RJ TasneeM

RJ TasneeM I trust Allah in every situation.

08/07/2025

মেরিল স্ট্রিপ একবার বলেছিলেন:
“সব কিছু ঠিক রাখতে গিয়ে নিজেকে ক্লান্ত করে তোলো না—ভেঙে পড়তে দাও। সব সম্পর্ক বা অবস্থান চিরকাল টিকে থাকার জন্য নয়। যা ভেঙে যাচ্ছে, তা ধরে রাখার চেষ্টা কেবল তোমাকে নিঃশেষ করে দেবে। অনেক সময় সবচেয়ে ভালো কাজ হলো—ছেড়ে দেওয়া।”

মানুষের রাগকে রাগ হতে দাও। তারা ভুল বুঝুক, বিচার করুক, সমালোচনা করুক—তাতে তোমার কিছু আসে যায় না। কারণ, তাদের মতামত আসলে তাদের নিজেদের দৃষ্টিভঙ্গির প্রতিফলন—তোমার মূল্যের কোনো পরিমাপক নয়।
যারা ইচ্ছা করেই তোমাকে বুঝতে চায় না, তাদের কাছে নিজেকে ব্যাখ্যা করার কোনো দায় তোমার নেই। অন্যরা তোমাকে কীভাবে দেখবে বা তোমার সত্যে কীভাবে প্রতিক্রিয়া জানাবে, সেটার দায়িত্ব তোমার না।

অজানাকে ভয় পেও না। নিজেকে প্রশ্ন করো না—“এখন আমি কোথায় যাবো? কী করবো?”—এই ভেবে যে, মহাবিশ্ব তোমার জন্য কোনো পথ বানিয়ে রাখেনি।
হারানো কষ্টের হতে পারে, কিন্তু মাঝে মাঝে সেটাই দরজা খুলে দেয় আরও ভালো কিছুর জন্য। যা চলে যাওয়ার কথা, তা চাইলেও থাকবে না। আর যা থাকার কথা, তা হাজার অনিশ্চয়তার মাঝেও ঠিক থেকেই যাবে। জীবন সবসময়ই নিজের ভারসাম্য খুঁজে নেয়—even যদি আমরা দেখতে না পাই।

জীবনের একটা ছন্দ আছে—শেষ হওয়া আর শুরু হওয়ার প্রাকৃতিক এক প্রবাহ। আমরা যখন সেই প্রবাহের বিরুদ্ধাচরণ করি, তখনই কষ্ট তৈরি হয়। আমরা যা ইতিমধ্যে ভেঙে যাচ্ছে, তা আঁকড়ে ধরি—এই ভেবে যে আর কিছু ভালো আসবে না।
কিন্তু এটা একটা ভ্রান্ত ধারণা। মহাবিশ্ব অফুরন্ত—প্রতিনিয়ত নতুন সুযোগ, নতুন ভালোবাসা, নতুন অর্থ খুঁজে পেতে সাহায্য করছে। শুধু একটাই বাধা—তুমি যেটা আর তোমার নয়, সেটার সাথে তোমার আসক্তি।

এবং কখনোই বিশ্বাস করো না যে জীবনের সবচেয়ে ভালো অংশটা পিছনে পড়ে গেছে।
তুমি কষ্ট পেরিয়ে এসেছো মানে এই না যে জীবন আর তোমাকে সৌন্দর্য উপহার দেবে না। ভালো জিনিস এখনো বাকি আছে—আরও আনন্দ, আরও ভালোবাসা, আরও শান্তি তোমার অপেক্ষায় আছে। শুধু দরকার—তার জন্য একটু জায়গা করে দেওয়া।

তাই নিজেকে জিজ্ঞেস করো—
“আমি এমন কী ধরে আছি, যা আমাকে আটকে রেখেছে?”
আর যখন উত্তর পাবে, তখন নিজের উপর বিশ্বাস রাখো—
ছেড়ে দিতে শেখো।
কারণ, আরও ভালো কিছু ঠিক পথেই আছে তোমার দিকে আসার জন্য।

01/07/2025

একটি বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনের ক্লাস। সদ্য যোগ দেওয়া এক অধ্যাপক ক্লাসরুমে ঢুকেই ছাত্রছাত্রীদের দিকে একবার নজর ঘোরালেন। সবার মধ্যে তিনি বিশেষভাবে লক্ষ্য করলেন, নীল রঙের জামা পরা এক ছাত্রীকে। মেয়েটির দিকে তাকিয়ে তিনি হঠাৎ বলে উঠলেন –
"নীল জামা, তোমার নাম কী?"

মেয়েটি একটু দ্বিধা নিয়ে উত্তর দিল, "রেশমি, স্যার।"

তারপরেই আশ্চর্যজনকভাবে অধ্যাপক কড়া গলায় বললেন –
"তুমি এখনই ক্লাস থেকে বেরিয়ে যাও! আর ভবিষ্যতেও যেন তোমার মুখ না দেখি এই ক্লাসে।"

সারা ক্লাস মুহূর্তেই নিস্তব্ধ হয়ে গেল। রেশমি হতবাক হয়ে বলল –
"স্যার! আমি তো কিছু ভুল করিনি, বুঝতে পারছি না!"

অধ্যাপক রেগে গর্জে উঠলেন –
"আমি কোনো কথা দ্বিতীয়বার বলি না। চুপচাপ ক্লাস ছেড়ে বেরিয়ে যাও।"

রেশমি কিছু না বুঝেই কাঁপতে কাঁপতে নিজের ব্যাগ গুছিয়ে নিল এবং মাথা নিচু করে বেরিয়ে গেল ক্লাস থেকে। বাকি ছাত্রছাত্রীরা হতচকিত হয়ে তাকিয়ে রইল, কিন্তু কেউ মুখ খুলল না।

এরপর অধ্যাপক একটু থেমে গম্ভীর স্বরে বললেন –
"বল তো, আইন কেন তৈরি করা হয়?"

একজন বলল, "সমাজে শৃঙ্খলা বজায় রাখার জন্য।"
আরেকজন বলল, "যাতে কেউ অন্যায়ের শিকার না হয়।"
তৃতীয়জন বলল, "সরকারের প্রতি বিশ্বাস রাখার জন্য।"
চতুর্থজন বলল, "সবাই যেন ন্যায্য বিচার পায়।"

অধ্যাপক বললেন, "ঠিক বলেছ।"

তারপর তিনি আবার বললেন,
"তোমাদের কী মনে হয়, কিছুক্ষণ আগে আমি রেশমির সাথে অন্যায় করেছি?"

সবাই চুপচাপ, কেউ কিছু বলার সাহস পেল না। কারও গলায় স্বর উঠল না।

অধ্যাপক নিজেই বললেন –
"হ্যাঁ, আমি রেশমির সঙ্গে স্পষ্টভাবে অবিচার করেছি। কিন্তু প্রশ্ন হলো, তোমরা কেউ কিছু বললে না কেন?"

তিনি একটু থেমে বললেন –
"কারণ তোমরা ভাবলে, এটা তো আমার সঙ্গে হয়নি। তাহলে আমি কেন কিছু বলব?"

তিনি দৃঢ় স্বরে বলে চললেন –
"এই মানসিকতাই একদিন তোমাদের বিপদের কারণ হবে। আজ যাকে নিঃশব্দে অবিচারের শিকার হতে দেখলে, আগামীকাল সেই অবস্থায় যদি তোমরাও পড়, তখনও কেউ তোমার পাশে দাঁড়াবে না।"

সারা ক্লাস নীরব, সবাই মাথা নিচু করে আছে। কেউ চোখে চোখ রাখতে পারছে না।

অধ্যাপক বললেন –
"আজ তোমাদের এমন এক শিক্ষা দিলাম, যা তোমরা বছরের হাজারটা ক্লাস করেও হয়তো পেতে না। আজকের শিক্ষা জীবনের জন্য। সব সময় মনে রেখো— অন্যায়ের প্রতিবাদ না করলে তুমিও সেই অন্যায়ের অংশীদার হয়ে যাও। চুপ থাকা মানেই সম্মতি দেওয়া। তাই অন্যায় যেখানেই দেখো, যার সঙ্গেই ঘটুক না কেন, তার বিরুদ্ধে রুখে দাঁড়াও।"

✅✅একটি ছোট্ট নীতিশিক্ষা:
"অন্যায়ের প্রতিবাদ না করা মানেই অন্যায়কে প্রশ্রয় দেওয়া। ন্যায়ের পথে সাহসের সাথে চলাই প্রকৃত মানবধর্ম।" 🫰

27/06/2025

🔥 উদ্যোক্তার আত্মকথা

(একটা জীবন, যা ছুটির দরকার পড়ে না)

উদ্যোক্তা হওয়া মানে—
নিজের স্বপ্নকে এতটাই বিশ্বাস করা,
যেখানে আর কোনো নিশ্চয়তা নেই,
তবুও তুমি হাল ছাড়ো না।

নিরাপত্তার ছায়া ছেড়ে
তুমি ঝুঁকির রোদে হাঁটো—
কারণ তুমি জানো,
সেটাই তোমার সত্যি পৃথিবী।

তোমার সময় শুরু হয় ঘড়ি ছাড়াই।
তোমার লড়াই চলে অনুমতি ছাড়াই।
তুমি সমস্যার পেছনে দৌড়াও—
কারণ তুমি জানো, সমাধানেই মুক্তি।

তুমি যা খাও, তা নিজে শিকার করো।
তুমি যা পাও, তার পেছনে রক্ত থাকে, ঘাম থাকে,
আর থাকে একরাশ নিরব কান্না—
যা কেউ দেখে না।

উদ্যোক্তা মানে শুধু একটা পদ নয়,
এটা একটা অঙ্গীকার—
নিজের উপর ভরসা রাখার,
যখন গোটা দুনিয়া বলে, “হবে না।”

এটাই সেই জীবন—
যা একদিন এমন হবে,
যেখান থেকে আর ছুটির দরকার পড়বে না।

এই হচ্ছে উদ্যোক্তার পথ।
না, এটা সবার জন্য নয়।
তবে যাদের জন্য এটা লেখা— তারা ঠিক চিনে নেবে।

— একজন নীরব সৈনিক, একজন উদ্যোক্তা।
" নিশাত তাসনিম "
Nishat Tasneem

Nishat Tasneem's Thought
22/06/2025

Nishat Tasneem's Thought

13/05/2025

আপনি প্রতিদিন মোটিভেশন খুঁজছেন?
কারণ আপনার self discipline নেই।

মোটিভেশন আসবে, যাবে।
কিন্তু Self Discipline থাকলে—
আপনি কাজ করে ফেলবেন, মন ভালো থাকুক, আর খারাপ।

Self Discipline মানে কী?

• ফোন খুলে YouTube না চালিয়ে To-do list দেখা
• ঘুম থেকে উঠে আগে কাজ শুরু করা, Instagram না চেক করা
• “আজ না, কাল করবো” mindset কে কাটিয়ে উঠা
• নিজের future version কে সাপোর্ট করা decisions নেওয়া

আপনি যদি নিজের উপর control না রাখতে পারেন,
তাহলে আপনার future, অন্য কেউ control করবে।

Self Discipline শেখা যায় কিভাবে?

১. একটা fix wake-up time রাখুন
২. প্রতিদিন একটা hard কাজ intentionally early করে ফেলুন
৩. যেটা distraction দেয়, সেটা থেকে দূরে থাকুন—even for 3 days
৪. একটা system বানান—না থাকলে habit হবে না
৫. reflect করুন—progress হচ্ছে কি না

Self discipline boring লাগে কারণ এটা flashy না।
কিন্তু boring জিনিসই আপনাকে exceptional বানায়।

আপনার success fancy inspiration না,
Daily boring ex*****on এর উপরে দাঁড়িয়ে আছে।

30/03/2025

আসসালামু আলাইকুম!
ঈদ মোবারক ❤️

আমার কাছে তোমার সকল আবদার করে ফেলো তো আজ ! দেখি ভালোবাসার কতখানি মুহুর্ত আজ আমায় সঙ্গী করে...🫰Don’t miss🫶✌️
29/11/2024

আমার কাছে তোমার সকল আবদার করে ফেলো তো আজ !
দেখি ভালোবাসার কতখানি মুহুর্ত আজ আমায় সঙ্গী করে...🫰

Don’t miss🫶✌️

"পুরোনো কিছু শেষ মানেই কি সব শেষ, নাকি নতুন করে সুন্দর শুরু?"

“Retro Cafe" with RJ TasneeM
from 6:00 PM - 08:00 PM

WhatsApp করুন- RDR (space) Name (space) Location (space) আপনার কথা লিখে Whatsapp করুন 01777707769 নম্বরে।

Toffee App install করে FM Radio Section এ গিয়ে সরাসরি শুনতে পারবেন আমাদেরকে।

Subscribe to our YouTube: https://www.youtube.com/channel/UCWFh6WA5EtY6iifRezDbVFw to
Follow us on Tiktok: https://www.tiktok.comm

Live stream- www.radiodinraat.fm
See less

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when RJ TasneeM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RJ TasneeM:

  • Want your business to be the top-listed Media Company?

Share