
26/09/2023
আসসাামুআলাইকুম💖
অর্গানিক ফলোয়ার্স আসলে কি?বিস্তারিত আলোচনা করা যাক তাহলে।😊
ধরুন আপনার একটি ফেসবুক পেইজ বা আইডি আছে এবং ইন্সটাগ্রাম একাউন্টও আছে।আর আপনি সেখানে ফলোয়ারস,লাইক, কমেন্টস বাড়াতে চাচ্ছেন।কিন্তু অনেকেই ফেইক ফলোয়ার অফার করে কম টাকায়।এগুলো সম্পূর্ণ বট ফলোয়ার। আপনার যদি আপনার পেজটিকে নিয়ে অনেক দূর যাওয়ার পরিকল্পনা থাকে তাহলে আপনার উচিৎ হবে রিয়েল ফলোয়ার কেনা।রিয়েল ফলোয়ার্স পেজের রিচ, ইম্প্রেশন বাড়াতে সাহায্য করে। আর অর্গানিক ফলোয়ার্স গ্রো করতে এই জন্যই সময় বেশি লাগে। ফেইক মার্কেটারের ফাঁদে পা দিবেন না। ফলোয়ার্স পাওয়া যদি এতই সহজ হত তাহলে দেশে মনে হয় কাউকেই আর বেকার থাকতে দেখা যেত না🙂
#কপি