Mr. F A M I L Y

  • Home
  • Mr. F A M I L Y

Mr. F A M I L Y I love Allah❤️❤️
(15)

গল্পের নাম: ছায়া যখন প্রেমগল্পকার: আব্রাহাম ফারুকপর্ব ১: ছায়ার দেখারাত সাড়ে দশটা।ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বর ধীরে ধীরে...
24/06/2025

গল্পের নাম: ছায়া যখন প্রেম

গল্পকার: আব্রাহাম ফারুক

পর্ব ১: ছায়ার দেখা

রাত সাড়ে দশটা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বর ধীরে ধীরে ফাঁকা হয়ে আসছে। অয়ন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শেষ বর্ষের ছাত্র, আজ একটু বেশিই দেরি করে ফেলেছে লাইব্রেরিতে। তার হাতে গুটিকয়েক বই, চোখে ভারী চশমা, আর মুখে এক ধরনের গম্ভীর ভাব।

চোখে-মুখে গভীরতা থাকলেও, ওকে কেউ কখনো "সোশ্যাল" বলতে পারবে না। খুব কাছের কয়েকজন বন্ধু ছাড়া কারও সঙ্গে তেমন কথা বলে না। প্রেম? সে জগতে সে এখনো পা রাখেনি।

তবে আজকের রাতটা ছিল অন্যরকম।

লাইব্রেরি থেকে বের হয়ে সোহরাওয়ার্দী উদ্যানের পাশ দিয়ে হাঁটছিল। চারপাশে ছায়া ছায়া আলো। রাস্তার বাতিগুলো কুয়াশার মতো একটানা আলো ছড়িয়ে দিচ্ছে। হঠাৎই অয়ন থেমে গেল।

তার ছায়া মাটিতে পড়েছে—স্বাভাবিকভাবে, সেটাই স্বাভাবিক।

কিন্তু পাশে আরেকটা ছায়া!

সে চমকে উঠে পাশ ফিরে তাকাল।

কেউ নেই।

আবার তাকালো—দুটো ছায়া স্পষ্ট। একটা তার নিজের, আরেকটা যেন... একটা মেয়ের ছায়া! মাথায় খোঁপা, পাতলা শাড়ি, চুলে বাতাস লেগে যেন দুলছে।

কিন্তু আশেপাশে কেউ নেই!

ছায়াটা একসময় এগিয়ে যেতে লাগল—সোজা গিয়ে হারিয়ে গেল রেললাইনের গলির ভেতর।

অয়ন নিঃশ্বাস ফেলল।

"বোধহয় বেশি রাত করে ফেলেছি... বা হয়তো চোখের ভুল..."

ঘরে ফিরে বিছানায় গড়াগড়ি খেতে খেতে অয়ন ভাবল, "আচ্ছা, ছায়া কি ভুলও হতে পারে?"

---

পরদিন সকাল

ক্লাসে ঢুকেই তার বুকটা ধক করে উঠল।

সামনের বেঞ্চে বসে আছে এক অচেনা মেয়ে—একদম সেই ছায়ার মতো।

পাতলা সাদা-ছাই শাড়ি, কানের পাশে ঝুলে থাকা কাঁচের দুল, চোখে এক ধরনের অদ্ভুত নির্লিপ্ততা, কিন্তু মায়াময়তা ভরপুর।

মেয়েটি ঘাড় ঘুরিয়ে তাকালো অয়নের দিকে। দু’জনের চোখাচোখি হলো।

মেয়েটি হালকা হাসল।

অয়নের বুকের মধ্যে কিছু একটা কেঁপে উঠল।

সে আস্তে করে নিজের বন্ধুকে প্রশ্ন করল,

—“নতুন ছাত্রী?”

—“হ্যাঁরে, নাম মায়া। ট্রান্সফার স্টুডেন্ট, চট্টগ্রাম থেকে এসেছে।”

অয়ন তখনও জানত না, এই মায়া তার জীবনের সবচেয়ে বড় প্রেম হবে...

আর এই প্রেমই তার জীবনকে এক ভয়ংকর, অন্ধকার গলির দিকে টেনে নিয়ে যাবে।

একটা প্রশ্ন তার মাথায় ঘুরতে লাগল:

"এই মেয়েই কি… আমার ছায়ার সঙ্গী ছিল গতরাতে?"

পরবর্তী পর্বে আসছে….

 #তোমার_নামে_লেখা_চিঠি #কলমে_নওরিন_মুনতাহা_হিয়া #পর্ব_১৫ (রূপনগরের পথে)ইনায়াকে সেইদিন অরণ্যর কমেন্ট করা ভিডিওটা চোখের স...
17/06/2025

#তোমার_নামে_লেখা_চিঠি
#কলমে_নওরিন_মুনতাহা_হিয়া
#পর্ব_১৫ (রূপনগরের পথে)

ইনায়াকে সেইদিন অরণ্যর কমেন্ট করা ভিডিওটা চোখের সামনে ভেসে ওঠে ইভানের। সেদিন ইনায়াকে চিরতরে হারানোর উপলব্ধিটা তাকে ভিতর থেকে ছিঁড়ে ফেলেছিল। আর আজ মিলন সাহেবের সরল প্রশ্ন যেন সেই ক্ষতটাকে আবার নতুন করে ছুঁয়ে দিয়ে গেল।

ইভান মাথা নিচু করে বলে,
"- না আংকেল, দেশে থাকলেও মনের কোথাও যেন এখনও একটা শূন্যতা। ইনায়াকে ভুলে যাওয়া এত সহজ না..."

মিলন সাহেব একটু অপ্রস্তুত হয়ে বলেন,
"- সময়ই সবকিছুর উত্তর দেয় ইভান। তুমি শুধু নিজেকে সামলে নাও।"

ডিনারের টেবিলে নীরবতা নেমে আসে। সেই নীরবতা ভাঙে ইভান নিজেই,
"- আংকেল, আমি এক সপ্তাহের ছুটি নিয়েছি। রূপনগর যাবো, কিছু ব্যক্তিগত কারণ আছে।"

ইভান রূপনগরের নাম উচ্চারণ করতেই চমকে ওঠে ইনায়া। সে চোখ তুলে তাকায় ইভানের দিকে। ইভানের ঠোঁটে এক রহস্যময় হাসি।

---

পরদিন ভোর
ট্রেনের স্টেশন। হালকা কুয়াশা, অল্প আলো। অরণ্য আর ইনায়া প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, দুইজনেই যথেষ্ট প্রস্তুত মনে হচ্ছে না। ইনায়া হাতে টিকিট ধরে বলে,
"- আমি এখনও বুঝতে পারছি না এই রূপনগরে গিয়ে আসলে আমরা কী খুঁজবো?"

অরণ্য হালকা হেসে বলে,
"- কিছু প্রশ্নের উত্তর নিজে না গেলে পাওয়া যায় না, ইনায়া। অনেক দরজা শুধু উপস্থিতিতে খুলে।"

ট্রেনটা হুইসেল দেয়, আর ঠিক তখনই ইনায়ার চোখ পড়ে প্ল্যাটফর্মের বিপরীত দিকে দাঁড়িয়ে থাকা একজনের দিকে। গাঢ় নীল জ্যাকেট পরা, মাথায় হুড, কিন্তু চেহারা যেন কোথাও দেখা!

ইনায়া চমকে ওঠে —
"ও... ইভান?"

ইভান এক ঝলক তাকিয়ে আবার চোখ সরিয়ে নেয়, যেন কিছুই হয়নি। কিন্তু তার উপস্থিতি ইনায়ার মনে আরেকটা প্রশ্নের ঝড় তোলে।

---

রূপনগর স্টেশন।
পুরানো ছোট্ট স্টেশনটা যেন শতাব্দীর গল্প বুকে চেপে আছে। ট্রেন থামতেই ইনায়া নামার সাথে সাথেই একটা ঘোরের মধ্যে পড়ে। যেন এই জায়গা তার ছোটবেলার স্মৃতিতে একবার এসেছিল। হয়তো একবার, খুব ছোট থাকতে, মায়ের হাত ধরে...

অরণ্য ব্যাগ হাতে নিয়ে বলে,
"- প্রথমেই তোমার নানার পুরোনো বাড়িতে যেতে হবে। তারপর স্থানীয় ইউনিয়ন অফিসে কিছু রেকর্ড আছে শুনেছি।"

ইনায়া মৃদু মাথা নাড়ে। তাদের রিকশা ভাড়া করে রওনা হয় গ্রামে। ধুলোবালি মেশানো পথ, মাঝে মাঝে গরু-ছাগলের হাট, বাচ্চাদের কাঁচা বাংলায় গল্প বলা—সব কিছুই যেন ইনায়ার কাছে পুরোনো লাগে, অথচ মনে পড়ে না ঠিক কোথা থেকে।

---

চৌধুরী ভিলা, রূপনগর।
একটা আধা ভাঙা পুর

23/03/2025
17/12/2024

এই ব্যস্ত নগরীতে সবাই ব্যস্ত সবাইকে শুভ সন্ধ্যা

16/12/2024

শুভ রাত্রি প্রিয় বন্ধুরা

সবাইকে মহান বিজয় দিবসের  শুভেচ্ছা
16/12/2024

সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা

শুভরাত্রি প্রিয় বন্ধুরা
14/12/2024

শুভরাত্রি প্রিয় বন্ধুরা

11/12/2024

সবাইকে শুভরাত্রি

Address


Alerts

Be the first to know and let us send you an email when Mr. F A M I L Y posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mr. F A M I L Y:

  • Want your business to be the top-listed Media Company?

Share