01/03/2025
রমাদান মানেই ভুঁড়িভোজ নয়। বেশি বেশি ইফতার পার্টিতে জয়েন করা, অপ্রয়োজনীয় শপিং করা, সোশ্যাল মিডিয়ায় বুদ হয়ে থাকা, মা-বোনদেরকে বাহারি রকমের ইফতারি আয়োজনে ব্যস্ত রাখার মতো কাজগুলো প্রোডাক্টিভিটি নষ্ট করে। রমাদান হলো ইবাদতের মৌসুম। তাই আমাদের সকলের উচিত অযথা কর্ম ব্যস্ততায় না জড়িয়ে রমাদানের মূল লক্ষ্যে ফোকাস করা। রাসুল (ﷺ) ইরশাদ করেন— ভূলুণ্ঠিত হোক তার নাক, যার নিকট রমাদান মাস এলো অথচ তার গুনাহ মাফ হয়ে যাওয়ার পূর্বেই তা পার হয়ে গেল। [তিরমিজী : ৩৫৪৫]