Minisu

Minisu কেমন আছেন সবাই
(7)

02/11/2025

মেন হলের ভিতরে বাচ্চাটা আটকে ছিল অনেক কষ্টে একটা ভাইয়া বাচ্চাটাকে উদ্ধার করে, বাচ্চাটার ইমারজেন্সি একটা ভালোবাসা দরকার, কালো বলে কি ওর একটা ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে না, এখানে মানবতার খুব অভাব, উত্তরার মধ্যে যেকোনো জায়গায় পৌঁছে দেওয়া যাবে ❤️🙏

আমি একটা বিড়াল পেয়েছি ।কেউ বিড়ালটাকে ফেলে দিসে। বিড়ালটার ঘাড় একটু বাঁকা হয়ে গেছিল এবং ওর এক চোখ নষ্ট হয়ে গেছে । আ...
01/11/2025

আমি একটা বিড়াল পেয়েছি ।কেউ বিড়ালটাকে ফেলে দিসে। বিড়ালটার ঘাড় একটু বাঁকা হয়ে গেছিল এবং ওর এক চোখ নষ্ট হয়ে গেছে । আমার কাছে আছে বেশ কয়েকদিন হল আছে ।এখন ওর ঘাড় বাঁকাটা আর নেই । ঘাড়টা ঠিক হয়ে গেছে।আমার বাসার অবস্থা ভালো না ,আমার আম্মু অনেক অসুস্থ তাকে নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি করা লাগতেছে। আমার বাসায় বিড়াল এলাও করেনা।আমি অনেক কষ্ট করে ওরে রাখছি। আপনারা তো অনেকে অনেক বিড়াল রেসকিউ করেন।এই বাচ্চাটাকে কেউ নেন। নয়তো আমার আব্বু বিড়ালটাকে রাস্তায় ফালায় দিবে। আমি একজন স্টুডেন্ট মানুষ। আমার পক্ষে ওর পোস্টার বিল দেওয়া সম্ভব না ।আপনারা যারা রাস্তার পশু পাখিদের রেস্টকিউ করেন তাদের বলছি, প্লিজ কেউ ওকে নেন দরকার হলে আমি আমার সামর্থ্য অনুযায়ী মাসে কিছু টাকা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব।
নাম্বার-01781724222

01/11/2025

একটুর জন্য বেঁচে গেছে বাচ্চাটা, মাথার খুলি দেখা যাচ্ছে এর থেকে ভালো একবারে মেরে ফেলতি, ব্রেনটা ড্যামেজ হয়নি, অল্প অল্প করে লাল মাংস গজাচ্ছে, ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় এ যাত্রায় আপনাদের দোয়ায় বেঁচে যাবে, সেল্টারের ভাড়া দিতে হবে , কারেন্ট বিল ময়লার বিল বুয়ার বিল, ১০ তারিখের মধ্যে দিয়ে ফেলতে হবে, ওদের খাবার মেনটেন করব না এগুলো খুঁজবো মাস শেষে হিমশিম খেয়ে যাই, শেল্টারের প্রতিটা বাচ্চার ঠান্ডা ঠান্ডার ওষুধ কিনতে হবে এন্টিবায়োটিক কিনতে হবে বাইডিন কিনতে হবে তুলা গঞ্জ ইত্যাদি সবাই মিলে ১০০ টাকা করে হলেও ওদের জন্য হেল্প করবেন 🙏
Bkash 01941-296700
Ref shelter rent cost, medicine, bill

01/11/2025

এই ভিডিওটা যারা দেখবেন তারা একটা জিনিস মাথায় কানে গেথে নেন, নাপা বিড়ালের জন্য বিষ ,

01/11/2025
কি সুন্দর তাই না,  মাশাল্লাহ উপরওয়ালার কি অপরূপ সৃষ্টি এই সৃষ্টিকে আমরা রং দিয়ে গঠন দিয়ে বিবেচনা করি, এই কালার গুলো খ...
31/10/2025

কি সুন্দর তাই না, মাশাল্লাহ উপরওয়ালার কি অপরূপ সৃষ্টি এই সৃষ্টিকে আমরা রং দিয়ে গঠন দিয়ে বিবেচনা করি, এই কালার গুলো খুবই আনকমন দেখতে খুবই ভালো লাগে বাচ্চাগুলোর জন্য ভালো পরিবার দরকার একদম ১০০% শিওর হয়ে তারপরই নক দিবেন অযথা নখ দিয়ে ডিস্টার্ব করবেন না 🙏উত্তরার মধ্যে দেওয়া হবে ঢাকার বাইরে কেউ নক দিবেন না

31/10/2025

মালিক নাপা, ওষুধ খাওয়া হয়েছে তারপর থেকে বাচ্চাটার এই অবস্থা, আল্লাহ গো তুমি ওর একটু সাহায্য কর, অসুস্থ হইছে এই কারণে বাচ্চাটাকে পারবে না দিয়ে দিল কোনরকম চিকিৎসা না করে,
Bkash 01941296700
Ref খেলনা 💔

30/10/2025

যদি সুস্থ হয়ে যায় তাহলে তাদের বিড়াল তারা নিয়ে যাবে বলেছে, এমন মানুষকে কখনো বিড়াল দেওয়া উচিত না , কেনার সময় ঠিকই কিনেছে অসুস্থ হয়েছে তাই ট্রিটমেন্ট করাতে পারবে না, এই ছেলের জন্য খেলনা কিনে এনেছিলি বাজার থেকে এই ছেলেই তোদের একদিন বৃদ্ধাশ্রমে পাঠাবে, আল্লাহর বিচার আছে তো 🙏
bkash 01941296700
Ref খেলনা

30/10/2025

তোর বাচ্চা যেন তোকে এভাবেই, রাস্তায় ফেলে দেয়, বৃদ্ধাশ্রম যেন তোর জায়গা না হয়

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Minisu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Minisu:

Share