
15/03/2025
প্রশ্ন: উঁচু স্বরে কিরাত পড়ার জায়গায় নিম্ন স্বরে অথবা নিম্ন স্বরে কিরাত পড়ার জায়গায় উঁচু স্বরে কিরাত পড়ে ফেললে কী বিধান?
উত্তর: যোহর ও আসরের নামাজে যদি ছোট তিন আয়াত অথবা বড় এক আয়াত পরিমাণ কিরাত উঁচু স্বরে পড়ে তাহলে, সিজদা সাহু ওয়াজিব হবে। অনুরূপভাবে মাগরিব ইশা, ফজরের নামাজে যদি ছোট তিন আয়াত অথবা বড় এক আয়াত পরিমাণ কিরাত নিম্ন স্বরে পড়ে তাহেল সিজদা সাহু ওয়াজিব হবে। তবে কিরাতের পরিমাণ যদি এরচেয়ে কম হয় তাহলে উভয় ক্ষেত্রে সিজদা সাহু ওয়াজিব হবে না।
উল্লেখ্য যে, এই হুকুম কেবল জামাতের সাথে নামাজ আদায়ের ক্ষেত্রে প্রযোজ্য। অন্যথায় একাকী নামাজ আদায়কারী ব্যক্তির জন্য জাহরি (উঁচু স্বরে কিরাত বিশিষ্ট) নামাজে নিম্ন স্বরে ও উঁচু স্বরে উভয়ভাবে কিরাত পড়া জায়িজ আছে। তবে নিম্ন স্বরে পড়াই উত্তম। আর সিররি (নিম্ন স্বরে কিরাত বিশিষ্ট) নামাজে বিশুদ্ধ মত অনুযায়ী একাকী নামাজ আদায়কারীর জন্যও নিম্ন স্বরে কিরাত পড়া ওয়াজিব। সুতরাং বড় এক আয়াত বা ছোট তিন আয়াত পরিমাণ কিরাত উঁচু স্বরে পড়লে সেক্ষেত্রে তাকে সিজদা সাহু দিতে হবে।
বই: প্রশ্নোত্তরে নামাজ
৫০% ছাড়ে প্রাইস ২৫০ টাকা
দ্বীন পাবলিকেশন