ŇøTëBøøK

ŇøTëBøøK ক্রোকারিজ ভিউ

🥀💥অফার অফার বিশাল অফার ✅👍👍 52 পিচ ডিনার সেট ।👍👍 36 পিচ ডিনার সেট। 👍👍 32 পিচ ডিনার সেট। 💬 আর দেরি না করে এখনি অর্ডার করে ...
01/03/2024

🥀💥অফার অফার বিশাল অফার ✅
👍👍 52 পিচ ডিনার সেট ।
👍👍 36 পিচ ডিনার সেট।
👍👍 32 পিচ ডিনার সেট।
💬 আর দেরি না করে এখনি অর্ডার করে ফেলুন
👉 অর্ডার করতে চাইলে আপনার নাম ঠিকানা পার্সোনাল ফোন নাম্বার দিতে হবে 👈
🏫🚖🚕প্রডাক্ট ডেলিভারি STEADFAST /PATHAO KURIYAR/মাধ্যমে দিয়ে থাকি। ২৪ /৭২ ঘন্টায় হোম ডেলিভারি দিয়ে থাকি। প্রডাক্ট সমস্যা থাকলে রিটার্ন দিতে পারবেন।
🙋‍♂️🙋‍♀️Name/নামঃ
👉 জেলা নামঃ-
👉থানার নামঃ-
👉গ্রাম/মহল্লাঃ-
☎️মোবাইল নাম্বারঃ
📞 +8801756462916 whatsapp/Imo
অর্ডার করতে অথবা বিস্তারিত জানতে কল করুন :
📞 01756-462916

সকল প্রকারের পাইকারি ও খুচরা মুল্যে ডিনার সেট পাওয়া জায়। যোগাযোগ :01756462916
29/02/2024

সকল প্রকারের পাইকারি ও খুচরা মুল্যে ডিনার সেট পাওয়া জায়।
যোগাযোগ :01756462916

17/11/2023
19/10/2023

বনশ্রী যাবেন ?
বনশ্রী তো চিনিনা , চিনায়া নিয়েন , নতুন জায়গা না গেলে আর চিনমু ক্যামনে !
খাটি কথা ।

টিএসসির মোর থেকে যখন রিকশা ঠিক করি তখন অন্ধকার হয়ে গেছে ঢাকা শহর , বাড়ি ফেরার তাড়া , তাই অচিন রিকশাওয়ালাই সই । প্রত্যেক মোরে ডান বাম বলতে বলতে চলার পথের অবিন্যস্ত আলসেমি , অহেতুক সব চিন্তা ভাবনার বিলাসিতা কেটে যাব , যাক ! রাতের ঢাকা এখন আর খুব নিরাপদ না , চারদেয়ালে ফেরা দরকার । ঘরে ফেরা দরকার ।

শাহজান পুর এসে ভদ্রলোক ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি কিনা জিজ্ঞেস করলেন ।
বললাম পড়িনা । ডাক্তারি করি ।
দেশেই থাকবেন , না বিদেশ চইলা যাবেন , বিনীত জিজ্ঞাসা তার ।
বললাম দেশেই থাকবো , অর্ধেক জিবন শেষ , নতুন করে আর কৈ যাবো !

দেশের অবস্থা তো ভালো না , মানুষ জন ভালো না , শিক্ষা নাই , সচেতনতা নাই , থাইকা কি করবেন ... তার গলায় আক্ষেপ এইবার !

আমি এইবার বিষ্মিত হলাম , রিকশাওয়ালার গলায় এই ধরনের সূক্ষ রুচিশীল হাহাকার তো থাকার কথা না , সামথিং ইজ নট রাইট ! সত্যিকার অর্থেই নড়েচড়ে বসলাম । আলো অন্ধকারে কেবল ঘামে ভেজা পিঠটুকু দেখা যাচ্ছে তার । ওঠার সময় চেহারা খেয়ালই করি নি ! সস্তা শার্টে লেপ্টে থাকা পিঠ থেকে কোন এবনর্মাল কিছু উদ্ধার করা গেলো না !

এই দেশের মেইন সমস্যা কি ভাই জানেন ?
আমি জিজ্ঞেস করলাম কি ? ( সমস্যা তো অনেক । ঘুষ, দুই নম্বরি , বিচার না হওয়া, প্রভাবশালী দের যা ইচ্ছা তাই করা , ধর্ম ইউজ করে হাবিজাবি কাজ করা , একে তাকে রাজাকার, একে তাকে নাস্তিক বানানো , বাজে রাজনীতি , তার মতে কোনটা কে জানে ! )

ভদ্রলোকের উত্তর শুনে ভিমরি খেলাম ।
মেইন সমস্যা হচ্ছে কেউ বই পড়ে না ।

তাকে জিজ্ঞেস করলাম আপনি পড়েন ?
অত না , টুকটাক । আমি আবার কবিতার বই একটু বেশি পড়ি ।
বলেন কি ! বিষ্ময়ে রিকশা থেকে পড়ে যাওয়ার যোগাড় হয় আমার !

কার কবিতার বই পড়েন ?
ভদ্রলোক প্রবল মমতায় জানায় তার পছন্দের কবি শক্তি চট্টপধ্যায় আর ফরাসী কবি আর্তুর র‍্যাবো !

খিলগার গলিতে আকাশ ফুড়ে হঠাত একটা পাহাড় সম উঁচু জ্বিন এসে যদি পথ রোধ করে দাড়াতো তবু এত চমকাতাম না !
আর্তুর র‍্যাবো , শক্তি !
কি বিষ্ময় ! কি বিষ্ময় !

#
ভদ্রলোকের নাম শ্রিপান্থ শফিক । ( শ্রিপান্থ টুক বানানো , আপনার অনুমান ঠিক আছে , বরিশাল এর একেবারে ভীতর থেকে উঠা আসা একটা মানুষ কে ঐটুক মেলোড্রামা করতে দেয়াই যায় ) । ছাত্র খারাপ ছিলেন না । ম্যাট্রিক পরীক্ষার পর কবিতার ভুতে ধরলো । আরজ আলী মাতুব্বর, সক্রেটস , স্টিফেন হকিং , শক্তি, র‍্যাবো , গিয়ম এপোলোনিয়ার, হুমায়ুন আজাদ, পড়ে টরে তার মনে হল জীবন এক আশ্চর্য গিফট ।
স্কুল কলেজে পড়ে সেইটা নষ্ট করার কোন মানে হয় না !
আর পড়েন নি ।

কবিতা লেখেন নিয়মিত । দুইটা বই ও বেরিয়েছে !

যে জীবন তিনি যাপন করেন , তার মতে এটা প্রথা বিরোধী জীবন ।
একটা সেন্স অফ ফ্রিডম তো আছে ! খারাপ কি !

#
বাসার কাছাকাছি এসে ভদ্রলোকের সাথে কফি খেলাম এক কাপ ।
কফি খেতে খেতে মনে হল ,
আহা জীবন ! কেউ কি ভীষণ দুঃসাহস নিয়ে জন্মায় !
আর কেউ কি করুণ ভাবে মাথা নত করে মেনে নেয় জাগতিক সমস্ত হিসাব !

#
ভদ্রলোকের প্রতি এক বুক ভর্তি হিংসা নিয়ে বাড়ি ফিরলাম !

© Collect

Address

Dhaka
1310

Telephone

+8801756462916

Website

Alerts

Be the first to know and let us send you an email when ŇøTëBøøK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ŇøTëBøøK:

Share