Nusrat Jahan Lamiya

Nusrat Jahan Lamiya যার প্রথম কন্য সন্তান তিনিই সৌভাগ্যবান Art & Entertainment

02/10/2025

অনেক দিন পর

30/09/2025

বাচ্চা ঘুমালে এই ভুল গুলো কখনো করবেন না

বাড়ি কিনছেন? — মুখ বন্ধ রাখুন।একটি নতুন গাড়ি নিচ্ছেন? — মুখ বন্ধ রাখুন।নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন? — মুখ বন্ধ রাখুন...
27/09/2025

বাড়ি কিনছেন? — মুখ বন্ধ রাখুন।
একটি নতুন গাড়ি নিচ্ছেন? — মুখ বন্ধ রাখুন।
নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন? — মুখ বন্ধ রাখুন।
ছুটিতে যাচ্ছেন? — মুখ বন্ধ রাখুন।
নতুন কোর্স শুরু করছেন? — মুখ বন্ধ রাখুন।
চাকরিতে পদোন্নতি হবে? — মুখ বন্ধ রাখুন।
জীবনের বড় বড় মুহূর্তে আমাদের মনে হয়, প্রিয়জন বা বন্ধুদের জানালে খুশি হবে। মনে হয়, সুখ ভাগ করলে দ্বিগুণ হয়। কিন্তু সত্যি বলতে কী, সব সময় তা হয় না। বরং অতি তাড়াতাড়ি মুখ খোলাই হয়ে দাঁড়ায় সবচেয়ে বড় ভুল।
আমাদের স্বপ্ন আসলে একেকটা বীজ। এই বীজকে মাটিতে রোপণ করার পর যত্ন চাই, সুরক্ষা চাই। কিন্তু যদি খুব তাড়াতাড়ি সবাইকে দেখাতে ব্যস্ত হই, তখন সেটি শেকড় গজানোর আগেই শুকিয়ে যায়। বাস্তব অভিজ্ঞতা বলে—যত বেশি স্বপ্ন শেয়ার করবেন, তত বেশি হিংসা, ঈর্ষা আর বদনজরের চোখ আপনার দিকে পড়বে। আর এটাই অনেক সময় আপনার সাফল্যের পথে অদৃশ্য দেয়াল হয়ে দাঁড়ায়।
আমরা যাদের "বন্ধু" বলে বিশ্বাস করি, তাদের সবাই আন্তরিক নয়। কেউ কেউ চায় আপনি ভালো থাকুন, কিন্তু কখনোই তাদের চেয়ে ভালো না। তাই তারা হাসিমুখে অভিনন্দন জানালেও মনে মনে আপনার ব্যর্থতা কামনা করতে পারে। এটা তিক্ত হলেও সত্যি।
আমরা ভেবে নিই, অন্তত পরিবার তো আমাদের সবচেয়ে নিরাপদ জায়গা। কিন্তু বাস্তবতা হলো, পরিবারের ভেতরেও সূক্ষ্ম হিংসা থাকতে পারে। ভাই, বোন, আত্মীয় কেউ কেউ চাইতে পারে যে আপনি তাদের ছাড়িয়ে না যান। এই গোপন প্রতিযোগিতা অনেক সময় আপনার আনন্দকে নিঃশব্দে বিষিয়ে দিতে পারে।
অনেকে বলে বদনজর শুধু কুসংস্কার। কিন্তু অভিজ্ঞতা বলে অন্য কথা। মানুষ যখন আপনার উন্নতি দেখে ঈর্ষায় পুড়ে যায়, তখন সেই নেতিবাচক এনার্জি আপনার জীবনে প্রভাব ফেলতে পারে। সনাতন হিন্দু ধর্ম , ইসলাম ধর্ম ও অন্য প্রায় সব ধর্মেই বদনজরের উল্লেখ আছে। অর্থাৎ, এটা কোনো কাল্পনিক ভয় নয়।
নীরবতা দুর্বলতা নয়, বরং শক্তি। চুপ থাকা মানে ভেতরে ভেতরে প্রস্তুত হওয়া। কৃষক যেমন বীজ রোপণের পর প্রতিদিন হাটে গিয়ে ঘোষণা করে না, তেমনি বুদ্ধিমান মানুষও নিজের স্বপ্ন গোপন রাখে। সময় এলে ফলাফল নিজেই কথা বলে। তখন আর কাউকে বোঝানোর প্রয়োজন হয় না।
আপনার ভাগ্যে যা আছে, ঈশ্বরের লিখে রাখা পরিকল্পনা কেউ মুছে দিতে পারবে না। কিন্তু তাড়াহুড়ো করে বেশি মুখ খোলার কারণে আপনি নিজের জন্য অযথা বাধা তৈরি করতে পারেন। তাই বিশ্বাস রাখুন, ধৈর্য ধরুন, পরিশ্রম করুন এবং যতটা সম্ভব মুখ বন্ধ রাখুন।
মনে রাখবেন, স্বপ্নকে আগেভাগে প্রকাশ করা মানে তাকে দুর্বল করে ফেলা। হিংসা, ঈর্ষা আর বদনজর সত্যিই আপনার সাফল্যকে ধ্বংস করতে পারে। তাই যখনই জীবন আপনাকে কোনো বড় সুখবর দেবে—নতুন বাড়ি, গাড়ি, বিয়ে বা পদোন্নতি—তখন আনন্দে চিৎকার না করে নীরবে উপভোগ করুন। সময় এলে আপনার সাফল্যই পুরো পৃথিবীকে জানিয়ে দেবে আপনি কী করেছেন।
- সংগৃহীত

23/09/2025

🤣🤣🤣

শেষটা  অসাধারণ ছিল। হাসতে হাসতে কেঁদে ফেলেছি
18/09/2025

শেষটা অসাধারণ ছিল। হাসতে হাসতে কেঁদে ফেলেছি

📺 Presenting the New Released Bangla Natok “Barishailla Gedu (বরিশাইল্লা গেদু)”, starring Arosh Khan & Ahona Rahman in lead roles. This Bangla Natok 2025 pr...

মাঝে মাঝে ঘুরতে বেরিয়ে পড়লে মন আর মস্তিষ্ক দুই-ই সতেজ থাকে। এতে সংসারের একঘেয়েমি কেটে যায়, আর জীবনের নতুন আনন্দ খুঁজে পা...
05/09/2025

মাঝে মাঝে ঘুরতে বেরিয়ে পড়লে মন আর মস্তিষ্ক দুই-ই সতেজ থাকে। এতে সংসারের একঘেয়েমি কেটে যায়, আর জীবনের নতুন আনন্দ খুঁজে পাওয়া যায়।

ডুমুর ফল এবং ডুমুর গাছ - দুটোই বিভিন্নভাবে আমাদের জন্য উপকারী। নিচে এর কিছু প্রধান উপকারিতা তুলে ধরা হলো: # # # ডুমুর ফল...
20/08/2025

ডুমুর ফল এবং ডুমুর গাছ - দুটোই বিভিন্নভাবে আমাদের জন্য উপকারী। নিচে এর কিছু প্রধান উপকারিতা তুলে ধরা হলো:

# # # ডুমুর ফলের উপকারিতা
ডুমুর ফল, বিশেষ করে পাকা ডুমুর বা শুকনো ডুমুর, পুষ্টিগুণে ভরপুর।

* **হজমশক্তি বৃদ্ধি ও কোষ্ঠকাঠিন্য দূর করে:** ডুমুরে প্রচুর পরিমাণে ফাইবার বা খাদ্য আঁশ থাকে, যা হজম প্রক্রিয়াকে সহজ করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে।
* **উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ:** ডুমুরে পটাশিয়ামের পরিমাণ বেশি এবং সোডিয়ামের পরিমাণ কম থাকে। এই সোডিয়াম-পটাশিয়ামের ভারসাম্য রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে।
* **ওজন কমাতে সাহায্য করে:** ফাইবার সমৃদ্ধ হওয়ায় এটি দীর্ঘ সময় পেট ভরা রাখে এবং অতিরিক্ত খাওয়া থেকে বিরত রাখে, যা ওজন নিয়ন্ত্রণে সহায়ক।
* **হাড় মজবুত করে:** ডুমুর ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফসফরাসের ভালো উৎস, যা হাড়ের গঠন ও মজবুতির জন্য অপরিহার্য। এটি হাড়ের ক্ষয়রোগ (Osteoporosis) প্রতিরোধে সাহায্য করে।
* **অ্যান্টিঅক্সিডেন্টের উৎস:** ডুমুরে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা শরীরের ফ্রি রেডিক্যালস নষ্ট করে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।
* **ডায়াবেটিস নিয়ন্ত্রণ:** কিছু গবেষণায় দেখা গেছে যে ডুমুর এবং এর পাতা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে।
* **রক্তস্বল্পতা দূর করে:** ডুমুরে পর্যাপ্ত পরিমাণে আয়রন থাকে, যা রক্তস্বল্পতা দূর করতে সাহায্য করে।

# # # ডুমুর গাছের উপকারিতা
ডুমুর শুধু ফল নয়, এর গাছের বিভিন্ন অংশও ঔষধি গুণসম্পন্ন।

* **ডুমুর গাছের কষ:** ডুমুর গাছের কষ (ল্যাটেক্স) বিভিন্ন চর্মরোগ, যেমন ফোঁড়া বা ক্ষত সারাতে ব্যবহার করা হয়।
* **জ্বর ও আমাশয়:** ঐতিহ্যগত চিকিৎসায় ডুমুর ফল জ্বরের পরে টনিক হিসেবে এবং আমাশয় রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়।
* **রক্তক্ষরণ বন্ধ:** মেয়েদের অতিরিক্ত ঋতুস্রাব বা অন্য কোনো কারণে রক্তপিত্ত হলে কচি ডুমুরের রসের সাথে মধু মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়।
* **চর্মরোগ নিরাময়:** ডুমুর গাছের ছাল সিদ্ধ করে সেই পানি দিয়ে ত্বক পরিষ্কার করলে ত্বকের বিবর্ণতা এবং ক্ষত দ্রুত সেরে যায়। এটি বিভিন্ন ফাঙ্গাল ইনফেকশন প্রতিরোধেও সাহায্য করে।

তবে মনে রাখা জরুরি, যেকোনো রোগ নিরাময়ের জন্য ডুমুর বা এর গাছের অংশ ব্যবহার করার আগে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

7S = ব্যবসায় উন্নতির চাবিকাঠি 🔑.আপনি কী নতুন ব্যবসা শুরু করেছেন? অথবা এখনও ব্যবসা শুরু করেন নি? ভাবছেন কীভাবে ব্যবসা করব...
20/08/2025

7S = ব্যবসায় উন্নতির চাবিকাঠি 🔑.
আপনি কী নতুন ব্যবসা শুরু করেছেন? অথবা এখনও ব্যবসা শুরু করেন নি? ভাবছেন কীভাবে ব্যবসা করবেন? কোন প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন?
তাহলে আজকের পোস্টটা আপনার জন্য। আজকে আমি আপনাদের ব্যবসা শুরুর আগে থেকে ব্যবসা স্কেল করা অব্দি একটা গাইডলাইন দিবো। এখানে আমি 7S প্রিন্সিপাল নিয়ে আলোচনা করবো যা আমার নিজেরই তৈরি।
চলুন শুরু করা যাক :
1️⃣ STUDY : আপনাকে সবার আগে Study করতে হবে। এখন অনেকে প্রশ্ন করবে যে ভাইয়া কি বলেন এখন কি MBA করা লাগবে নাকি? না ভাই MBA করা লাগবে না।
আপনাকে মূলত যে যে বিষয় নিয়ে Study করতে হবে :
👉 আপনার প্রোডাক্ট এর আসল কাস্টোমার কারা?
👉 তাদের বয়স কত?
👉তারা কীভাবে টাকা উপার্জন করে?
👉তারা কোথায় বেশি সময় কাটায়?
👉 তাদের পেইন পয়েন্ট কোনটা?
👉 তারা কোন সমস্যা নিয়ে খুব বেশি প্যারা খাচ্ছে?
🧠 মনে রাখবেন প্রোডাক্ট তৈরি করার আগে যদি আপনি কাস্টোমারদের মন পড়ে ফেলতে পারেন তাহলে আপনি খুব সহজেই তাদের মন মতো প্রোডাক্ট তৈরি করতে পারবেন।
কাস্টোমার সম্পর্কে পড়াশোনা শেষ হলে এবার আপনি প্রোডাক্ট সম্পর্কে পড়াশোনা করুন।
প্রোডাক্ট সম্পর্কে যে যে বিষয় নিয়ে পড়াশোনা করবেন:
👉 আপনার প্রোডাক্ট কোথা থেকে সোর্স করবেন?
👉 এটি কীভাবে কাস্টোমারকে উপকৃত করবে?
👉 এটির মেয়াদ কতদিন?
👉 কীভাবে এটি আপনার কম্পিটিটরদের থেকে আলাদা?
👉 কে আপনাকে বেস্ট প্রোডাক্ট প্রোভাইড করতে পারবে?
🔥 কমদামি প্রোডাক্ট কখনো নিবেন না কারণ এটি কোয়ালিটি সম্পন্ন হয় না।
🔥 আর যার থেকে প্রোডাক্ট সোর্স করবেন তার সম্পর্কে অবশ্যই যাচাই করে নিবেন সে আসলে প্রতারক কি না ।
2️⃣ SELLECTION : কাস্টোমার সম্পর্কে Study করা শেষ। এই স্টেজে আপনি প্রোডাক্ট Sellection করুন। এখন আপনাকে এমন প্রোডাক্ট বানাতে বা সোর্স করতে হবে যেটি আপনার কাস্টোমারদের বাজেট ফ্রেন্ডলি এবং এটি হয় তাদের সমস্যার সমাধান করবে অথবা তাদেরকে লক্ষ্য পূরণ করতে সাহায্য করবে। চেষ্টা করবেন সব সময় এমন প্রোডাক্ট সিলেক্ট করার যেটি সম্পর্কে আপনার কাস্টোমাররা বাজে রিভিউ দিতেই পাড়বে না।
3️⃣ START : কাস্টোমার রিসার্চ শেষ, প্রোডাক্ট সিলেকশন শেষ এখন আপনি প্রোডাক্ট সোর্স / তৈরি করে ব্যবসা শুরু করুন। মনে রাখবেন আপনি যতই Study করেন না কেনো এগুলো তখনই কাজে আসবে যখন আপনি ব্যবসা শুরু করবেন। আপনি ১০০ বার সাইকেল চালানোর ভিডিও দেখে কখনো সাইকেল চালানো শিখতে পাড়বেন না সাইকেল চালাতে হলে আপনাকে সাইকেলে চড়ে কয়েকবার পড়ে যেতে হবেই আর যদি না পড়েন তাহলে তো আল্লহামদুলিল্লাহ। তাই ব্যবসা শুরু করুন প্রয়োজনে ছোট পরিসরে শুরু করুন। আর প্রথমে ব্যবসায় লস হবেই এতে হতাশ হওয়া যাবে না।
4️⃣ SERVICE : ব্যবসা শুরু করার পর আমরা নিজেদের রাজা ভাবতে শুরু করি। আমরা ভাবি আমরা যেমন চাইবো ব্যবসা তেমনি চলবে। এই ভূলটি কখনোই করবেন না। মনে রাখবেন কাস্টোমার ইজ কিং। সব সময় তাদের মন মতো ব্যবসা পরিচালনা করুন। তাদেরকে বেস্ট সার্ভিস দিন। প্রোডাক্ট এর পাশাপাশি তাদের সাথে কথা বলুন, তাকে সলিউশন দিন। এর ফলে সে আপনার লয়াল কাস্টোমারে পরিণত হবে। এখন আপনার দোকানে একজন কাস্টোমার এলো আপনি তাকে অনেক্ষন ধরে বুঝানোর পর তার কাছে দাম বেশি মনে হয়েছে বলে সে কিনলো না আর আপনি অমনি তাকে অপমান করা শুরু করলেন : টাকা নেই তো দোকানে আসার কি দরকার। এই কাজটি যখন করবেন বুঝে নিবেন আপনার ব্যবসা সেদিনি শেষ। এখন সে যখন বাইরে গিয়ে আরও ১০ জনকে এই কথা বলবে তখন আপনার আরও ১০ জন কাস্টোমার নষ্ট হবে।
🌟মূলকথা : কাস্টোমার এর কাছে শুধু প্রোডাক্ট সেল করার বিষয়েই ভাববেন না। তাকে একটা বেস্ট সার্ভিস দিন যেনো সে আজ না কিনলেও পরে এসে কিনে নিয়ে যায়।
আসুন কাস্টোমার সার্ভিস এর কিছু ধাপ সেয়ার করি :
👉 কাস্টোমারকে প্রোডাক্ট বিক্রি করার আগে তার একটা সমস্যার সমাধান করে দিন।
👉 প্রোডাক্ট সম্পর্কে তাকে বুঝিয়ে বলুন।
👉 বিক্রি করার পর তার খোজ খবর নিন যে প্রোডাক্ট কেমন ছিলো এটি তার কাজে এসেছে কি না।
👉 কাস্টোমার প্রোডাক্ট সম্পর্কে অভিযোগ করলে তার অভিযোগ এর কারণ জানুন এবং সেটি পালন করুন। যদি প্রোডাক্ট এ সমস্যা থেকে থাকে সাথে সাথে প্রোডাক্ট পরিবর্তন করে দিন অথবা টাকা ফেরত দিয়ে দিন।
যদি আপনি প্রোপার কাস্টোমার সার্ভিস দিতে পারেন তাহলে আপনার কাস্টোমাররা খুব জলদি আপনার লয়াল কাস্টোমারে পরিণত হবে।
5️⃣ SURVIVE : যেহেতু আমরা নতুন ব্যবসায়ী আমাদের শুরুতে নানা ধরণের সমস্যার সম্মুখীন হতে হবে। কাস্টোমার নানা কথা বলবে এতে হতাশ হওয়া যাবে না। সব সময় Survive করতে হবে। কাস্টোমার যখন অভিযোগ করবে তখন তার অভিযোগ মনোযোগ দিয়ে শুনুন এবং এর ভিত্তিতে ব্যবসায় পরিবর্তন আনুন। হতাশ না হয়ে ভাবুন আপনার ব্যবসার কোন জায়গায় মূলত সমস্যাটা হচ্ছে। যদি প্রোডাক্ট এ সমস্যা হয় তাহলে এটি সমাধান করুন। যদি ডেলিভারি দিতে দেরি হয় এটি ফাস্ট করুন। যদি কাস্টোমার সার্ভিস ভালো না হয় এটি উন্নত করুন। যদি মার্কেটিং এ সমস্যা হয়ে থাকে তাহলে মার্কেটিং ফর্মুলা পরিবর্তন করুন। তবে হতাশ হওয়া যাবে না।
🔥 সব সময় মনে রাখবেন একটা গুলতির ভিতরে রাখা মার্বেল তখনই অনেক দূর যেতে পারে যখন এটিকে পিছনে টেনে ছেড়ে দেওয়া হয়। আপনার কাস্টোমারদের অভিযোগ, আপনার কম্পিটিটরদের সাক্সেস আপনাকে পিছনে টান দিচ্ছে এখন আপনার কাজ হচ্ছে সকল কিছু এনালাইসিস করে সমস্যার সমাধান করে অনেক দূর এগিয়ে যাওয়া।
6️⃣ SUCCESS : আমাদের ব্যবসা করার মূল লক্ষ্য কী? successful হওয়া তাই তো? এখন ব্যবসায় সাক্সেক্স হতে হলে আপনাকে যা যা করতে হবে :
👉 Survive করতে হবে।
👉 সঠিক মার্কেটিং কর‍তে হবে।
👉 ভালো বিক্রয় কর্মি নিয়োগ দিতে হবে / আপনাকে বিক্রয় কৌশল শিখতে হবে।
👉 কাস্টোমারকে এমন সার্ভিস দিতে হবে যেনো সে নিজেকে কিং ফিল করে।
👉 ব্র‍্যান্ড এডভোকেট তৈরি করতে হবে। যারা আপনার সম্পর্কে ফ্রিতে প্রচার করে দিবে।
🔥এখন আপনি যদি ব্যবসা শুরু করার পর কমপক্ষে ১ বছর এই ব্যবসার সঙ্গে লেগে থাকতে পারেন আর উপরের ধাপগুলো ফলো করেন তাহলে ইন শাহ আল্লাহ আপনি সফল হবেন।
7️⃣ SCALE : ব্যবসায় সফল হওয়ার পরবর্তী ধাপ হচ্ছে ব্যবসা স্কেল করা অর্থাৎ ব্যবসা বড় করা। এখন আপনি কখন ব্যবসা বড় করবেন? আপনাকে তখনই ব্যবসা বড় করতে হবে যখন দেখবেন যে আপনার সেল আগের তুলোনায় কমপক্ষে ৭০% বেশি। আর ব্যবসা বড় করার এই বিষয়টা সব সময় ধাপে ধাপে করবেন। আপনি ৫ তলায় উঠবেন এখানে একটি একটি করে সিড়ি পাড় হয়ে উঠুন। যদি আপনি ১ টা সিড়ি থেকে পরে যান তাহলে আপনার তেমন ক্ষতি হবে না তবে যদি আপনি এক লাফে ৫ তলায় উঠতে জান আর ৩ তলা থেকে পরে যান তাহলে হাড্ডি তো ভাঙবেই সাথে মরে যাবার সম্ভাবনা রয়েছে।
🔥ব্যবসা স্কেল করার জন্য আপনাকে একটা টিপস দেই : আপনার প্রতি মাসে যা প্রফিট হবে এর ১০-২০% ব্যবসা স্কেল করার জন্য সেভিংস করুন। যদি আপনার ইনকাম হয় প্রতি মাসে ৫০০০০ তাহলে যদি আপনি ৫ হাজার টাকা করে জমান সেটি ১ বছর পর ৬০ হাজারে পরিণত হবে যা আপনার ব্যবসাকে বড় করতে আপনাকে সাহায্য করবে।
✅কী ভাবছেন? আর ভাবার দরকার নেই আজই উপরের প্রিন্সিপাল ফলো করে ব্যবসা শুরু করুন।
❓প্রশ্ন : আপনি কোন প্রোডাক্ট নিয়ে ব্যবসা করছেন বা কর‍তে চান কমেন্টে জানাবেন।
📌এইধরণের পোস্ট আমি আমার প্রোফাইলে সব সময় করে থাকি আপনার যদি আমার লেখাগুলো ইনফরমেটিভ মনে হয় তাহলে আমার সাথে কানেক্ট থাকতে পারেন।
সম্পূর্ণ পড়ার জন্য আপনাকে ধন্যবাদ 🥰।

আজ দুপরের জন্য কচু শাক, কচুর ফুল ও বেগুন উঠালাম নিজেদের সবজি ক্ষেত থেকে ❤
18/08/2025

আজ দুপরের জন্য কচু শাক, কচুর ফুল ও বেগুন উঠালাম নিজেদের সবজি ক্ষেত থেকে ❤

নিজেদের ক্ষেতের পুঁইশাক ও কুমড়া ❤
17/08/2025

নিজেদের ক্ষেতের পুঁইশাক ও কুমড়া ❤

Toyota Mark IIUsed Like NewGood ServiceYear of Manufacture 1993Engine capacity 2000cc6 cylinder Fuel type - LPG, OctaneT...
17/08/2025

Toyota Mark II
Used Like New
Good Service
Year of Manufacture 1993
Engine capacity 2000cc
6 cylinder
Fuel type - LPG, Octane
Transmission - Automatic
Body type - Saloon
AC - ok
4 Years Papers Fail
Price 450,000/-

স্মার্ট কার্ড , ট্যাক্স টোকেন, ফিটনেস সব আছে । কিন্তু গাড়ির ট্যাক্স চার বছর ফেইল।

আমরা কোন দেশে বাস করি ?বিমান দুর্ঘটনার পর যারা উদ্ধার করতে গিয়েছিলেন- প্রচণ্ড গরমে কলেজের ক্যান্টিনে গেলে তাদের পানি কিন...
21/07/2025

আমরা কোন দেশে বাস করি ?

বিমান দুর্ঘটনার পর যারা উদ্ধার করতে গিয়েছিলেন- প্রচণ্ড গরমে কলেজের ক্যান্টিনে গেলে তাদের পানি কিনতে বাধ্য করা হয়। চাপ বাড়লে মাইলস্টোন কলেজের ঐ ক্যান্টিন অফ করে দেয়া হয়, যখন সবচেয়ে বেশি পানির দরকার ছিল। কারণ, পানির টাকা কে দেবে?

ছোট ছোট বাচ্চারা যখন পোড়া শরীর নিয়ে বের হচ্ছিল- তখন তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে না দিয়ে উৎসুক জনতা মোবাইলে ভিডিও ধারণে ব্যস্ত ছিল। কারণ, ভিডিওতে যত বেশি ভিউ হবে, তত বেশি টাকা ইনকাম হবে।

আগুনের ফুলকিতে ঝলসে যাওয়া শরীর নিয়ে বের হয়ে এলেও হাসপাতালে নিয়ে যাওয়ার মতো কোন সিএনজি বা রিকশা রাজি হচ্ছিল না। কাছাকাছি থাকা কোন প্রাইভেট কারকেও সাহায্যের জন্য এগিয়ে আসতে দেখা যায় নি। কারণ, এরা কেউ তার নিজের সন্তান নয়।

মাইলস্টোন কলেজ থেকে উত্তরা আধুনিক হাসপাতালে সিএনজি দিয়ে আসতে ভাড়া গুনতে হয়েছে ১০০০ টাকা।

উত্তরা-উত্তর মেট্রোর নিচ থেকে মনসুর আলী মেডিকেলে রিকশা দিয়ে আসতে ভাড়া গুনতে হয়েছে ১০০ টাকা।

বাচ্চাদের অনেকগুলো আইডি কার্ডের ছবি ফেসবুকে ঘুরছে। বাচ্চারা হয়তো আহত হয় নি, কিন্তু এতটাই আতঙ্কিত হয়েছে যে বাসার ঠিকানা বা অভিভাবকদের ফোন নাম্বার বলতে পারছে না। কোন আইডি কার্ডেই অভিভাবকদের ফোন নাম্বার দেখতে পেলাম না।

যে যুদ্ধ বিমানটি দুর্ঘটনা কবলিত হয়েছে, সেটি ১৯৭৬ সালের মডেলের।

জ্বি, এটাই বাংলাদেশের প্রকৃত চিত্র। যে বাচ্চাগুলো মারা গেছে, আল্লাহ তাদের এই জাহান্নাম থেকে বাঁচিয়ে নিয়েছেন।
দুর্ঘটনায় মৃত সকলকে মহান আল্লাহ তায়ালা জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমিন।
_____________________
সংগৃহীত

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Nusrat Jahan Lamiya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nusrat Jahan Lamiya:

Share

Category