ঊনপঞ্চাশ পৃষ্ঠা

ঊনপঞ্চাশ পৃষ্ঠা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ঊনপঞ্চাশ পৃষ্ঠা, Dhaka.

নির্জনতা আমার ভালোবাসা, একাকীত্বে শান্তি। আমি নিভৃতে থাকতে ভালোবাসি, যেখানে কারও সাড়া নেই। প্রশংসা শুনলে যেন অস্বস্তি লাগে, কিন্তু নিন্দা শুনলে মনে এক অদ্ভুত আনন্দ আসে। ✨

-অপেক্ষা!🖤

দেখা হলে অনেক কিছু ঠিক হয়ে যায়। অভিমান কমে দূরত্ব ঘুচে যায়। চোখে চোখ রেখে কথা বললে, অনেক ভুল বোঝাবুঝি আপন আপন লাগে।শুধু ...
11/05/2025

দেখা হলে অনেক কিছু ঠিক হয়ে যায়। অভিমান কমে দূরত্ব ঘুচে যায়। চোখে চোখ রেখে কথা বললে, অনেক ভুল বোঝাবুঝি আপন আপন লাগে।

শুধু দেখা না হওয়ার কারণেই কত সুন্দর সম্পর্ক ভে'ঙে যায়। একটু দেখা, একটু জড়িয়ে ধরাএকসাথে একটু সময় কাটানো এই ছোট ছোট জিনিসগুলোই তো একটা সম্পর্ক টিকিয়ে রাখে।❤️

“তাই দেখা করাটা খুব দরকার।
ভালোবাসলে, সময় বের করতেই হয়..!

তুমি কখনো পুরানো হবে না আমি তোমাকে রোজ নতুন করে ভালোবাসি.!🖤🌼
10/05/2025

তুমি কখনো পুরানো হবে না আমি তোমাকে রোজ নতুন করে ভালোবাসি.!🖤🌼

“মেঘলার চিঠি”আফরান জানালার পাশে চুপচাপ বসে আছে। বাইরে ঝুম বৃষ্টি, ঠিক যেন তার ভেতরের মনখারাপের প্রতিচ্ছবি। খাতা, কলম, ফো...
07/05/2025

“মেঘলার চিঠি”

আফরান জানালার পাশে চুপচাপ বসে আছে। বাইরে ঝুম বৃষ্টি, ঠিক যেন তার ভেতরের মনখারাপের প্রতিচ্ছবি। খাতা, কলম, ফোন—সব ছড়িয়ে আছে টেবিলের ওপর। কিন্তু কোথাও মেঘলার কোনো চিহ্ন নেই।

সকালটা ছিল অন্যরকম। আফরান ঘুম থেকে উঠে প্রথমেই ফোনটা চেক করেছিল। কোনো মেসেজ নেই। কোনো কল নেই। মেঘলা ঠিক আগের রাতেই হঠাৎ সব যোগাযোগ বন্ধ করে দিয়েছে । কোনো কথা নয়, কোনো ব্যাখ্যা নয়—শুধু শূন্যতা।

সে ভাবতে থাকে, "আমি তো সব করেছি… তার জন্য বদলেছি, তার খুশির জন্য লড়েছি। তাহলে কেন? কেন এই নীরব বিদায়?"

মনের ভেতর কাঁপতে থাকে মেঘলার সেই কথাগুলো:
“শাহজাহান মমতাজের জন্য এক তাজমহল বানিয়েছে, তুমি আমার জন্য ১০০ বানাতে চাও। কিন্তু ভালোবাসা কোনো প্রমাণ চায় না, বুঝেছো আফরান?”

তখন বুঝতে পারেনি আফরান, সেই কথার মানে কত গভীর। সে ভালোবাসাকে প্রমাণ করতে গিয়ে হারিয়ে ফেলেছিল ভালোবাসার সহজ তাকে।

হঠাৎ ফোনের মেসেজ টোন বাজে। মেঘলার নাম ভেসে ওঠে। বুক ধড়ফড় করে ওঠে। সে খুলে পড়ে:

“আফরান, আমি চলে যাচ্ছি। কারণ আমি জানি, তুমি ভালোবাসার চেয়ে আমাকে নিয়ে বেশি অধিকার চাও। আমি শ্বাস নিতে পারি না। তুমি ভালো থেকো। আমার মায়ায় আর পড়ো না…”

চোখ বেয়ে টপটপ করে জল গড়িয়ে পড়ে। আফরান জানে, আর কোনো মেঘলা আসবে না। তার তাজমহল অর্ধেক তৈরি হয়েই ভেঙে গেছে।

সে জানালার কাচে হাত রাখে। দূরের মেঘগুলো ছড়িয়ে যাচ্ছে আকাশে। আফরান ফিসফিস করে:
“তুই আমার না হইলে তুই কারোই হইতে পারবি না… কিন্তু এখন বুঝি, তুই তো কোনোদিন আমার ছিলিই না…”

বৃষ্টি পড়তে থাকে। আর বৃষ্টি আড়াল করে রাখে আফরানের সেই চোখের জল।

“তোমার ভালোবাসায় আবদ্ধ,চিরদিন তোমারই অপেক্ষায়।”হে আমার মায়াবতী আমার প্রিয়সী মেঘলাআমার মায়াবী অহরনিশি বিরহে আমি কাতর। আমা...
07/05/2025

“তোমার ভালোবাসায় আবদ্ধ,
চিরদিন তোমারই অপেক্ষায়।”

হে আমার মায়াবতী আমার প্রিয়সী মেঘলা
আমার মায়াবী অহরনিশি বিরহে আমি কাতর।
আমার সব আনন্দের উৎস আমার কষ্টের একমাত্র নিরাময়
মায়াবতী চাঁদনী রাতে তোমার চুলের সুগন্ধ মনের পরে যায়, তোমাকে ছাড়া আমি নিরুপায় আমি অসহায় মায়াবতী, তুমি লিখেছো আরেকবার যেন আপনাকে দেখার সৌভাগ্য হয় আমি আরো একবার তোমার ঐ মুখ দেখতে চাই। আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ্ কে সাক্ষী রেখে বলছি আমিও তোমাকে ছেড়ে দূরে থাকতে চাই না। যদি আমাকে বিশ্বাস না হয় লায়লী-মজনুদের | কথা শুনো প্রেমিকের কাছে পৃথিবীর যেন এক ফুলের বাগান, ভালোবাসার জন্য পাখি হয়ে গান গাইতে ইচ্ছে হয়। আমার অসুস্থ হৃদসের নিরাময়
তোমার ঠোঁটের মাদকাতায় বিরহ কাতর এই রাতে।
আমি সেই মাদকতা চাই। হে মেঘলা আমি তোমার সাজানো সেই, জান্নাতে যেতে চাই। এই অধমকে তোমার ভালোবাসার বাগানে দিও ঠাঁই। প্রেমের আকুতি দিয়ে জয় করে নিয়েছো এই হৃদয়। তোমার চুলের সেই সুগন্ধর মায়ার আবদ্ধ হতে চাই... ভালোবাসার জন্য আমরা অনেক সয়েছি। হৃদয়কে এক দন্ড শান্তি দিতে। এ বিরহের অবসান চাই, বলো
হে মেঘলা, কেন এই যন্ত্রণা বিরহ এ দহন।
ফুল বলে বিরহির কান্না আমাদের দোলা দেয়! আর লায়লী-মজনু | বলে ঐ রুপে কারো নজর না কারে। যেন কোন চিত্রকর স্বযন্তে গড়েছেন তার সুখ।

অপেক্ষা..💔

অপরাধের শুরু আছে, শেষ নাইমোঃ আফরান ( অপেক্ষা) মেঘলা ছাদে বসে আকাশের দিকে তাকিয়ে ছিল। রাতের নক্ষত্রগুলোও যেন আজ তার দিকে...
07/05/2025

অপরাধের শুরু আছে, শেষ নাই
মোঃ আফরান ( অপেক্ষা)

মেঘলা ছাদে বসে আকাশের দিকে তাকিয়ে ছিল। রাতের নক্ষত্রগুলোও যেন আজ তার দিকে আঙুল তুলছে। ফোনের পর্দায় ভেসে আসা শেষ মেসেজটা এখনও মনের ভেতর কাঁপিয়ে যাচ্ছে:
“ক্ষমা করিস, মেঘলা। আমি তোর কষ্টের কারণ হতে চাইনি।”

মেঘলা হেসে ফেলল। সেই করুণ হাসি, যেটা অশ্রুর চেয়ে বেশি কষ্টের। কতবার চেয়েছিল সে আফরান কে বোঝাতে— ভালোবাসা মানে শুধু প্রতিশ্রুতি নয়, দায়িত্বও। কিন্তু আফরান বারবার সেই দায়িত্ব এড়িয়ে গেছে। প্রতিশ্রুতি ভাঙা, বিশ্বাস ভাঙা, ভালোবাসার নামে একের পর এক মিথ্যে…

মেঘলা মনে মনে বলে উঠল, “তোর অপরাধের শুরু আছে, আফরান… কিন্তু শেষ নাই।”

আফরানের অপরাধগুলো কেবল সম্পর্কের ভাঙন নয়, মেঘলা ভেতরের নিজস্বতাকেও ভেঙেছে। একসময় যে মেয়েটা আকাশে উড়তে চাইত, সে আজ মাটির সাথে মিশে যেতে চায়।

এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল মেঘলার গাল বেয়ে। সে উঠে দাঁড়াল, বাতাসে চুল উড়ছে। নিচের শহরটা নিঃশব্দ, অথচ তার ভেতরে কত গর্জন।

“শেষ নাই,” সে আবার ফিসফিস করে বলল। “শেষ নাই…”

কিন্তু সেই মুহূর্তে সে নিজেকেই শপথ করল— এখানেই শেষ হবে না। আফরানের অপরাধ তাকে ভেঙে দিতে পারে না। সে নতুন করে শুরু করবে, নিজের জন্য।

মেঘলা এক ধাপ পেছনে সরল ছাদের কিনারা থেকে। আকাশের দিকে তাকাল। একটা তারা ঝলমল করছিল। হয়তো সেটা তার জন্যই ছিল।

06/05/2025

“হেরে গিয়েছি আমি, জিতে গেছ তুমি… তবুও ভালোবাসি।”

সময়ের চেয়ে বড় কোন ঔষুধ পৃথিবীতে নেই। কত ক্ষত। কত ব্যথা। কত অভিমান। অভি*শা*প। কতটা নি:সঙ্গতা বুকে চেপে রেখে মানুষ একসম...
05/05/2025

সময়ের চেয়ে বড় কোন ঔষুধ পৃথিবীতে নেই। কত ক্ষত। কত ব্যথা। কত অভিমান। অভি*শা*প।
কতটা নি:সঙ্গতা বুকে চেপে রেখে মানুষ একসময় একা বাঁচতে শিখে যায়, সে খবর কখনোই কারো কাছে পৌছায় না।

সময় একসময় জগতের সকল ক্ষ*ত মুছে ফেলে। কারো জন্যই অনেক সময় পর আর বুকের ভেতর হাসফাঁস লাগে না।
কারো অবহেলায় নিজেকে পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষটি মনে হয় না।
কারো অযত্নেই কিছু যায় আসে না।
সময়ের বিনিয়োগ মানুষকে ঘুরে দাঁড়াতে শেখায়।
বুঝতে শেখায়; পৃথিবীতে কোনো কিছুই তো আমি সাথে করে নিয়ে আসিনি; কোনো কিছুই আমার নয়।
কোনো কিছুর প্রতিই আমার একার অধিকার নেই।
যেটুকু পাচ্ছি, সেটুকুই বরং আমার পাওয়ার কথা না।
যেটুকু হারাচ্ছি, সেটুকু আসলে কখনো আমার ছিলোই না।

-কোথায় গেলো সেই দিনগুলো,  যে দিনগুলোতে তুমি আমাকে পাগলের মতো ভালোবাসতে, আর বলতে আমাকে ছাড়া নাকি তুমি বাঁচবে না.!🥲💔
05/05/2025

-কোথায় গেলো সেই দিনগুলো, যে দিনগুলোতে তুমি আমাকে পাগলের মতো ভালোবাসতে, আর বলতে আমাকে ছাড়া নাকি তুমি বাঁচবে না.!🥲💔

তোমাকে বলা হয়নি আমি গোপনে তোমার জন্য বুকের ভেতর কত কথা জমিয়েছি! একটা অদৃশ্য ভয় আমার ছিল সম্ভবত, তোমাকে হারিয়ে ফেলার ভয়...
04/05/2025

তোমাকে বলা হয়নি আমি গোপনে তোমার জন্য বুকের ভেতর কত কথা জমিয়েছি! একটা অদৃশ্য ভয় আমার ছিল সম্ভবত, তোমাকে হারিয়ে ফেলার ভয়।
সেই ভয় আমাকে এমনভাবে তাড়া করলো, যে তোমাকে আর বলাই হয়ে ওঠেনি বুকের ভেতর জড়ো করা সেইসব কথা! আমি চেষ্টা করেছি। কিন্তু সময় খুব দ্রুত ফুরায় জানতাম, আমারও ফুরিয়েছে।
আমি শুধু ভেবেছি তুমি সব বুঝবে! খোলা বইয়ের মতো তুমি একদিন পড়ে ফেলবে আমায়, আমার চোখের মাঝের রহস্য তুমি জেনে নিবে চুপিসারে।
আমার দুই ঠোঁটের মাঝে এসে আটকে থাকা অব্যক্ত কথাগুলো বোঝহয় শুনে ফেলবে কান পেতে, তুমি ধরে ফেলবে কেনো রোজ বিষণ্ণতা হাতে পায়ে মেখে জীবনের দিকে এগিয়ে যাই আমি।
কিন্তু আমি ভুল ছিলাম। আমার জানা ছিলো না সবাই মানুষ পড়তে পারে না। মানুষ তো আর খোলা বই নয়।
আমার বুঝতে অনেক দেরি হয়ে গেছে, যে তুমি তো মানুষ, খোদা না!
গোপন আর্তনাদের ভাষা কেবল খোদা শুনেছেন। মানুষ কখনো শুনতে পায়নি।
তোমাকে প্রতি মুহূর্তে কী গভীরভাবে খোদার কাছে চেয়েছি
গোপন প্রার্থনায়,
তা তো কেবল খোদাই জানে।

-অপেক্ষা !🖤

03/05/2025

- ছেলেরা মানসিক শান্তি পাওয়ার মত একজন মানুষ চাই..!💜🙂🥀

তোমারে না পাওয়ার শোকসভায় "তুমি নিজেই ছিলে প্রধান বি'রো'ধী দল 😊💔
06/04/2025

তোমারে না পাওয়ার শোকসভায় "তুমি নিজেই ছিলে প্রধান বি'রো'ধী দল 😊💔

05/04/2025

পুরুষকে কেও কখনো ভালোবাসেনি।
ভালোবেসেছে তার যোগ্যতা,সফলতা,আর সামর্থ্য কে।☺️🌸

-অপেক্ষা !🖤

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when ঊনপঞ্চাশ পৃষ্ঠা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ঊনপঞ্চাশ পৃষ্ঠা:

Share