07/05/2025
অপরাধের শুরু আছে, শেষ নাই
মোঃ আফরান ( অপেক্ষা)
মেঘলা ছাদে বসে আকাশের দিকে তাকিয়ে ছিল। রাতের নক্ষত্রগুলোও যেন আজ তার দিকে আঙুল তুলছে। ফোনের পর্দায় ভেসে আসা শেষ মেসেজটা এখনও মনের ভেতর কাঁপিয়ে যাচ্ছে:
“ক্ষমা করিস, মেঘলা। আমি তোর কষ্টের কারণ হতে চাইনি।”
মেঘলা হেসে ফেলল। সেই করুণ হাসি, যেটা অশ্রুর চেয়ে বেশি কষ্টের। কতবার চেয়েছিল সে আফরান কে বোঝাতে— ভালোবাসা মানে শুধু প্রতিশ্রুতি নয়, দায়িত্বও। কিন্তু আফরান বারবার সেই দায়িত্ব এড়িয়ে গেছে। প্রতিশ্রুতি ভাঙা, বিশ্বাস ভাঙা, ভালোবাসার নামে একের পর এক মিথ্যে…
মেঘলা মনে মনে বলে উঠল, “তোর অপরাধের শুরু আছে, আফরান… কিন্তু শেষ নাই।”
আফরানের অপরাধগুলো কেবল সম্পর্কের ভাঙন নয়, মেঘলা ভেতরের নিজস্বতাকেও ভেঙেছে। একসময় যে মেয়েটা আকাশে উড়তে চাইত, সে আজ মাটির সাথে মিশে যেতে চায়।
এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল মেঘলার গাল বেয়ে। সে উঠে দাঁড়াল, বাতাসে চুল উড়ছে। নিচের শহরটা নিঃশব্দ, অথচ তার ভেতরে কত গর্জন।
“শেষ নাই,” সে আবার ফিসফিস করে বলল। “শেষ নাই…”
কিন্তু সেই মুহূর্তে সে নিজেকেই শপথ করল— এখানেই শেষ হবে না। আফরানের অপরাধ তাকে ভেঙে দিতে পারে না। সে নতুন করে শুরু করবে, নিজের জন্য।
মেঘলা এক ধাপ পেছনে সরল ছাদের কিনারা থেকে। আকাশের দিকে তাকাল। একটা তারা ঝলমল করছিল। হয়তো সেটা তার জন্যই ছিল।