13/05/2023
শিল্প বিপ্লবের শুরুর দিকে অনেকেই আশঙ্কা করেছিলেন, যন্ত্রের ফলে হয়তো মানুষ চাকরি হারাবে। কিন্তু বৃহত্তর অর্থে এমনটা ঘটেনি। মানুষের আয়ত্তেই ছিল কল-কারখানা পরিচালনার দায়িত্ব। সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অভূতপূর্ব উন্নতির ফলেও যেন একই শঙ্কা আবার দেখা দিয়েছে। বহু বিশেষজ্ঞের মতে, মানুষের চাকরির বাজারের একটা বড় অংশ দখল করে নিতে পারে এআই।
চলতি বছরের মার্চ মাসে বিখ্যাত আর্থিক প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাকস প্রকাশিত রিপোর্টে দেখা যায়, দ্রুতগতিতে কন্টেন্ট তৈরি করতে পারায় প্রায় এক-চতুর্থাংশ চাকরি এআই দখল করতে পারে।
রিপোর্টে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে অটোমেশনের ফলে প্রায় ৩০০ মিলিয়ন চাকরি এআইয়ের দখলে চলে যেতে পারে।
তবে ক্ষেত্রে অদূর ভবিষ্যতেও মানুষের প্রাধান্য থাকবে কিছু ক্ষেত্রে। যেমন, যেসব কাজ সত্যিকার অর্থেই সৃজনশীল। এখানে শুধু সূত্র মেনে কাজ করলে হয় না বা আগের আইডিয়াগুলোকে সন্নিবেশ করলেই হয় না। বরং নিজ থেকে আইডিয়া তৈরি করে সৃজনশীলতার সাথে নতুন কিছু তৈরি করতে হয়।
নিজ থেকে আইডিয়া তৈরির ব্যাপারটা কিন্তু আপনাপানি হয় না। এজন্য দরকার হয় নানাবিধ জ্ঞানের, আউট অব বক্স চিন্তার। আর এজন্য সবচেয়ে বেশি উপকার হলো বই পড়া।
একজন উদ্যোক্তার জন্য বই পড়া খুবই জরুরী। বিল গেটস প্রতি সপ্তাহে ১ টি বই পড়েন, বছর শেষে প্রায় ৫০ টির মত বই পড়ে শেষ করেন। আবার বই পড়াকে অন্য লেভেলে নিয়ে গিয়েছেন ওয়ারেন বাফেট, তিনি দিনের ৮০ ভাগ সময় ব্যায় করেন বই পড়ার পিছনে।
ব্যবসায়ী ও উদ্যোক্তাদের জন্য প্রজন্ম পাবলিকেশনের বিশেষ আয়োজন রয়েছে। আমরা আপনাদের জন্য প্রকাশ করেছি অতীব জরুরী কিছু বই যা প্রত্যেক উদ্যোক্তা, প্রত্যেক ব্যবসায়ীর পড়া উচিৎ। গ্যারান্টি দিচ্ছি আমাদের বইগুলো থেকে আপনি এমন কিছু শিখবেন যা আপনার ব্যবসা কিংবা উদ্যোগকে গতিশীল করবে। যদি না করে তবে আপনি বইগুলো ফেরত দিয়ে টাকাটা ফিরিয়ে নেবেন।
ব্যবসায়ী ও উদ্যোক্তাদের জন্য আমাদের বইগুলোঃ
1. স্টার্ট ইয়োর বিজনেস - 190 Tk
2. এক্স্যাক্টলি হোয়াট টু সে - 158 Tk
3. এক্স্যাক্টলি হোয়্যার টু স্টার্ট - 221 Tk
4. এক্স্যাক্টলি হাউ টু সেল - 316 Tk
5. সফল উদ্যোক্তা | দ্য হাই পারফর্ম্যান্স এন্টারপ্রেনার - 316 Tk
6. 22 সিক্রেট অব মার্কেটিং - 253 Tk
7. ছোট অভ্যাস বড় সাফল্য - 277 Tk
8. সুখী ও সুন্দর জীবনের ফরমুলা - 355 Tk
9. না বলতে শিখুন - 237 Tk
10. এটিচিউড ইজ এভরিথিং - 237 Tk
এই লিস্টের প্রথম ছয়টি বই সরাসরি আপনার ব্যবসা ও উদ্যোগকে প্রভাবিত করবে। বাকী চারটি বই আপনার অভ্যাস, দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করবে।
বইগুলো সম্পর্কে বিস্তারিত জানতে বা কিছু অংশ পড়ে দেখতেঃ https://www.projonmo.pub/product-category/non-fiction/business/
দশটি বই একত্রে 2560 টাকা।
একত্রে পুরো সেট ক্রয় করলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। এছাড়া ৫০ টাকা ডেলিভারি চার্জ যুক্ত হবে।
৫০০ টাকার ওপরের অর্ডারে সারাদেশেই ক্যাশ অন ডেলিভারির সুব্যবস্থা আছে।
অর্ডার করুন সরাসরি ওয়েবসাইটেঃ https://www.projonmo.pub/product-category/non-fiction/business/
অথবা নাম, সম্পূর্ণ ঠিকানা ও ফোন নম্বর ইনবক্সে দিন। আমরা আপনার দেওয়া ফোন নম্বরে কল করে কনফার্ম করে বই পাঠিয়ে দেব আপনার ঠিকানায়।
শতভাগ নিশ্চিত হয়ে অর্ডার করার অনুরোধ।