জামান অনলাইন বুকশপ

জামান অনলাইন বুকশপ ইসলামী বই ও অন্যান্য বই নিতে
এখনি পেজে লাইক দিন..

ইউরোপের উন্নতি ও আফ্রিকার অবনতি কোনো আলাদা ঘটনা নয়। বরং তা মুদ্রার এপিঠ-ওপিঠ। ইউরোপ সমৃদ্ধ হয়েছে আফ্রিকার সম্পদ লুট কর...
28/09/2025

ইউরোপের উন্নতি ও আফ্রিকার অবনতি কোনো আলাদা ঘটনা নয়। বরং তা মুদ্রার এপিঠ-ওপিঠ। ইউরোপ সমৃদ্ধ হয়েছে আফ্রিকার সম্পদ লুট করে। তাদের উন্নতি, শিল্পায়ন এবং আধুনিকতার ভিত গড়ে দিয়েছিল আফ্রিকার প্রাকৃতিক ও মানব সম্পদ। দাস ব্যবসা থেকে ঔপনিবেশিক শাসন—সবকিছুই ছিল সেই লুটপাটের অংশ। লক্ষ্য ছিল—আফ্রিকাকে নিঃশেষ করে ইউরোপে পুঁজিবাদের বিকাশ ঘটানো।
ঔপনিবেশিক শাসন শেষ হয়েছে। কিন্তু আফ্রিকার শরীরে আজও রয়ে গেছে সেই ক্ষতচিহ্ন। দখলদাররা শুধু লুটপাট করেই ক্ষান্ত হয়নি। তারা চাপিয়ে দিয়েছিল এমন-এক অর্থনৈতিক কাঠামো, যা ধ্বংস করে দিয়েছে আফ্রিকার নিজস্ব শিল্প। দুর্বল অর্থনীতি এখনো তাদেরকে বেঁধে রেখেছে বৈশ্বিক পুঁজিবাদের শৃঙ্খলে।
ওয়াল্টার রডনির এই গবেষণা আমাদের সামনে তুলে ধরে সেই শোষণ ও লুটপাটের ইতিহাস। সমকালীন বিশ্বে ধনী-গরিব বৈষম্যের শিকড় কোথায়, এখান থেকে তা স্পষ্ট হবে। রডনি যে চেতনা লালন করতেন, সেটার কারণে মাত্র ৩৮ বছর বয়সেই খুন হতে হয়েছে তাকে। কিন্তু সেই বিপ্লবী চিন্তার বয়ান তিনি সংরক্ষণ করে গেছেন এই রচনায়। তার বইটি পড়ে অনুপ্রাণিত হয়েছে বিশ্বের অসংখ্য শিক্ষার্থী, গবেষক, অ্যাক্টিভিস্ট ও আন্দোলনকারী। রডনি দেখিয়েছেন, শোষণ ও লুটপাট কেবল অতীতের ইতিহাস নয়, বরং আধুনিক বিশ্বব্যবস্থার অংশ। তাই বৈশ্বিক অর্থনৈতিক বৈষম্য এবং শোষণের প্রক্রিয়া বোঝার এক অনন্য দলিল ধারণ করে আছে বইটি।
বই: আফ্রিকা লুটপাটের ইতিহাস
লেখক: ওয়াল্টার রডনি
অনুবাদক: আশিক আরমান নিলয়
নজরে সানী: ডা. শামসুল আরেফীন, জাকারিয়া মাসুদ
পৃষ্ঠা: ৩৯২
বাইন্ডিং: হার্ডকভার
খুচরা মূল্য: ৫৮০ টাকা

মাত্র কয়েক ঘণ্টা আগেও সিঁথি ছিল, তার ঘর ছিল, ঘরে ছিল বিলাসবহুল আসবাব, বাহারি খাবার, রঙিন পানীয়, বন্ধুদের জমজমাট আড্ডা। এ...
27/09/2025

মাত্র কয়েক ঘণ্টা আগেও সিঁথি ছিল, তার ঘর ছিল, ঘরে ছিল বিলাসবহুল আসবাব, বাহারি খাবার, রঙিন পানীয়, বন্ধুদের জমজমাট আড্ডা। এখন সে বাড়ির পেছনে খোলা আকাশের নিচে শুয়ে আছে একা। ঘরভর্তি মানুষ, শুধু সিঁথি নেই কোথাও। তার নাম ধরে কেউ ডাকে না। সকলেই কেবল জানতে চায়-লাশটি কোথায়?

একটি লাশ এবং তাকে কেন্দ্র করে ঘটে যাওয়া নানা ঘটনা অন্য এক হৃদয়ে কড়া নাড়তে থাকে।

কেউ বদলে যাওয়ার উপকরণ রেখে যায়, আর কেউ সেই উপকরণের প্রভাবে বদলে যায় ক্রমশ। এভাবেই চিত্রিত হয়েছে রবের দিকে ফিরে আসার এক হৃদয়স্পর্শী কাহিনি-জায়নামাজ।

বই: জায়নামাজ
লেখক: মেহেরুন রূমা
বইটি অর্ডার করতে মেসেজ করুন।

#জায়নামাজ
#ইসলামিক_বই

আফগান মুজাহিদদের রক্তগাথা আর বীরত্বের কাহিনি নিয়ে লেখা “পাহাড়ি এক লড়াকু” আপনাকে নিয়ে যাবে এক অনন্য রোমাঞ্চের দুনিয়ায়। পড়...
19/09/2025

আফগান মুজাহিদদের রক্তগাথা আর বীরত্বের কাহিনি নিয়ে লেখা “পাহাড়ি এক লড়াকু” আপনাকে নিয়ে যাবে এক অনন্য রোমাঞ্চের দুনিয়ায়। পড়তে পড়তে অনুভব করবেন—বীরদের লড়াই যেন চোখের সামনেই ঘটছে।

👉 আপনার বুকশেলফে কি এই অনন্য উপন্যাসটি জায়গা পেয়েছে?
📖 এখনই সংগ্রহ করুন আর শেয়ার করুন আপনার অনুভূতি!

ভয়াল রাতের শুরুবাসায় ঢুকে হাত-মুখ ধুয়ে সবাইকে নিয়ে একসাথে খেতে বসার প্রস্তুতি নিচ্ছি। হঠাৎ দরজায় করাঘাত-ঠক ঠক ঠক! কয়েক স...
08/09/2025

ভয়াল রাতের শুরু

বাসায় ঢুকে হাত-মুখ ধুয়ে সবাইকে নিয়ে একসাথে খেতে বসার প্রস্তুতি নিচ্ছি। হঠাৎ দরজায় করাঘাত-ঠক ঠক ঠক! কয়েক সেকেন্ড বিরতি দিয়ে প্রচণ্ড জোরে ধাক্কা দেওয়া হলো দরজায়। ঘড়ির কাঁটায় তখন রাত সাড়ে ১১টা।

দৌড়ে দরজার কাছে গেলাম। কি-হোল দিয়ে দেখার চেষ্টা করলাম, বাইরে কারা। ৮-১০ জন দীর্ঘদেহী লোককে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। মুহূর্তে বুঝে ফেললাম-এরাই তারা, যারা সারা দিন ধরে একটি মাইক্রোবাসে আমাকে ফলো করেছে।

আমার স্ত্রী ও পরিবারের সদস্যদের জানা ছিল, আমাকে বিভিন্ন জায়গা থেকে ওয়ার্নিং দেওয়া হচ্ছে। তারা ততক্ষণে বুঝে গেছে দরজায় অপেক্ষমাণ লোকগুলো আমাকে তুলে নিয়ে যেতে এসেছে।

আমার ছোটো বোন খুবই সাহসী মনোভাব নিয়ে বলল, ‘ভাইয়া, আমরা দরজা খুলব না। তারা একটি সিনক্রিয়েট করুক। প্রয়োজনে দরজা ভেঙে ঢুকুক। তারপরও আমরা দরজা নিজ থেকে খুলব না।’

বোনের সাথে সুর মিলিয়ে আমার স্ত্রীও খুব দৃঢ়চিত্তে একই কথা বলল। তারা দুজনই কাপড় দিয়ে মুখ ঢেকে ফেলল। খুব সাহসের সাথে তারা বলল, ‘আমরা এই বিষয়টি দেখছি, তুমি সামনে যাবে না।’ দুজনই এগিয়ে গেল দরজার দিকে।

এক অজানা আশঙ্কা ঘিরে ধরল আমাকে। একজন আইনজীবী হিসেবে আমি দেখেছি আদালতপাড়ায় আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন কীরকম হঠকারী আচরণ করে! তাদের দুর্ব্যবহারের ক্ষেত্রে নারী-শিশু-বৃদ্ধ কোনো বাছবিচার থাকে না। এখন তাদের সাথে যদি কো-অপারেট না করি আর যদি তারা দরজা ভেঙে বাসার ভেতরে ঢোকে, তাহলে আমাকে এবং পরিবারের মেয়েদেরকে অপমান-অপদস্থ করতে পারে। আমি চাই না আমার বাচ্চাদের সামনে এ রকম কোনো পরিস্থিতি তৈরি হোক। এমন পরিস্থিতি বাচ্চাদের কোমল মনে ভয়ানক ভীতি তৈরি করবে।

আগে থেকেই আমার ভাবনায় ছিল, আমি যেকোনো মুহূর্তে গ্রেফতার হতে যাচ্ছি; কিন্তু কস্মিনকালেও গুম হতে পারি এমনটা ভাবিনি। তাই গ্রেফতারের একটি মানসিক প্রস্তুতি আমার আছে। আমার ওয়াইফ ও বোনকে থামিয়ে দিয়ে বললাম, ‘থাক, এখন এমন সিচুয়েশন ক্রিয়েট করা ঠিক হবে না। আমি দরজা খুলে দিচ্ছি। আর থানায় গেলে তোমাদের সাথে তো দেখা হবেই!’

আমাদের বাসার দরোজায় একটি চেইন আছে। সেটি লাগিয়ে দিলে দরজা একটু ফাঁক হয়ে আটকে থাকে; পুরোপুরি খোলে না। এটাকে ‘চেইন লক’ বা ‘সিকিউরিটি হুক’ বলে। আমি চেইনটি আটকে দরজা হালকা ফাঁক করলাম।

কণ্ঠ যথাসম্ভব স্বাভাবিক রেখে জিজ্ঞেস করলাম, ‘আপনারা কারা?’

তারা বললেন, ‘আপনাকে আমাদের সাথে যেতে হবে। আপনার সাথে আমাদের কিছু কথা আছে।’

আমি ফের জিজ্ঞেস করলাম, ‘কিন্তু আপনাদের পরিচয় কী? আপনাদের কোনো ইউনিফরম দেখছি না; সাদা পোশাকে দেখছি।’

এর কিছুদিন আগেই সুপ্রিম কোর্ট থেকে একটি নির্দেশনা দেওয়া হয়েছিল, আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় বা ইউনিফর্ম ছাড়া কেউ গ্রেফতার করতে পারবে না। আমি বিষয়টির দিকে ইঙ্গিত করলাম।

তারা সবাই বেশ দীর্ঘদেহী। যাকে সিনিয়র কোনো অফিসার বলে ঠাওর হচ্ছে, তার কোমরে অস্ত্র ঝুলছে। বাকি সবার হাতে অস্ত্র। তাদের কয়েকটি অস্ত্রে একটি সিরিয়াল নম্বর লেখা আছে, যেটি আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি।

এবার তাদের ভাষা বেশ কড়া শোনাল, ‘আমাদের ব্যাপারে এসব নিয়ম প্রযোজ্য না। আপনাকে আমাদের সাথে যেতেই হবে।’

বই : আয়নাঘরের সাক্ষী : গুম জীবনের আট বছর

লেখক : ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম (আরমান)

শহীদ আব্দুল কাদের মোল্লার হৃদয় নিংড়ানো উক্তি"If Allah given me the death of a martyr, this will be the greatest achievme...
02/09/2025

শহীদ আব্দুল কাদের মোল্লার হৃদয় নিংড়ানো উক্তি

"If Allah given me the death of a martyr, this will be the greatest achievment of my life. this will make me proud"

"শাহাদতের রক্ত পিচ্ছিল পথ ধরে অবশ্যই ইসলামের বিজয় আসবে ইনশাআল্লাহ" "আমার শাহাদতের পর যেন ইসলামী আন্দোলনের কর্মীরা চরম ধৈর্য্য ও সহনশীলতার পরিচয় দিয়ে আমার রক্তকে ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজে লাগায়" "আল্লাহ আমাকে শাহাদতের মৃত্যু দিলে এটা হবে আমার জীবনের সর্বশ্রেষ্ঠ পাওয়া, এর জন্য আমি গর্বিত" "আল্লাহ যাদের সাহায্য করেন তাদের কেউ দাবিয়ে রাখতে পারে না" "আমার জীবনের বিনিময়ে যেন ইসলামী আন্দোলন দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে আল্লাহ হেফাজত করেন"
-শহীদ আব্দুল কাদের মোল্লা

বই: শহীদ আব্দুল কাদের মোল্লা
লেখক: সালাউদ্দিন
মুদ্রিত মূল্য: ৩২০৳ ছাড় মূল্য ২২৪৳
বোর্ড বাঁধাই,

সুন্দর করে কথা বলুন, উপস্থাপনা করুন সুন্দর কিছু টিপস ফলো করতে বইটি পড়ুন
31/08/2025

সুন্দর করে কথা বলুন, উপস্থাপনা করুন
সুন্দর কিছু টিপস ফলো করতে বইটি পড়ুন

বিগত ষোলো বছরের ফ্যাসিবাদী শাসনামল ছিল সার্বিকভাবে জুলুমের প্রতিভূ। অপশাসন, রাজনৈতিক ভিন্নমতের ওপর বিচারিক হত্যাযজ্ঞ, বি...
30/08/2025

বিগত ষোলো বছরের ফ্যাসিবাদী শাসনামল ছিল সার্বিকভাবে জুলুমের প্রতিভূ। অপশাসন, রাজনৈতিক ভিন্নমতের ওপর বিচারিক হত্যাযজ্ঞ, বিচারবহির্ভূত হত্যা, গুম, নাগরিকদের জানমালের ওপর হস্তক্ষেপ, লুটপাটসহ জুলুমের এত বিস্তৃত ও বিচিত্র তালিকা প্রণয়নও দুঃসাধ্য। সেসব জুলুম শেষ করে দিয়েছে অসংখ্য মানুষের জীবন ও অগণিত পরিবার।

ফ্যাসিবাদী শাসনামলে গুমের শিকার মজলুমদের একজন ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম (আরমান)। তিনি ছিলেন বিচারিক হত্যাকাণ্ডের শিকার জামায়াত নেতৃবৃন্দের আইনজীবী এবং মীর কাসেম আলীর সন্তান। এই অপরাধে তাঁকে গুম করা হয় ২০১৬ সালের ৯ আগস্ট। দীর্ঘ আট বছর তিনি কাটিয়েছেন জীবন-মৃত্যুর মাঝে ঝুলে থাকা এক দুঃসহ বন্দিত্ব। সেই বন্দিত্বের প্রতিটি দিন ছিল বিভীষিকাময়। যেকোনো হৃদয়বান মানুষের হৃদয়কে কাঁপিয়ে দেওয়ার মতো সেই দিনগুলি তিনি কাটিয়েছেন ঈমান ও তাওয়াক্কুলকে সঙ্গী করে।

ব্যারিস্টার আরমানের গুম জীবনের অসহনীয় সময়গুলোকে ধারণ করে প্রকাশিত হচ্ছে তাঁর বই আয়নাঘরের সাক্ষী: গুম জীবনের আট বছর। বইটির পাঠ জালিমের জুলুমের বিরুদ্ধে আমাদের হাতকে মুষ্টিবদ্ধ করে তুলুক। আমাদের মননকে আল্লাহর ওপর তাওয়াক্কুলের আলোয় আলোকিত করে দিক-এই প্রত্যাশা।

প্রকাশক

ব্যারিস্টার আরমান ভাইয়ের হৃদয়স্পর্শী আখ্যান! প্রি-অর্ডার শুরু।বই: আয়না ঘরের সাক্ষীপ্রি- অডার ৩০০৳📚অর্ডার লিংকঃ m.me/book...
24/08/2025

ব্যারিস্টার আরমান ভাইয়ের হৃদয়স্পর্শী আখ্যান! প্রি-অর্ডার শুরু।
বই: আয়না ঘরের সাক্ষী
প্রি- অডার ৩০০৳
📚অর্ডার লিংকঃ m.me/bookcafebd21

আঠারো ও উনিশ শতক। তখন মুসলিম বিশ্বের সবখানে জেঁকে বসেছে উপনিবেশবাদ। উসমানি সালতানাত তখনও খিলাফতের একটি ছায়া হিসেবে টিকেছ...
21/08/2025

আঠারো ও উনিশ শতক। তখন মুসলিম বিশ্বের সবখানে জেঁকে বসেছে উপনিবেশবাদ। উসমানি সালতানাত তখনও খিলাফতের একটি ছায়া হিসেবে টিকেছিল। কিন্তু ১৯২৪ সালে পতন ঘটে আশার শেষ প্রদীপ উসমানি খিলাফতের। রাষ্ট্র ও সমাজ থেকে অপসারিত হলো ইসলাম। ব্যক্তিজীবনের ক্ষুদ্র গণ্ডিতেই সীমাবদ্ধ করা হলো ইসলামকে। তখন চারদিকে হতাশা আর অন্ধকার।

এমন এক নৈরাশ্যের ছাই থেকেই জ্বলে উঠল একটি অগ্নিস্ফুলিঙ্গ—ইমামুদ দাওয়াহ হাসান আল বান্না।
ইমাম হাসান আল বান্নার হাত ধরে যাত্রা শুরু করল এক মহান আন্দোলন—ইখওয়ানুল মুসলিমিন। মিশর থেকে এ আন্দোলন ছড়িয়ে পড়ল ফিলিস্তিন, সিরিয়া, জর্ডান, সৌদি আরব হয়ে পুরো আরব বিশ্বে। তিউনিসিয়া, আলজেরিয়া, লিবিয়া হয়ে উত্তর আফ্রিকায়। তুরস্ক, মধ্য এশিয়া, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে বিস্তৃত হলো এই আন্দোলনের প্রভাব। দূরপ্রাচ্যের মালয়েশিয়া, ইন্দোনেশিয়া পর্যন্ত ছড়িয়ে পড়ল ইখওয়ানুল মুসলিমিনের পুনর্জাগরণের বার্তা।

দাওয়াত, তারবিয়াত ও শাহাদাতের পথ বেয়ে ইখওয়ান পাড়ি দিয়েছে দীর্ঘ পথ। হাসান আল বান্না, আবদুল কাদির আওদাহ, সাইয়িদ কুতুব, প্রেসিডেন্ট মুরসি শাহাদাতের দীর্ঘ কাতার ইখওয়ানের। বাহি আল খাওলি, সাইয়িদ সাবিক, উমর তিলমেসানি, সাঈদ রমাদান, মুহাম্মাদ আল গাযালি, ইউসুফ আল কারযাভীর মতো বিশ্ববিখ্যাত দাঈ ও আলিমগণ এ আন্দোলনের সন্তান।

ইখওয়ানুল মুসলিমিনের আদর্শ, ইতিহাস ও ঐতিহ্যের সাথে পরিচিত হতে পাঠের আমন্ত্রণ—ইখওয়ানুল মুসলিমিনের ইতিহাস : দাওয়াত, তারবিয়াত ও সংগ্রামের সত্তর বছর।

ইখওয়ানুল মুসলিমিনের ইতিহাস : দাওয়াত, তারবিয়াত ও সংগ্রামের সত্তর বছর
ড. ইউসুফ আল কারযাভী
অনুবাদ : শাহাদাত হোসাইন ও ফারুক আজম
পৃষ্ঠা সংখ্যা : ৬০৮
মুদ্রিত মূল্য : ৮৪০৳

সহজ বাংলা আল কুরআন
13/08/2025

সহজ বাংলা আল কুরআন

বিভীষি*কাময় আ*য়*না*ঘর💥ফ্যা*সিবা*দের গো*প*ন কা*রা*গারে ২৯০৮ দিনের বিভী*ষিকাময় অভিজ্ঞতা!ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লা...
06/08/2025

বিভীষি*কাময় আ*য়*না*ঘর
💥ফ্যা*সিবা*দের গো*প*ন কা*রা*গারে ২৯০৮ দিনের বিভী*ষিকাময় অভিজ্ঞতা!

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহিল আমান আল আজমীর জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে লেখা এই বইটি ফ্যা*সিবা*দী সরকা*রের নি*র্ম*মতা, গো*প*ন ব*ন্দিশা*লা এবং অমা*নবি*ক নি*র্যাত*নের বাস্তব চিত্র তুলে ধরেছে। এটি শুধু একটি বই নয়, বরং ইতি*হা*সের এক র*ক্তা*ক্ত দ*লিল।

🔹 বাস্তব কারা*ব*ন্দি*ত্বের উপর ভিত্তি করে লেখা
🔹 ভ*য়া*ন*ক মান*সি*ক ও শারী*রিক নি*র্যা*ত*নের বর্ণনা
🔹 একজন সাহ*সী সৈ*নিকের আ*ত্ম*ত্যা*গ ও দৃঢ়*তার গল্প

📞 অর্ডার করতে কল করুন: 01810118060 নম্বরে।

28/07/2025

বিশেষ অফার

Address

DB Rod
Dhaka

Opening Hours

Monday 09:00 - 23:00
Tuesday 09:00 - 23:00
Wednesday 09:00 - 23:00
Thursday 09:00 - 23:00
Friday 09:00 - 23:00
Saturday 09:00 - 23:00
Sunday 09:00 - 23:00

Telephone

+8801966525710

Website

Alerts

Be the first to know and let us send you an email when জামান অনলাইন বুকশপ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share