Motivational Thoughts

  • Home
  • Motivational Thoughts

Motivational Thoughts Motivational speech & video creator

তাকে ঘৃণা করার ১০০ টি কারণ!1.সে আমাকে মিথ্যা বলতো।2.সে ইচ্ছে করে আমাকে কষ্ট দিয়েছিল।3. সে আমাকে নিজেকেই ঘৃণা করতে বাধ্য ...
10/07/2025

তাকে ঘৃণা করার ১০০ টি কারণ!

1.সে আমাকে মিথ্যা বলতো।
2.সে ইচ্ছে করে আমাকে কষ্ট দিয়েছিল।
3. সে আমাকে নিজেকেই ঘৃণা করতে বাধ্য করেছিল।
4.সে কথা বলা বন্ধ করে দিয়েছিল।
5. তার কাছে আমার থেকে অন্যদের বেশি গুরুত্ব ছিলো
6.সে স্বার্থপর ছিল, বেইমান ছিলো।
7. সে ভালোবাসার ভান করেছিল, কিন্তু ভালোবাসেনি।
৪. সে আমার আড়ালে আমার অপছন্দের কাজ গুলো করতো।
9. সে আমাকে দিনের পর দিন ঠকিয়েছে,
10.সে তার প্রতিশ্রুতি ভেঙেছিল।
11. সে তার বাজে কাজ গুলো ছাড়তে পারে নাই।
12.সে নারী লোভী ছিলো।
13.সে আমাকে মূল্যায়ন করেনি।
14.সে আমি থাকা সত্তেও অন্য মেয়ের সাথে রিলেশনে গেছে।
15.সে অন্য জন কে ভালোবাসি বলেছে।
16.সে আমার বিশ্বাস ভেঙেছে।
17.সে আমার দুর্বলতাগুলো আমার বিরুদ্ধেই ব্যবহার করত।
18.সে আমাকে ঠিক রেখে অন্যদের সাথেও সম্পর্ক করতো।
19.সে এখনো তার প্রাক্তনকে ভালোবাসে।
20.সে নিয়ম করে অন্য মেয়ের সাথে কথা বলে।
22.সে অন্য মেয়েদের সাথে ঘনিষ্ঠ হতো।
23.সে অসৎ ছিলো।
24. তার ব্যবহার ভালো ছিলো না।
25.সে আমার স্বপ্নগুলো ভেঙে দিয়েছে।
26.সে আমার আত্মসম্মানে আঘাত করেছে।
27.সে সবসময় আমাকে নিয়ে সমালোচনা করত।
28.তার একটা থাকতে আরেকটা ধরার সভাব ছিলো।
29.সে নেশা করতো।
30.সে আমাকে মূল্যহীন মনে করতো।
31.সে তার ভুলের দায় আমার উপর চাপিয়ে দিত।
32.সে সবসময় নিজেকে ভিকটিম হিসেবে দেখাত
33.সে কখনো আমাকে বুঝতে চাইনি।
34.সে আমাকে মিথ্যা অপবাদ দিয়েছে।
35.সে আমার সঙ্গে নিষ্ঠুর ছিলো।
36.সে আমার সামনে লয়াল সাজার নাটক করতো।
37. সে সবসময় নেতিবাচক ছিল।
38.সে কখনো আমার ভালোবাসা দেখতে পেতো না।
39.সে অকারনে আমার সাথে সম্পর্ক নষ্ট করেছে।
40.সে আমাকে কখনো বিশেষ অনুভব করাতো না।
41.সে আমাকে গুরুত্ব দিত না।
42.সে আমার ভালোবাসা কে নাটক মনে করতো।
43.সে আমার কষ্ট কে নাটক ভাবতো।
44.সে গুরুত্বপূর্ণ দিনগুলো ভুলে যেত।
45.সে কখনো আমার পাশে দাঁড়াত না।
46.সে আমার অনুভূতিগুলো অবহেলা করত।
47.সে ওই কাজ গুলোই বেশি বেশি করতো যা আমি সহ্য করতে পারতাম না।
48.সে আমাকে এড়িয়ে যেত, যেন আমি কিছুই না।
49.সে কখনো আমাকে ধন্যবাদ দিত না।
51.সে সহানুভূতি দেখাত না।
52.সে আমার সীমারেখা উপেক্ষা করত।
53.সে আমার মতামতকে গুরুত্ব দিত না।
54.সে সবসময় আমাকে কষ্ট দিতো,,তার কথার আঘাতে।
55.সে আমাকে সমর্থন করত না।
56. সে গুছিয়ে মিথ্যা বলতো আমাকে।
57.সে আমাকে বিশ্বাস করত না।
58.সে কঠিন কথাগুলো এড়িয়ে যেতা!
59. সে আমাকে সম্মান করত না।
60.সে তার রাগের মাথায় আমাকে যা ইচ্ছে তাই বলতো।
61.সে সবসময় প্রতিরক্ষামূলক আচরণ করত।
62. সে আমার ভুলগুলো ছাড়িয়ে দেখতে পারত না।
63.সে আমার ভালোবাসাকে অপমান করেছে।
64.সে আমাকে উৎসাহ দিত না।
65.সে ছিলো ধোঁকাবাজ।
66.সে সবসময় সন্দেহ করে যেত।
67. সে আমার চেষ্টাকে মূল্য দিত না।
68.সে অন্য কাউকে পেয়ে আমাকে ভুলে যেতো।
69. সে আমার হাসি কেড়ে নিয়েছে।
70.সে আমার অনুভূতির খেয়াল রাখত না।
71. সে আমার ভালোবাসাকে সন্দেহ করতো।
72. সে বিশ্বাস ঘাতক ছিলো।
73.সে আমাকে অন্যদের সঙ্গে তুলনা করত।
74.সে আমাকে নিজের উপর সন্দেহ করতে বাধ্য করত।
75.সে আমি যা কিছু করতাম, তা উপেক্ষা করত।
76.সে অন্যদেরকে আমার আগে রাখত।
77. সে সীমারেখা লঙ্ঘন করত।
78.সে তার কথা রাখত না।
79.সে আমাকে সত্যিকার অর্থে ভালোবাসত না
81.সে আমাকে নিজের মনে করতো না।
82.সে অন্যকে কাছে রাখতে গিয়ে আমাকে দূরে ঠেলে দিয়েছে।
83.কেউ আমার নামে খারাপ বললে সে তার সাথে তাল মিলাতো।
84.সে কখনো আমাকে রক্ষা করত না।
85.সে আমার সংগ্রামকে অগ্রাহ্য করত।
86.সে প্রতিশোধ নিতে মিথ্যা ভালোবাসা দেখাত।
87.সে কখনো আমার মন খারাপের কারন বুঝতো না।
৪৪. আমার নিঃশব্দ গুলো সে বুঝতে চাইনি।
89.সে আমার মতো হতে পারে নি।
90.সে আমাকে মানসিকভাবে ভেঙে দিয়েছে।
91.সে সমাধান না করে অজুহাত দিত।
92.সে প্রতিশ্রুতি থেকে পালিয়ে যেত!!
93.সে আমার সতর্কবার্তা উপেক্ষা করত।
94.সে ঝগড়ার সময় নিষ্ঠুর হতো।
95.সে আমার ভালোবাসাকে দূরে ঠেলে দিত।
96.সে আমাকে গুরুত্ব দিত না।
97.সে আমার বিশ্বাস ভেঙে দিয়েছিল।
98.সে ১২ ঘাটের জল খাইতে পছন্দ করতো।
99.সে আমাকে একা করে দিতো।
100.সে আমাকে ভালোবাসা নিয়ে প্রশ্ন তুলতে বাধ্য করেছিল।

তাকে ভালোবাসার একটি কারন ছিলো, আমার প্রতি তার ভালোবাসা,পাগলামি। প্রথম প্রথম তার এই ভালোবাসা পাগলামি দেইখা তারে ভালোবাসতে বাধ্য হয়েছিলাম। কিন্তু এই সবটাই শুধু মাত্র তার নাটকের একটি অংশ ছিলো মাত্র আর আমি সে গুলো কে সত্যি ভেবে তাকে নিয়ে ঘর বাধ্যার স্বপ্ন দেখেছিলাম। কিন্তু সে অন্য জন কে পেয়ে সেই সব কিছু ভেঙে দিয়েছে। আমার সাথে প্রতারনা করেছে।

10/07/2025

Celebrating my 5th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

💯💯
25/06/2025

💯💯

মানুষের মতো বেইমান হয়তো কোন প্রাণী নেই 💔
25/06/2025

মানুষের মতো বেইমান হয়তো কোন প্রাণী নেই 💔

নিজেকে না বদলালে কেউ আপনাকে বাঁচাতে আসবে নাএই পৃথিবীতে কেউ আপনাকে এসে সফল করে দিয়ে যাবে না।কেউ এসে আপনাকে টেনে তুলবে না,...
25/06/2025

নিজেকে না বদলালে কেউ আপনাকে বাঁচাতে আসবে না
এই পৃথিবীতে কেউ আপনাকে এসে সফল করে দিয়ে যাবে না।
কেউ এসে আপনাকে টেনে তুলবে না, যদি আপনি নিজে উঠে দাঁড়াতে না চান।
জীবনের লড়াই আপনাকেই লড়তে হবে, একদম একা।

১. কেউ আপনাকে কিছু দিতে বাধ্য না
আপনার বাবা-মা আপনাকে জন্ম দিয়েছেন, মানুষ করেছেন।
তবে আপনি জীবনে কতদূর যাবেন, কত বড় হবেন— সেটা একান্তই আপনার দায়িত্ব।
কেউই বাধ্য না আপনাকে সুযোগ করে দিতে।
আপনাকেই নিজের সুযোগ তৈরি করতে হবে।

২. পৃথিবী কঠিন, আপনি যদি দুর্বল থাকেন তো শেষ
জীবন কারও জন্য থেমে থাকবে না।
আপনি ব্যর্থ হলে, খুব বেশি মানুষ এক মিনিটও সময় দেবে না আপনার জন্য।
এই দুনিয়ায় টিকে থাকতে হলে আপনাকে মজবুত হতে হবে — মানসিকভাবে, মানসিকতায়, সিদ্ধান্তে।

নাহলে পৃথিবী আপনাকে গিলে ফেলবে, একটুও দয়া করবে না।

৩. কষ্ট হবে, কিন্তু কেউ দেখবে না
হয়তো আপনি রাত জেগে পরিশ্রম করছেন, একা লড়াই করছেন, কাঁদছেন —
কিন্তু কেউ তা দেখবে না।
মানুষ শুধু ফলাফল (result) দেখতে চায়,
আপনার পরিশ্রম (process) নয়।

তাই নীরবে লড়াই করুন, জেতার পর সবাই দেখবেই।

৪. বারবার ক্ষমা চাইলে পিছিয়ে পড়বেন
যদি আপনি সবসময় অজুহাত দেন—
যে, “সময় পাইনি”, “পরিস্থিতি খারাপ ছিল”, “ভাগ্য সহায় ছিল না”—
তাহলে আপনি কখনোই এগোতে পারবেন না।

Victim mindset মানে নিজেকে সবসময় দুর্ভাগা ভাবা — এটা আপনাকে কেবল পিছিয়ে দেবে, কিছুই দেবে না।

৫. আপনিই আপনার একমাত্র ভরসা
কেউ এসে আপনাকে ধাক্কা দিয়ে বলবে না: “উঠে দাঁড়াও!”
কেউ এসে আপনাকে অনুপ্রাণিত করবে না, যদি না আপনি নিজে চেষ্টার আগুন জ্বালান।

আজ আপনি যেখানে আছেন, ১০ বছর পরও সেখানেই থাকবেন — যদি আজই বদলানো শুরু না করেন।

শেষ কথা:
এখনো ভাবছেন, কেউ এসে আপনাকে বাঁচাবে?
না, কেউ আসবে না।
আপনাকেই নিজেকে বাঁচাতে হবে।
নিজের ভিতরের আগুন জ্বালান — কারণ একমাত্র আপনিই পারেন নিজেকে বদলাতে।

💔
08/06/2025

💔

🖤🖤
08/06/2025

🖤🖤

07/06/2025

Men in true love ব্যাপারটা ভ'য়ঙ্কর সুন্দর।

আপনি যদি কোনো পুরুষের "শখের নারী" হতে পারেন সে আপনার জন্য সবকিছু করে।বন্ধুমহলে আড্ডা ছেড়ে দেয়, আপনার খা'মখেয়ালি বাচ্চামি কে প্রশ্রয় দিয়ে নিজেই বাচ্চা হয়ে যায়। জানালার ধারে তার পছন্দের সিট ছেড়ে দেয়, পছন্দের লেগ পিস দিয়ে দেয়।

পুরুষ ভালোবাসলে ধৈর্য্যবান হয়ে যায়, যে পুরুষ কখনো কারোর জন্য অপেক্ষা করে না সে ঘন্টার পর ঘন্টা তোমার একটা কলের অপেক্ষা করবে।

পুরুষ চায় তার "শখের নারী" সবসময়ই খুশিতে থাকুক, এতেই তার সব চাওয়া পাওয়া পূরণ হয়ে যায়...

Eid Mubarak everyone ❤️❤️
06/06/2025

Eid Mubarak everyone ❤️❤️

🤲
05/06/2025

🤲

Address


Telephone

+8801873921946

Website

Alerts

Be the first to know and let us send you an email when Motivational Thoughts posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Motivational Thoughts:

  • Want your business to be the top-listed Media Company?

Share