03/06/2025
একটি গ্রামে রাশেদ নামে এক কিশোর থাকত। তার বাবা একজন দিনমজুর, আর মা গৃহিণী। রাশেদ ছোট থেকেই খুব সৎ এবং পরিশ্রমী ছিল। স্কুলে সে খুব মনোযোগী ছাত্র ছিল, তবে পরিবারের আর্থিক সংকটের কারণে মাঝে মাঝে স্কুলে যাওয়া কষ্টকর হয়ে যেত।
একদিন স্কুল থেকে ফেরার পথে রাশেদ রাস্তার ধারে একটি মানিব্যাগ কুড়িয়ে পেল। ব্যাগটি খুলে দেখে ভিতরে অনেক টাকা আর কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল। অনেকেই বলল, "নিয়ে রাখ, তোকে তো কেউ দেখেনি। এত টাকা দিয়ে তুমি অনেক কিছু করতে পারো।"
কিন্তু রাশেদ বলল, "এই টাকা আমার নয়। হারানো জিনিস ফেরত দেওয়া আমার দায়িত্ব।"
সে মানিব্যাগের ভিতরের পরিচয়পত্র দেখে মালিকের ঠিকানা খুঁজে বের করল এবং নিজ হাতে মানিব্যাগটি ফিরিয়ে দিল। ব্যাগের মালিক ছিলেন শহরের এক ধনী ব্যবসায়ী। তিনি রাশেদের সততায় অভিভূত হয়ে তাকে পুরস্কারস্বরূপ এক বছরের পড়ালেখার সমস্ত খরচ বহনের প্রতিশ্রুতি দেন এবং তার বাবাকে একটি চাকরিও দেন।
রাশেদের সততা তার জীবনের মোড় ঘুরিয়ে দিল। সে তার পরিশ্রম আর সততার মাধ্যমে সমাজে এক উদাহরণ হয়ে উঠল।
শিক্ষণীয় বিষয়:
সততা কখনোই বৃথা যায় না। একসময় না একসময় তা নিজের মর্যাদা ও সফলতা এনে দেয়।