25/11/2025
আগামী নির্বাচনে ভোট দেওয়া ক্ষেত্রে প্রার্থীর আয়ের উৎস জানার চেষ্টা করবেন। অর্থাৎ প্রার্থীর আগে কি ছিল? তার বাবা কি ছিল? তার দাদাকে ছিল? তাদের অর্থ সম্পদ আগে কি ছিল? অর্থাৎ বাপ দাদাদের সম্পত্তি ছিল না এবং এখন টাকার কুমির, এদেরকে কোনভাবেই ভোট দিবেন না। মনে রাখবেন এদেরকে ভোট দিবেন তো ওরা আপনাকে বিক্রি করে দিবে। তাই কোন চোরকে ভোট দিবেন না।
আসুন সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেই।