18/07/2025
কেউ যদি এখন আমাকে বলে গরু আকাশে উড়তে পারে। আমি তাকে বলি একটু আগেই একপাল উড়ে যেতে দেখলাম। কেউ যদি বলে তোমার ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আমি নিজের বিছানায় শুয়ে তাকে উত্তর দেই, ছাই গুলো ঠান্ডা হোক পরে দেখছি। এমনটা করার তেমন গুরুত্বপূর্ণ কোন কারন নেই। কারন শুধু একটাই প্রশ্ন যারা করে তারা একটা বিশ্বাস নিয়েই করে, আমি তাদের বিশ্বাস ভঙ্গ করতে চাই না। এখন যুক্তি দিতেও ক্লান্ত লাগে... আমি শুধু চাই কোনো এক মহাকাল তাদের বিশ্বাস ভঙ্গের কারন হোক।