Sports Now

Sports Now A reliable sports media channel network in Bangladesh offering a premium and a healthy dose of ⚽?

খেলা দেখার জন্য পাগলামি কমবেশি সবার মধ্যেই থাকে, কিন্তু এই আর্জেন্টাইন ফুটবলপ্রেমী যা করেছেন, তা রীতিমতো অবিশ্বাস্য! নিজ...
24/06/2025

খেলা দেখার জন্য পাগলামি কমবেশি সবার মধ্যেই থাকে, কিন্তু এই আর্জেন্টাইন ফুটবলপ্রেমী যা করেছেন, তা রীতিমতো অবিশ্বাস্য! নিজের প্রিয় দল রিভার প্লেটের খেলা দেখতে ক্লাব বিশ্বকাপ দেখতে যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য তিনি নিজের গাড়িতে নিজেই আগুন ধরিয়ে দিয়েছেন! 🔥

স্প্যানিশ টেলিভিশন প্রোগ্রাম 'চিরিনগুইতো'-তে এই ভক্ত নিজেই তাঁর কাণ্ডের বিস্তারিত জানিয়েছেন। বিমা কোম্পানির কাছ থেকে পোড়া গাড়ির বিমার টাকা তুলে সেই টাকা দিয়েই তিনি যুক্তরাষ্ট্রে এসেছেন, সঙ্গে এনেছেন নিজের ছেলেকেও!

পরিবারের সাথে, বিশেষ করে স্ত্রীর সাথে, এ নিয়ে তাঁর ঝগড়া হয়েছে। তবে তাঁর যুক্তি ছিল পরিষ্কার, "এই মুহূর্তটা আমরা আর কখনো ফিরে পাব না।"

এখন পর্যন্ত তাঁর এই পাগলামি সার্থকই বলা যায়, কারণ রিভার প্লেট ক্লাব বিশ্বকাপে ভালো খেলছে। গ্রুপ 'ই'তে তারা ২ ম্যাচ শেষে ১ জয় ও ১ ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। আগামী বৃহস্পতিবার ইন্টার মিলানের বিপক্ষে তাদের গ্রুপের শেষ ম্যাচ।

এই ধরনের ফুটবলপ্রেম নিয়ে আপনার কী মতামত? কমেন্টে জানান! 👇

ভাবুন তো, আপনার প্রিয় ফুটবলার বিশ্বকাপ খেলছে, অথচ সে পেশায় কোকাকোলা বিক্রেতা কিংবা রিয়েল এস্টেট এজেন্ট! অবিশ্বাস্য মনে হ...
16/06/2025

ভাবুন তো, আপনার প্রিয় ফুটবলার বিশ্বকাপ খেলছে, অথচ সে পেশায় কোকাকোলা বিক্রেতা কিংবা রিয়েল এস্টেট এজেন্ট! অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি নিউজিল্যান্ডের অকল্যান্ড সিটি এফসি'র ক্ষেত্রে। 🇳🇿

এই ক্লাবের খেলোয়াড়রা লিওনেল মেসি, হ্যারি কেইন, বা আর্লিং হালান্ডের মতো তারকাদের সাথে লড়াই করবে বিশ্বকাপের মঞ্চে, অথচ তাদের অনেকেই পেশাদার ফুটবলার নন!

দলের অধিনায়ক মারিও ইলিচ একজন কোকাকোলা বিক্রয় প্রতিনিধি। প্রতিদিন ভোরে জিমে গিয়ে, এরপর অফিসে কাজ সেরে তিনি দুই ঘণ্টা ফুটবল অনুশীলন করেন। সহ-অধিনায়ক অ্যাডাম মিচেল রিয়েল এস্টেটের ব্যবসা করেন, আর গোলরক্ষক কনর ট্রেসি পশু চিকিৎসার ওষুধ কোম্পানিতে কাজ করেন।

আর্থিক সীমাবদ্ধতা সত্ত্বেও ফুটবলের প্রতি তাদের অদম্য ভালোবাসা আর কঠোর পরিশ্রমই তাদের বিশ্বকাপের মতো বড় মঞ্চে নিয়ে এসেছে। অপেশাদার হয়েও পেশাদারদের সাথে লড়তে প্রস্তুত এই দলটির গল্প সত্যিই অনুপ্রেরণাদায়ক!

কী ভাবছেন এই দলটিকে নিয়ে? কমেন্টে জানান! 👇

ফুটবলকে আরও গতিশীল ও উপভোগ্য করতে ফিফা আনছে নতুন নিয়ম! 🚀 ২০২৫ সালের ক্লাব বিশ্বকাপ থেকে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে  গোল...
15/06/2025

ফুটবলকে আরও গতিশীল ও উপভোগ্য করতে ফিফা আনছে নতুন নিয়ম! 🚀 ২০২৫ সালের ক্লাব বিশ্বকাপ থেকে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে গোলরক্ষকদের জন্য '৮ সেকেন্ড' রুল।

কী এই নিয়ম? গোলরক্ষক বল হাতে নেওয়ার পর ৮ সেকেন্ডের মধ্যে যদি তা মাঠে না ছাড়েন, তাহলে প্রতিপক্ষ পাবে কর্নার কিক! ⚽

অনেক সময় দেখা যায়, গোলরক্ষকরা অযথা সময় নষ্ট করে ম্যাচের গতি নষ্ট করেন। ফিফার রেফারি কমিটির প্রধান পিয়ারলুইজি কোলিনা জানিয়েছেন, এই নিয়ম খেলার গতি বাড়াবে এবং দর্শকদের জন্য বিনোদন নিশ্চিত করবে।

এই নতুন নিয়ম নিঃসন্দেহে ম্যাচের কৌশল বদলে দেবে এবং ফুটবলকে আরও রোমাঞ্চকর করে তুলবে! কী ভাবছেন এই নিয়ম নিয়ে? কমেন্টে জানান! 👇

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট নিয়ে হুলস্থুল! ১৮ হাজার ৩০০ টিকিট বিক্রি হয়ে গেছে, অথচ ফুটবলপ্রেমীরা টিকিট কাটতেই পার...
28/05/2025

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট নিয়ে হুলস্থুল! ১৮ হাজার ৩০০ টিকিট বিক্রি হয়ে গেছে, অথচ ফুটবলপ্রেমীরা টিকিট কাটতেই পারেননি! এই সব বিতর্কের মধ্যেই চূড়ান্ত হয়েছে সিঙ্গাপুর ম্যাচের প্রাথমিক স্কোয়াড।

সংযুক্ত আরব আমিরাতের কাছে অপ্রত্যাশিত সিরিজ হারের পর এবার বাংলাদেশের সামনে পাকিস্তানের চ্যালেঞ্জ। ঘরের মাঠে টি-টোয়েন্টি...
27/05/2025

সংযুক্ত আরব আমিরাতের কাছে অপ্রত্যাশিত সিরিজ হারের পর এবার বাংলাদেশের সামনে পাকিস্তানের চ্যালেঞ্জ। ঘরের মাঠে টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার পর এমন হার টাইগারদের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে।

যদিও পাকিস্তানও খুব একটা ভালো ফর্মে নেই এবং বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহিন আফ্রিদির মতো তারকা ক্রিকেটাররা এই সিরিজে নেই, তবুও টাইগারদের কোচ ফিল সিমন্স পাকিস্তানকে হালকাভাবে নিতে নারাজ। তিনি বলেন, "আমি জানি না এটা পাকিস্তানকে হারানোর সেরা সময় কি-না। তবে আমার মনে হয়, এটা আমাদের খেলোয়াড়দের নিজেদের সেরাটা দেখানোর সময়! পাকিস্তান যেকোনো সময়ই বিপজ্জনক দল, তাই তাদের হালকাভাবে নেওয়া যায় না।"

সিমন্স আরও জানান, আমিরাতের কাছে হার হতাশাজনক হলেও দল মানসিকভাবে চাঙ্গা আছে। তিনি মনে করেন, "সিরিজ জয়ের দারুণ একটা সুযোগ আছে।"

আগামীকাল (বুধবার) রাত ৯টায় লাহোরে শুরু হচ্ছে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাকি দুই ম্যাচ ৩০ মে ও ১ জুন একই মাঠে অনুষ্ঠিত হবে।

আর্জেন্টিনার ১৯৭৮ সালের বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ও সাবেক ডিফেন্ডার লুইস গালভান মা*রা গেছেন। আর্জেন্টাইন ফুটবল অ্যা...
06/05/2025

আর্জেন্টিনার ১৯৭৮ সালের বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ও সাবেক ডিফেন্ডার লুইস গালভান মা*রা গেছেন। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এক বিবৃতিতে তার মৃ*ত্যু সংবাদ নিশ্চিত করেছে। মৃ*ত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

১৯৭৮ সালের বিশ্বকাপ ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে ৩-১ গোলে জয়ী হওয়া আর্জেন্টিনা দলের মূল সেন্টার-ব্যাক ছিলেন লুইস গালভান। টুর্নামেন্টের সবগুলো ম্যাচে অধিনায়ক দানিয়েল পাসারেলার সঙ্গে রক্ষণভাগে দারুণ জুটি গড়ে তুলেছিলেন তিনি।

চট্টগ্রাম টেস্ট: ৫০ টাকা দিয়েও শান্তদের খেলা দেখতে নারাজ দর্শক। সারাদিনে বিক্রি মাত্র ৯টি টিকেট।
28/04/2025

চট্টগ্রাম টেস্ট: ৫০ টাকা দিয়েও শান্তদের খেলা দেখতে নারাজ দর্শক। সারাদিনে বিক্রি মাত্র ৯টি টিকেট।

সিলেটেও হতাশার ব্যাটিং বাংলাদেশের। সম্প্রতি টেস্ট ক্রিকেটে বাজে পারফরম্যান্স করা বাংলাদেশ ঘরের মাঠেও ব্যর্থ। সেটিও সাম্প...
20/04/2025

সিলেটেও হতাশার ব্যাটিং বাংলাদেশের। সম্প্রতি টেস্ট ক্রিকেটে বাজে পারফরম্যান্স করা বাংলাদেশ ঘরের মাঠেও ব্যর্থ। সেটিও সাম্প্রতিক সময়ের পরিসংখ্যানে শক্তিমত্তায় পিছিয়ে থাকা জিম্বাবুয়ের বিপক্ষে।

প্রথম ইনিংসে ব্যাট করে মাত্র ১৯১ রানে অলআউট হয়েছে বাংলাদেশ।

UEFA Champions League: Real Madrid vs Arsenalউয়েফা চ্যাম্পিয়নস লিগ: রিয়াল মাদ্রিদ–আর্সেনাল
16/04/2025

UEFA Champions League: Real Madrid vs Arsenal
উয়েফা চ্যাম্পিয়নস লিগ: রিয়াল মাদ্রিদ–আর্সেনাল

12/04/2025

হামজা চৌধুরির পর এবার আসছেন কানাডার সামিত সোম; কানাডার প্রথম সারির লীগে খেলে আলোচনায় আসেন সামিত; হামজার মতো সামিতও এখন স্বপ্ন দেখছেন বাংলাদেশের হয়ে খেলার

20/03/2025

ভারতের আ/ক্র/ম/ণা/ত্ম/ক ফুটবলের বিরুদ্ধে কোন পরিকল্পনা নিয়ে মাঠে নামবে জামাল-হামজার দল? বাংলাদেশ কী পারবে দক্ষিণ এশিয়ার পরাশক্তি ভারতকে হারিয়ে চূড়ান্ত পর্বে জায়গা করে নিতে?

13/01/2025

বিপিএলের মঞ্চে ছক্কার বন্যা বইয়ে দিয়ে সাব্বির প্রমাণ করেছেন এখনো তার ব্যাটে মরিচা ধরেনি। তবে কি বিপিএল দিয়েই ভাগ্য খুলতে যাচ্ছে সাব্বিবের ? আবারো কি ফিরবেন জাতীয় দলে? এমন প্রশ্নই এই মুহুর্তে শোনা যাচ্ছে মারকুটে এই ব্যাটারকে ঘিরে।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Sports Now posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sports Now:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share