
24/06/2025
কোঁকড়ানো চুলের যত্নে শ্যাম্পু ও কন্ডিশনার নির্বাচনের ক্ষেত্রে কিছু বিষয় মনে রাখতে হবে। শ্যাম্পু হওয়া উচিত নমনীয় উপকরণ দিয়ে তৈরি এবং কন্ডিশনার অবশ্যই ময়েশ্চারাইজিং হওয়া দরকার। সালফেট, প্যারাবেন এবং অ্যালকোহলবিহীন পণ্য বেছে নেয়া ভালো, যা চুলকে শুষ্ক করে দেওয়া থেকে রক্ষা করে। এছাড়া, প্রোটিন সমৃদ্ধ কন্ডিশনার কোঁকড়ানো চুলকে আরও শক্তিশালী হয়ে থাকে। আর সপ্তাহে একদিন ভালো একটা ট্রিটমেন্ট মাক্স ব্যবহার করা অবশ্যই উচিত।
সেই তুলনায় এই শ্যাম্পু ও কন্ডিশনার আর লিভ অন কন্ডিশনারটি কার্লি বা কোঁকড়ানো চুলের জন্য অনেক ভালো কাজ করে। আমি ব্যক্তিগতভাবে ব্যবহার করে খুবই সন্তুষ্ট। সম্প্রীতি আমি এগুলোর উপর পরিপূর্ণ একটা রিভিউ ভিডিও করেছি। ভিডিও লিংক- https://youtu.be/Xgg6d-etTZ0?si=uMNFAqfg2bh0jHsc