Filmy Cafe

Filmy Cafe To Entertain

15/10/2023

হলিউডের বিখ্যাত ‘প্যাসিফিক রিম’ সিনেমার আদলে বিশালাকৃতির রোবট তৈরী করে তাক লাগিয়ে দিল সূর্যোদয়ের দেশ জাপান। যদিও আমেরিকান কল্পবিজ্ঞানের দৈত্য বিষয়ক ‘প্যাসিফিক রিম’ সিনেমায় দেখানো মানবাকৃতির মেকা তৈরী করা হয়েছিল ভিএফএক্স দিয়ে, এবার বাস্তবেই তৈরী হল সিনেমার ইয়েগারস।

06/09/2023

Childhood Memories

04/09/2023

Rajni

03/09/2023

28/08/2023
আবার প্রলয় ২০২৩ সালের অপরাধ রোমাঞ্চকরধর্মী বাংলা ওয়েব ধারাবাহিক। এটির গল্প লিখেছেন এবং এটি পরিচালনা করেছেন রাজ চক্রবর্...
28/08/2023

আবার প্রলয় ২০২৩ সালের অপরাধ রোমাঞ্চকরধর্মী বাংলা ওয়েব ধারাবাহিক। এটির গল্প লিখেছেন এবং এটি পরিচালনা করেছেন রাজ চক্রবর্তী (এই ধারাবাহিকটির মাধ্যমে তিনি ওয়েব ধারাবাহিকে আত্মপ্রকাশ করেন)। রাজ চক্রবর্তী এন্টারটেইনমেন্টের ব্যানারে ধারাবাহিকটি প্রযোজনা করেছেন রাজ চক্রবর্তী এবং তার স্ত্রী শুভশ্রী গাঙ্গুলী। পরাণ বন্দ্যোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, জুন মালিয়া, কৌশানী মুখোপাধ্যায়, গৌরব চক্রবর্তী এবং সোহিনী সেনগুপ্ত ধারাবাহিকটিতে মূখ্য ভূমিকায় অভিনয় করেছেন। ধারাবাহিকটি রাজ চক্রবর্তী পরিচালিত ২০১৩ সালের বাংলা চলচ্চিত্র প্রলয়-এর স্পিন-অফ। ধারাবাহিকটি ১১ আগস্ট ২০২৩-এ জি৫ এ মুক্তি পায়।

পৃথিবী বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন হলিউডের একমাত্র অভিনেতা যার সঙ্গে দেখা করার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন  তিনি হ...
24/08/2023

পৃথিবী বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন হলিউডের একমাত্র অভিনেতা যার সঙ্গে দেখা করার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন তিনি হলেন চার্লি চ্যাপলিন। ১৯৩১ সালে, তিনি 'সিটি লাইটস' চলচ্চিত্রের প্রিমিয়ার চলাকালীন সময় এই জগৎ বিখ্যাত অভিনেতার সাথে কথা বলার সুযোগ পান।
আইনস্টাইন: "আপনার শিল্পের যে বিষয় সম্পর্কে আমি সবচেয়ে বেশি প্রশংসা করি, তা হল আপনার সর্বজনীনতা। আপনি একটি শব্দও বলেন না, তবুও বিশ্ব আপনাকে কত সহজে বোঝে!"
চ্যাপলিন: "সত্যি। কিন্তু আপনার গৌরব তার চেয়েও বেশি! গোটা বিশ্ব আপনাকে কুর্নিশ করে, যদিও তারা আপনার কথার একটি শব্দও বোঝে না।"

৬ বছর পর বগুড়ার সিনেমা হল পুনরায় খোলা হলো😲😲😲শুক্রবার রায়হান রাফির সুপারহিট ছবি ‘পরাণ’ প্রদর্শনের মধ্য দিয়ে আলোকিত হয়ে...
14/08/2022

৬ বছর পর বগুড়ার সিনেমা হল পুনরায় খোলা হলো😲😲😲

শুক্রবার রায়হান রাফির সুপারহিট ছবি ‘পরাণ’ প্রদর্শনের মধ্য দিয়ে আলোকিত হয়েছে ‘বাম্বি’ থিয়েটার হলের রুপালি পর্দা। প্রেক্ষাগৃহে একটি শীর্ষ মানের মিউজিক সিস্টেম ইনস্টল করা হয়েছিল কারণ দর্শকরা আইকনিক সিনেমা হলে জমা হতে শুরু করেছিল।😍

আপনারা প্লিজ আমাদের পেইজে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।😍

ভুল ভুলাইয়া ২ হিন্দি মুভির ইজ্জত বাচালো😋😋😋কার্তিক আরিয়ান কে যখন ভুল ভুলাইয়া ২ মুভিতে মূখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা গেলো,...
12/08/2022

ভুল ভুলাইয়া ২ হিন্দি মুভির ইজ্জত বাচালো😋😋😋

কার্তিক আরিয়ান কে যখন ভুল ভুলাইয়া ২ মুভিতে মূখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা গেলো, তখন সবাই বলেছিল অক্ষর কুমার এর জায়গায় কার্তিক আরিয়ান কখনোই মানাবে না।😏 কিন্তু প্রথম দিনেই বাজিমাৎ করে কার্তিক আরিয়ান বক্স অফিসে ১৫ কোটি রুপি কালেকশন করে সবাইকে অবাক করে দেয়। 😲 জানিয়ে রাখি এইটি সর্বোচ্চ আয় ২০২২ এর।

আপনারা প্লিজ আমাদের পেইজে লাইক, কমেন্ট করতে ভুলবেন না।😍

08/08/2022

সিনেমার প্রথম দৃশ্যে দেখা যায় খুব বৃষ্টির মধ্যে আদালতে অরবিন্দ নামে এক বন্দিকে হাতে হাতকড়া পড়িয়ে প্রিজন ভ্যানে তোলা হয়। জনগন ক্ষেপে গিয়ে সেই গাড়িতেই বাড়ি মারছে। এদিকে এক পলিটিশিয়ান তার কথায় জণগণকে আরো উত্তেজিত করে যাচ্ছে। মানে সাধারণত তারা যা করে তাকে আর কি।

আর ব্যাকগ্রাউন্ডে চলছে একটা বাংলা গান।
নাহি নাহি ভয়,
সত্যের হবে জয়।✌

ছোট্ট একটা ফ্যক্ট বলে রাখি এর মধ্যে
জনগনমন কিন্তু আসলে একটা বাংলা গান, রবি ঠাকুরের লেখা, যেটা আসলে এখন ভারতের জাতীয় সংগীত। সবাই হিন্দিতে গায় বলে এটাকে ভিন্ন ভাষার গান মনে হলেও গানটা আদতে একটা বাংলা গান।👍

পরবর্তীতে কি ঘটেছিল সেটা জানার জন্য আপনাদের পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে। আর আপনি যদি এখনো আমাদের পেইজে লাইক না দিয়ে থাকেন প্লিজ লাইক দিয়ে আমাদেরকে উতসাহিত করুন। কারণ এরকম অনেক মুভির এক্সপ্লেসন নিয়ে হাজির হবে আপনাদের সামনে।😍

Address

Mirpur DOHS
Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Filmy Cafe posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share