
22/08/2025
রান্না করাকে শিল্প বলা হয় এই কারনে যে বিভিন্ন উপকরণের সৃজনশীল ব্যবহার, স্বাদ ও গন্ধের সমন্বয় এবং দৃষ্টিনন্দন উপস্থাপনার মাধ্যমে একটি সামগ্রিক ও আনন্দদায়ক অভিজ্ঞতা তৈরি করা হয় , যা শিল্পের অন্যান্য শাখার মতো একই ধরনের দক্ষতা ও প্রতিভার দাবি রাখে। আন্তরিকতা, মনোযোগ এবং দক্ষতা দিয়ে যেভাবে খাবারের স্বাদ, গন্ধ, রং তৈরি করে পরিবেশনা করা হয় তা কোনো শিল্পের চেয়ে কম নয়।
আজকে শুক্রবার, জুম্মার দিন❤️...বিশেষ দিন।
আমার আজকের দুপুরের মেনু ছিল
মুরগির ঝাল তরকারি
চিংড়ি ভুনা
করল্লা ভাজি
মুড়িঘণ্ট ❤️
❤️