শেহেরজাদ ফরহাদ

শেহেরজাদ ফরহাদ নিজস্ব চিন্তাতত্ত্ব চর্চা।
(57)

সুন্দরবনের বাঘেরা দৈনিক ৫-১৫ কেজি হরিনের মাংস খায়, তবে সুযোগ পেলে বড় পুরুষ বাঘ ৩০ কেজি মাংসও খেতে পারে। যার বর্তমান বা...
16/10/2025

সুন্দরবনের বাঘেরা দৈনিক ৫-১৫ কেজি হরিনের মাংস খায়, তবে সুযোগ পেলে বড় পুরুষ বাঘ ৩০ কেজি মাংসও খেতে পারে। যার বর্তমান বাজার দর আনুমানিক (২০-৩০) হাজার টাকা। যদি গরু বা মহিষের মাংস খায় তারও বর্তমান বাজার দর (১৫-২০) হাজার টাকা।

অথচ বাঘের কোন ইনকাম নাই, কোনো চিন্তাও নাই।

কিন্তু আপনি ভাত খান ২৫০-৩৫০ গ্রাম!

তার জন্য আপনি চুরি করেন, সুদ খান, ঘুষ খান, অন্যের হক নষ্ট করেন। আরো কত কী...

আপনার একাউন্টে অনেক টাকা, আপনার শরীরে অনেক রোগ, আপনার সন্তানেরা কথা শুনে না, আপনার অনেক দুশ্চিন্তা।

বাঘ কি চিন্তা করে আজকে কি খাবো!

আপনি চিন্তা করেন আগামি ২০ বছর কি খাবো….?

আল্লাহ সবার রিযিকের ব্যবস্থা করে রেখেছেন, অথচ তারপরও মানুষ টেনশন করে, চুরি করে, ডাকাতি করে, সুদ খায়, ঘুষ খায়, অপকর্ম করে!

আল্লাহ আমাদের কে সঠিক জ্ঞান দান করুক।

ভাইরাল হোক আমার সন্তান এটা চাই কিন্তু মানুষ হোক চাইনা!!! 'উরি, উরিই বাবা/ তোমায় দেবো মিষ্টি কিছু তোমায় আমি চাই...।' এই গ...
11/10/2025

ভাইরাল হোক আমার সন্তান এটা চাই কিন্তু মানুষ হোক চাইনা!!!
'উরি, উরিই বাবা/ তোমায় দেবো মিষ্টি কিছু তোমায় আমি চাই...।' এই গান গেয়ে ডান্স দিতে দিতে মাত্র ষষ্ঠ শ্রেনীতে পড়ুয়া একটা ছেলেকে কেক বিক্রি করতে দেখে কলিজা কেঁপে ওঠে একটা প্রজন্মের শেষ হয়ে যাওয়াটা দেখতে পেয়ে। অথচ ছেলেটির পড়ার টেবিলে থাকার কথা ছিলো। মা-বাবা রাস্তায় পাঠিয়েছে ভাইরাল হবার জন্য। ঘেন্না এমন মা বাবাদের প্রতি। আমি নষ্ট হবার জন্য সন্তান নয়, অভিভাবকদের দোষটাই দেখি। 'মাগো, অত আদর, অত স্নেহ সব করিলি মাটি/কঠিন করে করলে শাসন হতাম আমি খাঁটি।' একটু শাসন দরকার আছে। আমরা এমন হয়ে গেলাম কবে? মাগরিবের আজান শুরু হবার সাথে সাথে খেলার মাঠ থেকে ফিরে পড়তে না বসলে কঠিন মার ছিলো আমার কপালে। সেইসব দিন কই? এমন মা-বাবা কই?
আরও আজব ব্যাপার হচ্ছে এই ছেলেকে প্রমোট করছে বিভিন্ন ব্র‍্যান্ড ভিউয়ের লোভে। একটা সেলুনে ৪০০ টাকার প্যাকেজ নিতে গিয়ে সেলুনের লোক আর এই ছেলে উরি, উরি বাবা গানের সাথে নাঁচতে নাঁচতে কেমন জানি করছে। এদের চিকিৎসা দরকার। এমন ব্র‍্যান্ডগুলোকে বয়কট করা হোক। আসুন, এইসব নস্টামির ভিউ না বাড়িয়ে একটু ভালো কিছুর চর্চা করি। ভালো কিছু ছড়িয়ে দেই। ভুল কিছু বললে আমাকে ক্ষমা করবেন। এইসব নিয়ে লিখতে না চাইলেও মাঝে মাঝে না লিখে পারি না আর।
আমি চাইনা আমার সন্তান অসুস্থ হোক, ভাইরাল হোক। চাই সবার আগে মানুষ হোক।🙏

ছাই থেকে মুকুট: ডিলানের গল্প ষোল বছর আগে, টেক্সাসের টারকিংটনে এক ভয়াবহ ট্র্যাজেডি ঘটে। মাত্র ১৭ মাস বয়সে ডিলান মিলস এক ব...
09/10/2025

ছাই থেকে মুকুট: ডিলানের গল্প

ষোল বছর আগে, টেক্সাসের টারকিংটনে এক ভয়াবহ ট্র্যাজেডি ঘটে। মাত্র ১৭ মাস বয়সে ডিলান মিলস এক বিধ্বংসী অগ্নিকাণ্ড থেকে বেঁ/চে যায়—যে আ/গু/ন তার শরীরের ৮৪% অংশ
পু/ড়ি/য়ে দিয়েছিল। তার বাবা তাকে বাঁ/চা/তে গিয়ে
মা/রা/ত্মকভাবে আ/হত হন। আর তার মা আ/গু/নের ভেতর থেকে সময়মতো তাকে টেনে বের করে আনেন।

এরপর শুরু হয় দীর্ঘ বছরজুড়ে সার্জারি, অসহনীয় যন্ত্রণা, এবং মানসিক ও শারীরিকভাবে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠার সংগ্রাম।

কিন্তু ডিলান কখনো তার দাগকে নিজের পরিচয় হতে দেয়নি। বরং সেই দাগগুলোকে সে পরিণত করেছে টিকে থাকার, সাহসের এবং ভালোবাসার প্রতীকে।

২০২৩ সালে, টেক্সাসের ক্লিভল্যান্ডের উজ্জ্বল স্টেডিয়ামের আলোয় ডিলান গর্বের সঙ্গে মাঠ পেরিয়ে হেঁটে যায়… মাথায় রাজমুকুট পরে, হোমকামিং কিং হিসেবে!

ঝলমলে জ্যাকেট, উজ্জ্বল হাসি আর তার সংগ্রামের শক্তি নিয়ে সে অনুপ্রাণিত করেছে পুরো সমাজকে।

আজ ডিলান খেলাধুলা করে, বন্ধুদের সঙ্গে হাসে, আর আমাদের মনে করিয়ে দেয়—অলৌকিক ঘটনাগুলো সত্যিই ঘটে, যন্ত্রণার ভেতর থেকেই জন্ম নেয় শক্তি, আর প্রকৃত সৌন্দর্য ত্বকের গভীরের অনেক দূর পর্যন্ত জ্বলে।🙂

টিভির শব্দে কেটে গেল ৩ বছর, কিন্তু কেউ জানলো না তিনি মৃত! 💔 আধুনিক নিঃসঙ্গতার এক ভয়ঙ্কর গল্প।উত্তর লন্ডনের একটি ফ্ল্যাট...
06/10/2025

টিভির শব্দে কেটে গেল ৩ বছর, কিন্তু কেউ জানলো না তিনি মৃত! 💔 আধুনিক নিঃসঙ্গতার এক ভয়ঙ্কর গল্প।

উত্তর লন্ডনের একটি ফ্ল্যাটে, জয়েস ক্যারল ভিনসেন্ট নামে এক নারী ২০০৩ সালের ডিসেম্বরে স্বাভাবিকভাবেই মারা যান বলে ধারণা করা হয়। তার চারপাশে জীবন ছিল প্রায় স্বাভাবিক—টেলিভিশন চলছিল, আর ক্রিসমাসের খোলা না হওয়া উপহারগুলো পড়ে ছিল।

কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, প্রায় তিন বছর ধরে কেউ তার মৃত্যুর খবর জানতে পারেনি! স্বয়ংক্রিয়ভাবে ব্যাংক থেকে ভাড়া পরিশোধ হওয়ায় এবং পরিবার ও বন্ধুদের সাথে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায়, কেউ তাকে খুঁজতেও আসেনি।

অবশেষে, ২০০৬ সালের ২৫শে জানুয়ারি, ভাড়া বকেয়া থাকার কারণে কর্মকর্তারা দরজা ভেঙে ভেতরে ঢোকেন এবং তার কঙ্কাল আবিষ্কার করেন। তখনও ফ্ল্যাটের টেলিভিশনটি চলছিল!

লক্ষ লক্ষ মানুষের ভিড়ে ভরা এক শহরে জয়েসের এই নিঃশব্দ মৃত্যু আধুনিক সামাজিক বিচ্ছিন্নতার এক মর্মান্তিক প্রতীকে পরিণত হয়েছে। এই ঘটনাটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, মানুষের পারস্পরিক সংযোগ কতটা ভঙ্গুর হতে পারে, এবং কীভাবে একজন মানুষ সবার অলক্ষ্যে পুরোপুরি হারিয়ে যেতে পারে। 😔


জঙ্গল থেকে ফিরছে সুব্রতর মরদেহ!কাঁকড়া ধরে ফিরছিলেন সুব্রতরা। পথে বড় খাল বলতে করমজল। এখানে কুমির আছে। মাঝে মাঝেই আক্রমণ ক...
01/10/2025

জঙ্গল থেকে ফিরছে সুব্রতর মরদেহ!
কাঁকড়া ধরে ফিরছিলেন সুব্রতরা। পথে বড় খাল বলতে করমজল। এখানে কুমির আছে। মাঝে মাঝেই আক্রমণ করে। গত বছর মারা গেলো মোশাররফ। তাই সবাই বেশ সতর্ক।

পাঁচ জনের কাঁকড়া শিকারীর দল। সবাই পার হয়ে গেলেন। সুব্রত ছোটখাটো মানুষ। উঠার সময় পানিতে একটু খাবি খেয়ে দাঁড়িয়ে পড়লেন। এক মুহুর্ত। দুই পা একসাথে কামড়ে ধরলো বিশাল এক কুমির।

সাথে সাথে সুব্রতর হাত ধরে ফেললো সহযাত্রীরা। শুরু হলো টানাটানি। চারজন মিলে প্রায় তিন মিনিট চেষ্টা করলো। কিন্তু পানির নিচে থাকা কুমিরের শক্তির কাছে পরাস্ত হলো। সুব্রতকে নিয়ে গেলো সুন্দরবনের কুমির।

ওরা চেষ্টা করছে। মিনিট ১৫ পানির নিচে কুমির। তারপর সুব্রতকে মুখে নিয়ে ভেসে উঠলো সে। বিশাল কুমিরটির মুখে যেন ছোট্ট একটা শিকার। অনেক্ষণ ভেসে বেড়ালো। সহযাত্রীরা অনুসরণ করছে। সুযোগ পেলেই করবে পাল্টা আক্রমণ। এর মধ্যে ট্রলার নিয়ে আসলেন বনরক্ষীরা। শিকার মুখে নিয়ে ডুব দিলো কুমির। আর ভাসলো না।

সন্ধ্যা হলো। গ্রামের মানুষেরা আসলো করমজল খালে। কিন্তু অন্ধকারে কী ভাবে উদ্ধার করবে সুব্রতকে? যদি বড় নদীতে চলে যায়! যদি শিকার নিয়ে অন্য কোনো খালে ঢুকে পড়ে? একজন বললো, বড় কুমিরটি পশুর নদী দিয়ে ঢাংমারীর দিকে গেছে। টর্চের আলোতে তারা দেখেছে, কুমিরের মুখে সুব্রত নাই। তার মানে খালেই আছে সুব্রত।


সাহসী কয়েকজন পানিতে নামলো। ভাটা থাকতে থাকতে খুঁজে বের করতে হবে সহযাত্রীর মরদেহ। এছাড়া বাড়ী ফেরার উপায় নাই। অনেক ক্ষণ চেষ্টা পর ঢাংমারীর আলম খুঁজে পেলো সুব্রত মন্ডলকে। রক্তাক্ত ছোট্ট মরদেহটি নিয়ে সবাই ছুটলো বাড়ির দিকে। ওদিকে স্ত্রী আর স্বজনরা অপেক্ষা করছে। আসছে ঘরের মানুষটির মৃতদেহ। অনেক কাজ সামনে। সৎকার করতে হবে। তারপর অসম্ভব এক জীবন। পরিবারটি চলতো সুব্রতর একার রোজগারে। সুব্রত ছিলেন সুন্দরবনের একজন বনজীবী।

সুব্রতর স্ত্রী অন্তসত্তা। বাবা বিছানায়। বৃদ্ধা মা। আর ছোট তিনটি ভাই। উনি প্রতিদিন জঙ্গলে যেতেন। প্রতিটি দিন তার সংসার চলতো সেই রোজগার দিয়ে।

তিনি ১৩ হাজার ডলারে একটি মৃত দ্বীপ কিনেছিলেন😱সেখানে বিপন্ন প্রাণী, পাখি ও গাছপালা দিয়ে সাজালেন। তাঁকে ৫০ মিলিয়ন ডলার অফ...
30/09/2025

তিনি ১৩ হাজার ডলারে একটি মৃত দ্বীপ কিনেছিলেন😱
সেখানে বিপন্ন প্রাণী, পাখি ও গাছপালা দিয়ে সাজালেন। তাঁকে ৫০ মিলিয়ন ডলার অফার করা হলে তিনি বিক্রি না করে দান করে দিলেন।

১৯৬২ সালে, সংবাদপত্র সম্পাদক ব্রেন্ডন গ্রিমশো সেশেলসের মোয়েন দ্বীপটি কিনেছিলেন, যেখানে ৫০ বছর ধরে কোনো মানুষের পা পড়েনি। মূল্য ছিল ১৩ হাজার ডলার।

তিনি স্থানীয় একজন সঙ্গীকে নিয়ে দ্বীপে রবিনসন ক্রুসোর মতো বসবাস শুরু করলেন। তাঁর সঙ্গীর নাম ছিল "রেনে লাফোর্টিন"।

ব্রেন্ডন ও রেনে মিলে দ্বীপটিকে সাজাতে শুরু করলেন।
৩৯ বছরে, তারা নিজের হাতে ১৬ হাজার গাছ লাগালেন এবং প্রায় ৫ কিলোমিটার রাস্তা তৈরি করলেন।১৯৯৬ সালে তিনি তাঁর ও দ্বীপের গল্প নিয়ে একটি বই লিখেন"Grain of Sand"।
২০০৯ সালে একই নামে একটি ডকুমেন্টারিও তৈরি হয়। ২০০৭ সালে রেনে লাফোর্টিন মারা যান, আর ব্রেন্ডন একা হয়ে যান। তখন তাঁর বয়স ছিল ৮১ বছর।

তাঁর জীবদ্দশায়, তিনি দ্বীপে ২০০০ নতুন পাখির প্রজাতি নিয়ে আসেন এবং শতাধিক দৈত্যাকার কচ্ছপকে বাঁচান, যেগুলো প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছিল, যার মধ্যে সেশেলসের কচ্ছপও ছিল।

ব্রেন্ডনের অক্লান্ত পরিশ্রমের ফলে একসময়ের পরিত্যক্ত দ্বীপ এখন সেশেলসের দুই-তৃতীয়াংশ বন্যপ্রাণীর আবাসস্থল। একটি বিরান ভূমি পরিণত হলো এক স্বর্গে।

কয়েক বছর আগে, সৌদি আরবের একজন রাজপুত্র ব্রেন্ডনকে ৫০ মিলিয়ন ডলার অফার করেন দ্বীপটি কিনতে। কিন্তু ব্রেন্ডন নম্রভাবে তা প্রত্যাখ্যান করেন।

আমি চাই না এই দ্বীপটি ধনীদের প্রিয় অবকাশযাপনের স্থান হয়ে উঠুক। এটি একটি জাতীয় উদ্যান হোক, যেখানে সবাই ও প্রাণীরা স্বাধীনভাবে বাস ও আনন্দ করতে পারে।

অবশেষে, তাঁর ইচ্ছা পূরণ হয়। ২০০৮ সালে দ্বীপটিকে জাতীয় উদ্যান ঘোষণা করা হয়।
গ্রিমশো ২০১২ সালের জুলাইয়ে মৃত্যুর আগ পর্যন্ত দ্বীপের একমাত্র বাসিন্দা ছিলেন।

সম্প্রতি ভা"ই"রা"ল হওয়া ঘটনা! ছবির বাচ্চাটার বয়স ৫ কি ৬ বছর। স্কুল, মোবাইল গেমস আর খেলাধুলার বয়সে বাচ্চাটা এসেছে মায়ের প...
28/09/2025

সম্প্রতি ভা"ই"রা"ল হওয়া ঘটনা! ছবির বাচ্চাটার বয়স ৫ কি ৬ বছর। স্কুল, মোবাইল গেমস আর খেলাধুলার বয়সে বাচ্চাটা এসেছে মায়ের প"র''কীয়ার হাড্ডি হয়ে।

ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল চত্ত্বর। দেড় ঘন্টা এদের পাশেই বসে ছিলাম। দুজনের প্রেমালাপ, আ"দু"রে হা"তা"-হাতি, কথোপকথন কানে এসেছে বারবার।

বাচ্চাটা নিজের আনন্দে খেলছে। দূরে গেছে অথচ খেয়াল নেই মা"য়ে"র। বাচ্চাটা বারবার মাম্মা মাম্মা বলছে, মা উত্তরহীন। লোকটাকে আংকেল ডেকেছে কয়েকবার।

পয়েন্টে আসি। কিভাবে সিউর হলাম?

মহিলার ফোনে একটা ভিডিও কল আসে। লোকটাকে চু"প করিয়ে তিনি রিসিভ করেন দূ"রে গিয়ে। কথা বলতে বলতে আমার কাছাকাছি আসেন। মহিলা বলেন, 'নিউমার্কেটে কেনাকাটা কর‍তে এসেছেন।'

এরপর বাচ্চাকে দেখান, বাচ্চা মোবাইল নিয়ে ভিডিও কলে কথা শুরু করে। বাচ্চা মানুষ, হঠাৎ মোবাইল ঘুরিয়ে মা আর আংকেলকে দেখায়। এতেই ক্ষে/পে যায় মাম্মা, কলটা কে/টে বাচ্চাকে দেয় ক"'ষে থা"প্প"ড়। ''কেন আংকেলকে দেখাইলি? এটা-সেটা!''

আশপাশের সবাই হতবিহ্বল হয়ে যায়। কিন্তু তাদের কিচ্ছু যায় আসলো না। কিছুক্ষণ পর আবারও সেই আ"দু"রে হা"তা"-হা"তি শুরু করে দু'জন। বাচ্চা আশপাশেই খেলতে থাকে।

আচ্ছা বলতে পারেন এই বাচ্চার ভবিষ্যৎ কি?

ফল/স্টিন রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে এ দেশগুলো গণহত্য/র দায় হোয়াইটওয়াশ করে নিলো। গণহত্য/য় তাদের ভূমিকা বিশ্ব ভুলে গেলো।💔
23/09/2025

ফল/স্টিন রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে এ দেশগুলো গণহত্য/র দায় হোয়াইটওয়াশ করে নিলো। গণহত্য/য় তাদের ভূমিকা বিশ্ব ভুলে গেলো।💔

এই ২০২৫ সালে এসে বাংলাদেশের মানুষ এখনো মধ্যযুগে পড়ে আছে। কথায় কথায় একটা ডায়লগ মারে "তুই একলাই মা হইছিস, হামারা ছাওয়া...
22/09/2025

এই ২০২৫ সালে এসে বাংলাদেশের মানুষ এখনো মধ্যযুগে পড়ে আছে। কথায় কথায় একটা ডায়লগ মারে "তুই একলাই মা হইছিস, হামারা ছাওয়া মানুষ করি নাই?

এই বাচ্চা জন্মের পর নিঃশ্বাস নিচ্ছিল না। সে জন্য গোয়ারগুলো আগুন দিয়ে শেক দিছে,
এই গুলোরে কি করা উচিত??

যে কোন বাবা বাহির থেকে এসে বাচ্চাকে এই অবস্থা  দেখলেই হার্ট অ্যাটাক করবে।অথচ দুষ্টটা মায়ের লিপি স্টিক দিয়ে নিজেকে এমন কর...
19/09/2025

যে কোন বাবা বাহির থেকে এসে বাচ্চাকে এই অবস্থা দেখলেই হার্ট অ্যাটাক করবে।

অথচ দুষ্টটা মায়ের লিপি স্টিক দিয়ে নিজেকে এমন করে আরামছে ঘুমুচ্ছে।

হাড্ডি কখনো গোস্ত হয় না, বাঘ -সিংহ দোস্ত হয় না 🤣        (চুক্তি শেষ)😬
19/09/2025

হাড্ডি কখনো গোস্ত হয় না,
বাঘ -সিংহ দোস্ত হয় না 🤣

(চুক্তি শেষ)😬

Address

Noakhali
Dhaka
3829

Telephone

+8801745732838

Website

Alerts

Be the first to know and let us send you an email when শেহেরজাদ ফরহাদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to শেহেরজাদ ফরহাদ:

Share