Sumaiya Jahan Farjana

Sumaiya Jahan Farjana I am an Entrepreneur & Digital Marketer

Permanently closed.
29/09/2023
আমাদের মনে আসা সকল স্বপ্ন-ই সত্যি হতে পারে যদি আমরা সেই স্বপ্নকে অনুসরণ করার সাহস পাই☘️☘️যদি লক্ষ হয় নিখুঁত তবে সফলতা হব...
06/01/2023

আমাদের মনে আসা সকল স্বপ্ন-ই সত্যি হতে পারে যদি আমরা সেই স্বপ্নকে অনুসরণ করার সাহস পাই☘️☘️

যদি লক্ষ হয় নিখুঁত তবে সফলতা হবে সুনিশ্চিত। জীবন মানে নিজেকে খুজে পাওয়ার জন্য নয়, জীবন মানে নিজেকে তৈরি করা।
সকল কিছু সফল করার মূল কেন্দ্রবিন্দু হলো ইচ্ছা 🍁🍁

এর-ই ধারাবাহিকতায় সকলের ভালোবাসার মধ্যমনি থেকে যেন এগিয়ে যেতে পারি সবার দোয়া কামনা করছি 🤲🤲

25/12/2022

আমাদের মনে আসা সকল স্বপ্ন-ই সত্যি হতে পারে যদি আমরা সেই স্বপ্নকে অনুসরণ করার সাহস পাই।

যদি লক্ষ হয় নিখুঁত তবে সফলতা হবে সুনিশ্চিত। জীবন মানে নিজেকে খুজে পাওয়ার জন্য নয়, জীবন মানে নিজেকে তৈরি করা।
সকল কিছু সফল করার মূল কেন্দ্রবিন্দু হলো ইচ্ছা 🍁🍁

08/12/2022

একটি স্বপ্ন যাদু দিয়ে বাস্তবে পরিণত হয় না;
এটি ঘাম, সংকল্প এবং কঠোর পরিশ্রম লাগে।

07/12/2022

🔳শপিফাই কি?
🔳 কিভাবে কাজ করতে হয়?

➡️শপিফাই মূলত একটি কানাডিয়ান ইকমার্স কোম্পানি যারা বিভিন্ন অনলাইন স্টোরগুলোর জন্য ওয়েব সফটওয়্যার ডেভেলপ করে। তাদের তৈরি শপিফাই সফটওয়্যারটি মূলত একটি অনলাইন ভিত্তিক ই-কমার্স প্ল্যাটফর্ম যা দ্বারা অনলাইনে প্রায় যেকোনো ধরণের পণ্য খুব সহজেই বিক্রয় করা সম্ভব।

〽️শপি ফাইএর সবচেয়ে বড় সুবিধা হল এর সেটআপ। এছাড়া ডেভেলপ করার পর সাইটের এডমিন প্যানেল ম্যানেজ করাটাও বেশ জটিল ও ঝামেলার একটি কাজ। এ কারনে অনেক সময় আলাদা করে এডমিন প্যানেল ম্যানেজ করার জন্য এমপ্লয়ি হায়ার করতে হয়। কিন্তু শপিফাইতে এধরনের কোন ঝামেলা নেই। কোন ধরণের প্রোগ্রামিং ছাড়াই শুধু নির্দিষ্ট কিছু কাজের মাধ্যমেই আপনি গড়ে তুলতে পারবেন আপনার একান্ত নিজস্ব একটি ইকমার্স প্ল্যাটফর্ম। আর এর অসংখ্য ফ্রি বিলট ইন থিম ব্যাবহার করে আপনার সাইটকে করে তুলতে পারেন আকর্ষণীয়। শপিফাই এর এডমিন প্যানেল ম্যানেজ করাটাও তুলনামূলক সহজ। যাদের ওয়ার্ড প্রেস সাইট বা ব্লগ ম্যানেজ করার অভিজ্ঞতা রয়েছে তাদের জন্য একেবারে পানির মত সোজা। আর যাদের অভিজ্ঞতা নেই তারাও এমনকি সামান্য কিছু প্র্যাকটিসের মাধ্যমেই হয়ে উঠতে পারবেন দক্ষ।

◼️এই কাজ শিখতে কোনো যোগ্যতা লাগবেনা। আপনি একদম নতুন হয়ে থাকলে আপনার জন্য হতে পারে এটি একটি লাইফ চেঞ্জিং কোর্স। তবে যেটা লাগবে সেটা হলো ইংরেজী পরতে পারা, বুঝতে পারা এবং লিখতে পারার যোগ্যতা ।

💥ইন্টারনেট কি (What Is Internet In Bangla) : অন্তৰ্জাল বা ইন্টারনেট হলো সারা পৃথিবী জুড়ে বিস্তৃত, পরস্পরের সাথে সংযুক্ত...
03/12/2022

💥ইন্টারনেট কি (What Is Internet In Bangla) : অন্তৰ্জাল বা ইন্টারনেট হলো সারা পৃথিবী জুড়ে বিস্তৃত, পরস্পরের সাথে সংযুক্ত অনেকগুলো কম্পিউটার নেটওয়ার্কের সমষ্টি যা জনসাধারণের জন্য উন্মুক্ত এবং যেখানে আইপি বা ইন্টারনেট প্রটোকল নামের এক প্রামাণ্য ব্যবস্থার মাধ্যমে ডেটা আদান-প্রদান করা হয়।

💥 ইন্টারনেট এর মূল কাজ কি?
ইন্টারনেটের মূল কাজ হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে ডাটা আদান-প্রদান করা। যেসব মেশিন একসাথে কানেক্ট হয়ে ইন্টারনেট তৈরি করেছে তাদের প্রধান কাজ হচ্ছে ডাটা আদান-প্রদান করা। ইন্টারনেটকে পোস্টাল সার্ভিসের সাথে তুলনা করা যায়।

💥এক স্থান থেকে আরেক স্থানে চিঠি আদান – প্রদান করা হয় পোস্টাল সার্ভিসে।চিঠি কার কাছে আসল বা কি লিখা আছে এগুলো কোন বিষয় না। আবার একেবারে ফাঁকা চিঠি থাকলেও পোস্টাল সার্ভিসের কিছু যায় আসে না। তার কাজ হচ্ছে শুধু চিঠি ঠিকমতো পৌঁছানো। ইন্টারনেটও ঠিক এভাবে কাজ করে।

💥
ইন্টারনেট কাজ করার জন্য ৩ টি জিনিস প্রয়োজন। এগুলো হলো –

★একটি ডিভাইস (যেখান থেকে ইন্টারনেট চালু করা যাবে)

★ISP থেকে ইন্টারনেট সার্ভিস গ্রহণ

★একটি ওয়েব ব্রাউজার বা অ্যাপ


🪩Learn about Internet in Bangla

এখন, আপনি যে, “ইন্টারনেটের বিষয়ে” আমার এই আর্টিকেল পড়ছেন, সেটাও কিন্তু ইন্টারনেটের মাধ্যমে। হতেপারে, আপনি একটি মোবাইল ফোনে বা কম্পিউটারে এই আর্টিকেলটি পড়ছেন।

কিন্তু, আমার অনলাইন ওয়েবসাইটের সাথে কানেক্ট বা লিংক হওয়ার জন্য, যেকোনো ডিভাইসে আপনার সেই কম্পিউটার নেটওয়ার্ক, যাকে আমরা ইন্টারনেট বলি, তার ব্যবহার করতেই হবে।

আজ, প্রায় সব রকমের জিনিসের বা কাজের জন্য আমাদের, এই ইন্টারনেটের ব্যবহার করতেই হয়।

24/11/2022

☑️দক্ষতা অর্জন করার কথা আমরা ভাবছি কিন্তু দক্ষতা অর্জনের পূর্বে সঠিক সিদ্ধান্ত নেওয়াটা অনেক বেশি জরুরি।
এক্ষেত্রে যে বিষয়গুলো বিবেচনায় আনতে হবে সেগুলো হলোঃ
👉কোন বিষয়ে দক্ষতা অর্জন করা উচিত?
👉শুরুটা কিভাবে করা উচিত?
👉কোন প্রতিষ্ঠান নির্বাচন করা উচিত?
👉অফলাইন নাকি অনলাইনে করা উচিত?
👉ইনকামের নিশ্চয়তা আছে তো?
👉থাকলে ও দীর্ঘস্থায়ী কি না?
তাই প্রতিবন্ধকতার কথা চিন্তা না করে সার্বিক দিক বিবেচনা করে আমাদের এগিয়ে যেতে হবে দক্ষতা অর্জনের পথে। কারণ এখন সময় দক্ষতা অর্জনের, কেননা এখনকার যুগের প্রতিযোগিতায় টিকে থাকতে হলে একমাত্র দক্ষতাই আপনার সহযোগী হবে। তাহলে একথা আমরা সহজেই বলতে পারি যে দক্ষতা অর্জনের জন্য কেবল প্রয়োজন আমাদের ইচ্ছা শক্তি। ইচ্ছাশক্তি থাকলে আমরা সকল পরিস্থিতি মোকাবেলা করে এবং সকল প্রতিবন্ধকতা কে হার মানিয়ে দক্ষতা অর্জন করতে সক্ষম হব।

তাহলে আপনি কী ভাবছেন সিদ্ধান্ত গুলো কবে নিচ্ছেন বা কবে থেকে দক্ষতা অর্জন শুরু করবেন?

আইটি ক্ষেত্রে ক্যারিয়ার গড়তে হলে কিংবা আইটি প্রশিক্ষণ বিষয়ক যে কোন তথ্য জানতে আপনি অংশ নিতে পারেন

17/11/2022

বর্তমান যুগ ইন্টারনেটের যুগ। এখন ঘরে বসে মানুষ বিশ্বের সব খবরাখবর রাখতে পারছে ।

বলা যায় পৃথিবী এখন হাতের মুঠোয়। ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অল্প সময়ে ব্যবসায় সফলতার জন্য আগে আমাদেরকে জানতে হবে Digital Marketing কি? অল্প কথায় Digital Marketing হল ইলেকট্রনিক মিডিয়াকে ব্যবহার করে ইন্টারনেট দুনিয়ায় পণ্য, প্রতিষ্ঠান বা ব্র্যান্ডের প্রচারনা বা বিজ্ঞাপন দেয়া। বিশেষ করে সোশ্যাল মিডিয়াগুলোতে বিজ্ঞাপন দেয়ার হার বর্তমানে সবচেয়ে বেশি।

এর কারণ বিশ্বে ৫৫.০৮ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করছে তার মধ্যে ৭৫ শতাংশ মানুষ নিয়মিত সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। তাই Social Media ও Digital মাধ্যমগুলো কে কাজে লাগিয়ে ব্যবসার পথ আরো সমৃদ্ধ হচ্ছে।

আজকে আমরা এমন ৮ টি মাধ্যম সম্পর্কে আলোচনা করবে। যা ব্যবসার ক্ষেত্রে এনে দিতে পারে বৈপ্লবিক পরিবর্তন।

ডিজিটাল মার্কেটিং এর প্রকারভেদ-

ডিজিটাল মার্কেটিং সাধারণত দুই প্রকার,

অনলাইন মার্কেটিং

এবং অফলাইন মার্কেটিং।

অনলাইন মার্কেটিং এর মধ্যে রয়েছে-

১.কনটেন্ট মার্কেটিং

২.সোশ্যাল মিডিয়া মার্কেটিং-

৩.Pay-per-click অ্যাডভার্টাইজিং

৪.অ্যাফিলিয়েট মার্কেটিং

৫.রেফারেল মার্কেটিং

৬.ইমেইল মার্কেটিং

৭.SEO (Search Engine Optimization)

কিছু অফলাইন মার্কেটিং পদ্ধতি নিচে উল্লেখ করা হল-

১.রেডিও মার্কেটিং

২.টেলিভিশন মার্কেটিং

৩.ফোন মার্কেটিং

৪.বিলবোর্ড অ্যাডস

৫.লাইভ ডেমোনেস্ট্রেশন

৬.প্রিন্ট অ্যাডস

ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে কতটা সহায়ক হবে?

ফ্রিল্যান্সিং বাংলাদেশের বর্তমানে একটি বহুল আলোচিত বিষয়। বাংলাদেশ বিপুল পরিমাণ তরুণ-তরুণী চাকরির খোঁজে হতাশ হয়ে এই সেক্টরে প্রবেশ করার সুযোগ খুঁজছে। তবে বেশিরভাগ টিনএজাররা বুঝতে পারে না আসলে তাদের কিভাবে শুরু করা উচিত।

যদি অনলাইন ক্যারিয়ারকে মোটাদাগে ভাগ করা যায় তাহলে তিন ভাগে ভাগ করা সম্ভব। ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভলপিং এবং গ্রাফিক্স ডিজাইন। সেক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং এর কাজের ক্ষেত্র অনেক বিশাল।

কেউ যদি ফ্রিল্যান্সিং ক্যারিয়ার হিসেবে ডিজিটাল মার্কেটিংকে নিতে চায় তাহলে তার উচিত হবে, ছোট ছোট পরিসর থেকে শুরু করা। উপরে আমরা ডিজিটাল মার্কেটিং এর যে বিষয় গুলো নিয়ে বলা শুরু করেছিলাম, সেই একটি বিষয় নিয়ে কেউ যদি শুরু করে তাহলে প্রচুর পরিমানে আর্নিং করা সম্ভব।

আগামী দিন গুলোতে ডিজিটাল স্কিল গুলো আরও বেশি পরিমানে মানুষের প্রয়োজন হবে। সেই কথা মাথায় রেখে যদি স্কিল ডেভেলপ করতে পারেন তাহলে অবশ্যই সফল হবেন।

🧑‍💻
💕

Address

Dhaka

Telephone

+8801732968019

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sumaiya Jahan Farjana posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share