26/11/2024
|| মিলাদুন্নবী ও দরূদ প্রসঙ্গ ||
আমরা দেখতে পাই, মিলাদুন্নবীকে অনেকেই নবী ﷺ এর ওপর দরূদের সাথে অনেকটা মিক্সড করে ফেলেন। একাকার করে দেখেন। মিলাদুন্নবীর নাম দিয়ে দরূদ চালিয়ে দেয়ার জন্য চেষ্টা করেন। আবার দরূদের নামে মিলাদুন্নবী চালিয়ে দেয়ার জন্য চেষ্টা করেন। এমনটি করা জায়েয হবে না।
কোনটি মিলাদুন্নবী আর কোনটি নবী ﷺ এর ওপর দরূদ এটা আমাদেরকে জানতে হবে। নবী ﷺ এর ওপর ঈমান আনা ও তাঁর প্রতি ভালোবাসা আমাদের জন্য অপরিহার্য একটি বিষয়। যে ব্যক্তির অন্তরে নবী ﷺ এর পরিপূর্ণ ভালোবাসা থাকবে না, সে যতই দাবি করুক না কেন, যতই বলুক না কেন আমি ঈমানদার, সে কখনো ঈমানদার হতে পারবে না।
নবী ﷺ এর ভালোবাসার অন্যতম দাবি হচ্ছে তাঁর ওপর দরূদ পড়া।
আল্লাহ রাব্বুল আলামীন কুরআনুল কারীমের মধ্যে বলেন,
إِنَّ اللَّهَ وَمَلَا بِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تسْلِيمًا
"নিশ্চয়ই আল্লাহ নবীর প্রশংসা করেন এবং তাঁর ফেরেশতারা নবীর ওপর দরূদ পড়ে থাকেন। নবীর জন্য মাগফিরাতের দু'আ করে থাকেন। হে ইমানদারগণ! তোমরাও নবীর ওপর দরূদ পড় এবং যথাযথ সালাম আদায় কর।”
আমরা নবী ﷺ এর ওপর দরূদ পড়ার জন্য নির্দেশিত হয়েছি। এটি আমাদের ইবাদত, আল্লাহর নৈকট্য লাভ করার উপায় এবং মাধ্যম। সুতরাং আমরা নবী ﷺ এর ওপর দরূদ পাঠ করব। কিন্তু নবী ﷺ এর ওপর দরূদ পাঠ করতে হলে তাঁর শিখানো দরূদ আমাদের জানতে হবে।
আমরা নবী ﷺ এর ওপর দরূদ পাঠের ফযিলত সম্পর্কে জানতে পেরেছি। কিন্তু সেটা কি মিলাদ? যে মিলাদ আজকে নবী ﷺ এর দরূদের নামে অথবা দরূদের প্যাকেটে আমাদেরকে খাওয়ানোর জন্য চেষ্টা করা হচ্ছে! খেয়াল রাখতে হবে ব্যাপারটি এমন নয়, মিলাদের সিফাত বা বৈশিষ্ট্যের সাথে দরূদের সিফাতের কোন মিল নেই।
মিলাদের মধ্যে নবী ﷺ এর ওপর দরূদ পাঠ করা হয়ে থাকে। কিন্তু আপনি যদি মিলাদের পরিপূর্ণ ফরমেট দেখেন, তবে দেখতে পাবেন এটাকে মূলত সাজানো হয়েছে কিছু কবিতা, স্তুতি, সীমালঙ্ঘনকারী বক্তব্য দিয়ে, যেখানে নবী ﷺ এর ব্যাপারে সীমালঙ্ঘন করতে করতে এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয় যে এক পর্যায়ে গিয়ে নবী ﷺ কে আল্লাহ রাব্বুল আলামীনের রুবুবিই- ইয়াতের সিফাতে ভূষিত করা হয়। কোথাও কোথাও বলা হয়ে থাকে,
"মুহাম্মাদ খোদা নেহি, খোদা স্যা জুদা নেহি।" 'তিনিতো খোদা নন, আবার খোদা থেকে ভিন্নও নন।' নাউযুবিল্লাহ!
উল্লিখিত অংশটি মাকতাবাত আলমুফলিহুন প্রকাশিত রাবিউল আউয়াল এবং মিলাদুন্নবী প্রসঙ্গ বই থেকে সংকলিত.