03/12/2022
💥ইন্টারনেট কি (What Is Internet In Bangla) : অন্তৰ্জাল বা ইন্টারনেট হলো সারা পৃথিবী জুড়ে বিস্তৃত, পরস্পরের সাথে সংযুক্ত অনেকগুলো কম্পিউটার নেটওয়ার্কের সমষ্টি যা জনসাধারণের জন্য উন্মুক্ত এবং যেখানে আইপি বা ইন্টারনেট প্রটোকল নামের এক প্রামাণ্য ব্যবস্থার মাধ্যমে ডেটা আদান-প্রদান করা হয়।
💥 ইন্টারনেট এর মূল কাজ কি?
ইন্টারনেটের মূল কাজ হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে ডাটা আদান-প্রদান করা। যেসব মেশিন একসাথে কানেক্ট হয়ে ইন্টারনেট তৈরি করেছে তাদের প্রধান কাজ হচ্ছে ডাটা আদান-প্রদান করা। ইন্টারনেটকে পোস্টাল সার্ভিসের সাথে তুলনা করা যায়।
💥এক স্থান থেকে আরেক স্থানে চিঠি আদান – প্রদান করা হয় পোস্টাল সার্ভিসে।চিঠি কার কাছে আসল বা কি লিখা আছে এগুলো কোন বিষয় না। আবার একেবারে ফাঁকা চিঠি থাকলেও পোস্টাল সার্ভিসের কিছু যায় আসে না। তার কাজ হচ্ছে শুধু চিঠি ঠিকমতো পৌঁছানো। ইন্টারনেটও ঠিক এভাবে কাজ করে।
💥
ইন্টারনেট কাজ করার জন্য ৩ টি জিনিস প্রয়োজন। এগুলো হলো –
★একটি ডিভাইস (যেখান থেকে ইন্টারনেট চালু করা যাবে)
★ISP থেকে ইন্টারনেট সার্ভিস গ্রহণ
★একটি ওয়েব ব্রাউজার বা অ্যাপ
🪩Learn about Internet in Bangla
এখন, আপনি যে, “ইন্টারনেটের বিষয়ে” আমার এই আর্টিকেল পড়ছেন, সেটাও কিন্তু ইন্টারনেটের মাধ্যমে। হতেপারে, আপনি একটি মোবাইল ফোনে বা কম্পিউটারে এই আর্টিকেলটি পড়ছেন।
কিন্তু, আমার অনলাইন ওয়েবসাইটের সাথে কানেক্ট বা লিংক হওয়ার জন্য, যেকোনো ডিভাইসে আপনার সেই কম্পিউটার নেটওয়ার্ক, যাকে আমরা ইন্টারনেট বলি, তার ব্যবহার করতেই হবে।
আজ, প্রায় সব রকমের জিনিসের বা কাজের জন্য আমাদের, এই ইন্টারনেটের ব্যবহার করতেই হয়।