Shuktara s World

Shuktara s World Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Shuktara s World, Digital creator, Rankin Street wari, Dhaka.
(112)

আমার পেজ সবার আমন্ত্রণ রইল আপনার ঘুরে আসবেন ,আমিও আপনাদের পেজে ঘুরে আসব
comments like korley B2B
Vedios dakhun reach engagement baran আনফলু করা র ভাবনা বাদ দিন। এতে আপনার ক্ষতি।
supporters der regular
visit kori
like comments view🥰✅
support plz

জাদু টুনা যে করেছে তার উপর ফিরে দেওয়ার আমল,১৪ দিন করতে হবেআমল করতে হবে ফজর ও আছর নামাজের পরপ্রথমে ১ বার আয়াতে কুরসি তারপ...
06/11/2025

জাদু টুনা যে করেছে তার উপর ফিরে দেওয়ার আমল,
১৪ দিন করতে হবে
আমল করতে হবে ফজর ও আছর নামাজের পর
প্রথমে ১ বার আয়াতে কুরসি
তারপর আউজুবিল্লাহ বিসমিল্লাহ বলে নিম্ন আয়াত ১১ বার পরবেন,
দোয়া টা ২ ভাবে পড়তে হবে প্রথম বার একবার পড়বেন এবং শরীরে দম করবে আবার পড়বেন আবাও শারা শরীরে দম করবেন এভাবে ১১ বার

দ্বিতীয় বার আপনি একগ্লাস পানি নিবেন এবং সেই দোয়া পড়বেন, একবার পরবেন তারপর পানিতে ফু দিবেন এভাবে ১১ বার পরে পানি পান করবেন। ইনশাআল্লাহ আল্লাহ দয়াই ভালো হবে

সুরা আহযাব, আয়াত -২৫
উচ্চারণঃ
ওয়া রাদ্দাল্লা-হুল্লাযীনা কাফারূবিগাইজিহিম লাম ইয়ানা-লূখাইরাওঁ ওয়া কাফাল্লা-হুল মু’মিনীনাল কিতা-লা ওয়া কা-নাল্লা-হু কাবিইইয়ান ‘আঝীঝা-।

অর্থঃ আল্লাহ কাফিরদেরকে ক্রুদ্ধাবস্থায় বিফল মনোরথ হয়ে ফিরে যেতে বাধ্য করলেন। কোন কল্যাণ তারা লাভ করেনি। যুদ্ধে মু’মিনদের জন্য আল্লাহই যথেষ্ট। আল্লাহ সর্বশক্তিমান, পরাক্রমশালী।

06/11/2025

Goo d morning 🌞🌞🌞 RannaTanna Feelinfo Tanvina’s world Mahabubas vlogs Experience with Imran Shuktara s World Sweet moments

04/11/2025

Alhamdulillah # RannaTanna Feelinfo Mahabubas vlogs Shuktara s World @

Koto sundor valobasha ❤️❤️❤️
31/10/2025

Koto sundor valobasha ❤️❤️❤️

29/10/2025

মায়া ত্যাগ করতে শেখো...
দেখবে কষ্ট কমে যাবে, কারণ মায়া জিনিসটা নে-শার চাইতেও খারাপ।
রাগ ভাঙাতে জানলে,
কোনো সম্পর্কের
বিচ্ছেদ ঘটে না
💔💔💔💔






কয়েকটি সস-এর লিখিত রেসিপিঃ১. পাস্তা হোয়াইট সস উপকরনঃমোটামুটি মাঝারি এক বাটি হোয়াইট সসের জন্যঃ-১। মাখন ৫ টেবিল চামচ২। ময়...
27/10/2025

কয়েকটি সস-এর লিখিত রেসিপিঃ
১. পাস্তা হোয়াইট সস

উপকরনঃ

মোটামুটি মাঝারি এক বাটি হোয়াইট সসের জন্যঃ-
১। মাখন ৫ টেবিল চামচ
২। ময়দা ১/২ কাপ
৩। দুধ দুই কাপ
৪। জয়ফল গুড়া ১/৪ চা চামচ (বেশী হলে তিতে ভাব এসে যাবে)
৫। গোল মরিচের গুড়া ১/২ চা চামচ
৬। টেষ্টিং সল্ট ১/২ চা চামচ বা কম
৭। চিনি ২ চা চামচ
৮। লবন ১ চা চামচ (বা লাগলে পরে দেয়া যেতে পারে)

প্রস্তুত প্রণালিঃ

১। কড়াই গরম হলে তাতে মাখন দিন। মাখন গলে গেলে তাতে লবন দিন।

২। এরপর ময়দা দিন। ভাল করে নাড়তে থাকুন, নাড়ানো থামাবেন না।

৩। আগুন কম আঁচে রেখে এবার দুধ দিন। গোল মরিচের গুড়া এবং জয়ফলের গুড়া দিন।

৪। এক মিনিট পর চিনি দিন।

৫। প্রথম বলক উঠলেই আগুন নিভিয়ে নামিয়ে নিন।

৬। ঠান্ডা হলে কাঁচের বাটিতে করে নরমাল ফ্রিজে রাখুন। ৫-৭ দিন পর্যন্ত ভালো থাকবে।

২. তেল-ডিম ছাড়া শর্মা সস

উপকরণঃ

টক দই হাফ কাপ (পানি ঝরানো)
রসুন বাটা ১/৪ চা চামচ
গুঁড়ো দুধ ১ টেবিল চামচ
সরিষা বাটা ১/৪ চা চামচ
গোল মরিচ গুঁড়া ১/২ চা চামচ
চিনি দেড় চা চামচ
লবণ সামান্য
টমেটো সস ৩ টেবিল চামচ

প্রণালীঃ-

উপরেে সবগুলো উপকরণ একসাথে চামচের সাহায্যে ভালো ভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিলেই শর্মা সস তৈরি। (চূলায় দিতে হবে না)

**ঝাল বাড়াতে চাইলে অল্প পরিমানে মরিচগুঁড়া ব্যবহার করতে পারবেন।
**ব্লেন্ডার ব্যবহার করতে চাইলে সবগুলো উপকরণ ৩০-৪০ সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিলেই হবে, সেক্ষেত্রে রসুন আর সরিষা আস্ত দেওয়া যাবে।
**টমেটো সস, সরিষা বাটা বাদ দিয়ে একই ভাবে ব্লেন্ড করে মেয়োনিজ তৈরি করতে পারেন।

৩. মেয়োনিজ

উপকরণঃ

ডিম ১ টি
সয়াবিন তেল ১ কাপ
গোল মরিচগুঁড়া ১/২ চা চামচ
চিনি ২ চা চামচ
লবন ১/৪ চা চামচ
সিরকা অথবা লেবুর রস ১ টেবিল চামচ

প্রণালীঃ-

ব্লেন্ডারে তেল ছাড়া বাকি সব উপকরণ একসঙ্গে ভালো ভাবে ৩০ সেকেন্ডের মতো ব্লেন্ড করে, আস্তে আস্তে তেল ঢালতে হবে।
তেল একবারে ঢালা যাবে না, থেমে থেমে ৪-৫ বারে ঢালতে হবে।
২মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে মেয়োনিজ।

**মেয়োনিজ ১ সপ্তাহের মতো নরমাল ফ্রিজে সংরক্ষণ করা যায়।
**মেয়োনিজের পারফেক্ট কনসিস্টেন্সি বোঝার উপায় হলো - ব্লেন্ডার উপুড় করে ধরলে সাথে সাথে গড়িয়ে পড়বে না, পড়লে আরেকটু তেল দিয়ে ব্লেন্ড করে নিতে হবে।

৪. বার্গার/শর্মা সস

উপকরণঃ

ডিম ১ টি
চিনি ১ টেবিল চামচ
লবন ১/২ চা চামচ
সাদা সরিষা বাটা ১/২ চা চামচ
তেল ৩/৪ কাপ
রসুন কুচি ১ চা চামচ
সিরকা ১ টেবিল চামচ
গোল মরিচগুঁড়া ১/২ চা চামচ
গুঁড়া দুধ ১ টেবিল চামচ
টমেটো সস ৪ টেবিল চামচ

প্রণালীঃ-

মেয়োনিজ এর মতো একই পদ্ধতিতে ব্লেন্ড করে টমেটো সস এ্যাড করে নিলেই তৈরি হয়ে যাবে শর্মা সস। (চূলায় দিতে হবে না)


26/10/2025

゚viralシfypシ゚viralシalシ ゚viralシfypシ゚viralシ #আলহামদুলিল্লাহ

24/10/2025

Good morning
Jumma Mubarak

23/10/2025

আবার শুরু হয়ে গেল fry ゚viralシfypシ゚viralシalシ ゚viralシfypシ゚viralシ #আলহামদুলিল্লাহ #আল্লাহ

সালমান শাহ্ কে সুপরিকল্পিত ভাবে খুন করে রাষ্ট্রের শীর্ষ পর্যায়ের ক্ষমতাসীন মানুষ গুলি কে পক্ষে নিয়ে  আত্ব্যহত্যা বলে এই ...
22/10/2025

সালমান শাহ্ কে সুপরিকল্পিত ভাবে খুন করে রাষ্ট্রের শীর্ষ পর্যায়ের ক্ষমতাসীন মানুষ গুলি কে পক্ষে নিয়ে আত্ব্যহত্যা বলে এই মামলাটি কে দমিয়ে রাখা হয়েছিল গত ২৯ বছর সময় ধরে । এই রাষ্ট্রের শীর্ষ পর্যায়ের ক্ষমতাসীন মানুষ গুলির পরিবর্তন হওয়ার কারনে ২০২৫ সালে ন্যায়ের পক্ষে শান্তির বাতাস প্রবাহিত হতে শুরু হয়েছে । এটাই অপ্রিয় সত্য কথা
゚viralシfypシ゚viralシalシ ゚viralシfypシ゚viralシ #আলহামদুলিল্লাহ #আল্লাহ

Address

Rankin Street Wari
Dhaka
1203

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shuktara s World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shuktara s World:

Share