Rakib/রাকিব

Rakib/রাকিব A little one on the Democratic side

22/07/2025

এই মূহুর্তে আওয়ামীলীহের দলীয় পাবলিক টয়লেট সামনে, ছাত্র জনতা শ্লোগান দিচ্ছে মুজিববাদ মুজিববাদব,মুর্দাবাদ মুর্দাবাদ,, ইনকিলাব জিন্দাবাদ

22/07/2025

মাইলস্টোনের সামনে একটু আগে যা হল তার বর্ণনা পাবেন উত্তরার জুলাই যোদ্ধা রাজুর মুখে।

মূলত, লীগ এখন তার স্টেইটমেন্ট মুভ শুরু করেছে। অর্থাৎ নিজের লোকদের নিজেরাই মেরে ফেলা। বলতে আপ্রেন লাশের রাজনীতি। তারা প্রমাণ করতে চায়, আওয়ামীলীগের সাথে ইন্টেরিমের পার্থক্য নেই। বাকিটুকু ভিডিওতে।

হ্যাঁ, ইন্টেলিজেন্স বিষয়ে অবহেলাই আমরা পেয়েছি।

22/07/2025

ঘরপোড়ার ভেতর আলু পোড়া খেতে এসেছে লীগ।

শিক্ষার্থীরা চলে গেছে, পুলিশ ধরলে তারা এখন দোকানের শ্রমিক পরিচয় দিচ্ছে🤣

আন্দোলনের ইন্ধন দেয়ায় ছাত্রলীগ তথা মজিবপুত্রকে গণধোলাই! দাবি মেনে নেওয়ায় উত্তরায় মাইলস্টোনের সামনে আন্দোলন শেষে সব শিক্ষ...
22/07/2025

আন্দোলনের ইন্ধন দেয়ায় ছাত্রলীগ তথা মজিবপুত্রকে গণধোলাই!

দাবি মেনে নেওয়ায় উত্তরায় মাইলস্টোনের সামনে আন্দোলন শেষে সব শিক্ষার্থী চলে যাচ্ছিলো। এই লোক তবুও কয়েকজন নিয়ে সেখানে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করে।

ছাত্র-জনতা ধরে ফেলার পর প্রমাণ পায় ছাত্রলীগ করতো। এই মাত্র পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে তাকে।

প্রথম ছবিতে ঢাবির লোগো পরিহিত যাকে দেখা যাচ্ছে তার নাম শাকিল আহমেদ সাক্কু, দনিয়া কলেজের ছাত্রলীগের কর্মী। যে শ্লায় কিনা ...
22/07/2025

প্রথম ছবিতে ঢাবির লোগো পরিহিত যাকে দেখা যাচ্ছে তার নাম শাকিল আহমেদ সাক্কু, দনিয়া কলেজের ছাত্রলীগের কর্মী।
যে শ্লায় কিনা সেক্সাছিনারে টাকা তুইলা ফেরত আনতে চায়।

দ্বিতীয় ছবিতে নারায়ণগঞ্জের আড়াইহাজারের ছাত্রলীগের কর্মী রাকিব।

এরাসহ লীগের চামচারা সব সাধারণ শিক্ষার্থীদের ক্ষোভকে কাজে লাগিয়ে দেশকে অস্থিতিশীল করছে।

এদের তথ্য আমি ঘরে বসে খুঁজে বের করলাম, সেখানে গোয়েন্দাবাহিনী ব্যর্থ!
আসলে দেশে লীগপন্থী যারা আছে আজকে সম্মিলিতভাবে অরাজকতা সৃষ্টি করছে।
এই সরকারের দ্রুত কঠোর পদক্ষেপ নিতে হবে। এখন মানে এখনই।

22/07/2025

মৃত্যুর সংখ্যা গোপন কিংবা লাশ গুম করার এই গুজব মাইলস্টোনের কয়জন শিক্ষার্থী জানিয়েছে যে তাদের অমুক সহপাঠী নিখোঁজ

কিংবা কয়জন অভিভাবক জানিয়েছেন যে তার সন্তান নিখোঁজ

কেবল মাত্র আওয়ামিলীগ ছাত্রলীগ আর এদের পেজগুলো ব্যাতিত লাশের হিসেব গুম এই গুজব ছড়িয়ে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে কাজ করছে ।

খেয়াল করো দেখবেন জায়গায় জায়গায় আন্দোলনের মাঠ থেকে ছাত্রলীগ ফেবু তে লাইভ করছে, ওদের গ্রুপ গুলো নির্দেশনা দিচ্ছে গ্যান্জাম লাগানোর জন্য।

21/07/2025

লাশ লুকিয়ে রাখছে? এত রাতে এখন এম্বুলেন্স নিয়ে আসছে লাশ চুরি করার জন্য?

লাশে সঠিক হিসাব বুঝে নেও ছাত্রজনতা।

21/07/2025

রাত দুইটা বাজে এখনো উদ্ধার চলছে মাইলস্টোন কলেজে

রাতের আঁধারে ক্যাম্পাসে এ্যাম্বুলেন্স নিয়ে লাশ গুম করছে পুলিশ?

21/07/2025

সারাদেশ শোকাহত আর এদিকে চকবাজারে শিবিরের উপর ছাত্রদলের হামলা।

21/07/2025

উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনার জন্য দায়ী হাসনাত, সারজিস - জানালেন বিমান বিধ্বস্তের ঘটনায় বেঁচে ফেরা একজন দেশপ্রেমিক মা ৷

21/07/2025

বিমান বিধ্বস্তের পরে মাইলস্টোন থেকে সেনাবাহিনী কতৃক বাচ্চাদের বের করার দৃশ্য।

21/07/2025

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় শোক জানিয়ে কান্নাজরিত কন্ঠে প্রধান উপদেষ্টার ভিডিওবার্তা।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Rakib/রাকিব posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rakib/রাকিব:

Share