15/10/2023
হলিউডের বিখ্যাত ‘প্যাসিফিক রিম’ সিনেমার আদলে বিশালাকৃতির রোবট তৈরী করে তাক লাগিয়ে দিল সূর্যোদয়ের দেশ জাপান। যদিও আমেরিকান কল্পবিজ্ঞানের দৈত্য বিষয়ক ‘প্যাসিফিক রিম’ সিনেমায় দেখানো মানবাকৃতির মেকা তৈরী করা হয়েছিল ভিএফএক্স দিয়ে, এবার বাস্তবেই তৈরী হল সিনেমার ইয়েগারস।