেটের ব্যাবধানে হারাতে হবে। আর শ্রীলঙ্কা ০.৯৬ রান রেটে হারলে তাদের নেট রান রেট গিয়ে দাঁড়াবে ( আগের জয় ০.৯৫- পরের হার ০.৯৬) = -০.০১। আর আফগানিস্তানের রান রেট হবে ( আগের হার -০.৯৬+ জয় ০.৯৬) = ০। অর্থাৎ শ্রীলঙ্কা নেট রান রেটে পিছিয়ে থাকায় শ্রীলঙ্কা বাদ যাবে।

কাগজে কলমে এখনো যেকোনো দলেরই বাদ যাওয়ার সম্ভাবনা আছে। বাংলাদেশের জন্য সুপার ফোরে যাওয়া একরকম সহজ বার কঠিনও। দেখা যাক বাংলাদেশ আফগানিস্তানের সাথে ফলাফল কি বের করতে পারে।

নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের ৯৫ রানে জয়।
01/09/2023

নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের ৯৫ রানে জয়।

সাউথ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ার ৮ উইকেটে জয়
01/09/2023

সাউথ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ার ৮ উইকেটে জয়

হারে শুরু বাংলাদেশের এশিয়া কাপ
01/09/2023

হারে শুরু বাংলাদেশের এশিয়া কাপ

মূল বোলারদের ছাড়াই এশিয়া কাপে নামছে শ্রীলঙ্কাচোটের ছোবলে শ্রীলঙ্কার বোলিং বিভাগের নাজেহাল অবস্থা। কয়েকজন ছিটকে গেছেন আগে...
31/08/2023

মূল বোলারদের ছাড়াই এশিয়া কাপে নামছে শ্রীলঙ্কা

চোটের ছোবলে শ্রীলঙ্কার বোলিং বিভাগের নাজেহাল অবস্থা। কয়েকজন ছিটকে গেছেন আগেই। ওয়ানিন্দু হাসারাঙ্গা ও লাহিরু কুমারাকে নিয়েও ছিল শঙ্কা। শেষ পর্যন্ত তাদের নিয়েও মেলেনি কোনো সুখবর। অনেকটা সময় অপেক্ষা করে অবশেষে এশিয়া কাপ শুরুর আগের দিন এই দুই ক্রিকেটারকে ছাড়াই দল ঘোষণা করল শ্রীলঙ্কা।

এখনই পরিকল্পনা ফাঁস করতে চান না সাকিবআজ বৃহস্পতিবার শ্রীলংকার পাল্লেকেল্লে স্টেডিয়ামে আসরের দ্বিতীয় ম্যাচে লংকানদের মুখো...
31/08/2023

এখনই পরিকল্পনা ফাঁস করতে চান না সাকিব

আজ বৃহস্পতিবার শ্রীলংকার পাল্লেকেল্লে স্টেডিয়ামে আসরের দ্বিতীয় ম্যাচে লংকানদের মুখোমুখি হবে বাংলাদেশ।

কিন্তু খেলায় নিয়মিত ওপেনার তামিম ইকবাল নেই। জ্বরের কারণে দলের সঙ্গী হতে পারেননি লিটন দাসও। এশিয়া কাপ থেকেই ছিটতে গেছেন। সব মিলিয়ে ওপেনিং পজিশনের হ-য-ব-র-ল অবস্থা। এ পরিস্থিতিতে ব্যাটিং অর্ডার কেমন হবে, সেটি জানতে চাওয়া হয়েছিল অধিনায়ক সাকিব আল হাসানের কাছে।

সাকিব বলেন, এখন আসলে যদি পরিকল্পনা থাকে, সেটি আপনাকে বলতে পারব না। এই হচ্ছে কথা। অবশ্য আমাদের কিছু পরিকল্পনা আছে, ব্যাকআপ ক্রিকেটার যারা আছে, তাদের দেখার একটি সুযোগ। নতুন যারা আসবে ভালো কিছু করার জন্য তাদের এটি একটি সুযোগ।

ইফতেখার আহমেদ এর ওডিআই সিরিজে প্রথম সেঞ্চুরি আজ।নেপালের বিপক্ষে পাকিস্তানের দলে হয়ে তিনি আন্তর্জাতিক ওডিআই সিরিজের প্রথম...
30/08/2023

ইফতেখার আহমেদ এর ওডিআই সিরিজে প্রথম সেঞ্চুরি আজ।
নেপালের বিপক্ষে পাকিস্তানের দলে হয়ে তিনি আন্তর্জাতিক ওডিআই সিরিজের প্রথম সেঞ্চুরি করেন।

এশিয়া কাপের ১ম ম্যাচে নেপালের বিপক্ষে ২৩৮ রানের জয় পাকিস্তানের
30/08/2023

এশিয়া কাপের ১ম ম্যাচে নেপালের বিপক্ষে ২৩৮ রানের জয় পাকিস্তানের

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে স্বাগতিক পাকিস্তান এবং এশিয়া কাপে নবাগত নেপাল। বাংলাদেশ সময় বিকাল ৩.৩০ মিনিটে শুরু হবে এশ...
30/08/2023

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে স্বাগতিক পাকিস্তান এবং এশিয়া কাপে নবাগত নেপাল। বাংলাদেশ সময় বিকাল ৩.৩০ মিনিটে শুরু হবে এশিয়া কাপের জমজমাট লড়াই। সরাসরি সম্প্রচার করবে স্পোর্টস নিউজ।

আজ শুরু জমজমাট এশিয়া কাপলড়াইটা মহাদেশীয়; কিন্তু বিশ্বকাপের চেয়ে কম উত্তেজনার নয়। এই টুর্নামেন্টে কী নেই? ভারত-পাকিস্তানে...
30/08/2023

আজ শুরু জমজমাট এশিয়া কাপ

লড়াইটা মহাদেশীয়; কিন্তু বিশ্বকাপের চেয়ে কম উত্তেজনার নয়। এই টুর্নামেন্টে কী নেই? ভারত-পাকিস্তানের মত চির প্রতিদ্বন্দ্বী দুটি দেশ আছে। বিশ্বকাপেও যাদের খেলা দেখার জন্য সারা বিশ্ব উদগ্রীব হয়ে থাকে। আছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। ওয়ানডে ক্রিকেটে গত ৭-৮ বছর ধরে ধারাবাহিক ভালো খেলে যাওয়া বাংলাদেশ এবং উদীয়মান আফগানিস্তান। নতুন উঠে আসা নেপালও আছে এই টুর্নামেন্টে।

এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন লিটন, ফেরানো হলো বিজয়কে লিটন দাসের জন্য অপেক্ষা করা হয়েছিল। কিন্তু ভাইরাস জ্বর থেকে এখনো সেরে...
30/08/2023

এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন লিটন, ফেরানো হলো বিজয়কে

লিটন দাসের জন্য অপেক্ষা করা হয়েছিল। কিন্তু ভাইরাস জ্বর থেকে এখনো সেরে উঠতে পারছেন না তিনি। লিটন তাই পুরো এশিয়া কাপ থেকেই ছিটকে গেছেন। তার বদলে দলে ফেরানো হয়েছে আরেক ডানহাতি ব্যাটার এনামুল হক বিজয়কে।

সাকিব প্রস্তুতি ম্যাচ খেলছেন নাএশিয়া কাপের দলে থাকা ক্রিকেটাররা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নিজেদের মধ্যে ভাগ হয়ে খেলছেন...
25/08/2023

সাকিব প্রস্তুতি ম্যাচ খেলছেন না

এশিয়া কাপের দলে থাকা ক্রিকেটাররা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নিজেদের মধ্যে ভাগ হয়ে খেলছেন প্রস্তুতি ম্যাচ। ম্যাচটা শুরুতে ৪৫ ওভারের হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে সেটি এখন হচ্ছে ৪০ ওভারের। নতুন করে ওয়ানডে অধিনায়কত্ব পাওয়ার পর সাকিব আল হাসান আজ প্রথম মাঠে এলেও তিনি অবশ্য প্রস্তুতি ম্যাচ খেলছেন না।

‘ইয়ো ইয়ো’ টেস্টের ফল ফাঁস করে বিপাকে কোহলিভারতীয় দলে সবচেয়ে ফিট খেলোয়াড়দের একজন বিরাট কোহলি, এ কথা প্রায় সবারই জানা। অতী...
25/08/2023

‘ইয়ো ইয়ো’ টেস্টের ফল ফাঁস করে বিপাকে কোহলি

ভারতীয় দলে সবচেয়ে ফিট খেলোয়াড়দের একজন বিরাট কোহলি, এ কথা প্রায় সবারই জানা। অতীতে বিসিসিআই–এর প্রতিবেদনেই এমন তথ্য উঠে এসেছে। তবে এবার শারিরীক ফিটনেস পরীক্ষার ফল পেয়ে কোহলি বোধহয় একটু বেশিই উচ্ছ্বসিত হয়ে পড়েছিলেন। ইয়ো ইয়ো টেস্টের ফল প্রকাশ করে দিয়েছিলেন ইনস্টাগ্রামে।

ব্যাপারটা পছন্দ হয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তাদের। কোহলি এবং ভারতীয় ক্রিকেটারদের বলে দেওয়া হয়েছে, ফিটনেস পরীক্ষার ফল গোপনীয় তথ্য। এটি প্রকাশ করা যাবে না।

বিশ্বকাপের আগে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ শ্রীলঙ্কা-ইংল্যান্ডের বিপক্ষেঅফিসিয়াল প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ করেছে ক্রি...
25/08/2023

বিশ্বকাপের আগে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ শ্রীলঙ্কা-ইংল্যান্ডের বিপক্ষে

অফিসিয়াল প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

১০০ ইনিংস শেষে আমলাকে ছাড়িয়ে শীর্ষে বাবর১০০ ওয়ানডে ইনিংস শেষে সবচেয়ে বেশি রানের রেকর্ড এখন বাবরের দখলে।
25/08/2023

১০০ ইনিংস শেষে আমলাকে ছাড়িয়ে শীর্ষে বাবর

১০০ ওয়ানডে ইনিংস শেষে সবচেয়ে বেশি রানের রেকর্ড এখন বাবরের দখলে।

শিখর ধাওয়ান! একটা অধ্যায়ের পরিসমাপ্তি! ধাওয়ানের খেলা ছ'টা ODI টুর্নামেন্টে তার পরিসংখ্যান -🔴 2013 চ্যাম্পিয়নস ট্রফি - 5 ...
23/08/2023

শিখর ধাওয়ান! একটা অধ্যায়ের পরিসমাপ্তি! ধাওয়ানের খেলা ছ'টা ODI টুর্নামেন্টে তার পরিসংখ্যান -

🔴 2013 চ্যাম্পিয়নস ট্রফি - 5 ইনিংসে 363 রান, গড় - 90.75, সেঞ্চুরি - 2, হাফসেঞ্চুরি - 1 (টুর্নামেন্টের সর্বাধিক রান সংগ্রাহক)

🔴 2014 এশিয়া কাপ - 4 ইনিংসে 192 রান, গড় - 48.00, হাফসেঞ্চুরি - 2

🔴 2015 বিশ্বকাপ - 8 ইনিংসে 412 রান, গড় - 51.50, সেঞ্চুরি - 2, হাফসেঞ্চুরি - 1 (ভারতের হয়ে সর্বাধিক রান সংগ্রাহক)

🔴 2017 চ্যাম্পিয়নস ট্রফি - 5 ইনিংসে 338 রান, গড় - 67.60, সেঞ্চুরি - 1, হাফসেঞ্চুরি - 2 (টুর্নামেন্টের সর্বাধিক রান সংগ্রাহক)

🔴 2018 এশিয়া কাপ - 5 ইনিংসে 342 রান, গড় - 68.40, সেঞ্চুরি - 2 (টুর্নামেন্টের সর্বাধিক রান সংগ্রাহক)

🔴 2019 বিশ্বকাপ - 2 ইনিংসে 125 রান, গড় - 62.50, সেঞ্চুরি - 1


মোট ছ'টা ODI টুর্নামেন্ট খেলেছেন, এবং প্রত্যেকটা টুর্নামেন্টেই 45-এর উপর ব্যাটিং গড়! 29 ইনিংসে 8 টা সেঞ্চুরি, 14 বার 50+ রানের ইনিংস! তিনবার টুর্নামেন্টের সর্বাধিক রান সংগ্রাহক!

কিন্তু 2023 এশিয়া কাপের মঞ্চে আর কোনও শিখর ধাওয়ান নেই! দীর্ঘ 10 বছর পর ধাওয়ানকে ছাড়াই ভারত কোনও ODI টুর্নামেন্ট খেলতে চলেছে! 'গব্বর ইজ ব্যাক'-এর পরিবর্তে আজ 'গব্বর ইজ নট সিলেক্টেড'! সময় বহিয়া যায়, নদীর স্রোতের প্রায়... 🙃

ভারতের ‘নির্বাচন আইকন’ টেন্ডুলকার২০২৪ সালে ভারতে অনুষ্ঠিত হবে লোকসভা নির্বাচন। ভারতের নির্বাচন কমিশনের চাওয়া, আসছে লোকসভ...
23/08/2023

ভারতের ‘নির্বাচন আইকন’ টেন্ডুলকার

২০২৪ সালে ভারতে অনুষ্ঠিত হবে লোকসভা নির্বাচন। ভারতের নির্বাচন কমিশনের চাওয়া, আসছে লোকসভা নির্বাচনে আরও বেশি মানুষ ভোট দিতে এগিয়ে আসুক। বিশেষ করে তরুণ ও নতুন ভোটাররা যেন ভোট দেওয়াকে নিজেদের ‘অধিকার’ মনে করেন, সেটি নিশ্চিত করতে চাচ্ছে কমিশন। আর সে কারণে শচীন টেন্ডুলকারের দ্বারস্থ হয়েছে তারা।

ইবাদতের জায়গায় প্রথমবার বাংলাদেশ দলে তানজিম সাকিবআফগানিস্তানের বিপক্ষে সিরিজে পাওয়া হাঁটুর চোটে অনেকদিন ধরে পুনর্বাসনে ছ...
23/08/2023

ইবাদতের জায়গায় প্রথমবার বাংলাদেশ দলে তানজিম সাকিব

আফগানিস্তানের বিপক্ষে সিরিজে পাওয়া হাঁটুর চোটে অনেকদিন ধরে পুনর্বাসনে ছিলেন ইবাদত। সেরে উঠে তাকে এশিয়া কাপে পাওয়ার আশা ছিল। কিন্তু তার চোটের অবস্থার তেমন উন্নতি না হওয়ায় আশাহত হতে হয় নির্বাচকদের।

আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তানের ১৪২ রানের বিশাল জয়।
22/08/2023

আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তানের ১৪২ রানের বিশাল জয়।

‘প্রস্তুতি নিয়ে ভাবছি, প্রতিপক্ষ নিয়ে নয়’এশিয়া কাপের দল ঘোষণা করেছে ভারত। তার আগেই দল ঘোষণা করেছে পাকিস্তান। ভারতের দল ঘ...
22/08/2023

‘প্রস্তুতি নিয়ে ভাবছি, প্রতিপক্ষ নিয়ে নয়’

এশিয়া কাপের দল ঘোষণা করেছে ভারত। তার আগেই দল ঘোষণা করেছে পাকিস্তান। ভারতের দল ঘোষণার দিন এশিয়া কাপ নিয়ে মুখ খুললেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। নিজের দল নিয়েই কথা বললেন তিনি। কীভাবে এশিয়া কাপ এবং বিশ্বকাপে ভালো খেলা যায় আপাতত সেটাই চিন্তা তার।

আফগানিস্তানের বিপক্ষে শ্রীলংকার মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ? খেলবে পাকিস্তান। সেই সিরিজ? শুরু হচ্ছে আজ। এশিয়া কাপের আগে শেষ প্রস্তুতির মঞ্চ এটি। বাবর বলেছেন, ‘অনেক দিন পর সবাইকে একসঙ্গে দেখে ভালো লাগছে। দলে কিছু নতুন মুখ রয়েছে। আগামী দিনের চ্যালেঞ্জের জন্য প্রত্যেকে তৈরি। অনেকেই বিভিন্ন দেশের লিগে খেলে এসেছে। কিন্তু পাকিস্তানের জার্সি গায়ে দেওয়ার অনুভূতি আলাদা। এখানে কিছু দিন আগে টেস্ট সিরিজ? খেলেছি। ওয়ানডে সিরিজেও ভালো খেলার ব্যাপারে আশাবাদী।’
এশিয়া কাপ ও বিশ্বকাপ নিয়ে বাবরের মন্তব্য, ‘আমরা প্রস্তুতি নিয়ে ভাবছি, প্রতিপক্ষ নিয়ে নয়। এশিয়া কাপ ও বিশ্বকাপে কঠিন লড়াই হতে চলেছে। কিন্তু আমরা প্রতিটা সিরিজ ধরে এগোতে চাই। বড় প্রতিযোগিতার আগে এ রকম সিরিজ? আমাদের সাহায্য করবে। তারচেয়েও বড় কথা, এখানেও এশিয়া কাপে খেলতে হবে আমাদের।’ শ্রীলংকার পাল্লেকেলেতে ভারতের বিপক্ষে এশিয়া কাপের ম্যাচ খেলবে পাকিস্তান। যদি সুপার ফোরে ওঠে, তাহলেও শ্রীলংকায়ই খেলতে হবে তাদের।

সর্বজনীন পেনশন পেতে নিবন্ধন করলেন তামিমবাংলাদেশে চার ক্যাটাগরিতে চালু হয়েছে সর্বজনীন পেনশন কর্মসূচি। এর থেকে সুবিধা পাবে...
22/08/2023

সর্বজনীন পেনশন পেতে নিবন্ধন করলেন তামিম

বাংলাদেশে চার ক্যাটাগরিতে চালু হয়েছে সর্বজনীন পেনশন কর্মসূচি। এর থেকে সুবিধা পাবে দেশের ১০ কোটি মানুষ। সর্বজনীন পেনশন স্কিম চালুর প্রথম দিনে ৮ হাজার মানুষ নিবন্ধন করেন। যে তালিকায় আছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

বলেছেন রোহিত‘সবাইকে সব পজিশনে ব্যাটিং করার জন্য প্রস্তুত থাকতে হবে’এটাই কি আধুনিক ক্রিকেটের কৌশল?ব্যাটিং অর্ডার পরিবর্তন...
22/08/2023

বলেছেন রোহিত

‘সবাইকে সব পজিশনে ব্যাটিং করার জন্য প্রস্তুত থাকতে হবে’

এটাই কি আধুনিক ক্রিকেটের কৌশল?

ব্যাটিং অর্ডার পরিবর্তন, দ্রুত রান তুলতে বা প্রতিপক্ষকে চমকে দিতে নিচের দিকের ব্যাটসম্যানদের ব্যাটিংক্রমের ওপরের দিবে পাঠিয়ে ফাটকা খেলা এ সময়ের ক্রিকেটে নতুন কিছু নয়।

তবে এসব কৌশলের বেশির ভাগ দেখা যায় টি-টোয়েন্টি ক্রিকেটে। ভারতের অধিনায়ক রোহিত শর্মা অবশ্য ওয়ানডে ক্রিকেটেও এমনটাই করতে চান। আর এ বার্তা দলের প্রত্যেক ক্রিকেটারের কাছেই নাকি অনেক আগেই পৌঁছে দেওয়া হয়েছে। এশিয়া কাপের জন্য দল ঘোষণার পর সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন রোহিত।

ভারতীয় টিম ম্যানেজমেন্ট বেশ কিছুদিন ধরেই ব্যাটিং অর্ডার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে আসছে। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা ওয়ানডে সিরিজকেই উদাহরণ হিসেবে ধরা যাক। এ সিরিজে অলরাউন্ডার অক্ষর প্যাটেলকে মিডল অর্ডারেও ব্যাট করতে দেখা গেছে। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ৪ নম্বরে ব্যাট করেছেন তিনজন।

প্রথম ওয়ানডেতে ৪ নম্বরে ব্যাট করেছেন হার্দিক পান্ডিয়া আর পরের দুই ম্যাচে অক্ষর ও সঞ্জু স্যামসন। সেই সিরিজে তিন নম্বরেও ব্যাটিং করেছেন ৩ জন। সূর্যকুমার যাদব প্রথম ওয়ানডেতে তিন নম্বরে ব্যাটিং করলেও পরের দুই ম্যাচে ব্যাটিং করেছেন যথাক্রমে সঞ্জু স্যামসন ও রুতুরাজ গায়কোয়াড়। এ সিরিজে ব্যাটিং অর্ডারের অদলবদলের পেছনে হয়তো অপেক্ষাকৃত তরুণ ক্রিকেটারদের বাজিয়ে দেখার উদ্দেশ্যেও ছিল। তবে এমন অদলবদল পরীক্ষিত ক্রিকেটাররা থাকলেও হতে পারে। সেই ইঙ্গিতই যে দিলেন রোহিত।

ভারতের এশিয়া কাপ দলে তিলক, ফিরলেন শ্রেয়াস-রাহুলসোমবার এশিয়া কাপের জন্য ১৭ জনের স্কোয়াড ঘোষণা করেছে ভারত। তাতে অনুমিতভাবে...
22/08/2023

ভারতের এশিয়া কাপ দলে তিলক, ফিরলেন শ্রেয়াস-রাহুল

সোমবার এশিয়া কাপের জন্য ১৭ জনের স্কোয়াড ঘোষণা করেছে ভারত। তাতে অনুমিতভাবে ফিরছেন আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে খেলায় ফেরা জাসপ্রিট বুমরাহ।

চোটের কারণে লম্বা সময় মাঠের বাইরে থাকা লোকেশ রাহুল ও শ্রেয়াস আইয়ার ফিরেছেন ভারতের ওয়ানডে দলে। এশিয়া কাপের স্কোয়াডে অবশ্য তারা নন, চমক হিসেবে আছেন তরুণ বাঁহাতি ব্যাটার তিলক বর্মা।

বিশ্বকাপের সূচি আর বদলাবে না, জানিয়ে দিল বিসিসিআইআহমেদাবাদ ও কলকাতার পর হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনও (এইচসিএ) বিশ্বকা...
21/08/2023

বিশ্বকাপের সূচি আর বদলাবে না, জানিয়ে দিল বিসিসিআই

আহমেদাবাদ ও কলকাতার পর হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনও (এইচসিএ) বিশ্বকাপে সূচি বদলের অনুরোধ করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বরাবর চিঠি দিয়েছিল। তাতে অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের সূচিতে দ্বিতীয় দফা বদলের সম্ভাবনা দেখা দিয়েছিল। কিন্তু আজকের খবর, বিসিসিআই হায়দরাবাদের প্রস্তাবে সাড়া দেয়নি। শেষ মুহূর্তে এসে আরও একবার সূচি বদল সম্ভব নয় বলে জানিয়েছে বিসিসিআই।

শুরুর আগেই শেষ হতে পারে ইবাদতের এশিয়া কাপআফগানিস্তানের বিপক্ষে সিরিজে পাওয়া চোট থেকে এখনও পুরোপুরি সেরে ওঠেননি তিনি।
21/08/2023

শুরুর আগেই শেষ হতে পারে ইবাদতের এশিয়া কাপ

আফগানিস্তানের বিপক্ষে সিরিজে পাওয়া চোট থেকে এখনও পুরোপুরি সেরে ওঠেননি তিনি।

‘তামিম মাঠে নামলেই সব ঠিক হয়ে যাবে’বিসিবির টুর্নামেন্ট কমিটির এই চেয়ারম্যান আরও বলেন, তামিম হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড...
21/08/2023

‘তামিম মাঠে নামলেই সব ঠিক হয়ে যাবে’

বিসিবির টুর্নামেন্ট কমিটির এই চেয়ারম্যান আরও বলেন, তামিম হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা জাতীয় দলের খেলোয়াড়। এটা আমাদের সবারই একটা চিন্তার জায়গা যে আমিই এখনই না ক্রিকেট অপারেন্স বাট এটা পুরো বোর্ডের চিন্তা। আমরা সবাই চাই যে, তামিম আবার আগের মতো ফিরুক। সবাই কিন্তু তাকে সাপোর্ট দিচ্ছে। শুধু ক্রিকেট অপারেশন্সই না, আমাদের সভাপতি, উনি ফোন করছেন। ফিজিওদের সঙ্গে কথা বলছেন, হেড কোচের সঙ্গে কথা বলছেন। তার সব সময় খবর নিচ্ছেন। এখানে কোনো গ্যাপ নেই৷

বিসিবির এই পরিচালক আরও বলেন, তামিম ইকবাল মাঠে নেমে গেলেই সব ঠিক হয়ে যাবে। এখানে কোনো গ্যাপ হয়েছে বলে আমার মনে হয় না, কিছুটা ভুল বোঝাবোঝি থাকে সব জায়গায়, টিমের মধ্যেও থাকে। এটা বড় কোনো ইস্যু না।

মাহমুদউল্লাহকে দলে ফেরাতে দুবাইয়ে সাকিবকে ভক্তদের অনুরোধসংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সাকিব আল হাসানকে সামনে পেয়ে বাংলাদে...
21/08/2023

মাহমুদউল্লাহকে দলে ফেরাতে দুবাইয়ে সাকিবকে ভক্তদের অনুরোধ

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সাকিব আল হাসানকে সামনে পেয়ে বাংলাদেশি ক্রিকেট ভক্তরা মাহমুদউল্লাহ রিয়াদকে এশিয়া কাপের দলে ফেরাতে অনুরোধ করেন।

দুবাইয়ে এনআরআই জুয়েলারির একটি শাখা উদ্বোধন করেন সাকিব আল হাসান। তার সঙ্গে ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

অনুষ্ঠানে স্বর্ণ ব্যবসায় উৎসাহ দিয়ে সাকিব বলেন, আদিকাল থেকে ইতিহাস বলে স্বর্ণের ব্যবস্থা বাস্তবসম্মত ব্যবসা, ভালো ব্যবসা। কখনও শুনিনি স্বর্ণের দাম কমে। কেউ স্বর্ণ কিনে রাখলেও লস হওয়ার সম্ভাবনা নেই। বিনোয়োগ হিসেবে দেখলে ডায়মন্ডের চেয়ে স্বর্ণের ব্যবসা ভালো।

আসন্ন ভারত বিশ্বকাপে বাংলাদেশ দলের লক্ষ্য সম্পর্কে উপস্থিত সাংবাদিকরা প্রশ্ন করলে সাকিব ধন্যবাদ দিয়ে বিষয়টি এড়িয়ে যান।

তবে চলতি মাসে পাকিস্তানে শুরু হতে যাওয়া এশিয়া কাপে প্রত্যাশিত পারফরম্যান্সের জন্য দোয়া প্রার্থনা করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

পাকিস্তান ম্যাচের সূচি আবারও বদলে যেতে পারেআইসিসি বিশ্বকাপের সূচি চুড়ান্ত ঘোষণার পর ইতোমধ্যেই একাধিকবার ম্যাচের সূচি পরি...
21/08/2023

পাকিস্তান ম্যাচের সূচি আবারও বদলে যেতে পারে

আইসিসি বিশ্বকাপের সূচি চুড়ান্ত ঘোষণার পর ইতোমধ্যেই একাধিকবার ম্যাচের সূচি পরিবর্তন করা হয়েছে।

ফের আপত্তি উঠেছে একটি ম্যাচ ঘিরে। পাকিস্তান-শ্রীলংকা ম্যাচ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে হায়দরাবাদের পুলিশ। বিষয়টি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে (বিসিসিআই) জানানো হয়েছে।

৯ অক্টোবর হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে মুখোমুখি হবে নিউজিল্যান্ড-নেদারল্যান্ডস। পরের দিন একই মাঠে মুখোমুখি হবে পাকিস্তান-শ্রীলংকা।

পরপর দুই দিনে দুটি ম্যাচ থাকায় পাকিস্তান, শ্রীলংকা, নিউজিল্যান্ড ও নেদারল্যান্ডসের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে গেছে হায়দরাবাদ পুলিশের জন্য।

১৫ অক্টোবর আহমেদাবাদে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার কথা ছিল; কিন্তু নবরাত্রি উৎসবের কারণে সেই ম্যাচ একদিন এগিয়ে ১৪ অক্টোবর নির্ধারণ করা হয়। ১২ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচ হওয়ার কথা ছিল। সেই ম্যাচ এগিয়ে আনা হয়েছে ১১ তারিখ। এখন দেখার বিষয় আইসিসি নতুন করে পাকিস্তান-শ্রীলংকা ম্যাচের সূচি পরিবর্তনে রাজি হয় কিনা।

ব্যাটিংয়ে ফিরলেন তামিমদেড় মাস পর ব্যাটিংয়ে ফিরলেন জাতীয় দলের তারকা ওপেনার তামিম ইকবাল। রোববার দুপুরে মিরপুরে বিসিবির একা...
21/08/2023

ব্যাটিংয়ে ফিরলেন তামিম

দেড় মাস পর ব্যাটিংয়ে ফিরলেন জাতীয় দলের তারকা ওপেনার তামিম ইকবাল। রোববার দুপুরে মিরপুরে বিসিবির একাডেমি মাঠে ব্যাটিং অনুশীলনে দেখা যায় দেশ সেরা এই ওপেনারকে।

তামিম ইকবাল, তাইজুল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত, সৌম্য সরকার, সাঈফ হাসান, জাকির আলীকে নিয়ে বিশেষ অনুশীলন ক্যাম্প করছে বিসিবি।

ইংরেজি না জানায় পাকিস্তানি তারকাকে নিয়ে ট্রলইংরেজিতে কথা বলতে না পারায় সোশ্যাল মিডিয়ায় ট্রলের শিকার হয়েছেন পাকিস্তানের ত...
21/08/2023

ইংরেজি না জানায় পাকিস্তানি তারকাকে নিয়ে ট্রল

ইংরেজিতে কথা বলতে না পারায় সোশ্যাল মিডিয়ায় ট্রলের শিকার হয়েছেন পাকিস্তানের তারকা ক্রিকেটার হাসান আলি। তার পক্ষ হয়ে কথা বলেছেন পাকিস্তানের সহঅধিনায়ক শাদাব খান। তিনি বলেছেন, ‘মেসিও ইংরেজিতে কথা বলতে পারে না।’

সম্প্রতি পাকিস্তানের সহঅধিনায়ক শাদাব খান টুইটারে একটি ‘ফ্যাশনেবল’ ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘মডেলিং স্কিলস বেটার? লার্নিং ফ্রম মাই টিমমেটস।’

শক্তিশালী দল নিয়েই এশিয়া কাপ খেলতে যাচ্ছে ভারতবিরাট কোহলি, রোহিত শর্মা, লোকেশ রাহুল, স্রেয়াশ আইয়ার, জসপ্রিত বুমরাহ, মোহা...
21/08/2023

শক্তিশালী দল নিয়েই এশিয়া কাপ খেলতে যাচ্ছে ভারত

বিরাট কোহলি, রোহিত শর্মা, লোকেশ রাহুল, স্রেয়াশ আইয়ার, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামিসহ জাতীয় দলের সব তারকাকেই এশিয়া কাপে পাচ্ছে ভারতীয় ক্রিকেট দল।

দীর্ঘদিন চোটাক্রান্ত থাকা তারকা পেসার জসপ্রিত বুমরাহ, ওপেনার লোকেশ রাহুল ও মিডলঅর্ডার ব্যাটসম্যান স্রেয়াশ আইয়ারকে এশিয়া কাপে পাচ্ছে ভারত।

‘ব্যাকআপ’ পরিকল্পনা থেকে প্রস্তুত হচ্ছেন সাইফরামূল স্কোয়াডের নির্দিষ্ট পজিশনের কেউ ইনজুরিতে পড়লেই কেবল সুযোগ মিলতে পারে ...
21/08/2023

‘ব্যাকআপ’ পরিকল্পনা থেকে প্রস্তুত হচ্ছেন সাইফরা

মূল স্কোয়াডের নির্দিষ্ট পজিশনের কেউ ইনজুরিতে পড়লেই কেবল সুযোগ মিলতে পারে তাদের।

‘পর্যবেক্ষক’ হিসেবে এশিয়া কাপে থাকছেন সুজন!বিসিবির একটি সূত্র জানিয়েছে, এশিয়া কাপে পর্যবেক্ষক হিসেবে যাবেন সুজন। সব কিছু...
21/08/2023

‘পর্যবেক্ষক’ হিসেবে এশিয়া কাপে থাকছেন সুজন!

বিসিবির একটি সূত্র জানিয়েছে, এশিয়া কাপে পর্যবেক্ষক হিসেবে যাবেন সুজন। সব কিছু ঠিকভাবে চললে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে টিম ডিরেক্টরের পুরনো পদ ফিরে পাবেন তিনি।

আয়ারল্যান্ডের বিপক্ষে ভারতের ৩৩ রানে জয়।
20/08/2023

আয়ারল্যান্ডের বিপক্ষে ভারতের ৩৩ রানে জয়।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Sports News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other News & Media Websites in Dhaka

Show All