31/10/2025
নন্দীগ্রামে মহিষ ও পিক-আপ উদ্ধার
শাহীন আলম সাজু, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে আড়াই লাখ টাকার ১টি চোরাই মহিষ ও ১টি পিক-আপ ভ্যান উদ্ধার করেছে থানা পুলিশ। তথ্যটি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) ফইম উদ্দিন।
বৃহস্পতিবার (৩০শে অক্টোবর) সকাল ৮ টায় নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় আরবআলী হোটেলের সামনে থেকে উক্ত মহিষ ও পিক-আপ উদ্ধার করা হয়।
প্রাপ্ত তথ্যে জানা যায়, নাটোর থেকে বগুড়া গামী ঢাকা মেট্রো-ন ১৩-৯৫৮৯ নাম্বারের সাদা রং এর ১টি পিক-আপ ভ্যান এবং পিকআপের উপর শুয়ে বেঁধে রাখা একটি মহিষ দেখতে পায় স্থানীয়রা। দীর্ঘ সময় তার আশে পাশে কোন ব্যক্তিকে দেখতে না পেয়ে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। বর্তমানে মহিষ ও পিক-আপ ভ্যানটি থানা পুলিশের হেফাজতে রয়েছে।
থানা পুলিশের ধারণা পুলিশের টহলদলের উপস্থিতি টের পেয়ে মালিকবিহীন অবস্থায় মহিষ সহ পিকআপ গাড়ি রেখে পালিয়েছে চোর চক্র।
উক্ত বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ফইম উদ্দিন বলেন, খবর পেয়ে মহীষ সহ পিকআপ উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে। প্রকৃত ঘটনা অনুসন্ধানে কাজ করছে থানা পুলিশ।