
05/04/2025
পাখির বাচ্চাগুলো হয়তবা অপেক্ষায় ছিল তার মা আহার নিয়ে আসবে।
কিন্তু তারা তো জানে না যে হয়তবা কোন এক পাষাণ হৃদয় ওয়ালা পাখি শিকারির ফাঁদে পড়ে জীবন দিয়েছে মা পাখিটি।
দেখতে দেখতে অপেক্ষার প্রহর শেষ হয়ে গেল।
কিন্তু মা পাখিটি আর আহার নিয়ে নীড়ে ফিরে আসে নি।
শিকারির ফাঁদে পড়ে মা পাখিটি বাচ্চা গুলোর দোহাই দিয়ে কতইনা কান্না আর আকুতি জানিয়েছে হয়তবা।
কিন্তু পাখির সেই কান্নার ভাষা বুঝার মত ক্ষমতা তো আমাদের নেই।
হয়তবা বাচ্চা গুলো ক্ষুদার জ্বালায় চিৎকার করে কাঁদতে কাঁদতে এক সময় নিস্তেজ হয়ে পড়েছে।
তারপর অনাহারে ধুকেধুকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে।
তারপর প্রচন্ড রোদের খরতাপে শুকিয়ে গেছে তাদের দেহের মাংস আর কঙ্কাল এমনি ভাবেই পড়ে আছে
মায়ের তৈরি সেই স্বপ্নের নীড়ে।।।©
#