Najifa & Nasrin lifestyle

Najifa & Nasrin lifestyle Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Najifa & Nasrin lifestyle, Digital creator, Dhaka.
(2)

আগুনকে যে ভয় পায়, সে আগুনকে ব্যবহার করতে পারেনা 🤝
27/07/2025

আগুনকে যে ভয় পায়,
সে আগুনকে ব্যবহার করতে পারেনা 🤝

অন্যের জন্য বেঁচে থাকা জীবনই সার্থক জীবন।❤️❤️
26/07/2025

অন্যের জন্য বেঁচে থাকা জীবনই সার্থক জীবন।❤️❤️

কেবলই মিরপুরের গ্যালারি নয়, ইতিহাস আপনাকে মনে রাখবে।
24/07/2025

কেবলই মিরপুরের গ্যালারি নয়, ইতিহাস আপনাকে মনে রাখবে।

মাইলস্টোন স্কুলের তৃতীয় শ্রেণিতে পড়ুয়া মেয়ে আসমাউল হোসনা জাইরাকে আনতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে গিয়েছিলেন মা লামিয়া ...
22/07/2025

মাইলস্টোন স্কুলের তৃতীয় শ্রেণিতে পড়ুয়া মেয়ে আসমাউল হোসনা জাইরাকে আনতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে গিয়েছিলেন মা লামিয়া আক্তার সোনিয়া
জাইরাকে অ"ক্ষ/ত পাওয়া গেছে। কিন্তু গতকাল সোমবার থেকে মা লামিয়ার কোনো খোঁ/জ নেই। নি"খোঁ"জের পর ২১ ঘণ্টা পেরোলেও এখনো তাঁকে খুঁ/জে পাওয়া যায়নি।

22/07/2025

-বুঝে আন্দোলন,না বুঝে আন্দোলন,কথায় কথায় আন্দোলন.!
যে জাতির জ্ঞান কম,সে জাতিকে উস্কানি দিয়ে অনেক কিছু করানো যায়.!

22/07/2025
বাবা মাকে খুঁ"জে পাচ্ছে না তারা দুইজন। বাবা মাকে না দেখে দিশেহারা।মেয়ে দুজনকে কেউ চেনে থাকলে ওদের পরিবারকে জানান, ওরা ঢা...
22/07/2025

বাবা মাকে খুঁ"জে পাচ্ছে না তারা দুইজন।

বাবা মাকে না দেখে দিশেহারা।

মেয়ে দুজনকে কেউ চেনে থাকলে ওদের পরিবারকে জানান, ওরা ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে আছে।

সবাই শেয়ার করে দেন তারা তাদের বাবা মাকে খুঁজে পাবে ইনশাআল্লাহ।

21/07/2025

প্রশিক্ষণ বিমান কোটি মানুষ বসবাস করা সিটির উপরে চলতে দেয়া ঠিক নয়। পার্বত্য অঞ্চল বা সাগরের উপরে চলা শিখতে পারে।

এত বড় একটা শিক্ষাপ্রতিষ্ঠান অথচ আইডি কার্ডে শুধু নাম আর রোলনা আছে গার্ডিয়ানের নাম্বার না আছে ব্লাড গ্রুপ!🙂
21/07/2025

এত বড় একটা শিক্ষাপ্রতিষ্ঠান অথচ আইডি কার্ডে শুধু নাম আর রোল
না আছে গার্ডিয়ানের নাম্বার না আছে ব্লাড গ্রুপ!🙂

দুই সন্তান হারিয়ে বা না খুঁজে পেয়ে – এক অসহায় বাবা আজ দাঁড়িয়ে আছেন আল্লাহর দরবারে।এখন তাঁর আর কিছুই করার নেই… শুধু কান্ন...
21/07/2025

দুই সন্তান হারিয়ে বা না খুঁজে পেয়ে – এক অসহায় বাবা আজ দাঁড়িয়ে আছেন আল্লাহর দরবারে।
এখন তাঁর আর কিছুই করার নেই… শুধু কান্নাভেজা চোখে প্রভুর দিকে তাকিয়ে থাকা ছাড়া।
হে আল্লাহ, তুমি ফিরে দাও তাঁর সান্ত্বনা, তুমি জানো সবকিছু.!'

আজ ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের সলো ফ্লাইট ট্রেনিং (Solo Flight Training) সলো ফ্লাইট ট্রেনিং হলো একজন পাইলটের ট্রেনিং...
21/07/2025

আজ ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের সলো ফ্লাইট ট্রেনিং (Solo Flight Training)

সলো ফ্লাইট ট্রেনিং হলো একজন পাইলটের ট্রেনিংয়ের সর্বশেষ ধাপ। ফাইটার জেট অপারেট করার জন্য একজন পাইলট যে হাই স্কিল্ড, সেটি'ই প্রমাণিত হয় সোলো ফ্লাইটের মাধ্যমে। ট্রেনিং-এর এপর্যায়ে পাইলটকে নেভিগেটর বা কো-পাইলট বা কোনো প্রকার ইন্সট্রাক্টর ব্যতীত একাই ফ্লাইট অপারেট করতে হয়। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির আজ সেরকমই একটি ট্রেনিং ফ্লাইট অপারেট করছিলেন।

যেকোনো প্রকার ট্রেনিং ফ্লাইট সিভিলিয়ান এরিয়া থেকে দূরেই হয়ে থাকে, তবে সলো ফ্লাইট সাধারণত আর্বান এরিয়াতেই হয়ে থাকে৷ আর আর্বান এরিয়াতে এধরণের সেন্সিটিভ ফ্লাইট অপারেট করার জন্য পাইলটকে যথেষ্ট কোয়ালিফাইড হতে হয়। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির তেমনই একজন পাইলট।

তো ট্রেনিংয়ের লক্ষ্যে তৌকির তার এফ-৭ বিমান নিয়ে কুর্মিটোলা পুরাতন এয়ারফোর্স বেস থেকে টেক অফ করেন। এরপর উত্তরা, দিয়াবাড়ি, বাড্ডা, হাতিরঝিল, রামপুরা'র আকাশজুড়ে তিনি উড়তে থাকেন। তবে কিছুক্ষণের মধ্যেই তিনি বিমানে কিছু সমস্যা আঁচ করেন। কন্ট্রোল রুমে রিপোর্ট করে জানান যে তার বিমান আকাশে ভাসছে না, মনে হচ্ছে বিমান নিচের দিকে পড়ে যাচ্ছে। কন্ট্রোল রুম থেকে ইন্সট্যান্ট রেসপন্স করে ইজেক্ট করার জন্য জানানো হয়। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে যতটুকু জানা সম্ভব হয়েছে: ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির শেষ মুহূর্ত অব্দি চেষ্টা করেছেন বিমান বাচানোর জন্য।

তিনি বিমানটির সর্বোচ্চ ম্যাক স্পিড তুলে বেসের দিকে ছুটতে থাকেন। এর মধ্যেই কন্ট্রোল রুমের সাথে পাইলটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার ঠিক এক থেকে দেড় মিনিটের মধ্যেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরা মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হয়।

এখন পর্যন্ত এতটুকুই জানা গেছে। তবে বিমানের ঠিক কি ধরণের টেকনিক্যাল ফেইলিওরের জন্য এই দুর্ঘটনা ঘটলো, তা কেবলমাত্র ম্যাসিভ ইনভেস্টিগেশন হলেই জানা সম্ভব।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Najifa & Nasrin lifestyle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share