
21/06/2025
মার্ক করা ঘরটা অবশ্যই বড় ভাইয়ের হবে। ইতিহাস আছে তিন ভাই,এক বোন রেখে বাবা যখন দ্বিতীয় বিয়ে করে বউয়ের সাথে অন্যত্র চলে যায় তখন বড় ভাই হয় সংসারের একমাত্র ঢাল। নিজের কষ্ট উপার্জিত বাড়িটি তার মায়ের নামে করে --এই ভেবে যে ;বাবা চলে যাওয়ায় মা অসহায়। তারপর ছোট ভাইয়ের অংশ দিয়ে বউয়ের কাবিনে বাড়ি দেওয়া হয়। অতঃপর :৩০ বছর পর দুই ভাই আর বোনের ছেলে আসে বাড়ি নিয়ে হানাহানি করতে। যার কাবিনে বাড়ি দেওয়া হয় সেই ছোট ভাইয়ের বউ হুমকি দেয় বাড়ি নাকি তার এবং তার জামাইয়ের অংশ আলাদা। সেই সুত্রে বড় ভাইয়ের কোনো অংশ থাকবে না।
আর বাকী রইল বোনের ছেলে 🥱,,যে এখন পাতি নেতা🤮।সে আসছে অংশের জন্য, বড় ভাইটির গায়ে হাত তুলে।। ভাগ্য ভালো যার গায়ে হাত তোলা হয়ছে তার সন্তানরা কাছে ছিল না।।।এই হলো বড় ভাইয়ের ইতিহাস!!!