Farjana mily

Farjana mily °জীবন খুবই ছোট!
মানুষকে ক্ষমা করুন, সাহায্য করুন, কৃতজ্ঞ থাকুন, ভালোবাসুন, হাসুন। জীবন সুন্দর 🌸🙂

10/08/2025

পৃথিবীর সবচেয়ে relaxing ব্যাপার হলো যখন আপনার কাউকে impress করার নেই।

না friends, না family, না society, না প্রেমিক অথবা প্রেমিকা। Fight Club সিনেমা যারা দেখেছেন তারা খেয়াল করছেন কিনা জানি না, সেখানে একটা সুন্দর কথা আছে- Loosing all hopes is the ultimate freedom.

সবকিছু ছেড়ে দিয়ে তারপর আপনি যা অর্জন করেন সেটাই একটা দুর্দান্ত ব্যাপার।

06/08/2025

তারা চোখের সামনে যা নেই, সেটা মানতেই চায় না—তবু অদৃশ্য মিথ্যার গল্পে বেঁচে থাকে অনায়াসে। সত্যের শব্দ তাদের কানে বাজে, কারণ সেটা প্রশংসা নয়—আয়নার মতো নগ্ন! তুমি যতই স্পষ্ট হও না কেন, তারা শুধু শুনবে—যা তাদের গল্পে হাততালি আনবে।

02/08/2025

মানুষকে হারানোর ভয়ে আমরা উপেক্ষা সহ্য করি,
অপেক্ষা সহ্য করি, অপমান সহ্য করি, অপবাদ সহ্য করি.!

শেষমেশ একদিন নিজেকেই হারিয়ে ফেলি, হারিয়ে ফেলি নিজের ভেতরে থাকা হাসিখুশি সত্তাকে.!

ভুলে যাই আমার মাঝেও একটা উচ্ছ্বল প্রাণ আছে, আমিও আগাগোড়া একটা আস্ত মানুষ.!

24/07/2025

ইংরেজিতে একটা কথা আছে -
"Closed mouths don't get fed"
মানে কি??
যদি তুমি নিজের প্রয়োজনের কথা না বলো,
অভিযোগ না করো, প্রতিবাদ না করো -
তাহলে যা প্রাপ্য, সেটাও কখনো পাবে না।
চুপ থাকা নিরাপদ হতে পারে,
কিনতু পরিবর্তন কখনো চুপ করে আসেনি__

"নিজেই নিজের ধ্বংস""আমি চুপ থাকি বলে তুমি ভাবো আমি নরম—আসলে আমি শুধু সময় দেই, যাতে তুমি নিজেই নিজের মুখোশ খুলে ফেলো। ধৈর...
18/07/2025

"নিজেই নিজের ধ্বংস"
"আমি চুপ থাকি বলে তুমি ভাবো আমি নরম—আসলে আমি শুধু সময় দেই, যাতে তুমি নিজেই নিজের মুখোশ খুলে ফেলো। ধৈর্য মানে দুর্বলতা না—আমি শুধু অপেক্ষা করি, কখন তুমি নিজের খাল কেটে কুমির আনো। ঠকাই না কাউকে, শুধু আয়না ধরে দেই—কে আসলে কার ছায়ায় বাঁচে!

17/07/2025

পার্টনারকে কখনও "little less than you" ফিল করাবেন না।

হতেই পারে আপনার থেকে তার যোগ্যতা কম। তাই বলে সে আপনার কম্পিটিটর না, আপনিও তার কম্পিটিটর না। জগতের সবার যোগ্যতা সমান হবে না। পার্টনার মানেই দুই এক-এ এক। আপনিই সে, সে-ই আপনি। দুজনে একসাথে গ্রো করবেন। একে অপরকে জিতায় দিবেন। একে অপরের প্রশংসা করবেন।
এজন্যই আপনারা পার্টনার। স্বামী-স্ত্রী কিংবা প্রেমিক-প্রেমিকা।এই সম্পর্কগুলো উদার হতে হয়। নইলে জমে না।♥️

12/07/2025

পরের ক্ষতি করার নেশা যদি কাউকে একবার পেয়ে বসে, নিজের অস্তিত্ব ধ্বংস না হওয়া পর্যন্ত তার হুঁশ ফেরে না।

06/07/2025

I'am just normal Girl
No talent, No look, nothing special
Just a normal girl.🖤

06/07/2025

জীবনের সবচেয়ে বড় পরিপক্কতা কি, জানেন?

কে ঠিক কোন চোখে আপনাকে দেখছে, খুব সহজেই তা বুঝতে পারা।

মনে ঘৃণা কিংবা প্রতারণা লুকিয়ে অনেকেই কাছে আসতে পারে, বিন্দুমাত্র ভালো না বেসেও অনেকেই ভালোবাসি বলতে পারে, গুপ্তঘাতক হয়ে অনেকেই ব ন্ধু হয়ে পথ চলার সঙ্গী হতে চাইতে পারে; কিন্তু এসব ভণ্ডদের খুব সহজে চিনতে পারাটাই হচ্ছে সবচেয়ে বড় পরিপক্বতা

#

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Farjana mily posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Farjana mily:

  • Want your business to be the top-listed Media Company?

Share