01/11/2025
একটুর জন্য বেঁচে গেছে বাচ্চাটা, মাথার খুলি দেখা যাচ্ছে এর থেকে ভালো একবারে মেরে ফেলতি, ব্রেনটা ড্যামেজ হয়নি, অল্প অল্প করে লাল মাংস গজাচ্ছে, ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় এ যাত্রায় আপনাদের দোয়ায় বেঁচে যাবে, সেল্টারের ভাড়া দিতে হবে , কারেন্ট বিল ময়লার বিল বুয়ার বিল, ১০ তারিখের মধ্যে দিয়ে ফেলতে হবে, ওদের খাবার মেনটেন করব না এগুলো খুঁজবো মাস শেষে হিমশিম খেয়ে যাই, শেল্টারের প্রতিটা বাচ্চার ঠান্ডা ঠান্ডার ওষুধ কিনতে হবে এন্টিবায়োটিক কিনতে হবে বাইডিন কিনতে হবে তুলা গঞ্জ ইত্যাদি সবাই মিলে ১০০ টাকা করে হলেও ওদের জন্য হেল্প করবেন 🙏
Bkash 01941-296700
Ref shelter rent cost, medicine, bill