17/07/2025
৪০ জন লোক পেলাম না এই অসহায় বাচ্চাদের জন্য, এখন কার ওই টাকা দিতে হবে না আগস্ট মাসের ১০ তারিখে ওদের সবাইকে ভ্যাকসিন করাব এতগুলো মানুষ মধ্যে কি ৪০ জন ওদের দায়িত্ব নিতে পারবেন না ভ্যাকসিনের, আপনারা দিয়ে যান আমি নিজে রেস্ট কিউ করি প্রতিনিয়ত আপনারা আমাকে রিকোয়েস্ট করেন , বিড়াল গুলো কি এনে রাখলেই হয় ওদের ভ্যাকসিন নিতে হয় ওদের সার্জারি করাতে হয়, অসুখ-বিসুখ হলে দেখতে হয়, সামনে ফ্লু সিজন চাইনা এত কষ্ট করে বাচ্চাদের সুস্থ করে ওরা ফ্লুতে মারা যাক, হাতজোড় করে বলতেছে 40 টা বাচ্চার পাশে দাঁড়ান একটা গ্রুপ খুলবো whatsapp নাম্বার দিয়ে দিচ্ছি প্লিজ হেল্প করুন 🙏01941296700