
24/06/2025
খেলা দেখার জন্য পাগলামি কমবেশি সবার মধ্যেই থাকে, কিন্তু এই আর্জেন্টাইন ফুটবলপ্রেমী যা করেছেন, তা রীতিমতো অবিশ্বাস্য! নিজের প্রিয় দল রিভার প্লেটের খেলা দেখতে ক্লাব বিশ্বকাপ দেখতে যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য তিনি নিজের গাড়িতে নিজেই আগুন ধরিয়ে দিয়েছেন! 🔥
স্প্যানিশ টেলিভিশন প্রোগ্রাম 'চিরিনগুইতো'-তে এই ভক্ত নিজেই তাঁর কাণ্ডের বিস্তারিত জানিয়েছেন। বিমা কোম্পানির কাছ থেকে পোড়া গাড়ির বিমার টাকা তুলে সেই টাকা দিয়েই তিনি যুক্তরাষ্ট্রে এসেছেন, সঙ্গে এনেছেন নিজের ছেলেকেও!
পরিবারের সাথে, বিশেষ করে স্ত্রীর সাথে, এ নিয়ে তাঁর ঝগড়া হয়েছে। তবে তাঁর যুক্তি ছিল পরিষ্কার, "এই মুহূর্তটা আমরা আর কখনো ফিরে পাব না।"
এখন পর্যন্ত তাঁর এই পাগলামি সার্থকই বলা যায়, কারণ রিভার প্লেট ক্লাব বিশ্বকাপে ভালো খেলছে। গ্রুপ 'ই'তে তারা ২ ম্যাচ শেষে ১ জয় ও ১ ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। আগামী বৃহস্পতিবার ইন্টার মিলানের বিপক্ষে তাদের গ্রুপের শেষ ম্যাচ।
এই ধরনের ফুটবলপ্রেম নিয়ে আপনার কী মতামত? কমেন্টে জানান! 👇